ইনসাইড এডুকেশন

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৫৫ এএম, ০৫ অক্টোবর, ২০১৭


Thumbnail

ক্যাম্পাসের সবকিছুই সৌন্দর্যের দিক দিয়ে অনন্য। ক্যাম্পাসে রয়েছে গাছের পর গাছ। রয়েছে নয়নাভিরাম পাহাড়, যা দেখলে যে কারও মন কেড়ে নেবে। পাহাড়গুলোকে ঘিরে পুরো ক্যাম্পাস। আরও আছে নিজস্ব শাটল ট্রেন। বলছি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা। এই নয়নাভিরাম ক্যাম্পাসে সুযোগ পেতে হলে প্রস্তুতিও ভালো থাকতে হবে। এবার ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২২-৩০ অক্টোবর। এ মাসেই পরীক্ষা তাই প্রস্তুতিও নিতে হবে সেভাবেই।

এ ইউনিট
এ ইউনিটের অধীনে তিনটি অনুষদ রয়েছে। ১. বিজ্ঞান অনুষদ, ২. জীববিজ্ঞান অনুষদ, ৩. ইঞ্জিনিয়ারিং অনুষদ। এই ইউনিটের মানবন্টন বাংলা-১০, ইংরেজি-১০, পদার্থবিদ্যা, রসায়ন,গণিত, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পরিসংখ্যান ও আইসিটি- বাকি ৮০ হবে।

বিজ্ঞান অনুষদ
এই অনুষদে পদার্থবিদ্যা,রসায়ন,গণিত, পরিসংখ্যান, ফলিত ও পরিবেশ রসায়ন, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফী, ফিশারিজ, ফরেস্ট্রি ও পরিবেশ বিজ্ঞান বিভাগ রয়েছে।

জীববিজ্ঞান অনুষদ
জীববিজ্ঞান অনুষদের অধীনে প্রাণিবিদ্যা, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিদ্যা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, মৃত্তিকাবিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, মনোবিজ্ঞান ও ফার্মেসী বিভাগগুলো রয়েছে।

ইঞ্জিনিয়ারিং অনুষদ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ রয়েছে এই অনুষদে।

বি ইউনিট
বি ইউনিটে কলা ও মানববিদ্যা অনুষদ রয়েছে। এই ইউনিটের মানবন্টন বাংলা-৩৫, ইংরেজি-৩৫, সাধারন জ্ঞান-৩০ নম্বর থাকবে।

কলা ও মানববিদ্যা অনুষদ
কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, ইতিহাস, ,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, নাট্যকলা, আধুনিক ভাষা ইনস্টিটিউট, চারুকলা ইনস্টিটিউট, ফারসি ভাষা ও সাহিত্য, পালি, সংস্কৃত, আইইআর, সংগীত ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ রয়েছে। এই অনুষদের মানবন্টন বাংলা-৩৫, ইংরেজি-৩৫, সাধারন জ্ঞান-৩০ নম্বর থাকবে।

সি ইউনিট
এই ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদ রয়েছে। এই ইউনিটের মানবন্টন ইংরেজি-৩০, হিসাববিজ্ঞান-৩৫ ও ব্যবসায় নীতি ও প্রয়োগ- ৩৫ হবে।

ব্যবসায় প্রশাসন অনুষদ
ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে একাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগগুলো রয়েছে।

ডি ইউনিট
ডি ইউনিটে সমাজবিজ্ঞান, আইন ও শিক্ষা অনুষদ রয়েছে। এই ইউনিটের মানবন্টন বাংলা-৩০, ইংরেজি-৩০, বিশ্লেষণ দক্ষতা-২০, সাধারন জ্ঞান/ গণিত/অর্থনীতি-২০ হবে।

সমাজবিজ্ঞান অনুষদ
সমাজবিজ্ঞান অনুষদের অধীনে অর্থনীতি, রাজনীতি বিজ্ঞান, সমাজতত্ত্ব, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, যোগাযোগ ও সাংবাদিকতা, ডেভেলপমেন্ট স্টাডিজ, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগগুলো রয়েছে। এই অনুষদের মানবন্টন বাংলা-৩০, ইংরেজি-৩০, বিশ্লেষণ দক্ষতা-২০, সাধারন জ্ঞান/ গণিত/অর্থনীতি-২০ হবে।

আইন অনুষদ
আইন অনুষদের অধীনে আইন বিভাগ রয়েছে।

শিক্ষা অনুষদ
শিক্ষা অনুষদের অধীনে ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ রয়েছে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি

বাংলা
চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি ইউনিটেই বাংলা থেকে প্রশ্ন আসে। বাংলার জন্য বিসিএস,ঢাকা ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে বাংলায় উচ্চ মাধ্যমিকের মূল বই, নবম দশম শ্রেণীর বাংলা ২য় পত্র এবং সাহিত্য ও ইতিহাস থেকে প্রশ্ন আসে। গদ্য ও পদ্যের মূলবাণী ও উৎস, কবিতার ছন্দ, কবি ও লেখকদের পরিচিতি, শব্দার্থ, বিভিন্ন গদ্যে ব্যবহৃত চরিত্রাবলী, উক্তি, কবি ও লেখকদের সাহিত্যকর্ম সম্পর্কে পড়তে হবে। গ্রামার অংশে ধ্বনি প্রকরণ, শব্দ সম্ভার, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ,দ্বিরুক্ত শব্দ,বচন,উপসর্গ, সমাস, প্রকৃতি ও প্রত্যয়, পদ প্রকরণ ,পদ পরিবর্তন, ক্রিয়ার কাল ও ভাব ,বাক্য প্রকরণ ও রূপান্তর, বাচ্য ও সন্ধি ইত্যাদি ভালোভাবে পড়তে হবে।

ইংরেজি
Grammer, vocabulary ও comprehension এই তিনটি অংশ থেকেই প্রশ্ন আসে ইংরেজিতে। গ্রামারের জন্য modals, conditional sentence, consunctions, causative verb, subject verb agreement, clause, comparison, ,pronoun, tense, articles, embeded question ভালোভাবে পড়তে হবে।

Vocabulary অংশের জন্য synonym, antonym, preposition, sentence completion, sentence correction, substitions, phrase idioms, analogy পড়তে হবে। Comprehension এর জন্য cliffs এর বই থেকে comprehension অনুশীলন করা যেতে পারে।

সাধারন জ্ঞান
সাধারন জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসে।

বাংলাদেশ বিষয়াবলী
মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, সীমান্ত,নদী,কৃষি,গবেষনা কেন্দ্র,উপজাতি, শিক্ষা,বন,বর্তমান পুরাতন নাম,দ্বীপ-চর-পর্বত-বাঙলার উৎপত্তি ও বিভিন্ন সভ্যতা,সংবিধান,জাতীয় দিবস,স্হাপত্য ও গ্রণ্হের লেখক ইত্যাদি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বিষয় জানার জন্য পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়তে হবে।

আর্ন্তজাতিক বিষয়াবলী
মুদ্রার নাম,আন্তজাতিক লাইন, সমুদ্র বন্দর,সংবাদ সংস্হা,সংবাদপত্র, মধ্যপ্রাচ্য,রাজধানী,জাতিসংঘ,বিভিন্ন সংস্হা সংক্রান্ত তথ্য,গেরিলা সংস্হা,চুক্তি, ১ম ও ২য় বিশ্বযুদ্ধ,বিখ্যাত স্থান, পুরষ্কার, অপারেশন ইত্যাদি সম্পর্কে জানতে হবে। সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



মন্তব্য করুন


ইনসাইড এডুকেশন

এইচএসসির ফরম পূরণের সময় বৃদ্ধি

প্রকাশ: ১২:২৫ পিএম, ২১ এপ্রিল, ২০২৪


Thumbnail

এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের কার্যক্রম আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ৬ মে পর্যন্ত ‘সোনালী সেবার’ মাধ্যমে ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ০৭ মে থেকে শুরু হয়ে চলবে ১২ মে পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়েছে এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে এর ফি পরিশোধ করা যাবে ১৩ মে পর্যন্ত।


এইচএসসি পরীক্ষা   ফরম পূরণ   সোনালী সেবা  


মন্তব্য করুন


ইনসাইড এডুকেশন

তীব্র তাপদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে ক্লাস বন্ধ

প্রকাশ: ০৮:৩০ পিএম, ২০ এপ্রিল, ২০২৪


Thumbnail

সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। যার জন্য ইতোমধ্যেই জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এমন পরিস্থিতিতে আগেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলো।

সেই ধারাবাহিকতায় এবার তীব্র তাপদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২০ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে।

এর আগে একই কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। এই ছুটি ফলে আগামী ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ছুটি শেষে আগামীকাল তা খোলার কথা ছিল। তার আগে আজ শনিবার দুই মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধের ঘোষণা দিয়েছিল। তবে কিছুক্ষণ পরে পৃথক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে কার্যত এই ছুটি হবে ২৭ এপ্রিল পর্যন্ত। তাই ২৮ এপ্রিল খুলবে।

মাউশির মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক শাহেদুল খবীর চৌধুরী এ সিদ্ধান্তের কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, আবহাওয়া পরিস্থিতির অবনতি বা উন্নতির পরিপ্রেক্ষিতে এই আদেশ পরিবর্তিত হতে পারে।

এ বিষয়ে যোগাযোগ করা হলো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে একজন উপপরিচালক জানান, মাউশির অধীন স্কুল ও কলেজগুলোর মতো তাদের অধীন মাদ্রাসাগুলোও ছুটি থাকবে। অর্থাৎ মাদ্রাসাগুলোও খুলবে ২৮ এপ্রিল।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের একজন পরিচালক গণমাধ্যমকে বলেন, তারাও মাউশির অনুরূপ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।


তীব্র তাপদাহ   গরম   শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ  


মন্তব্য করুন


ইনসাইড এডুকেশন

গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশ: ০৯:০৮ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল থেকে শুরু হবে এ পরীক্ষা। তিন ইউনিটে পর্যায়ক্রমে পরীক্ষা শেষ হবে আগামী ১১ মে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এবার মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি আবেদন জমা পড়েছে।

এর মধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।

আগামী ২৭ এপ্রিল শনিবার ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩ মে শুক্রবার ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ মে শুক্রবার 'সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২৪ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২১ হাজার আসন রয়েছে। এই আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।

গুচ্ছ ভর্তি পরীক্ষা  


মন্তব্য করুন


ইনসাইড এডুকেশন

এবার বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট-ঢাবি

প্রকাশ: ১১:৫২ এএম, ১৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বুধবার (১০ এপ্রিল) ওয়েবসাইটে এ র‌্যাংঙ্কিং প্রকাশ করা হয়। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়-এমন ৫৫টি বিষয়কে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে ২০২৪ সালের এ র‌্যাংঙ্কিং প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত র‌্যাংঙ্কিং অনুযায়ী- এ বছর বিশ্বের ৯৫টি দেশের এক হাজার ৫৫৯টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ হাজার ৪০০টিরও বেশি একাডেমিক প্রোগ্রামের মর‌্যাংদা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে র‌্যাংঙ্কিংয়ে স্থান দেওয়া হয়েছে।

এবারের র‌্যাংঙ্কিংয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বুয়েট ৬৪ দশমিক পাঁচ স্কোর নিয়ে ৩০৫তম স্থানে আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে।

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪৫১ থেকে ৫০০ এর মধ্যে। আর আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১ থেকে ৫৫০ এর মধ্যে।

অন্যান্য ক্যাটাগরিগুলো হলো-লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন, ন্যাচারাল সায়েন্স। এই দুই ক্যাটাগরিতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

এর আগে ২০২৩ সালে প্রকাশিত কিউএস বিষয়ভিত্তিক র‌্যাংঙ্কিংয়েও দেশের শুধু বুয়েট ও ঢাবির স্থান হয়েছিল। সেবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে দুই বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছিল।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়   বুয়েট   ঢাবি  


মন্তব্য করুন


ইনসাইড এডুকেশন

এসএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানালো বোর্ড

প্রকাশ: ০১:০০ এএম, ০৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল মে মাসের শুরুর দিকে প্রকাশ করা হতে পারে। বুধবার (৩ এপ্রিল) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।  

তিনি জানান, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবারও সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে।

গত ১২ মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সে হিসাবে ১২ মে-র মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে। এরই মধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শুরু করেছেন। মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে। এরপর ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

জানা যায়, প্রাথমিকভাবে ৯, ১০ বা ১১ মে ফল প্রকাশের জন্য প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে।

উল্লেখ, ২০২৪ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৪৮ হাজার।

এসএসসি   ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  


মন্তব্য করুন


বিজ্ঞাপন