ইনসাইড বাংলাদেশ

পাকিস্তানের চেয়ে ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:২২ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০১৮


Thumbnail

মানব উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে ১৪ ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। সদ্য প্রকাশিত ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৮’ তে এমন তথ্যই উঠে এসেছে। গত এক বছরে মাথাপিছু আয়, গড় আয়ুসহ বিভিন্ন মাপকাঠিতে উন্নতির পথ ধরে এই সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে তিন ধাপ।

ইউএনডিপির এবারের প্রতিবেদনে ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে ১৩৬তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ও নেপালের থেকে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের চেয়ে ১৪ ধাপ পিছিয়ে থেকে ১৫০ এ অবস্থান করছে পাকিস্তান। আর নেপাল অবস্থান করছে ১৪৯ এ। মানব উন্নয়ন সূচকে ভারতের অবস্থান ১৩০ এবং ভূটান আছে ১৩৪ এ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবার ওপরে ৭৬ এ। আর মালদ্বীপ আছে ১০১ এ।

গতবছরের থেকে মালদ্বীপ চার ধাপ এগিয়েছে। বাংলাদেশ এগিয়েছে তিন ধাপ এবং ভারত এক ধাপ। তবে পাকিস্তানসহ বাকি চার দেশের অবস্থানের অবনতি হয়েছে এবারের সূচকে।

২০১৭ সালের প্রতিবেদনে বাংলাদেশ ছিল ১৩৯তম অবস্থানে। তার আগের বছর ২০১৬ তে এদেশের অবস্থান ছিল ১৪২। সে হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে মানব উন্নয়নে ক্রমাগত অগ্রগতি হচ্ছে বাংলাদেশের।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু আয় বছরে তিন হাজার ৩৪১ ডলার থেকে বেড়ে হয়েছে তিন হাজার ৬৭৭ ডলার। প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ বছর থেকে বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। শিশুদের স্কুলে কাটানোর প্রত্যাশিত সময় গড়ে ১০ দশমিক ২ বছর থেকে বেড়ে ১১ দশমিক ৪ বছর হয়েছে।

বিশ্বের প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয়, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি। গতবারের মত এবারও সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে নরওয়ে। শীর্ষ দশের অন্য দেশগুলো হলো, যথাক্রমে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, হংকং, সুইডেন, সিঙ্গাপুর ও নেদারল্যান্ড।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১১:৩১ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

বিশ্ব মানবিক মার্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলীত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৮দফার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন।

মঙ্গলবার সকাল ১০টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই মানববন্ধন করা হয়।

জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি মনো হরিজনের সভাপতি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. বাবুল বরিদাস, সাধারণ সম্পাদক দুলদুল হরিজন, সদস্য দিপু হরিজন, জয় হরিজন, সাজু হরিজন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন, জাতপাত ও পেশাত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্ত কর্মসূচির বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা দাবি জানান। 


জয়পুরহাট   দলিত   জনগোষ্ঠী   মানববন্ধন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

১০ ডিসেম্বর হচ্ছে না আওয়ামী লীগের সমাবেশ

প্রকাশ: ১০:৫৬ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীতে সমাবেশ করতে চেয়েছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু নির্বাচন কমিশনের অনুমতি না মেলায় সে সমাবেশ হচ্ছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংলগ্ন মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবসে আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বড় সমাবেশ করব, এরকম একটা কর্মসূচি আমাদের ছিল। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলাম। সে আবেদন তারা গ্রহণ করেননি। বাইরে সমাবেশের নামের শোডাউন হবে সে আশঙ্কা করছে। যে কারণে দশ তারিখে আমাদের মানবাধিকার দিবসের আনুষ্ঠানিকতা ভেতরেই পালন করব। বাইরে যে সমাবেশ করার কথা সেটি করছি না। নির্বাচনী বিধির বাইরে আমরা যেতে চাই না।

তিনি আরো বলেন, গণতন্ত্র ত্রুটিমুক্ত করতে কাজ করছে আওয়ামী লীগ। যারা নির্বাচন বানচাল করতে হরতাল-অবরোধ করছে তারা গণতান্ত্রিক শক্তি নয়।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম,  সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষি ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।


আওয়ামী লীগ   সমাবেশ   ওবায়দুল কাদের  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চলন্ত অবস্থায় খুলে গেল বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি

প্রকাশ: ১০:২১ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটে জামালপুর চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুরের উদ্দেশে যাত্রা করে।

পথিমধ্যে সোমবার রাতে ট্রেনটি জামালপুর -চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ট্রেনের সর্বশেষ ১৬ ও ১৭ নম্বর বগির হুক খোলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনের পরিচালক গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এসে টের পায়।

ওই ট্রেনের পরিচালক উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি ট্রেনের সাথে যুক্ত করে নিয়ে গৌরীপুর স্টেশনে এসে যাত্রাবিরতি করে। সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের দুটি বগির হুক খোলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেন থামানের পর উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি যুক্ত করে গৌরীপুর স্টেশনে নিয়ে আসি। কোন হতাহতের ঘটনা ঘটেনি।


বিজয় এক্সপ্রেস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেতে আপিল শুরু আজ

প্রকাশ: ০৯:৫৯ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনের বিপরীতে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মোট ২৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে এক হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে ৭৩১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান ইসি।

এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) করতে পারবেন আপিল, সময় পাবেন পরবর্তী পাঁচ দিন। এ লক্ষ্যে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশের বাম পাশে ১০টি অঞ্চলের জন্য ১০টি আলাদা বুথ বসিয়েছে কমিশন।

এ বিষয়ে সোমবার (৪ ডিসেম্বর) বিকেলেই নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত নোটিশ প্রচার করা হয়।

সেখানে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে মনোনয়নপত্র বাছাইয়ের পরবর্তী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে) নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে (আপিলের মূল কাগজপত্র ১ সেট ও ছায়ালিপি ৬ সেটসহ) আপিল দায়ের করতে পারবেন। এজন্য ১০টি অঞ্চলের জন্য ১০টি বুথ করা হয়েছে নির্বাচন ভবনে। ১০ কর্মকর্তার কাছে আপিল আবেদন জমা দিতে হবে। আর ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একশ করে আপিল শুনানি হবে ক্রমানুসারে।

আপিল আবেদনগুলো শুনানি শেষে আপিলের ফল মনিটরে প্রদর্শন, রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল অ্যাকাউন্টে প্রেরণ এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া আপিলের রায়ের অনুলিপি শিডিউল অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে বিতরণ করা হবে। অন্য দিকে রায়ের অনুলিপি প্রাপ্তির আবেদনের ভিত্তিতে বিতরণ করা হবে।

 


নির্বাচন কমিশন   প্রার্থীতা   মনোনয়ন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বরিশালে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৯:১৭ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) জহিরুল ইসলাম মামুনকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জহিরুল ইসলাম ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ছিলেন এবং উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। তিনি ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের ইছাপুরা গ্রামের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ওই ওয়ার্ডের দফাদার আব্দুর রহিম আমাকে জানিয়েছেন, ইউপি মেম্বার মামুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি শুনে পুলিশকে জানিয়েছি।

দফাদার আব্দুর রহিম বলেন, ইছাপুরা গ্রামের ছোট বটতলা থেকে বাড়িতে যাচ্ছিলেন ইউপি মেম্বার মামুন। এসময় ৫-৭ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আব্দুর রহিম আরও বলেন, এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।

বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান বলেন, নিহত মামুন দুটি হত্যাসহ বেশ কিছু মামলার আসামি ছিলেন।


বরিশাল   ইউপি সদস্য   খুন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন