ইনসাইড বাংলাদেশ

দীন মো. চক্ষু হাসপাতালে ফজলে হাসান আবেদের সফল অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২৩ পিএম, ১৭ অগাস্ট, ২০১৭


Thumbnail

ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের ডান চোখে সফল ভাবে ফেকো সার্জারী সম্পন্ন হয়েছে। আজ দীন মো. চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারে এই সার্জারি হয়।

ফজলে হাসান আবেদের চোখে অস্ত্রোপচার সম্পন্ন করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক।

ডা. দীন মো. নুরুল হক বলেন, বিশ্বের সর্ব বৃহৎ উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের চোখের অপারেশন বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশেই নিজের অপারেশন করার মধ্য দিয়ে ফজলে হাসান আবেদের দেশপ্রেমের দৃষ্টান্তও স্থাপিত হয়েছে।

তিনি আরও বলেন, দীন মো. চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টার যে বিশ্বমানের চিকিৎসা দিতে সক্ষম তা এই সফল অস্ত্রোপচারেই প্রমাণিত হয়েছে।

বাংলা ইনসাইডার/এসএম/জেডএ



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভাত খেতে চাইলেন বানারীপাড়ার মনোয়ারা বেগম

প্রকাশ: ০৯:১৬ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের পাকা ঘর ও দুই শতক জমি পেয়েছেন বরিশালের বানারীপাড়ার মনোয়ারা বেগম সুন্দরী। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভাত খাওয়ার আবেদন জানিয়েছেন মনোয়ারা বেগম।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আপনি আমার মা। মা জীবনে আপনার কাছে আর কিছুই চাই না। আপনি জমিসহ পাকা ঘর দিয়েছেন। আপনার সঙ্গে একসাথে বসে একটু খেতে চাই। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নেই।

স্মৃতিচারণ করে তিনি বলেন, ১৮ বছর আগে আপনার সঙ্গে বসে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ভাত খেয়েছিলাম, নামাজ আদায় করেছিলাম। এবার আপনি বানারীপাড়ায় আসবেন। আপনার সঙ্গে বসে একটু ভাত খাব। এটাই আমার জীবনের শেষ চাওয়া।

বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে বরিশালের বানারীপাড়া উপজেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আবেগাপ্লুত মনোয়ারা বেগম সুন্দরী কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে ভাত খাওয়ার আবদার জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আবেগঘন কথা শুণে অশ্রুসজল হয়ে পড়েন এবং বলেন, আমি আসবো বানারীপাড়ায়।

মনোয়ারা বেগম বলেন, ১৯৭১ সালে পাকবাহিনী আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। তারপর আমার মা ভিক্ষা করে একটা ঘর তুলেছিল। সেই ঘরও বন্যা নিয়ে যায়। এরপর আর নিজের ঘরে থাকতে পারিনি। আজ আপনি ঘর দিয়েছেন। আমি পাকা ঘর পেয়েছি এটা স্বপ্ন না সত্যি বিশ্বাস করতে পারছি না।

তিনি বলেন, বানারীপাড়া সাধারণ মানুষের আপনাকে দেখার জন্য অপেক্ষায় আছে। মা আপনি একবার বানারীপাড়া আসেন। বানারীপাড়া গরীব দুঃখী সাধারণ মানুষের একমাত্র ভরসা আপনি, আপনি আবারও প্রধানমন্ত্রী হন। হাজার বছর প্রধানমন্ত্রী থাকেন এ দোয়া করি। আপনারও মা-বাবা, ভাই নেই আমারও মা-বাবা, কোন ভাই-বোন নেই। বানারীপাড়া থেকে আপনাকে আবারও জয়েরমালা পড়াবো।



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সকালে কমে বিকেলেই বেড়ে গেল সোনার দাম!

প্রকাশ: ০৯:১৩ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail সকালে কমে বিকেলেই বেড়ে গেল সোনার দাম!

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দর কমানোর পর ফের বাড়ল স্বর্ণের দাম। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা টাকা বাড়ানো হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ৯৭ হাজার ৬২৮ টাকা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে একই দিন সকালে স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছিল ১ হাজার ১৬৬ টাকা। 

এর আগে বুধবার (২২ মার্চ) নতুন দর ঘোষণার পর বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছিল ১ হাজার ১৬৬ টাকা।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৪ মার্চ থেকে কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে এখন থেকে ক্রেতাদের গুণতে হবে ৯৭ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুণতে হবে ৭৯ হাজার ৮৯৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৫৮ টাকা বাড়িয়ে ৬৬ হাজার ৫৪৩ টাকা করা হয়েছে।


সকাল   বিকাল   সোনার দাম   বাড়ছে  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জামালপুরের ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী আটক

প্রকাশ: ০৯:০০ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মল্লিকাডাঙ্গা গ্রামের মৃত বেনু শেখের ছেলে আছমত আলী (৩২) এর বসত বাড়ির উঠানে রাত আনুমানিক ৪ টার দিকে ৮/১০ জনের মত একদল জুয়াড়ি জুয়া খেলা অবস্থায় জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ি কে আটক করেছেন।

আটককৃতরা হলেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পৌরসভার চাকদহ গ্রামের মোঃ রব্বানী (৩৮), সপেন মন্ডল (৩৩), মোঃ আসলাম শেখ (৩২), মোঃ সাইফুল শেখ (৪০), মল্লিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ রুবেল মিয়া (৩০) ও একই গ্রামের বাসিন্দা চান মিয়া।

জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনায় জেলা ডিবি পুলিশ ওসি আরমান আলীর সার্বিক তত্ত্বাবধনায় এসআই জুবাইদুল হক ও এএসআই তানভীর আহমেদ সঙ্গীয় ফোর্সসহ একদল জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়ীদের কে আটক করে এবং বাকীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গত ২৩ মার্চ বৃহস্পতিবার আটককৃত ৬ জুয়াড়ীদের কে কোর্টে প্রেরণ করেন জামালপুর জেলা ডিবি পুলিশ।

এ বিষয়ে জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী জানান, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ি কে আটক করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কোর্টে প্রেরন করা হয়েছে।



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

গোপালগঞ্জের ব্যক্তিমালিকানাধীন জমিতে খাল খননের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০৮:৫৫ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

গোপালগঞ্জের মুকসুদপুরে মুকসুদপুর বাওড়ের ব্যক্তিমালিকানাধীন জমিতে অবৈধভাবে খাল খননের প্রতিবাদে ও খনন বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ক্ষতিগ্রস্থ ৮ টি গ্রামের সর্বস্তরের জনগনের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার মকুসুদপুর বাওরে সমানে পুরতান মুকসুদপুর-কালীনগর সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে কয়েকশ ক্ষতিগ্রস্থ জমির মালিকেরা।

এ মানববন্ধনে মুকসুদপুর বাওড় পাড়ের প্রভাকরদী, কদমপুর, পুরাতন মুকসুদপুর, ঢাকপাড়, ভাকুরী, কাওয়ালদিয়া, পশারগাতি ও কুলাকোন গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত আলী খান, বাচ্চু শেখ, দেলোয়ার হোসেন, তপন সাহাসহ অনেকে বক্তব্য রাখেন।

মুকসুদপুর পৌরসভার প্যানেল মেয়র নিয়ামত আলী খান বলেন, মুকসুদপুর বাওড়ে ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। এসব জমিতে ফসল ফলিয়ে আমাদের সারা বছরের আয় রোজগার হয়। কিন্তু কিছু ভ‚মিদস্যু নিজেদের স্বার্থে অবৈধভাবে খাল খননের নামে জমি নষ্ট করছে। এতে তারা ক্ষতিগ্রস্থ হওয়ায় খাল খনন বন্ধের দাবী জানান।



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শেরপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ

প্রকাশ: ০৮:৪৭ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় শেরপুরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২ টায় দিনব্যাপী শহরের আলীশান রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

সংস্থা'র প্রশিক্ষণ কর্মকর্তা মরিয়ম সুলতানার সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাছরিন বেগম ফাতেমা, সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সংগঠনের প্রশিক্ষক সাদিকুর রহমান, রাসেল তালুকদার, পারভেজ আক্তার, তাহমিদা আক্তার, তামান্না আক্তার প্রমুখ।

পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ১৫০ জনের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ
করেন অতিথিরা।



মন্তব্য করুন


বিজ্ঞাপন