ইনসাইড বাংলাদেশ

পদত্যাগ নয়, ছুটি চান বিচারপতি সিনহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৯ পিএম, ২৪ অগাস্ট, ২০১৭


Thumbnail

পদত্যাগ নয় বরং দীর্ঘকালীন ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সুপ্রিম কোর্টে আজ থেকে এক মাস ২০ দিনের ছুটি শুরু হয়েছে। সরকারের সঙ্গে সমঝোতা হলে, প্রধান বিচারপতির ছুটি দীর্ঘস্থায়ী হবে। ৩১ জানুয়ারি ২০১৮ সালে তাঁর চাকরির মেয়াদ শেষ হবে। এ পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। তাঁর ছুটিকালীন সময়ে বিচারপতি মো. আবদুল ওহাব মিঞা এবং বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পর্যায়ক্রমে প্রধান বিচারপতির অস্থায়ী দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সরকার প্রধান বিচারপতির পদত্যাগ চাইলেও শেষ পর্যন্ত ছুটির মধ্যস্থতা দুপক্ষের জন্যই মঙ্গলজনক হবে। প্রধান বিচারপতির দায়িত্ব আছে ছয় মাসেরও কম। ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পরপরই প্রধান বিচারপতির সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এই টানাপোড়েন প্রকাশ্য রূপ নেয় প্রধান বিচারপতি বেঞ্চে বসে পাকিস্তানের রায়ের প্রতিক্রিয়ার উদাহরণ টানলে। আওয়ামী লীগের প্রায় সব নেতা এবং অঙ্গসংগঠন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধান বিচারপতির সমালোচনা শুরু করেন। এখন সবাই প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করছেন। আজ এক বিবৃতিতে প্রধান বিচারপতি বলেছেন, তাঁর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে এসেছে, এর ফলে তাঁকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। ভবিষ্যতে তাঁর বক্তব্য প্রচারে তিনি সর্বাধিক সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু তাঁর এই বিবৃতির দাবি গ্রহণ করেনি আওয়ামী লীগ।

এরকম নাজুক পরিস্থিতিতে প্রধান বিচারপতি পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু পদত্যাগ নয় বরং তিনি ছুটিতে যেতে আগ্রহী। এজন্য প্রধান বিচারপতি কয়েকটি শর্ত দিয়েছেন। এর মধ্যে প্রধান শর্ত হলো, তাঁকে নিয়ে যে বিরূপ এবং বিদ্বেষমূলক সমালোচনা শুরু হয়েছে তা বন্ধ করতে হবে। এছাড়াও তাঁকে এবং তার আত্মীয় স্বজনকে ভাবিষ্যতে হয়রানী না করা সহ বেশ কিছু বিষয় প্রধান বিচারপতি উত্থাপন করেছেন। এসব ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত পেলে প্রধান বিচারপতি  রাষ্ট্রপতির কাছে ছুটির দরখাস্ত করবেন।

প্রধান বিচারপতি এখনো মনে করেন সরকার যা করছে তা ভুল। বিশেষ করে যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে তাতে বিচারবিভাগের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে। তাছাড়া প্রধান বিচারপতি মনে করেন, চাপ দিয়ে প্রধান বিচারপতিকে এভাবে সরে যেতে হলে ভবিষ্যতে কোনো বিচারপতি নির্ভয়ে বিচার কাজ পরিচালনা করতে পারবে না। এবং এটা ক্ষমতাসীন দলের জন্য একটা উদাহরণ হবে।

তবে, সরকারের একাধিক মন্ত্রী বলেছেন, রায় নিয়ে তাঁদের কোনো বক্তব্য নেই। তাঁদের বক্তব্য রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক এবং আপত্তিকর মন্তব্য নিয়ে। আওয়ামী লীগ মনে করে, এই রায় এই আদলে মেনে নেওয়া হলে গণতন্ত্র বিপন্ন হবে।

প্রধান বিচারপতি সঙ্গে সরকারের আলাপ আলোচনা এক পর্যায়ে প্রধান বিচারপতি এই ছুটির প্রস্তাব দিয়েছেন। তবে ছুটিতে সরকার সন্তুষ্ট কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলা ইনসাইডার/জেএ




মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

এবার রাজধানী বনশ্রীতে আগুন

প্রকাশ: ০২:০৭ পিএম, ১৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের কাছে সংবাদ আসে বনশ্রী ‘সি’ ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিটের চেষ্টায় বেলা ১ টা ১৫ মিনিটে ভবনটির আগুন নির্বাপণে আসে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।

এর আগে দুপুর সাড়ে ১২ টায় ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ হয়।


আগুন   বনশ্রী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিয়াউর রহমান ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০২:০০ পিএম, ১৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অধীনে অন্যান্য সেক্টর কমান্ডারদের মতোই ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান। অথচ পরিতাপের বিষয়, সেই বিএনপি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ দিবস ১৭ এপ্রিল পালন করে না।

স্থানীয় সময় বুধবার (১৮ এপ্রিল) গ্রিসের এ‌থে‌ন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তি‌নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ আমাদের মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। সেই ৭ মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয়।

মুজিবনগর দিবস স্মরণে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার বৈদ্যনাথতলা অর্থাৎ বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের আগের মধ্যরাতে দেশি-বিদেশি সাংবাদিকদের কলকাতা প্রেস ক্লাবে সমবেত হতে বলা হয়। গোপনীয়তার মধ্যে তাদেরকে পরদিন সকালে মুজিবনগরে পৌঁছানো হয় যেখান থেকে তারা সংবাদ পরিবেশন করেন।

এ সময় গ্রিস প্রবাসী বাংলাদেশিদের আইনানুগ ও পরিশ্রমী জীবনের জন্য নিজের ও গ্রিক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসার কথা জানিয়ে এই সুনাম অক্ষুণ্ন রাখতে এবং সবাইকে বৈধপথে রেমিটেন্স পাঠাতে আহ্বান জানান মন্ত্রী।

হাছান মাহমুদ জানান, গ্রিক পররাষ্ট্রমন্ত্রী তার সাথে বৈঠকে জানিয়েছেন, গ্রিস আরও ৬টি দেশে দূতাবাস খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।


পররাষ্ট্রমন্ত্রী   ড. হাছান মাহমুদ   জিয়াউর রহমান  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

প্রকাশ: ০১:৫০ পিএম, ১৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পচাকোড়ালীয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে এক নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। টক অব দ্য টাউনে পরিণত হয়েছে ভিডিওটি।

বুধবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে পুরো উপজেলায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।

এই ঘটনায় এলাকাবাসী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ও চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৩২ সেকেন্ডের সেই ভিডিওটিতে দেখা গেছে, চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন।

জানা গেছে, এর আগেও উপজেলার কয়েকজন নেতার সঙ্গে ওই নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয় ক্ষোভ।

অপরদিকে ওই নারীর বিরুদ্ধে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া থানায় গত ১২ এপ্রিল পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর সাক্ষী ছিলেন পচাকোড়ালীয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘একজন জনপ্রতিনিধি যদি তার নিজের লোভ লালসা ধরে রাখতে না পারে তাহলে পুরো এলাকার মানুষ কার ওপরে ভরসা করবে। তার এমন কর্মকাণ্ডে আমরা লজ্জিত। তাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারের দাবি জানান তারা’।

এ বিষয়ে উপজেলার পচাকোড়ালীয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এর আগে বরগুনার তালতলী উপজেলার ছাত্রলীগ নেতার সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ওই নেতার নাম মিনহাজুল আবেদীন মিঠু। তিনি তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) মিনহাজুল আবেদীন মিঠুর সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। এক মিনিট চার সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে মিঠু ওই নারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় সময় কাটাচ্ছেন।

এ ঘটনায় তালতলী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ হয়নি। এ বিষয়ে তালতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি সরোয়ার হোসাইন স্বপন জমাদ্দার বলেন, ভিডিওর কথা আমিও লোকমুখে শুনেছি। কিন্তু সত্য-মিথ্যা বলতে পারব না।

বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ভিডিওর সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিকে সুপারিশ করা হবে।


আওয়ামী লীগ   আপত্তিকর ভিডিও   ভাইরাল  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

মার্চে সড়কেই এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ০১:৩৭ পিএম, ১৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

চলতি বছরের মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক-তৃতীয়াংশ মোটরসাইকেলের আরোহী। মার্চ মাসের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

বুধবার (১৭ এপ্রিল) বিকালে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদনটি তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে দুর্ঘটনার প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে সারা দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০৩ জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন, যা সড়ক দুর্ঘটনায় মোট নিহত ব্যক্তির ৩৫ দশমিক ৯৩ শতাংশ।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে ৬৪ জন নারী ও ৬৩ জন শিশু। এ ছাড়া ৭৮ জন পথচারীর পাশাপাশি ১৩০ জন বিভিন্ন যানবাহনের চালক নিহত হয়েছেন। নিহত অন্য ব্যক্তিদের মধ্যে পরিবহন শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী ও পুলিশ সদস্য রয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, মার্চে ৫৫২টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে ১৮১টি মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২২৮ জন। এ ছাড়া গত মাসে রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত এবং নৌপথের সাতটি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।


মোটরসাইকেল আরোহী   সড়ক দুর্ঘটনা   যাত্রী কল্যাণ সমিতি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

প্রকাশ: ০১:১৬ পিএম, ১৮ এপ্রিল, ২০২৪


Thumbnail শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য

শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ ছানুয়ার হোসেন ছানু এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রেজওয়ানুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: রুকুনুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 

 

প্রদর্শনী অনুষ্ঠানে মোট ৪০ টি স্টল স্থান পেয়েছে। শেরপুর সদর উপজেলা প্রশাসন প্রাণী সম্পদ অফিস আজ অনুষ্ঠানের আয়োজন করে। 


প্রাণিসম্পদ সেবা সপ্তাহ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন