আজ আন্তর্জাতিক অভিবাসী দিবসে নিজেদের দক্ষভাবে গড়ে তুলে বিদেশে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিবাসী দিবসের অনুষ্ঠানে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের বক্তব্য রাখার সময় তিনি এই আহ্বান জানান।
এসময় তিনি বলেন, ‘দেশের চলমান মেগা প্রকল্পগুলোতে প্রবাসীদের কাজে লাগাতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রবাসীদের কল্যাণে কাজ করছে সরকার। দেশেও কর্মসংস্থানের পরিধি বাড়ানো হয়েছে। একই সাথে দেশে প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।’