ইনসাইড বাংলাদেশ

আশরাফই শেষ কথা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৬ পিএম, ০৫ সেপ্টেম্বর, ২০১৭


Thumbnail

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন বরাবরই আওয়ামী লীগের দখলে। ১৯৯৬ সাল থেকে টানা চার মেয়াদের সাংসদ হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুধু তাই নয়, ১৯৭০ সালের নির্বাচন থেকেই এ আসন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম থেকে শুরু করে প্রায় সব নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থীরাই এ আসনে জয়ী হয়েছেন।

গত দুই দশকের বেশি সময় ধরে সৈয়দ আশরাফই এখানকার শেষ কথা। আগামীতেও তাই হবে-এমন নিশ্চিয়তা দেওয়া যায় না। কারণ আগামী সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ অংশগ্রহণ নাও করতে পারেন।
বিষয়টা অবশ্য ইতিবাচকই। কারণ তিনি হতে পারেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি নির্বাচন হবে এই সংসদের মেয়াদ শেষ হবার আগেই। অর্থাৎ সৈয়দ আশরাফ রাষ্ট্রপতি হলে এখানকার মনোনয়ন নিয়ে এত বছর পর নতুন করে ভাবতে হবে আওয়ামী লীগকে।

এদিকে কথার পিঠে কথা হোক আর যাই হোক, সৈয়দ আশরাফকে এই আসনে শেষ কথা বলে মানতে রাজি নয় স্থানীয় বিএনপিও। আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দী বিএনপির দাবি, আসনটি মূলত তাদেরই। তাদের অন্তকোন্দলকে কাজে লাগিয়ে এখানে নির্বাচনী বৈতরণী পার হয় আওয়ামী লীগ। আর এই কোন্দলে ধানের শীষের টিকিটপ্রত্যাশী এখানে অনেক।

এত মনোনয়নপ্রত্যাশীকে সামলাতে এবং আশরাফের বিপরীত হিসেবে তাই কেন্দ্র থেকে বিএনপিও হেভিওয়েট প্রার্থী পাঠাতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। অবশ্য স্থানীয় বিএনপি কেন্দ্রের ‘আরোপিত’ প্রার্থীকে গ্রহণ করতে প্রস্তুত নয়। তবে শেষ পর্যন্ত নৌকা নিয়ে আশরাফ না এলে বিএনপিও কেন্দ্র থেকে ধানের শীষ দিয়ে কাউকে পাঠাবে না বলে জানা গেছে। অর্থ্যাৎ সবমিলে এই আসনে অন্তত প্রধান দুই দলেই প্রার্থী নির্ধারণ নির্ভর করবে আশরাফ ইস্যুতে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামকে প্রয়োজনে প্রার্থী করে পাঠাতে পারে দল।

এদিকে বিএনপির স্থানীয় নেতারাও কৌশল আঁটছেন নিজেদের মতো করে। তাঁরা মনে করেন- সৈয়দ আশরাফ টানা দুই মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সে কারণে কেন্দ্রকে নিয়েই বেশি ভাবতে ও সময় দিতে হয়েছে তাঁর, তাছাড়া মন্ত্রীত্বের কাজতো আছেই, সর্বপরি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সাধারণ মানুষের বা তৃণমূল নেতা-কর্মীদের দূরত্ব অনেক বেশি। এই বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরে, এর সর্বোচ্চ ব্যবহার করতে চায় বিএনপি।

অবশ্য স্থানীয় আওয়ামী লীগের নেতাদের মতে, টানা দুই মেয়াদ তাদের দল সরকারে থেকে জেলা শহর ও গোটা হাওরাঞ্চলসহ ১৩ উপজেলায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। তাই এই আসনটি আওয়ামী লীগই পাবে। এমনকি সৈয়দ আশরাফ প্রার্থী হতে না পারলেও আওয়ামী লীগই আসনটি পাবে।

এদিকে বিএনপির স্থানীয় অনেক নেতাই দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন কেন্দ্রে। এঁদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হিলালী, সদর উপজেলা সভাপতি রেজাউল করিম খান চুন্নু, সাবেক পৌর মেয়র আবু তাহের মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আ ঈ ম ওয়ালি উল্লাহ রব্বানী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, অসীম সরকার বাঁধন, বিএনপি কেন্দ্রীয় তথ্য সেলের অন্যতম পরিচালক ক্যাপ্টেন (অব.) সালাহ উদ্দিন আহমেদ সেলু, যুগ্ম সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ অনেকে।

বাংলা ইনসাইডার/এমএএম/জেডএ



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ডিএমপির দুই পদে ৪ জনের বদলি

প্রকাশ: ১০:৩৩ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার দুই জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) ডিএমপি হাবিবুর রহমানের সই করা অফিস আদেশে এ বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি অথবা পদায়ন করা হলো। এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে

প্রকাশ: ০৯:২৭ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা।

তবে তাপপ্রবাহ না কমায় এ ছুটি বাড়ছে নাকি ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিভাবকদের একটি অংশ এবং অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠন অনলাইনে ক্লাস চালু রাখার দাবি তুলেছে। অনেকে আবার আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে মত দিচ্ছেন।

তবে সিলেবাস শেষ না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে অনলাইন ক্লাস চালুর চিন্তা করছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই চিন্তা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, দুয়েক দিনের মধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্তারা বৈঠকে বসে ছুটি না বাড়িয়ে অনলাইন ক্লাস চালুর চিন্তা রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকে আগের মতো ছুটি চান না অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, ছুটি বাড়ালে সিলেবাস শেষ করতে সমস্যায় পড়তে হবে। এ অবস্থায় একেবারে ছুটি না দিয়ে অনলাইনে ক্লাস বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হোক।

ছুটির বাড়ানোর বিষয়ে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, তাপপ্রবাহ অব্যাহত থাকলে ক্লাস বন্ধ না রেখে অনলাইন কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের পড়ালেখার ভেতর রাখা যায়, সেই চিন্তা চলছে। তবে অনলাইন ক্লাসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আগামী রোববার থেকে ক্লাস খুলছে নাকি ছুটি বাড়ছে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। যদি তাপপ্রবাহ না কমে তবে অনলাইন ক্লাস চালুর ভাবনা রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে আগামী পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান   তীব্র তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

প্রকাশ: ০৯:১৬ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ল। আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরে ।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, আমরা এর আগে তিনদিনের যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ আজ শেষ হচ্ছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হবে। কারণ, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দেই। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে।

তিনি বলেন, সারাদেশের তাপমাত্রা গতকালের থেকে আজ কিছুটা বেড়েছে। চলতি এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখছি যে এটা মে মাসের ২ থেকে ৩ তারিখ পর্যন্ত চলবে। এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে পর্যন্ত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

মো. আজিজুর রহমান বলেন, আপাতত দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার কোনো লক্ষণ দেখছি না। ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

হিট অ্যালার্ট   আবহাওয়া অধিদপ্তর  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬

প্রকাশ: ০৮:৪০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ড্রাম ট্রাক উল্টে খাদে পড়ে গিয়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে  আহত হয়েছে আরও ৮ শ্রমিক। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক কাজ শেষে ফেরার পথে উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ওই গাড়িতে মোট ১৭ জনশ্রমিক ছিলেন। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজটি কঠিন। পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, স্থানীয়ভাবে খবর নিয়ে যেটা জেনেছি যারা গাড়িতে ছিলো সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক। এই সড়কে অনেক স্থানে উচু নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

রাঙামাটি   সাজেক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে মেয়রের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ


Thumbnail

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রায়পুর। 

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে ‘আমরা পৌরবাসী’র ব্যানারে নানা প্ল্যাকার্ড, ঝাড়– মিছিলসহ বিক্ষোভ করেন সহস্রাধিক নারী-পুরুষ। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রায়পুর থানা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে আঞ্চলিক সড়কের পাশে মামলার বাদী মঞ্জুরুল আলমের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। 

মঞ্জুরুল আলম রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর এলাকার বাসিন্দা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সহকারী কমান্ডার।

এসময় মঞ্জুরুল আলমের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার বিচার দাবি করেন বক্তারা।

এর আগে পৌরসভার নিয়ম নীতি না মেনে ঘর নির্মাণে বাধা দেয়ায় শুরু হয় বাকবিতন্ডা। পৌর কর্মচারীকে লাঞ্চিত করার দায়ে মঞ্জুরুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে পৌর কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে গেলো ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে মেয়রকে নানা কটাক্ষ করেন মঞ্জুরুল আলম। পরে রোববার (২১ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে মঞ্জুরুল আলম বাদী হয়ে রায়পুর পৌরসভার মেয়রসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। 

মামলার অন্য অভিযুক্তরা হলেন, রায়পুর পৌরসভার কার্যসহকারী মহিন উদ্দিন বিপু, কর্মচারী আলম মিয়া, সবুজ, মাহমুদুন্নবী ও আবু তাহের সাগর।


মন্তব্য করুন


বিজ্ঞাপন