ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ মার্চ হল খোলার যে সিদ্ধান্ত ছিলো সেই সিদ্ধান্তটি স্থগিত করে আগামী ১৭ই মে হল খোলার নতুন তারিখ নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, মহামরীতে বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেয়া যাবে না।
উল্লেখ্য, গতকাল সোমাবার শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এক জরুরি সংবাদ সম্মেলনে এসে বলেন, আগামী ১৭ মে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয়া হবে এবং ২৪ মে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যায় খুলে দেয়া হবে। এই ঘােষণার পরেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।