নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৫ পিএম, ০২ অক্টোবর, ২০১৭
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাস ছুটির আবেদন করেছেন। অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার দুপুরে রাষ্ট্রপতির কাছে তিনি এই ছুটির আবেদন করেন। এই নিয়ে অল্প দিনের ব্যাবধানে দ্বিতীয় বারের মতো ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি।
এই ছুটির আবেদনের মাধ্যমে নিশ্চিত হলো আগামীকাল আদালতে বসছেন না প্রধান বিচারপতি। দীর্ঘ এক মাসের অবকাশ কাটিয়ে আগামী কাল থেকেই খুলছে আদালত।
এর আগে গত ১০ থেকে ২২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি ছুটি নিয়ে দেশের বাইরে ছিলেন। ২৩ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
অবশ্য প্রধান বিচারপতির প্রথম ছুটির প্রাক্কালেই গত ৬ সেপ্টেম্বর বাংলা ইনসাইডারে প্রকাশিত ‘প্রধান বিচারপতি বিদেশ যাচ্ছেন ১০ সেপ্টেম্বর’ শিরোনামের এক প্রতিবেদনে প্রধান বিচারপতির ছুটি দীর্ঘায়িত হতে পারে বলে জানানো হয়। আবার ১০ সেপ্টেম্বর বাংলা ইনসাইডারে ‘বিচারপতি সিনহা অধ্যায় শেষ?‘ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে প্রধান বিচারপতি ২ বা ৩ অক্টোবর আবার ছুটি নিতে পারেন বলা হয়। আগামী ৩১ জানুয়ারি অবসরের আগে প্রধান বিচারপতির কোনো আদালতে আর নাও বসতে পারেন বলেও জানানো হয়েছে বাংলা ইনসাইডারের একাধিক প্রতিবেদনে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবর্তমানে আপিল বিভাগে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।
বাংলা ইনসাইডার
মন্তব্য করুন
গার্ডার চাপা প্রাণহানি শাস্তিমূলক ব্যবস্থা চীন
মন্তব্য করুন
সক্ষমতা গার্ডার ফিটনেসবিহীন ক্রেন
মন্তব্য করুন
ঢাকা-গুয়াংজু বিমান ফ্লাইট উদ্বোধন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলাকালীন ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রীর নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর সঙ্গে