ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা: সতর্ক ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:০০ পিএম, ১৩ অক্টোবর, ২০২১


Thumbnail

বাংলাদেশের নতুন করে পাকিস্তান তৎপরতা শুরু করেছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে বিভিন্ন রকম তৎপরতা চালাচ্ছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। আর এই খবরের প্রেক্ষিতে ভারত বিষয়টিকে সতর্কভাবে পর্যবেক্ষণ করছে ভারতের কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের একাধিক কূটনীতিকের সঙ্গে আলাপ করে জানা গেছে তারা মনে করছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশকে ঘিরে তৎপরতা চালায় প্রধানত দুটি বিষয় নিয়ে। 

১. তারা বাংলাদেশে মৌলবাদী, জঙ্গিবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিতে চায় এবং এই মদদ দানের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা, অগ্রগতি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। অতীতে বিভিন্ন সময় দেখা গেছে যে বাংলাদেশের জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের উত্থানের পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল। বিভিন্ন নির্বাচনে তারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দলগুলোকে মদদ দেয়, পৃষ্ঠপোষকতা করে এবং তাদেরকে জেতানোর জন্য অর্থ দেয়। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান আদালতে জবানবন্দি দিয়ে বলেছিলেন যে ২০০১ সালের নির্বাচনে তারা বিএনপিকে অর্থ যোগান দিয়েছিল। 

২. পাকিস্তান বাংলাদেশে তৎপরতা চালাতে চায় ভারতকে অস্থিতিশীল করার জন্য। ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং সন্ত্রাসী গোষ্ঠীকে সবসময় মদদ দেয় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ, কৌশলগত জায়গা। ২০০৮ সালের আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নিত এবং সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, অস্ত্র সরবরাহ করা হতো। সেই প্রশিক্ষণ নিয়ে তারা ভারতে যেয়ে বিশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করত। বাংলাদেশ ২০০৮ সালের ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর পরই সুস্পষ্টভাবে ঘোষণা করেন যে বাংলাদেশের জমি কখনোই ভারতের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য ব্যবহার করতে দেয়া হবে না। আওয়ামী লীগ সভাপতি এই কথাকে কাজে পরিণত করেছেন এবং বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের শেকড় উপড়ে ফেলেছে। আর এটিই বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন। 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ সরকারকে এই একটি কারণেই সবচেয়ে বেশি সমর্থন করে ভারতের যেকোনো রাজনৈতিক দল এবং যেকোনো সরকার। কারণ ভারত তার নিজের স্বাধীনতা, অখণ্ডতার ব্যাপারে ঐক্যবদ্ধ। রাজনৈতিক দলগুলোর মধ্যে যতই মতপার্থক্য থাকুক না কেন ভারতের কোন রাজনৈতিক দলই বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠী কে প্রশ্রয় দেয় না, তাদেরকে মদদও দেয় না। তাই কংগ্রেস থেকে যখন বিজেপি ক্ষমতায় এলো তখন এই ঐক্যর সূত্র ধরেই ঐতিহ্যবাহী ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো প্রগার হয়েছিল। আর এখানেই পাকিস্তান আঘাত হানতে চায়, পাকিস্তান বাংলাদেশে তাদের নেটওয়ার্ক বৃদ্ধি করে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করা সহজ হবে। 

বিভিন্ন সূত্র বলছে এই পরিকল্পনায় চীনেরও অংশীদারিত্ব রয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকার তাদের অবস্থানে অটল রয়েছে। বাংলাদেশ কখনই কোন বিচ্ছিন্নতাবাদী অপশক্তিকে বাংলাদেশের মাটিতে স্থান দিবে না, আর সে কারণেই ভারতের স্বস্তি। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার তৎপরতা যাতে বেশি দূর না যায় সে জন্য ভারতও সতর্ক অবস্থানে রয়েছে বলেই কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ডিএমপির দুই পদে ৪ জনের বদলি

প্রকাশ: ১০:৩৩ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদ মর্যাদার দুই জন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদ মর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) ডিএমপি হাবিবুর রহমানের সই করা অফিস আদেশে এ বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত স্থানে বদলি অথবা পদায়ন করা হলো। এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে

প্রকাশ: ০৯:২৭ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘ ছুটি শেষেও খোলেনি শিক্ষাপ্রতিষ্ঠান। গত ২১ এপ্রিল ছুটি বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। ২৬ ও ২৭ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় ৭ দিন বন্ধের পর ২৮ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার কথা।

তবে তাপপ্রবাহ না কমায় এ ছুটি বাড়ছে নাকি ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অভিভাবকদের একটি অংশ এবং অভিভাবক ঐক্য ফোরাম নামে একটি সংগঠন অনলাইনে ক্লাস চালু রাখার দাবি তুলেছে। অনেকে আবার আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পক্ষে মত দিচ্ছেন।

তবে সিলেবাস শেষ না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়িয়ে অনলাইন ক্লাস চালুর চিন্তা করছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই চিন্তা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, দুয়েক দিনের মধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্তারা বৈঠকে বসে ছুটি না বাড়িয়ে অনলাইন ক্লাস চালুর চিন্তা রয়েছে। প্রাথমিক ও মাধ্যমিকে আগের মতো ছুটি চান না অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।

ফোরামের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, ছুটি বাড়ালে সিলেবাস শেষ করতে সমস্যায় পড়তে হবে। এ অবস্থায় একেবারে ছুটি না দিয়ে অনলাইনে ক্লাস বা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হোক।

ছুটির বাড়ানোর বিষয়ে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, তাপপ্রবাহ অব্যাহত থাকলে ক্লাস বন্ধ না রেখে অনলাইন কিংবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের পড়ালেখার ভেতর রাখা যায়, সেই চিন্তা চলছে। তবে অনলাইন ক্লাসের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আগামী রোববার থেকে ক্লাস খুলছে নাকি ছুটি বাড়ছে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। যদি তাপপ্রবাহ না কমে তবে অনলাইন ক্লাস চালুর ভাবনা রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে আগামী পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান   তীব্র তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

আরও ৩ দিন হিট অ্যালার্ট জারি

প্রকাশ: ০৯:১৬ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়ল। আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তরে ।

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানান।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, আমরা এর আগে তিনদিনের যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ আজ শেষ হচ্ছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে আরও তিনদিনের হিট অ্যালার্ট জারি করা হবে। কারণ, আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার সম্ভাবনা নেই। আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দেই। সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে।

তিনি বলেন, সারাদেশের তাপমাত্রা গতকালের থেকে আজ কিছুটা বেড়েছে। চলতি এপ্রিল মাসে তাপপ্রবাহ পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখছি যে এটা মে মাসের ২ থেকে ৩ তারিখ পর্যন্ত চলবে। এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে। এর আগে পর্যন্ত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই। স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

মো. আজিজুর রহমান বলেন, আপাতত দিনের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার কোনো লক্ষণ দেখছি না। ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

হিট অ্যালার্ট   আবহাওয়া অধিদপ্তর  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬

প্রকাশ: ০৮:৪০ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ড্রাম ট্রাক উল্টে খাদে পড়ে গিয়ে ৬ শ্রমিক নিহত হয়েছেন। এতে  আহত হয়েছে আরও ৮ শ্রমিক। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক কাজ শেষে ফেরার পথে উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ওই গাড়িতে মোট ১৭ জনশ্রমিক ছিলেন। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজটি কঠিন। পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা জানান, স্থানীয়ভাবে খবর নিয়ে যেটা জেনেছি যারা গাড়িতে ছিলো সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক। এই সড়কে অনেক স্থানে উচু নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

রাঙামাটি   সাজেক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে মেয়রের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ


Thumbnail

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল রায়পুর। 

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে ‘আমরা পৌরবাসী’র ব্যানারে নানা প্ল্যাকার্ড, ঝাড়– মিছিলসহ বিক্ষোভ করেন সহস্রাধিক নারী-পুরুষ। বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রায়পুর থানা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে আঞ্চলিক সড়কের পাশে মামলার বাদী মঞ্জুরুল আলমের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধরা। 

মঞ্জুরুল আলম রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর এলাকার বাসিন্দা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সহকারী কমান্ডার।

এসময় মঞ্জুরুল আলমের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার বিচার দাবি করেন বক্তারা।

এর আগে পৌরসভার নিয়ম নীতি না মেনে ঘর নির্মাণে বাধা দেয়ায় শুরু হয় বাকবিতন্ডা। পৌর কর্মচারীকে লাঞ্চিত করার দায়ে মঞ্জুরুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে পৌর কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে গেলো ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে মেয়রকে নানা কটাক্ষ করেন মঞ্জুরুল আলম। পরে রোববার (২১ এপ্রিল) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে মঞ্জুরুল আলম বাদী হয়ে রায়পুর পৌরসভার মেয়রসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। 

মামলার অন্য অভিযুক্তরা হলেন, রায়পুর পৌরসভার কার্যসহকারী মহিন উদ্দিন বিপু, কর্মচারী আলম মিয়া, সবুজ, মাহমুদুন্নবী ও আবু তাহের সাগর।


মন্তব্য করুন


বিজ্ঞাপন