ইনসাইড ক্যারিয়ার

এ সপ্তাহের নির্বাচিত চাকরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৭ পিএম, ১৪ এপ্রিল, ২০১৭


Thumbnail

এ সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত নির্বাচিত চাকরির বিজ্ঞাপনগুলো নিয়ে বাংলা ইনসাইডারের নিয়মিত আয়োজন ‘এ সপ্তাহের নির্বাচিত চাকরি’। একনজরে দেখে নিন চাকরির বিজ্ঞপ্তিগুলো-

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে বিভিন্ন পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার এই প্রতিষ্ঠানটিতে ১৭ ধরনের পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে তিনজন, অটো ইলেকট্রিশিয়ান একজন, জুনিয়র টেকনিশিয়ান একজন, জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডিং) দুজন, হিট ট্রিটমেন্ট বা প্রিভেন্টিভ মেইনটেন্যান্স মেকানিক পদে একজন, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান দুজন, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান (রি-উইন্ডার) একজন, পাম্প মেকানিক তিনজন, ক্রেন অপারেটর একজন, ডিজেল ইঞ্জিন মেকানিক একজন, জুনিয়র কম্পিউটার টাইপিস্ট তিনজন, মেকানিক্যাল পাইপ ফিটার দুজন, এয়ারকন্ডিশন মেকানিক একজন, জুনিয়র টেকনিশিয়ান (মেশিনিস্ট) দুজন, মেকানিক্যাল ফিটার (এক্সেঞ্জার বা অ্যারোকন্ডেন্সার) তিনজন, ফায়ার ফাইটার তিনজন এবং জুনিয়র ল্যাবরেটরি হেলপার তিনজনসহ মোট ৩৩ জনকে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
পদমর্যাদা অনুযায়ী পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের বিভিন্ন মেয়াদে অভিজ্ঞতাসম্পন্নও হতে হবে।

বয়স
আবেদনকারীদের বয়সসীমা ৯ এপ্রিল, ২০১৭ অনুযায়ী অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া
টেলিটকের ওয়েবসাইট (erlb.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীরা ২৭ এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2oCgUJ8

আকর্ষণীয় পদে বিনা অভিজ্ঞতায় নিয়োগ দিচ্ছে প্রাণ
নতুনদের মধ্যে আকর্ষণীয় পদে চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ দিচ্ছে শিল্প প্রতিষ্ঠান প্রাণ। বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি—এসসিএম (চেইনশপ)’ এবং ‘ট্রেইনি এক্সিকিউটিভ—ক্যাশ’ পদে ২৪ জন পুরুষ প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে।

ম্যানেজমেন্ট ট্রেইনি—এসসিএম (চেইনশপ)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক ব্যবস্থাপনা, মার্কেটিং, ইংরেজি বা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। কম্পিউটার চালনায় এবং ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

ট্রেইনি এক্সিকিউটিভ—ক্যাশ
বিকম, বিবিএস বা বিএ পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকায়। এ ছাড়া ট্রেইনি এক্সিকিউটিভ পদে গাজীপুর, নরসিংদী, রাজশাহী ও সিলেট জেলায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ম্যানেজমেন্ট ট্রেইনি পদে ২০ এপ্রিল এবং ট্রেইনি এক্সিকিউটিভ পদে ২৭ এপ্রিল, ২০১৭ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2pbWi8u

অফিসার পদে নতুনদের নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক
নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ‘অফিসার, মার্চেন্ট অ্যাকুইজিশন, সার্ভিস অ্যান্ড রিলেশনশিপ, কার্ডস’ পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২১ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2pc1ucb

একাধিক পদে চাকরি ব্র্যাকে, বেতন ২২ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় ‘ট্রেইনি অফিসার (দাবি)’ এবং ‘ট্রেইনি অফিসার (প্রগতি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা সমমানের ফলসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগ ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।

বয়স
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকম বা ব্র্যাকের ওয়েবসাইট (careers.brac.net) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ১৮ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2pbWW5V

বিভিন্ন পদে ১২৭ জন নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ছয় ধরনের অস্থায়ী পদে নিয়োগ পাবেন ১২৭ বাংলাদেশি নাগরিক। বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদসমূহ
অডিটর ৬৭ জন, জুনিয়র অডিটর (এলডিএ-কাম-টাইপিস্ট) পদে ৪০ জন, ড্রাইভার চারজন, অফিস সহায়ক ১১ জন, নিরাপত্তা প্রহরী চারজন এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থেকে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া পদ অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য দক্ষতা থাকতে হবে।

বয়স
আবেদনকারীর বয়সসীমা ১ এপ্রিল-২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের ওয়েবসাইটে (www.cgdf.gov.bd)। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় সব কাগজ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা ‘কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন (চতুর্থ তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০’। আবেদন করার সুযোগ থাকছে ১০ মে, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2nHHjWM

করপোরেট সেলসে ক্যারিয়ার শুরু করুন বেঙ্গল গ্রুপে
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এক্সিকিউটিভ (ইনস্টিটিউশনাল বা করপোরেট সেলস)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে সিলেট, রংপুর, যশোর, খুলনা ও ময়মনসিংহ জেলায়।

আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে ১৮ এপ্রিল, ২০১৭ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2o9V4sF

বাংলা ইনসাইডার/আরকে




মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা আজ

প্রকাশ: ০৮:২০ এএম, ২৯ মার্চ, ২০২৪


Thumbnail

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম (তিন পার্বত্য জেলা বাদে) বিভাগের ২১ জেলায় পরীক্ষা শুরু আজ (শুক্রবার)। সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত।

৬ হাজার ২০২টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৪৯ হাজার ২৯৩ জন। এ পরীক্ষায় মোট কেন্দ্রের সংখ্যা ৪১৪টি।

এদিকে এই পরীক্ষাকে কেন্দ্র করে সতর্কবার্তা পাঠিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, এ নিয়োগ পরীক্ষায় মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। অর্থ লেনদেন বা অন্য কোনো অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই।


প্রাথমিক পরিক্ষা  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

৪১তম বিসিএসে চূড়ান্ত নিয়োগ, বাদ পড়লেন ৬৭ জন

প্রকাশ: ০৯:০৪ পিএম, ২১ মার্চ, ২০২৪


Thumbnail

৪১তম বিসিএসের ২ হাজার ৪৫৩ প্রার্থীর নামে গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা তালিকা থেকে ৬৭ জন বাদ পড়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ গেজেট প্রকাশ করা হয়।

এর আগে গত বছরের ৩ আগস্ট ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ২০২১ সালের আগস্টে প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী।
 
উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ জন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন। ২০২২ সালের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা।

৪১তম বিসিএস   জনপ্রশাসন মন্ত্রণালয়   পিএসসি  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

প্রকাশ: ০৩:৪৮ পিএম, ২১ মার্চ, ২০২৪


Thumbnail

২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে ১৩ হাজার ৭৮১ জন শিক্ষক নিয়োগ হবে। ২০২৩ সালে প্রাথমিকে ৩৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।

চলতি বছরে এ নিয়োগ কার্যক্রম শেষ হলে প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত হবে ১:৩০, অর্থাৎ প্রতি ৩০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। যা এসডিজি অর্জনের পথে অনেক ধাপে এগিয়ে যাবে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা।

বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব ফরিদ আহাম্মদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

সচিব জানান, স্বাধীনতা পর একসঙ্গে সর্বোচ্চ ৫১ হাজার ৩৫৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ধারাবাহিকা অব্যাহত থাকবে। শিক্ষক নিয়োগের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত ১:৩০ করার এসডিজির যে লক্ষ্যমাত্রা রয়েছে তার আগেই আমরা পূরণ করতে পারবো।

ফরিদ আহাম্মদ জানান, আগামী ৩ বছরের মধ্যে ঢাকা মহানগরীর বিদ্যমান ৩৪২টি সরকারি প্রাথমিক অবকাঠামো/পরিবর্তন উন্নয়ন করে দৃষ্টিনন্দন করা হবে। এছাড়া উত্তরাতে ৩টি ও পূর্বাচলে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুনভাবে স্থাপন করা হবে। এরই মধ্যে ১৫৬টি বিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুমোদন করা হয়েছে, তারমধ্যে ৪৩টি বিদ্যালয়ের নির্মাণ কাজ চলমান।

এর আগে, ৩ মার্চ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের লিখিত এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জানিয়েছেন, গেল এক যুগে প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই সময়ে বেসরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৪ হাজার ৮৭৫ শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে।


প্রাথমিক বিদ্যালয়   শিক্ষক নিয়োগ  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

প্রকাশ: ০৫:৫৮ পিএম, ২০ ফেব্রুয়ারী, ২০২৪


Thumbnail

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও বার্তা পাবেন। 

প্রাথমিক শিক্ষক   নিয়োগ পরীক্ষা  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

ইবিতে ইমাম নিয়োগ বোর্ড কাল, প্রার্থীকে মুফতি ও কারী হতে হবে, হাফেজদের অগ্রাধিকার

প্রকাশ: ০৯:৪২ পিএম, ০৫ ফেব্রুয়ারী, ২০২৪


Thumbnail

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদে ইমাম নিয়োগ দেবে কর্তৃপক্ষ। আগামীকাল ৬ ফেব্রুয়ারি এই পদের নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হবে। নিয়োগের জন্য প্রার্থীকে সুবক্তা মুফতি ও কারী হতে হবে। আর কোরআনের হাফিজ প্রার্থীদের অধিকার দেয়া হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

তথ্য মতে, এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হিসেবে সর্বশেষ দায়িত্বপালন করেছেন ড. আ স ম শোয়াইব আহমেদ। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ২০২৩ সালের ১০ জুন তিনি মারা যান। দীর্ঘ ২৬ বছরের অধিক সময় ধরে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। ইমামতির পাশাপাশি তিনি ধর্ম প্রচার, অর্থসহ আল কোরআন ও সালাত শিক্ষা, হিফযুল কোরআন কোর্স, ইংরেজি ও আরবি ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করতেন। তার মৃত্যুর তিনমাস পর ১লা অক্টোবর ইমাম নিয়োগের (স্থায়ীপদ, গ্রেড নবম) বিজ্ঞপ্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে এবং সুবক্তা মুফতি ও কারী হতে হবে। চাকুরীরত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর কোরআনে হাফিজ প্রার্থীকে অধিকার দেয়া হবে। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইসলামী শিক্ষার সকল পর্যায়ে ২ শ্রেণী/সমমন সিজিপিএসহ মাস্টার্স ডিগ্রী / ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) সহ ০১ টিতে ১ম শ্রেণী অথবা শিক্ষার সকল পর্যায়ে ২য় বিভাগ শ্রেণী/সমমান সিজিপিএসহ কামিল ও ও দাওরাতে ১ম শ্রেণী থাকতে হবে বলে জানানো হয়।


ইসলামী বিশ্ববিদ্যালয়   ইমাম   নিয়োগ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন