সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের হোস্টেল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রীর নাম স্মৃতি রানী দাশ (২২) বলে জানা গেছে।
বুধবার (২৫ মে) হোস্টেলের ৪০৩ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কলেজের হোস্টেল সূত্রে জানা যায়, স্মৃতি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে। স্মৃতি দাশ ছাত্রী হোস্টেল-২ এর তৃতীয় তলায় থাকতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও রুমের অন্য ছাত্রীদের সঙ্গে সে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানায়। পরে স্মৃতিকে হোস্টেলের চার তলার ৩ নম্বর কক্ষে দরজা লাগানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
শাহপরাণ (র.) থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কি কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এমসি কলেজ হোস্টেল ছাত্রীর মরদেহ উদ্ধার
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে ওই কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৩ জুন) ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তাই উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে ওইদিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
মন্তব্য করুন
মন্তব্য করুন