শুক্রবার
দিবাগত রাত একটার দিকে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই উপপক্ষের সংঘর্ষের
সময় সংগঠনটির নেতা-কর্মীদের দেশীয়
অস্ত্র নিয়ে স্লোগান ও
মহড়া দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় তাদের ‘বিজয়’ বলে স্লোগান দিতে
দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের এ
এফ রহমান হলের সামনে থেকে
ভিডিওটি ধারণ করা হয়।
শনিবার
সন্ধ্যায় ১ মিনিট ২৩
সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা
যায়, শাখা ছাত্রলীগের বিজয়
উপপক্ষের নেতা-কর্মীরা দা
উঁচিয়ে বলছেন, ‘এই হল আমাদের,
সবাই স্লোগান ধর।’ এরপর তাঁরা
‘বিজয়’ বলে স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়
শাখা ছাত্রলীগ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে
এ এফ রহমান হলে
ভার্সিটি এক্সপ্রেসের দেয়াললিখন মুছে দেন বিজয়ের
নেতা-কর্মীরা। এ ঘটনার সূত্র ধরে দুই উপপক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়
এবং একপর্যায়ে রাত নয়টার দিকে
বিজয়ের নেতা-কর্মীরা লাঠিসোঁটা
ও রামদা নিয়ে এ এফ
রহমান হলের সামনে এবং
ভার্সিটি এক্সপ্রেসের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী
হলের সামনে অবস্থান নেন।
দুই উপপক্ষের
মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টাধাওয়া
এবং ইটপাটকেল নিক্ষেপ চলে।
পরে দিবাগত রাত আড়াইটার দিকে
প্রক্টরিয়াল বডি ও পুলিশের
সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষের
ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই
উপপক্ষের ১২ নেতা-কর্মী
আহত হয়েছেন বলে জানা গেছে।
তাঁদের মধ্যে ২ জন ভার্সিটি
এক্সপ্রেস ও ১০ জন
বিজয় উপপক্ষের। এর মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে। তাঁদের অনেকের গায়ে ধারালো কিছু
দিয়ে আঘাত করার দাগ
ছিল।
মন্তব্য করুন
রংপুরের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময়
বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার
(২ জানুয়ারি) সন্ধ্যায়
এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ এক পর্যায়ে টিয়ারশেল
নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনার চেষ্টা করে। এ সময় পুরো বিশ্ববিদ্যালয়
এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
বেরোবি
ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন
আগে ক্যাম্পাসে পিঠা উৎসব হয়।
ওই সময় স্থানীয় এক
ব্যক্তির সঙ্গে এক শিক্ষার্থীর কথাকাটি
হয়। এরই জের ধরে
সন্ধ্যায় এক শিক্ষার্থীকে ক্যাম্পাস
থেকে তুলে নেয়ার চেষ্টা
করে বহিরাগতরা। পরে বেগম রোকেয়া
বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় বের হলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময়
বেশ কয়েকিটি দোকানপাট ভাঙচুর করা হয়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা অবস্থান করছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সংঘর্ষ
মন্তব্য করুন
মন্তব্য করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।