ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি ও এডভেঞ্চার প্ল্যাটফর্ম Bengal Trekkers (বেঙ্গল ট্রেকার্স) এর যৌথ উদ্যোগে পর্বতারোহোণ
বিষয়ে ‘পাহাড় কথনঃ ট্রেকিং ও কাং ইয়াৎসে
(২) পাহাড়ের গল্প’ শিরোনামে এক সেমিনারের আয়োজন
করা হয়।
গতকাল সোমবার (৫ ডিসেম্বর) টিএসসি মুনির চৌধুরী মিলনায়তনে "Trekking for all" প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হয় এই সেমিনার।
আয়োজনের প্রথম ভাগে পাহাড়ে ট্রেকিং ও পর্বতারোহণ শুরু করার প্রস্তুতির হাতে খড়ির নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি কিভাবে কখনো ট্রেকিং না করা কেউ ট্রেকিং শুরু করতে পারে তা নিয়েও আলোচনা করা হয় সবার জন্য উন্মুক্ত এই সভায়।
দ্বিতীয় পর্বে বেঙ্গল ট্রেকার্স টিমের ৬২৫০ মিটার উঁচু কাং ইয়াৎসে (২) পাহাড় অভিযানের অভিজ্ঞতা ও ভবিষ্যতে ছয় হাজার মিটার এর অধিক উচ্চতার পাহাড় অভিযানের গ্রাউন্ড ওয়ার্ক ও পরিকল্পনা বিষয়ক আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Bengal Trekkers (বেঙ্গল ট্রেকার্স) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আরাফাত হোসেন, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান কার্যনির্বাহী শূণ্য সাগর এবং পর্বতারোহী ও ট্রেক লিডার আসাদুজ্জামান সাজ্জাদ।
বেঙ্গল ট্রেকার্স এর প্রতিষ্ঠাতা ও
প্রধান নির্বাহী মোহাম্মদ আরাফাত হোসে বলেন, ‘আমাদের এই আয়োজনের মূল
লক্ষ্য মানুষের মাঝে ভ্রমণ, পর্বতারোহণ নিয়ে মানুষকে উৎসাহী করে তোলা এবং দেশে ই-ট্যুরিজমের প্রসার করা। তাছাড়া, আমাদের অভিজ্ঞতা থেকে তাদের জন্য পূর্ব প্রস্তুতি কিংবা প্রশিক্ষণ নিয়ে ধারণা দেইয়ার পাশাপাশি পাহাড় ভ্রমণের ক্ষেত্রে সুস্পষ্ট নির্দেশনা বা প্রয়োজনীয় তথ্য জানানোর চেষ্টা করেছি আমরা।।‘
Bengel Trekkers সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান
কার্যনির্বাহী শূণ্য সাগর বলেন, ‘ট্রেকিংকে সবার কাছে পরিচিত করার জন্য ও আগ্রহ বাড়ানোর
জন্যই আমাদের এই আয়োজন ছিল। কারণ আমার মতে বেসিক ও বিগিনার্স ট্রেকিং নিয়ে খোলাখুলি
কথা বলার জায়গা বা প্লাটফর্ম নেই। ফলে অনেকে
জানে না কি ভাবে ট্রেকিং শুরু করবে। অনেকে দিকনির্দেশনার অভাবে ট্রেকিং প্রস্তুতি ভুল
নিচ্ছে। আমরা সেই ঘাটতির জায়গা পূরণ করতেই এই উদ্যোগ নিয়েছি। তাছাড়া আগামীতেও আমদের
ট্রেকিং ও প্রশিক্ষণ নিয়ে কাজ করার পরিকল্পনাও রয়েছে আমাদের।‘’
এছাড়া বেঙ্গল ট্রেকার্স টিমের অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি এর সহ-সভাপতি আলী রওনক ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিন আশরাফুল ও এক্সিকিউটিভ মেম্বার সাঈদ হাসান। সেমিনার শেষে উপস্থিত সবার মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
মন্তব্য করুন
রংপুরের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময়
বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার
(২ জানুয়ারি) সন্ধ্যায়
এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ এক পর্যায়ে টিয়ারশেল
নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনার চেষ্টা করে। এ সময় পুরো বিশ্ববিদ্যালয়
এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
বেরোবি
ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন
আগে ক্যাম্পাসে পিঠা উৎসব হয়।
ওই সময় স্থানীয় এক
ব্যক্তির সঙ্গে এক শিক্ষার্থীর কথাকাটি
হয়। এরই জের ধরে
সন্ধ্যায় এক শিক্ষার্থীকে ক্যাম্পাস
থেকে তুলে নেয়ার চেষ্টা
করে বহিরাগতরা। পরে বেগম রোকেয়া
বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় বের হলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময়
বেশ কয়েকিটি দোকানপাট ভাঙচুর করা হয়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা অবস্থান করছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সংঘর্ষ
মন্তব্য করুন
মন্তব্য করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুরো বিশ্ববিদ্যালয় এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।