দেশে চলছে প্রচণ্ড শীত। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে ছিন্নমূল ও অসহায় মানুষেরা। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় মানবেতর জীবনযাপন করছে তারা। এসব অসহায়দের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি ক্লাব।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের অর্থনীতি বিভাগের করিডরে শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির সদস্যরা।
এসময় অর্থনীতি ক্লাবের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আলমগীর হোসেন ভূইয়া, অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী মোস্তফা আরিফ। এছাড়াও প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক পার্থ সারথি লস্কর, আব্দুল জলিল শতাপাঠান,
শাহেদ আহমেদ, মিথিলা তানজিল, শামীমা নাসরিনসহ বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অর্থনীতি ক্লাবের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, সীমিত পরিসর হলেও এই প্রচন্ড শীতের মাঝে শীতার্তদের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। আমরা তো সবসময় চাই দুঃস্থদের পাশে দাঁড়াতে। আর এটা আমাদের নৈতিক দায়িত্ব। অর্থনীতি ক্লাবের উদ্যোগে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এ উদ্যোগ নিয়েছি। আমাদের পরিকল্পনা আছে সামনে আরো কিছু কম্বল দেওয়ার। এ কর্মসূচিতে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।
মন্তব্য করুন
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড
গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ
হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব,
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট
ভবন এবং শারীরিক শিক্ষা
কেন্দ্রে নির্বাচনের ঢাকা এলাকার ভোটগ্রহণ
সম্পন্ন হয়। এর আগে গত ৪, ১১
ও ১৪ মার্চ সারাদেশের
বিভিন্ন স্থানে ভোটগ্রহণ করা হয়।
রোববার সকাল ১০টায় নবাব নওয়াব আলী
চৌধুরী সিনেট ভবনে সিনেট নির্বাচনের
ভোট গণনা এবং গণনা শেষে
ফলাফল প্রকাশ করা হবে বলে
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো
হয়েছে।
এদিকে,
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
ঢাকার কেন্দ্র পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসারের
দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য,
রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ ঢাকার বাইরে গত ৪ মার্চ
২৯টি কেন্দ্রে, গত ১১ মার্চ
৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ
৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে
ভোটার সংখ্যা ছিল ৫৯ হাজার ৩২০
জন।
মন্তব্য করুন
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্যার এ এফ রহমান
হলের ২য় বর্ষের শিক্ষার্থীরা।
তৃতীয় বর্ষের ‘বড় ভাই’রা
হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ও হলে স্বাভাবিকভাবে
থাকার জায়গার দাবিতে তারা এ কর্মসূচি পালন
করেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টার বেশি সময় অবস্থানের পর রাত ২টা ৪০ মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের আশ্বাসে সরে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, স্যার এ এফ রহমান হলের ১১১ নম্বর কক্ষে ৪৩ জন শিক্ষার্থী থাকেন। কক্ষটি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নিয়ন্ত্রণাধীন। এখানে চার জনের জায়গায় সর্বোচ্চ আট জন থাকা সম্ভব। অথচ সেখানে থাকেন ৪৩ জন শিক্ষার্থী।
অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, চার জনের এক রুমে ৪৩ জন থাকা একপ্রকার অসম্ভব। সমস্যার কথা জানালে বড় ভাইয়েরা বলেন, ‘তোরা পচে মর, আমাদের সমস্যা নাই’। পাঁচ মিনিটের আল্টিমেটামে আমাদের বের করে দিয়েছে। আমাদের জিনিসপত্র নেওয়ার সময় পর্যন্ত তারা দেননি।
রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের বুঝিয়ে রুম দেওয়ার আশ্বাস দিয়ে হলে ফেরত পাঠান।
এ সময় ওয়ালি আসিফ ইনান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের অবস্থানের বিষয় জানতে পেরে আমার বিবেকের টান থেকেই এখানে এসেছি।
এসময় তিনি সিটের দাবিতে অবস্থানরত শিক্ষার্থীদের পরবর্তীতে কোনো ধরনের হয়রানি করা হবে না বলে জানান। যারা তাদের কক্ষ থেকে বের করে দিয়েছেন তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন ওয়ালি আসিফ ইনান।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন