ক্লাব ইনসাইড

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

প্রকাশ: ০৬:২২ পিএম, ২৯ জানুয়ারী, ২০২৩


Thumbnail

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কলেজের পরিসংখ্যান বিভাগে শিক্ষা সফর নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন আহত হয়েছেন।

কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির উদ্দিন বলেন, শিক্ষা সফরের একটি বৈঠক নিয়ে ঝামেলা হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের গণমাধ্যমকে বলেন, একটি বিভাগের শিক্ষা সফর নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

চট্টগ্রাম কলেজ   ছাত্রলীগ   সংঘর্ষ  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের হোতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ০৬:৩৯ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, রাবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলেই তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় গ্রুপ-২-এ তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থীর বদলে প্রক্সি দিতে গিয়ে আটক হন রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থী বায়েজিদ খান। বায়েজিদকে জিজ্ঞাসাবাদ করার পর বেরিয়ে আসে প্রক্সিচক্রের হোতা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক তন্ময়ের নাম।

বায়েজিদ খানের দেওয়া তথ্যমতে, তন্ময়ের নির্দেশে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন বায়েজিদ খান। পরে এ ছাত্রলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট অনুসন্ধান করে বিগত কয়েক বছরে প্রায় ৪২ লাখ টাকা লেনদেনের প্রমাণ মেলে।

পরে গত ১৭ আগস্ট তন্ময়সহ বহিষ্কৃত চারজনের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, অপহরণ ও ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট তাঁদের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় দুটি মামলা করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম ও আটক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর মা রেহেনা বেগম তাঁদের নামে নগরীর মতিহার থানায় পৃথক দুটি মামলা করেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় ছাত্রলীগ সংসদ তন্ময়সহ চারজনকে বহিষ্কার করে।


রাবি   ছাত্রলীগ   প্রক্সি   আটক  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

অবসরপ্রাপ্ত ট্রেজারারকে পুনরায় একই পদে চায় না জবি শিক্ষক সমিতি

প্রকাশ: ০৬:৩৬ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদকে ফের নিয়োগ না দিতে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লাউঞ্জে এ সংবাদ সম্মেলন করা হয়।

 

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান বলেন, স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে নেতৃত্ব দিয়ে চলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়সমূহের অবদান অনস্বীকার্য। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজে নানা অনিয়মসমূহ বিভিন্ন গণমাধ্যম ও পত্র-পত্রিকায় উঠে এসেছে।

 

দরপত্র মূল্যায়ন কমিটিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ আহ্বায়ক থাকা অবস্থায় সাকা চৌধুরীর পরিবার সংশ্লিষ্ট কোম্পানিকে লেকের টেন্ডার দেয়ার সিদ্ধান্ত গ্রহণে আইন ও বিধিবিধান অনুসরনে ব্যর্থ হয়েছে এবং চরম অদক্ষতার পরিচয় দিয়েছে বলে পরিকল্পনা কমিশন কর্তৃক গঠিত প্যানেল রায় দিয়েছে। ট্রেজারারকে কমিটি থেকে বাদসহ আর্থিক জরিমানাও করা হয়েছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা পিছিয়ে পড়ছি প্রশাসনিক দুর্বলতার কারণে। 

 

এসময় সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে ট্রেজারার নিয়োগের দাবি জানিয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা জানান, কোষাধ্যক্ষ পদে ড. কামালউদ্দিন আহমদের মেয়াদ শেষ হবে আগামী ২৬ নভেম্বর। আগামী ট্রেজারার নিয়োগে আমরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে চাই। ইংরেজি বিভাগের অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ৫ বছর পূর্বেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে অবসর গ্রহণ করেছেন।

 

শিক্ষক সমিতির নেতারা আরো বলেন, জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৫৬ জন অধ্যাপক রয়েছেন। এরমধ্যে দুইজন অধ্যাপক পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং দুইজন উপ-উপাচার্য হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এছাড়া প্রাইভেট বিশ্বদ্যিালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক বর্তমানে দায়িত্ব পালন করছেন। এছাড়া অতীতেও বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার পদে দায়িত্ব পালন করেছেন অনেক অধ্যাপক।

 

শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে জানায়, উন্নয়নের গতি ত্বরান্বিত করার স্বার্থে অনতিবিলম্বে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণের মধ্য হতে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত সৎ এবং প্রশাসনিক ও গবেষণায় অভিজ্ঞ যেকোনো একজনকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দানের জন্য সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলামসহ বাকি নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করেন।


জবি  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

জাবির সিনেট নিবার্চনকে ঘিরে আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন দল ঘোষণা

প্রকাশ: ০৫:৪৫ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আওয়ামীপন্থীদের শিক্ষকদের একাংশ আসন্ন সিনেটে শিক্ষক প্রতিনিধি নিবার্চনকে কেন্দ্র করে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আর্দশের শিক্ষক পরিষদ’ নামে নতুন দল গঠন করেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমের কাছে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠানো হয়। এতে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের আইবিএ'র অধ্যাপক ড. মো. মোতাহার হোসেনকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহীকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অন্য সদস্যরা হলেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের অধ্যাপক ড. সোহেল আহমেদ, আইবিএ'র অধ্যাপক ড. আইরিন আক্তার, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক জনাব মালিহা নার্গিস আহমেদ, আইবিএর সহযোগী অধ্যাপক জনাব মো. আলমগীর হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘২০১৮ সালে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সকল শিক্ষককে একই ছাতার নিচে নিয়ে আসবার জন্য বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ গঠিত হয়েছিল। এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি উপাচার্যের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত হয়েছিলাম। কিন্ত তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহনের পর কতিপয় সুবিধাবাদী শিক্ষকের ইন্ধনে বিতর্কিতদের দিয়ে গত বছরের ১১ অক্টোবর নতুন আহবায়ক কমিটি গঠন করেন। এক্ষেত্রে আওয়ামীপন্থী জ্যেষ্ঠ অনেক শিক্ষককে আস্থায় না নিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে তার চরম স্বেচ্ছাচারী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বিপুল সংখ্যক শিক্ষক ভীষণ মর্মাহত এবং বিব্রতবোধ করছি।’ এছাড়া আহবায়ক কমিটি গঠনে উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও বিতর্কিতদের পৃষ্ঠপোষকতা প্রদানের অভিযোগ করেন তারা।


বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, উপাচার্য একই সুবিধাবাদী গোষ্ঠীর স্বার্থ হাসিলে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির নির্বাচনী বোর্ডে যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের বাদ দিয়ে একাডেমিক ইথিকস ও পেশাদারিত্বের অভাব দেখিয়েছেন। সম্প্রতি উপাচার্য নিয়োগে অনৈতিক প্রভাবের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখার জন্য আমরা রাষ্ট্রের যথাযথ কতৃর্পক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

নবগঠিত এ সংগঠনের সদস্যরা অভিযোগ করে বলেন, ‘যাদেরকে কখনো জাতীয় রাজনৈতিক কর্মকান্ডে আওয়ামী লীগের পক্ষে অংশগ্রহণ করতে দেখা যায়নি তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য উপাচার্যকে ক্রীড়নকে পরিণত করেছে। উপাচার্যের এসকল বিতর্কিত কর্মকান্ড জাতীয় অঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগের ও বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষণ্ণ করছে। এই বিতর্কিত কর্মকান্ডের দায়ভার আমরা আর নিতে পারছি না।’

 

আসন্ন সিনেটের শিক্ষক প্রতিনিধি নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমরা এই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আসন্ন সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণ করছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণের সমর্থন ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’

নবগঠিত 'মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আর্দশের শিক্ষক পরিষদের' আহ্বায়ক ড. মো. মোতাহার হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে উপাচার্যের নানা কর্মকান্ডে আমরা মর্মাহত। সিনেটে নিবার্চনের এ সময়টাকেই আমরা উপযুক্ত বলে মনে করছি। সিনেটে নিবার্চনে আমরা ৭/৮ টি পদে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১৯ (১)( জে) ধারা অনুসারে, সিনেট সদস্য হিসেবে ৩৩ জন নিবার্চিত শিক্ষক প্রতিনিধি থাকেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঘোষণা অনুসারে, আগামী ১৬ অক্টোবর সিনেটে শিক্ষক প্রতিনিধি নিবার্চন অনুষ্ঠিত হবে।


জাবি  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ: ০৫:০৭ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে "রবীন্দ্র ইউনির্ভাসিটি ২য় আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০২৩"-এর চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টেগোর লেকচার থিয়েটারে অর্থনীতি বিভাগের 'ইকোন এলিট' ও সমাজবিজ্ঞান বিভাগের 'চারুলতা'র মধ্যে চূড়ান্ত পর্বের বিতর্কটি অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগের ইকোন এলিট।

 

চূড়ান্ত পর্বের বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বিতর্ক মানুষকে যৌক্তিক হতে শেখায়। বিতর্ক করলে জ্ঞানের পরিধি বাড়ে। ছাত্রজীবন হলো সৃজনশীল বিকাশ, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিকাশ ও সম্ভাবনার সময়। শিক্ষার্থীরা যুক্তির মাধ্যমে দেশাত্মবোধকে ধারণ করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস'। আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এরকম সহ-শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখতে এবং অনুপ্রেরণা দিতে বদ্ধ পরিকর।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অনেক কার্যকর ভূমিকা পালন করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সবসময় প্রচেষ্টা থাকে শিক্ষার্থীদের জন্য নতুন নতুন প্লাটফর্ম তৈরি করে দেওয়া যেন তারা মুক্ত বুদ্ধির চর্চা করতে পারে। ডিবেটিং সোসাইটির ভবিষ্যতে আরো বড় ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে'।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ডিবেট চ্যাম্পিয়নশীপের সমাপনী পর্বে স্পিকার হিসেবে ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম। এসময় চূড়ান্ত বিজয়ী, রানার্সআপ ও সেরা বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। 

 

এরপর 'ছাত্রজীবন নয়, শিক্ষক জীবনই মধুর' শীর্ষক বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছাত্র-শিক্ষকের এই বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম'।


রবীন্দ্রবিশ্ববিদ্যালয়   ডিবেট  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

শেখ হাসিনার মহানুভবতায় খালেদা বাসভবনে থেকে চিকিৎসা নিতে পারছেন : হানিফ

প্রকাশ: ০৫:০১ পিএম, ০৪ অক্টোবর, ২০২৩


Thumbnail

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, "বেগম খালেদা জিয়া বয়সের কারণে শারীরিকভাবে অসুস্থ। তার সরকার পরিচালনা করার বা রাজনৈতিক দলের নেতৃত্ব দেয়ার মতো শারীরিক সক্ষমতা নেই। ইতোমধ্যে তিনি বেশকিছু মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন, কারাগারে ছিলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় খালেদা জিয়া এখন বাসভবনে থেকে চিকিৎসা নিতে পারছেন।"

বুধবার (০৪ অক্টোবর) বেলা ১১ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ ইবি শাখা "বাংলাদেশের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ" শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করেন।

হানিফ বলেন, বিএনপি গনতান্ত্রিক দল দাবি করলেও তারা অসাংবিধানিক কথা বলেন। বিএনপি আমাদের সাথে নির্বাচন করতে চায়না। তারা নির্বাচন বানচাল করতে চায়। কারণ তারা নির্বাচনে জয়লাভ করতে পারবে না। তাদের তো নেতাই নেই। তারেক রহমান থাকলেও তার বিরুদ্ধে হত্যা, অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। সে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। তার দৃষ্টিভঙ্গি জনগণ দেখেছে। তার মধ্যে ভয়ংকর মানসিকতা ছিল। নৌকায় ভোট দেওয়ার কারণে মা-বোনদের পাশবিক নির্যাতন করেছিল। বাংলাদেশকে জঙ্গিবাদের চারণভূমি বানিয়েছিল। অস্ত্র প্রশিক্ষণের জন্য ট্রেনিং ক্যাম্প করা হয়েছিল। এরপরেও কি জনগণ তাদের দিকে মুখ ফিরে তাকাবে? এজন্য তারা নির্বাচন করতে চায় না।

তিনি আরও বলেন, অজস্র উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক বিষয় বিবেচনা করলে প্রধানমন্ত্রী দক্ষ হিসেবে বিবেচিত হবেন। তিনি ছিলেন বলে আমরা দেশে নতুন করে আলোর মুখ দেখেছি। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও বাংলাদেশকে আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতিক সংসদ ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক কবি কামরুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান। এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।


হানিফ   শেখ হাসিনা   কুষ্টিয়া   কুবি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন