রংপুরের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময়
বেশ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার
(২ জানুয়ারি) সন্ধ্যায়
এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ এক পর্যায়ে টিয়ারশেল
নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনার চেষ্টা করে। এ সময় পুরো বিশ্ববিদ্যালয়
এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।
বেরোবি
ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন
আগে ক্যাম্পাসে পিঠা উৎসব হয়।
ওই সময় স্থানীয় এক
ব্যক্তির সঙ্গে এক শিক্ষার্থীর কথাকাটি
হয়। এরই জের ধরে
সন্ধ্যায় এক শিক্ষার্থীকে ক্যাম্পাস
থেকে তুলে নেয়ার চেষ্টা
করে বহিরাগতরা। পরে বেগম রোকেয়া
বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় বের হলে দু'পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময়
বেশ কয়েকিটি দোকানপাট ভাঙচুর করা হয়।
মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা অবস্থান করছি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড
গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ শেষ
হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব,
নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট
ভবন এবং শারীরিক শিক্ষা
কেন্দ্রে নির্বাচনের ঢাকা এলাকার ভোটগ্রহণ
সম্পন্ন হয়। এর আগে গত ৪, ১১
ও ১৪ মার্চ সারাদেশের
বিভিন্ন স্থানে ভোটগ্রহণ করা হয়।
রোববার সকাল ১০টায় নবাব নওয়াব আলী
চৌধুরী সিনেট ভবনে সিনেট নির্বাচনের
ভোট গণনা এবং গণনা শেষে
ফলাফল প্রকাশ করা হবে বলে
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো
হয়েছে।
এদিকে,
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
ঢাকার কেন্দ্র পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ
অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসারের
দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য,
রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ ঢাকার বাইরে গত ৪ মার্চ
২৯টি কেন্দ্রে, গত ১১ মার্চ
৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ
৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে
ভোটার সংখ্যা ছিল ৫৯ হাজার ৩২০
জন।
মন্তব্য করুন
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্যার এ এফ রহমান
হলের ২য় বর্ষের শিক্ষার্থীরা।
তৃতীয় বর্ষের ‘বড় ভাই’রা
হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ও হলে স্বাভাবিকভাবে
থাকার জায়গার দাবিতে তারা এ কর্মসূচি পালন
করেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই অবস্থান শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টার বেশি সময় অবস্থানের পর রাত ২টা ৪০ মিনিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের আশ্বাসে সরে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, স্যার এ এফ রহমান হলের ১১১ নম্বর কক্ষে ৪৩ জন শিক্ষার্থী থাকেন। কক্ষটি ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নিয়ন্ত্রণাধীন। এখানে চার জনের জায়গায় সর্বোচ্চ আট জন থাকা সম্ভব। অথচ সেখানে থাকেন ৪৩ জন শিক্ষার্থী।
অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, চার জনের এক রুমে ৪৩ জন থাকা একপ্রকার অসম্ভব। সমস্যার কথা জানালে বড় ভাইয়েরা বলেন, ‘তোরা পচে মর, আমাদের সমস্যা নাই’। পাঁচ মিনিটের আল্টিমেটামে আমাদের বের করে দিয়েছে। আমাদের জিনিসপত্র নেওয়ার সময় পর্যন্ত তারা দেননি।
রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের বুঝিয়ে রুম দেওয়ার আশ্বাস দিয়ে হলে ফেরত পাঠান।
এ সময় ওয়ালি আসিফ ইনান সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের অবস্থানের বিষয় জানতে পেরে আমার বিবেকের টান থেকেই এখানে এসেছি।
এসময় তিনি সিটের দাবিতে অবস্থানরত শিক্ষার্থীদের পরবর্তীতে কোনো ধরনের হয়রানি করা হবে না বলে জানান। যারা তাদের কক্ষ থেকে বের করে দিয়েছেন তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন ওয়ালি আসিফ ইনান।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন