কালার ইনসাইড

একুশে যত আলোচিত ওয়েব সিরিজ

প্রকাশ: ১১:০০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২১


Thumbnail একুশে যত আলোচিত ওয়েব সিরিজ

২০২১ সাল ভালো-মন্দ মিলিয়ে-ই কেটেছে। তাই সারাবিশ্ব এখন নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায়। করোনার কারণে সিনেমা মুখ থুবড়ে পড়েছে। আর এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে কিংবা সিনেমা প্রেমীদের ধরে রাখতে আগমন ওটিটি প্ল্যাটফর্মের। এখন এই ওটিটির রেশ এতটাই প্রবল যে, সিনেমার চেয়েও ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছেন দর্শকরা। 

চলতি বছর ওটিটিতে এ রকম অনেক ওয়েব সিরিজ এসেছে, যা দর্শকদের হৃদয় ও মন কেড়ে নিয়েছে। বছরজুড়েই আলোচনায় ছিল ওয়েব সিরিজ। বছর শেষে স্মরণ করা যাক আলোচিত সিরিজগুলা।

মহানগর

দেশীয় ওয়েব সিরিজের মধ্যে চলতি বছরের আলোচিত ওয়েব সিরিজের মধ্যে অন্যতম ‘মহানগর’। গল্প, অভিনয়, নির্মাণ- সবদিক থেকে আলোচিত ছিল এই ওয়েব সিরিজটি। এটি নির্মাণ করেছেন আশফাক নিপুণ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, মোস্তাফিজুর নূর ইমরান, শ্যামল মাওলা, শাহেদ আলী, জাকিয়া বারী মম প্রমুখ। এই ওয়েব সিরিজে উঠে আসে মহানগর ঢাকার অপরাধ জগতের একটি খণ্ডচিত্র। এটি প্রচারের পর ভূয়সী প্রশংসা করেন দর্শক।

মরীচিকা

শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’ অবমুক্ত হওয়ার পর বেশ প্রশংসিত হয়। আরও বেশি বাহবা কুড়ান খলনায়ক চরিত্রে অভিনয় করা টিভি পর্দার অন্যতম শীর্ষ অভিনেতা আফরান নিশো। অভিনয়ের পাশাপাশি এখানে তার লুক, সংলাপ ও পারফরমেন্স বেশ আলোচিত হয়। নিশো ছাড়াও এখানে অভিনয় করেছেন- সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান প্রমুখ।

জানোয়ার 

বছরের শুরুতেই রায়হান রাফী হুলুস্থুল বাঁধিয়ে ফেলেছিলেন প্রথম ওয়েব ফিল্ম দিয়ে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই গল্প সাজানো হয়েছে। এই ওয়েব ফিল্মের বড় প্রাপ্তি রাশেদ মামুন অপুর প্রত্যাবর্তন, বলা যায় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে ফেলেছেন। আরও ছিল তাসকিন রহমান, এলিনা শাম্মি, রাহুল, ফরহাদ লিমনরা। 

খাঁচার ভিতর অচিন পাখি

রাফি এই বছর ওয়েবে বেশ সক্রিয় ছিলেন। তার নির্মিত ‘খাঁচার ভিতর অচিন পাখি’ বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ সাহসী কাজ। তমা মির্জা, ফজলুর রহমান বাবু থেকে ইন্তেখাব দিনার, সুমন আনোয়ারেরাও ভালো অভিনয় করেছেন।

বলি

বিজ্ঞাপন নির্মাতা শঙ্খ দাশগুপ্তের প্রথম ওয়েব সিরিজ। সোহরাব-রুস্তমের উপাখ্যান থেকে অনুপ্রাণিত হয়ে এক দ্বীপে সাজিয়েছেন গল্প। ওয়েস্টার্ন প্যাটার্নের সিরিজের শুরু থেকেই ছিল চমক জাগানিয়া, ট্রেলারেও ছিল সেই আভাস। তবে সেই অনুযায়ী প্রত্যাশা মিটায়নি। প্রথম কয়েক পর্ব ভালো লেগেছিল। আনারকলি চরিত্রটার প্রতি সুবিচার করা হয়নি, সোহানা সাবাও সেই অনুযায়ী অভিনয় দেখাতে পারেননি। মুখ্য চরিত্রে চঞ্চল চৌধুরীর খল অভিনয় ভালো লেগেছে, নাসিরউদ্দিন খানকে পাওয়া গেল অন্যরকম। বরং এত তারকার ভিড়ে নবীন সাফা কবির, মৌসুমী মৌরা ভালো করেছে। ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ মোটামুটি, সোহেল মণ্ডল ভালো অভিনয় করলেও চরিত্রটা আরও বিকাশ দাবি করে। চোখ জুড়ায় তাহসিন রহমানের সিনেমাটোগ্রাফি আর তানজীর তুহিনের শিরোনাম সংগীত অন্যমাত্রা এনে দেয়।

লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান

মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ, স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল অনেক বেশি। সেই তুলনায় প্রত্যাশা মিটেছে কম, তবে ভালোর তালিকায় রাখা যায়। সিরিজের সেরা প্রাপ্তি তাসনিয়া ফারিণের অভিনয়। আফজাল হোসেন  অনেক বছর পর আলোচনায় এলেন। হাসান মাসুদ, মারিয়া নূর দুজন  বেশ ভালো করেছেন, বাকিদের যথাযথভাবে তেমন পাওয়া যায়নি, পার্থ বড়ুয়া, মোস্তফা মনোয়ার, ইরেশ যাকেরও ছিলেন। এক নারীর শ্লীলতাহানির গল্প, সেইদিক থেকেও গুরুত্বপূর্ণ কাজ। ‘পরবাসী’ গানটা শুনতে ভালোই লাগে।

ইউটিউমার

আদনান আল রাজীব ওয়েব ফিল্ম বানাচ্ছেন, এটাই ছিল দর্শকদের জন্য যথেষ্ট। সাম্প্রতিককালের উঠতি কিছু তারকা আর স্যাটায়ার করে বানানো এই ওয়েব ফিল্ম শুরু থেকেই ছিল উপভোগ্য। সিরিয়াস সব কাজের ভিড়ে কমেডি হিসেবে এটা আলাদা মাত্রা এনে দিতে পারতো। কিন্তু এটাও শেষ পর্যন্ত হতাশই করে। আদনান আল রাজীবের আগের কাজগুলোর তুলনায় পিছিয়ে। প্রীতম হাসান গানের মানুষ, অভিনয় স্বাভাবিকভাবেই খুব ভালো করবেন না। গল্পের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ না হলেও ভালো লেগেছে শরীফ সিরাজের অভিনয়।  আর জিয়াউল হক পলাশই ছিলেন বরং মন্দের ভালো।

‘নেটওয়ার্কের বাইরে’

চার তরুণের সেন্ট মার্টিন বেড়াতে যাওয়ার গল্প নিয়ে নেটওয়ার্কের বাইরে বছরের সবচেয়ে আলোচিত বাংলা সিনেমা। বাংলাদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির আগেই ছবির দুটি গান ভাইরাল হয়ে যায়। ছবি মুক্তির পর প্রতিক্রিয়ায় অনেক দর্শককেই বলতে শোনা গেছে, ছবির এমন হৃদয়বিদারক সমাপ্তি ছিল অপ্রত্যাশিত। তরুণ নির্মাতা মিজানুর রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, খায়রুল বাসার, শরিফুল রাজ, জুনায়েদ বোগদাদী, অর্ষা, ফারিণ, তাসনুভা তিশা, তুষি প্রমুখ।

এদিকে শিবব্রত বর্মনের উপন্যাস অবলম্বনে অমিতাভ রেজার প্রথম ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’। মাসুদ মুন্সীকে কেন্দ্র করে এই ওয়েব ফিল্ম, খুব সম্ভবত পরবর্তীতে এর আরও সিক্যুয়েল বেরোবে। খুব ভালো না হলেও চলনসই বলা যায়। চঞ্চল চৌধুরী এমনিতেই ভালো অভিনয় করেন, তবে ব্যতিক্রম কিছু পাওয়া যায়নি। পূর্ণিমাকে অনেক দিন পরে দেখাটা বেশ চমকপ্রদ হলেও তাকে ভালো ব্যবহার করতে পারেননি নির্মাতা। আলো ছড়িয়েছেন শবনম ফারিয়া।

অন্যদিকে বছর শেষে আইএমডিবি ১০টি শীর্ষ ভারতীয় ওয়েব সিরিজের তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় চোখ রাখা যাক-

১. অ্যাসপিরেন্টস

২. ধিন্ডোরা

৩. দ্য ফ্যামিলি ম্যান

৪. দ্য লাস্ট আওয়ার

৫. সানফ্লাওয়ার

৬. কেনডি

৭. রয়

৮. গ্রহণ

৯. নভেম্বর স্টোরি

১০. মুম্বাই ডায়েরিস ২৬/১১

সালতামামি ২০২১  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ফারুকীর চোখে ‘মনোগামী’ বনাম ‘ব্যাচেলর’

প্রকাশ: ০৫:৪০ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েবফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ স্ট্রিমিং শুরু হয় চাঁদরাতে। এতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও জেফার রহমান। ওয়েব ফিল্মটি চরকিতে মুক্তির পর থেকেই নির্মাতা এবং কলাকুশলীরা প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ করে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী ও জেফার। 

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তার ঠিক ২০ বছর পর ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে ওয়েবফিল্ম ‘মনোগামী’। অনেক দর্শক মনোগামী দেখে ব্যাচেলর সিনেমার সঙ্গে তুলনা করেছেন। আর এবারে সদ্যমুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘মনোগামী’ নিয়ে কথা বলেছেন নির্মাতা নিজেই। 

মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে ‘মনোগামী’ ওয়েবফিল্ম নিয়ে লিখেছেন, ‘কোন সন্দেহ ছাড়াই ব্যাচেলরের এক ধরনের কম্প্যানিয়ন পিস বলা যায় মনোগামীকে। ব্যাচেলরে ঢাকার কিছু ব্যাচেলরের লাইফ দেখানোর চেষ্টা করেছি। আর মনোগামীতে ডিজায়ার আর গিল্ট ফিলিংয়ের মল্লযুদ্ধে ক্লান্ত এক মানুষকে ফলো করার চেষ্টা করছি। কাজটা করে খুবই আনন্দ পেয়েছি। অ্যাকচুয়ালি, আমার শেষ কাজগুলো অনেকটা সিরিয়াস টোনের ছিল। ফলে যারা আমার হিউমার পছন্দ করত, তারা প্রায়ই আমাকে কমপ্লেইন করতো এটা নিয়ে। তাদের কমপ্লেইন বাদ দিলেও, আমি নিজেও আসলে এই হিউমার ডিল করাটাকে মিস করছিলাম।’ 

দর্শকের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে এই নির্মাতা বলেন, ‘মনোগামীর কারণ একটা বিশাল অডিয়েন্সকে ফিরে পেয়েছি। যারা সত্যিকার অর্থে পিপড়াবিদ্যা থেকে শুরু করে এর পরের কাজগুলোতে আমার ওপর অভিমান করেছিল যে, আমি কেন ওই হিউমারগুলা আর ডিল করছি না। সেই অডিয়েন্সরা ফিরে আসছে এবং তারা অনেকেই চিঠি লিখেছে। এটা জেনে আমি খুবই আনন্দিত। ব্যাচেলরের পরে যেরকম তর্ক-বিতর্ক হতো। এটির ক্ষেত্রেও সেটা হচ্ছে। এটি আসলেই খুব ভালো। মনোগামী নিয়ে মানুষের ভালো, মন্দ, প্রশংসা, সমালোচনা- সবকিছুই আমি সাদরে গ্রহণ করছি। আপনাদের সবার জন্য ভালোবাসা।’ 

উল্লেখ্য, এর আগে গতবছরের শেষে মুক্তি পায় ফারুকীর ওয়েবফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এই ওয়েবফিল্মটির মধ্য দিয়ে প্রথমবার পর্দায় আসেন ফারুকী। 

মোস্তফা সরয়ার ফারুকী   চঞ্চল চৌধুরী   জেফার রহমান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ছেলেকে নিয়ে শাকিবের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে হয়তো উনিও এসেছেন: বুবলী

প্রকাশ: ০১:৩৭ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবারের ঈদে একগুচ্ছ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে রয়েছে আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ সিনেমা। সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে কথা বলে আলোচনায় জায়গা করে নিয়েছেন এ নায়িকা।

ঢালিউড সুপারস্টার শাকিব খান, তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস এবং নায়কের দুই ছেলে জয়-বরীকে নিয়ে কথা বলেছেন বুবলী। একইসঙ্গে চিত্রনায়কের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ বুবলী জানান, শাকিব খানের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি তার। সময় নিচ্ছেন তারা। আর সাক্ষাৎকারে এমনটা জানানোর পরই খবর উঠে আসে অভিনেত্রীর এমন বক্তব্যে বিরক্ত শাকিব খান।

এবার অন্য একটি টেলিভিশনে হাজির হয়ে শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে কথা বললেন বুবলী। এসময় বুবলী বলেন, সন্তান বীর ও তার বাবাকে নিয়ে যখন রুমে সময় কাটাই, তখন সেখানে জয়কে নিয়ে হয়তো উনিও এসেছেন।

ভাইরালিজম প্রসঙ্গে বুবলী বলেন, ‘আসলে এটা প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় আমরা যখন কাজকে ফোকাস করছি, তখন দর্শকরা প্রশংসা করছেন সেটির। দর্শকরা ভালোবাসার জায়গা থেকেই বিভিন্ন সময় আমাদের ব্যক্তিজীবন নিয়ে জানতে চান। এটাও ঠিক আছে’।

তিনি আরও বলেন, ‘দর্শকরা জানতে চান শেহজাদ কী করছে বা কী রকম সময় কাটছে ওর। ওই সময় হয়তো আমি কিছু ভিডিও ক্লিপস শেয়ার করছি। তবে সব কিছুর মধ্যে সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। আবার আমাদের ভাষাগত দিক থেকেও সীমাবদ্ধ থাকা উচিত যে―আমরা একজন আরেকজন শিল্পীকে কীভাবে মূল্যায়ন করছি’।


শাকিব খান. বুবলী   অপু বিশ্বাষ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রায় ২০০ কোটি খরচ করে কন্যার ক্যারিয়ার গড়ছেন শাহরুখ!

প্রকাশ: ১০:২৭ এএম, ১৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

বলিউড বাদসা শাহরুখ খানের মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন পিতা শাহরুখ। পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতোমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার।

তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটো সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন সিনেমায়।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই সিনেমা নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? 

জানা যায়, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’র চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।


শাহরুখ খান   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অবশেষে জয়ের সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি!

প্রকাশ: ১০:৩১ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢালিউড নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজেই আছেন। শুধু তাই নয় নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি। এদিকে ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক জয় চোধুরী। ভালোবেসে নায়িকা নীড়কে বিয়ে করেছেন। এবার মাহি ও জয় নিজেদের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন। 

সংবাদমাধ্যম অনুযায়ী, জয় চোধুরীর সঙ্গে মাহির প্রায় সময়ই নানা ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নায়কের বাসায় অন্য নায়ক-নায়িকাদের সঙ্গে বেশ ফুরুফুরে মেজাজেই আড্ডায় মাততে দেখা যায় মাহিকে।

জয়ের সঙ্গে সিনেমা না করেও এতো ভালো সম্পর্ক কিভাবে হলো সেটিই এবার একটি অনুষ্ঠানে এসে ফাঁস করলেন তারা।

মাহি বলেন, অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোন সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি। 

যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয়না। জয়ের সঙ্গে আমার ২০১৯ থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যে কোন জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।

এদিকে মাহির সঙ্গে সম্পর্কের ব্যাপারে জয় বলেন, খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।

এবার ঈদে মুক্তি পাওয়া শাকিবের 'রাজকুমার' ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাচ্ছেন।

মাহিয়া মাহি   জয় চোধুরী   ঢালিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

উচ্ছ্বসিত শাকিব, দর্শকদের জানালেন কৃতজ্ঞতা

প্রকাশ: ০৯:৩০ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‌‘রাজকুমার’। এটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা। সেই সাফল্যের রেশে উচ্ছ্বসিত শাকিব। দর্শকদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। 

সোমবার (১৫ এপ্রিল) সকালে সমাজমাধ্যমের পাতায় ঢালিউড সুপারস্টার লিখেছেন, ‌‘অবিরামভাবে মিলিয়ন মিলিয়ন ভালোবাসা পাচ্ছে রাজকুমার। প্রিয় দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবাইকে ভালোবাসা।’ 

দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে শাকিবের নতুন ছবিটি। জানা যায়, ২১২টি সিনেমা হলের মধ্যে এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে।

‘রাজকুমার’ মূলত পারিবারিক সম্পর্ক আর একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প ঘিরে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভিনদেশি অভিনেত্রী কোর্টনি কফি। পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খানসহ অনেকে।

ইতিমধ্যে ‘রাজকুমার’ সিনেমার ‘রাজকুমার’ গানটি  দ্রুত সময়ে এক কোটি ভিউ পেরিয়ে গেছে। আসিফ ইকবালের লেখা, আকাশ সেনের সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও একসময়ের ব্যান্ডশিল্পী বালাম।

‘রাজকুমার’ উন্মাদনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা ‘তুফান’-এর শুটিং শুরু হচ্ছে ভারতে। পরিচালনা করছেন ‘পরাণ’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নাবিলা এবং টালিউডের মিমি চক্রবর্তীকে। খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। পবিত্র ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা শাকিব খানের নতুন সিনেমাটির।


শাকিব খান   রাজকুমার  


মন্তব্য করুন


বিজ্ঞাপন