কালার ইনসাইড

যা আছে কাঞ্চন- নিপুণ পরিষদের ইশতেহারে

প্রকাশ: ০৫:০৯ পিএম, ২৬ জানুয়ারী, ২০২২


Thumbnail যা আছে কাঞ্চন- নিপুণ পরিষদের ইশতেহারে

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২৭তম দ্বিবার্ষিক নির্বাচন। এ উপলক্ষে বুধবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমের জন্য আয়োজন করা হয় ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের পরিচিত পর্ব। প্রার্থীদের পরিচয় পর্বের জন্য এ আয়োজন হলেও এতে খুঁজে পাওয়া গেল না বেশিরভাগ প্রার্থীদেরকেই।

বেলা ১টায় আয়োজিত এ অনুষ্ঠানে পদপ্রার্থী ২১ জনের মধ্যে উপস্থিত হলেন শুধু সাংগঠনিক পদের পাঁচজন ও দুইজন কার্যকরী সদস্য।

উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন, সহ-সভাপতি রিয়াজ, ডি এ তায়েব, কোষাধ্যক্ষ আজাদ, কার্যকরী পদের ফেরদৌস, কেয়া ও সীমান্ত।

বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আর একদিন বাদেই আমাদের নির্বাচন। তাই আমরা কাজ ভাগ করে করছি। অনেকেই উপস্থিত হননি।’

এদিকে এই অভিনেতা সংবাদকর্মীদের সামনে তাদের ২২ দফা ইশতেহার তুলে ধরেন। এরমধ্যে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফডিসিতে আনা এবং শিল্পীদের প্রোফাইল তৈরিসহ কয়েকটি দিক।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা প্রথমেই চাই বঙ্গবন্ধুর তৈরি বিএফডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে। এছাড়াও শিল্পীদের জন্য তৈরি কল্যাণ ট্রাস্টের ব্যবহার, চলচ্চিত্রের সার্বিক অবস্থা তুলে ধরে এটি নির্মাণে ঋণের ব্যবস্থাও করতে চাই।’

২২টি পয়েন্টের মধ্যে উল্লেখযোগ্য হলো- বিএফডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনা, শিল্পীদের জন্য তৈরি কল্যাণ ট্রাস্টের ব্যবহার, চলচ্চিত্রের সার্বিক অবস্থা তুলে ধরে এটি নির্মাণে ঋণের ব্যবস্থা, বাতিল ও স্থগিত বা ভোটাধিকার বঞ্চিত শিল্পীদের তা ফিরিয়ে দেওয়া, শিল্পীদের মর্যাদা রক্ষায় কেউ একবার সদস্য হলে আজীবন সদস্য থাকবে, যেকোনও দুর্যোগ শিল্পীদের পাশে দাঁড়াবে সমিতি, সহায়তা গ্রহণকারীদের ছবি ও ভিডিও প্রকাশ না করা, পার্শ্ববর্তী দেশের শিল্পী সংগঠনের মধ্যে চুক্তি করে দেশের শিল্পীদের কর্মসংস্থান তৈরি করা, ওয়েবসাইট উন্নয়ন, শিল্পীদের প্রোফাইল তৈরি করা, বিশেষ করে নৃত্য ও অ্যাকশন শিল্পীদের প্রোফাইল তৈরি করে বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পাঠানো, সভাপতিকে পদাধিকার সেন্সর বোর্ড বা তথ্য-সম্প্রচার বা সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করা।

ইলিয়াস কাঞ্চন জানান, ‘মর্যাদায় ও পর্দায় আমাদের শিল্পী’ স্লোগানে তারা এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা নির্বাচিত হলে শিল্পীদের মর্যাদা ও পর্দায় তাদের কাজের ব্যবস্থা করবেন।


মন্তব্য করুন


কালার ইনসাইড

শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিকার নির্মাতা অমি

প্রকাশ: ০৫:১৪ পিএম, ০৮ জুন, ২০২৩


Thumbnail

বর্তমান সময়ের অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। গ্রাম থেকে শহর সব জায়গাতেই এর জনপ্রিয়তা শীর্ষে। শুধু এই ধারাবাহিক নয় তার নির্মিত প্রতিটি নাটকই মুক্তির পর পায় দর্শকদের অপরিসীম ভালোবাসা। 

এদিকে আসছে ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি কাজ করছেন অমি। আজ সকালে শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিনি। ঈদের জন্য নতুন নাটক ‘কিডনি’র কাজ করতে বর্তমানে টাঙ্গাইলে অবস্থান করছেন অমি ও তার টিম। সেখানে শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন এই নির্মাতা।

বাংলা ইনসাইডারকে নির্মাতা অমি জানান, বেশ কয়েকদিন হলো ঈদের নতুন একটা নাটকের শুটিং করছি টাঙ্গাইলের মির্জাপুরে। আজ সকালে শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা ঘটে। তবে সবার দোয়ায় আমি ভালো আছি তবে আমার গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। 

এদিকে সকালে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেন, ধন্যবাদ আল্লাহ।


ব্যাচেলর পয়েন্ট   কাজল আরেফিন অমি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

পরীমণির পক্ষ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

প্রকাশ: ০৪:১৬ পিএম, ০৮ জুন, ২০২৩


Thumbnail

চিত্রনায়িকা পরীমণির স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ভিডিও ফাঁসের ঘটনায় রাজ-পরীর দাম্পত্য জীবনে নতুন করে বিভেদ দেখা দিয়েছে। এসব নিয়ে কদিন আগে এক সাক্ষাৎকারে পরীমণি বলেছিলেন, সংসার ভাঙলে সব দোষ তো আমার উপর-ই আসবে। সবাই বললে আমিই সংসার করতে পারি না।

এই ঘটনা নিয়েই সম্প্রতি একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, আমরা পরীমণিকে সাপোর্ট করি।

সেখানে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় আপনার সহকর্মী পরীমণি একটি কথা বলেছেন, যেটি হচ্ছে আমি নারী সে জন্যে হয়ত সবাই আমাকে বলবে আমিই সংসারটা করতে পারি না। কথাটার সঙ্গে আপনি কতটা একমত?



এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, হ্যাঁ একদমই একমত। এই জন্য একমত যে, দেখবেন প্রত্যেকটা ভুলের পেছনে দুই জনেরই সমন্বয় ব্যাপারটা থাকে। কিন্তু শেষবেলায় মেয়েদেরকেই বলা হয়। আমি একটুকুই বলব পরীকে আমি খুবই পছন্দ করি।

তিনি আরও বলেন, পরী কোথা থেকে কোথায় এসেছে আমরা সবাই জানি। ওকে আমরা সাপোর্ট করি। কখনোই আমরা তাকে ভুল বুঝবো না। ও অনেক স্ট্রং, ও সামনে কিছু ভালো করুক। ওকে দেখে যেন আরও দশটা মেয়ে শিখতে পারে। ওর প্রতি আমার এটাই বলার থাকবে। 

পরীমণিকে এমন পরিস্থিতিতে ভেঙে না পড়ে উদাহরণ হতে বলেন অপু। এ অভিনেত্রী বলেন, পরীমণি তুমি অনেক স্ট্রং। তুমি আরও ভালো কিছু করো, যেন তোমাকে দেখে আরো ১০ জন শিখতে পারে। 

অপু বিশ্বাস   পরীমণি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুক্তি পাচ্ছে শ্যামল মাওলার ‘আন্তঃনগর’

প্রকাশ: ০৩:৪৩ পিএম, ০৮ জুন, ২০২৩


Thumbnail

নগরের ইটপাথরে মিশে আছে কত বেদনা আর ভালোবাসার উষ্ণ গল্প। তেমনই হরেক রকম গল্প থেকে ছেঁকে নেয়া কিছু গল্পের সমাহার নিয়ে তৈরি হয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘আন্তঃনগর’।পরিচালক গৌতম কৈরী নৈপুণ্যের সাথেই গল্প লেখা ও পরিচালনার কাজটি করেছেন। বৃহস্পতিবার (৮ জুন)  রাত ৮টায় চরকিতে আসছে ‘আন্তঃনগর’।

সিএনজিচালকের চরিত্রে দেখা যাবে শ্যামল মাওলাকে। তিনি বলেন, আন্তঃনগর-এ কাজ অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা, প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গিয়েছিল। সেই সাথে অভিনয়, সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। সহশিল্পী হিসেবে রুনা আপুর সঙ্গে কাজ করতে ভালোলাগে। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।

প্রথমবারের মতো চরকির কোনো কাজে দেখা যাবে রুনা খানকে। তিনি বলেন, সিনেমায় আমার সহশিল্পী ছিলেন শ্যামল ও জয় রাজদা। তারা দুজনেই গুণী অভিনেতা। প্রতিটি সিনেমার পরিচালক নিজের মতো করে তাদের গল্প দেখানোর চেষ্টা করেন। সেদিক থেকে আন্তঃনগরের বলার ধরন এক ভিন্ন রকম ছিলো। আশা করছি দর্শক এটা দারুণভাবে উপভোগ করতে পারবে।

‘আন্তঃনগর’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে সোহেল মন্ডল বলেন, গৌতম কৈরির সঙ্গে অনেক আগে থেকেই পরিচয় ছিলো। পরিচালক হিসেবে তিনি বেশ বন্ধুসুলভ। পুরো টিম ছিলো ক্রিয়েটিভ তাই কাজের অভিজ্ঞতা দারুণ। শবনম ফারিয়ার একজন ফুর্তিবাজ শিল্পী তাই দারুণ সময় কেটেছে কাজের সময়। এটা আমাদের চারপাশের মানুষের গল্প। প্রেম, দ্রোহ, থ্রিল সব বিষয়ও আছে। দারুণ একটি গল্প এটি তবে দর্শক কীভাবে নেয় সেটা হলো বিষয়।

শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মন্ডল ছাড়াও এখানে অভিনয় করেছেন শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা, জয়রাজ, নাফিস আহমেদসহ অনেকে।


আন্তঃনগর   শ্যামল মাওলা   চরকি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তমা-নিশোর ‘সুড়ঙ্গ’র টিজারের প্রশংসায় সৃজিত

প্রকাশ: ০৩:৩০ পিএম, ০৮ জুন, ২০২৩


Thumbnail

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এখন সিনেমা নিয়ে ব্যস্ত। প্রথমবার সিনেমায় অভিনয় করছেন তিনি। নাম ‘সুড়ঙ্গ’। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। সোমবার (৫ জুন) বহুল আলোচিত ‘সুড়ঙ্গ’ ছবির টিজার প্রকাশ পায়। এরপর টিজার দেখে ভক্ত-অনুরাগীরা মুগ্ধতার কথা যাচ্ছেন তাদের ফেসবুকে ওয়ালে।

এই নিয়ে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য লিখছেন। শুধু বাংলাদেশ নয়, কলকাতার চলচ্চিত্র অঙ্গনেও ‘সুড়ঙ্গ’ সিনেমার টিজার নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে আফরান নিশোর টিজারে উপস্থিত নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

নিশো-তমার ভক্তরাই শুধু নন, শোবিজ ভুবনের অনেক তারকাও এই ছবি টিজার শেয়ার করেছেন তাদের ফেসবুকে। পাশাপাশি করেছেন নিশোর প্রশংসা।

মঙ্গলবার (৬ জুন) নিজের ফেসবুক ‘সুড়ঙ্গ’ ছবির টিজার শেয়ার করে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি লিখেছেন, ‘সুড়ঙ্গ’-তে শুরু হবে নিশো’র শ্বাসরুদ্ধকর যাত্রা! এই ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে প্রথমবার আসছে আফরান নিশো! রায়হান রাফী’র সবচেয়ে প্রতিক্ষিত সিনেমা ‘সুড়ঙ্গ’-এ।

এই ছবিটির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। আসছে ঈদুল আযহায় মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে আগে থেকেই ছবিটি। সবকিছু ঠিকঠাক থাকলে ঈদে বড়পর্দায় অভিষেক হচ্ছে নিশো-তমা জুটির।


সৃজিত   তমা   নিশো  


মন্তব্য করুন


কালার ইনসাইড

যে কারণে সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন ডিপজল

প্রকাশ: ০২:৩৮ পিএম, ০৮ জুন, ২০২৩


Thumbnail

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এ অভিনেতা জানান, কয়েকটি কারণে তিনি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দাপুটে এই অভিনেতার ভাষ্যমতে, শিল্পী সমিতিতে বেশি খোঁচাখুঁচি হচ্ছে, বেশি রঞ্জিত হওয়া ভালো না।

ডিপজল বাংলা ইনসাইডারকে বলেন, আমি যেহেতু ঘোষণা দিয়েছি শরীর সুস্থ থাকলে ইনশাল্লাহ সভাপতি নির্বাচন করবো। আমার পাশে যারা আছেন তারা থাকবেন। আমার পাশ থেকে সরে যাবেন না।  

সভাপতি পদে নির্বাচন করার কারণ হিসেবে ডিপজল বলেন, নির্বাচনের কারণ একটাই বেশি খোঁচাখুঁচি হচ্ছে- উভয় দল। এত রঞ্জিত হওয়া ভালো না। এত দলাদলি কোন্দল না করে সবাইকে একত্রিত করে কিভাবে ফিল্মকে ভালো করা যায় এটা নিয়ে কাজ করা। সভাপতি-সেক্রেটারি নিয়ে বিশাল ঝগড়া। যারা ফেল করে তাগো নিয়া আহে- এগুলো ঠিক না।  

ডিপজল আরও বলেন, শিল্পী সমিতিতে নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারির মতো। বিশেষ করে নির্বাচিত সহ-সভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে ডিপজলের ৮ সিনেমা। আসছে ঈদে যেকোনো একটি সিনেমা তিনি মুক্তি দিতে চান। এরপর প্রতিমাসে একটি সিনেমা মুক্তি দেবেন বলে জানান ডিপজল। 

অভিনেতা   মনোয়ার হোসেন ডিপজল   নির্বাচন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন