কালার ইনসাইড

বন্ধু ও বন্ধুত্বের গল্প

প্রকাশ: ০২:০১ পিএম, ১৮ ফেব্রুয়ারী, ২০২২


Thumbnail বন্ধু ও বন্ধুত্বের গল্প

লেখাটির শিরোনাম কি হবে এটা ভাবতে ভাবতে প্রায় ১৭ মিনিট কেটে গেলো। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া “রেডরাম” এর এন্ড টাইটেল চলতে চলতে তাই একটু ফ্ল্যাশব্যাকে চলে গেলাম নিজের অজান্তেই। 

সময়টা ২০১৭ সালের ডিসেম্বরের এক শীতের সন্ধ্যার। তখনকার সময়ের রোমান্টিক গল্পের জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদের সাথে প্রথম সাক্ষাতের একটা ফাকে তাকে জিজ্ঞেস করেছিলাম তার পছন্দের জনরা কি। কোনো সময় না নিয়ে ভিকি জাহেদ বলেছিলেন মানুষ তাকে রোমান্টিক জনরার নির্মাতা ভেবে নিলেও তার পছন্দের জনরা বরাবরই থ্রিলার। তিনি বলেছিলেন সামনের দিনগুলোতে কোনো একটা সময়ে সুযোগ আসলে তিনি থ্রিলার বানাবেন। 

ভিকি জাহেদ তার ক্যারিয়ারের শুরু থেকেই যে স্পেশালিটি তৈরী করেছিলেন সেটি হচ্ছে তার লেখা গল্পের টুইস্টগুলো। এজন্য অবশ্য তাকে মিস্টার টুইস্ট নামেও ডেকে থাকেন অনেকেই। 

বর্তমান সময়ের নির্মাতাদের মধ্যে যে কয়জন শতভাগ সততার সাথে এবং ফিল্মমেকিংকে অন্তরে ধারণ করে নিজের ভাবনাকে পর্দায় তুলে আনার মাধ্যমে প্রতিটি কন্টেন্ট বানিয়ে থাকেন তাদের মধ্যে ভিকি জাহেদের নাম বেশ উপরের দিকেই থাকবে। 

ভিকি জাহেদকে নিয়ে এই বিশাল ইন্ট্রো লেখার কারণ হচ্ছে গতকাল ওটিটি প্ল্যাটফর্ম চরকি তে মুক্তি পাওয়া তার প্রথম অরিজিনাল ফিল্ম “রেডরাম” নিয়ে আলোচনায় ডুব দেওয়ার চেষ্টা। যা একটি টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার হিসাবে নামকরণ করা যেতে পারে।

একটা বিখ্যাত ডায়লগ দিয়েই শুরু করা যাক। ”Everything is fare in love & war“।  তবে এক্ষেত্রে অবশ্য আরো একটা লাইন যুক্ত করা যেতে পারে, সেটি হচ্ছে ” if love is over, the war begins”। এটি যুক্ত করার কারণ অবশ্য একটু পরে আলোচনাতে আনছি। 

“রেডরাম“ নামটির আভিধানিক কোনো অর্থ রয়েছে কিনা সেটি ঘাটতে গিয়ে সময় নষ্ট না করে বরং শব্দটিকে উল্টে দেয়া যাক। অর্থাৎ REDRUM শব্দটি উল্টে দিয়ে দাঁড়ায় MURDER, যার অর্থ মৃত্যু। প্রথমবারের মতো যে শব্দটি ব্যবহার করেছিলেন সেক্সপিয়ার।

শহরের একজন বিখ্যাত ব্যবসায়ীর মধ্যপানে মৃত্যুর ঘটনা দিয়েই শুরু হয় অরিজিনাল ফিল্ম রেডরাম“। আপাতদর্শন এটি একটি মধ্যপানজনিত মৃত্যু মনে হলেও হিউম্যান লাই ডিটেক্টর হিসাবে পরিচিত রাশেদ চৌধুরীর অপরাধীকে খুঁজে বের করার সক্ষমতার প্রমাণ হিসাবেই শুরুর গল্পটি সম্ভবত গেথেছেন পরিচালক। 

বিশ্ববিদ্যালয় জীবনের চারজন খুব ভালো বন্ধুর গল্পে ঢুকতে ঢুকতে দর্শক কিছুটা সেই ফেলে আসা ভিকি জাহেদের রোমান্টিক নির্মাতার ঘ্রাণ নাকে পেতে শুরু করতে করতেই সেই চিরচেনা টুইস্টে ভিকি জাহেদ ঘুরিয়ে দেবেন গল্পের মোড়। শহরের বিখ্যাত এক গায়কের নিজ ফ্ল্যাটে খুন হবার ঘটনার সাক্ষী ঠিক যখনি আপনি হচ্ছেন, তখন থেকেই শুরু হবে হিউম্যান সাইকোলজির সাথে ভিকি জাহেদের থ্রিলারের সুতার জাল বিছিয়ে দেবার খেলা। জড়িয়ে পড়বেন এক নির্মম খুনের গল্পে। 

ছেলে হারানো পিতা, সন্তান শোকে পাথর মা, ভাই হারানো ছোট ভাইয়ের আসল রুপের সাথে ভিকি জাহেদের পরিষ্কার ডিটেইলিং আপনাকে নিয়ে যাবে গল্পের রহস্যের গোড়ার দিকে। 

আপনি যদি বিশ্বাস করে থাকেন যে ছোট বা বড় যে কোনো অন্যায় মাত্রই অন্যায় এবং যিনি অন্যায়টি করেছেন তার শাস্তি পাওয়া উচিত, তাহলে রেডরাম আপনাকে সেই অনুভূতি দিবে এটা বলা যেতেই পারে। 

বন্ধুত্ব সবসময়ই ঐশ্যরিক একটি বিষয়। এ যুগে বন্ধু পাওয়া গেলেও ভালো বন্ধু পাওয়া যেন আমাবস্যার চাঁদের মতো বিরল একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। রেডরামের গল্পের ভাজে ভাজে দর্শক খুঁজে পাবেন এমন এক বন্ধুত্বের গল্প যেখানে বন্ধুর প্রতি বন্ধুর ত্যাগ আপনাকে নতুন করে ভাবাবে। 

যেহেতু চরকিতে সদ্য মুক্তি পেয়েছে রেডরাম তাই স্পয়লার বেরিয়ে যাবার সম্ভাবনা এড়াতেই লেখার শেষভাগে চলে এলাম। 

আপনি কি বিশ্বাস করে প্রকৃতি সবকিছুর ব্যাল্যান্স করে দেয়? যদি তাই হয় তাহলে রেডরাম আপনাকে মুগ্ধ করবে। তবে রেডরামের নিজস্ব এই গল্প বলার ঢঙ এবং ভিকি জাহেদের সিগনেচার টুইস্ট আপনাকে বেধে রাখবে ২ ঘন্টার উপরের এই অরিজিনাল ফিল্মটিতে। 

সিনেমার শেষভাগে এসে গল্প মিলিয়ে ফেলার তৃপ্তিতে থ্রিলিং মেজাজটা কমিয়ে যখনি একটু স্বাভাবিক হচ্ছেন ঠিক তখনি সামনে চলে আসবে একদম গল্পের শুরু থেকেই ভিকি জাহেদের ছড়িয়ে দেওয়া ক্লুয়ের সুতাগুলা। প্রকৃত খুনি কে তা যখনি আপনার সামনে ধরা দেবে ঠিক তখনি আপনি আবিষ্কার করবেন এই রেডরাম বা উল্টে দেওয়া মার্ডারের সেই ব্লাইন্ড স্পট যা সমাধান করবে খুনের রহস্যের এবং আপনার চোখের সামনে নিয়ে আসবে সেই খুনিকে। 

ভিকি জাহেদের এই নির্মাণ আপনাকে নতুন ধরনের এক গল্পের আবহের মধ্য দিয়ে নিয়ে যাবে। বিদ্রোহী দীপনের সিনেমাটোগ্রাফি এবং ভিকি জাহেদের গল্প এবং চিত্রনাট্যে ”রেডরাম“ অরিজিনাল ফিল্মটিতে অভিনেতা ও অভিনেত্রী হিসাবে ছিলেন আফরান নিশো, মেহজাবিন চৌধুরি, মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান সহ অনেকে। দীর্ঘ বিরতির পরে আবার ফিরেছেন দেশসেরা অভিনেতা আজিজুল হাকিম। যাকে অন্যরকম এক চরিত্রে দেখা যাবে রেডরাম অরিজিনাল ফিল্মটিতে। 

একটি ছোট অন্যায় একসাথে কতোগুলো মানুষের বন্ধুত্বের বাককে বদলে দিতে পারে সেটি দর্শকের সামনে উঠে আসার সাথে সাথে ভিকি জাহেদ অসাধারণ কিছু দর্শন ছড়িয়েছেন গোটা গল্পজুড়ে। তাই শিরোনাম ভাবনার শুরুর ১৭ মিনিট পেরিয়ে যাবার পরে ঠিক করলাম এই লেখার শিরোনাম হোক ”বন্ধু ও বন্ধুত্বের গল্প”। অসাধারণ এই নির্মানের জন্য শুভকামনা রইলো নির্মাতা ভিকি জাহেদের জন্য।

ভিকি জাহেদ   ওটিটি   চরকি   থ্রিলার   রেডরাম  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলীর পর এবার মাহির ছেলেকে নিয়ে পরীমনির স্ট্যাটাস

প্রকাশ: ০৩:৫৮ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

সম্প্রতি চিত্রনায়িকা বুবলী ও শাকিব খানের ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে সামাজিকে যোগাযোগ মাধ্যমে বুবলীর একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে পরী ও বুবলীর মাঝে দ্বন্দ্ব দেখা যায় সোস্যাল মিডিয়ায়। দুজনের একের পর এক স্ট্যাটাস ও পাল্টা স্ট্যাটাস তর্কযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠে ফেসবুক।

এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহির ছেলে শামসুদ্দিন ফারিশের প্রথম জন্মদিন আজ। তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চিত্রনায়িকা পরী মনি। লিখেছেন, ‘হ্যাপি বার্থডে মানিক চাঁদ আমাদের। তুমি মায়ের চোখের মণি হয়ে থাকো ফারিশ বাবা। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি।’


গত মাসের ১৬ ফেব্রুয়ারি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। বর্তমানে ছেলেকে নিয়ে আলাদাই থাকছেন এই নায়িকা। ছেলেকে নিয়েও ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায় এই অভিনেত্রীকে। এখন নিজের লুক বদলাচ্ছেন অভিনেত্রী। ব্যস্ত হয়েছেন ক্যারিয়ার নিয়ে। এরই মধ্যে পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি।

পর্দায় ফেরা প্রসঙ্গে মাহি বলেন, ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেবেন না। এর কারণও অবশ্য রয়েছে। বিয়ের পর বেশ কিছু সিনেমার প্রস্তাবই ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে এখন ক্যারিয়ারে মন দিতে চান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের ফারিশ নামে এক বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। পাঁচ বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের।


পরীমনি   বুবলী   মাহিয়া মাহি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সমুদ্র সৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’

প্রকাশ: ০৩:৪০ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

সম্প্রতি বেশ ঢাকঢোল বাজিয়ে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেই বিয়েতে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে হাজির ছিলেন অভিনেত্রী সাফা কবির। অথচ এখন শোনা যাচ্ছে তাদের ‘অনন্ত প্রেম’র গুঞ্জন!

সদ্য দুজনেই জুটি বেঁধে শেষ করেছেন ‘অনন্ত প্রেম’-এর শুটিং। আসছে ঈদে সিএমভি’র ব্যানারে বিশেষ এই নাটকটি লিখেছেন ও বানিয়েছেন মহিদুল মহিম।

নাটকটির নিয়ে নির্মাতা জানান, ‘এই গল্পের নায়ক জিসান। কক্সবাজারে নিজের দোকানে বসে কেক তৈরি করে এবং বিক্রি করে। ছোটবেলায় জিসানের মা মারা যায়। তার মা-ও খুব ভালো কেক তৈরি করতো। তাই মায়ের স্মৃতি ধরে রাখতেই জিসান কেকের বিজনেস করার সিদ্ধান্ত নেয়।

গল্পের নায়িকা স্নেহা। জিসানের কেক রেস্টুরেন্টে আসে। স্নেহার শখ ছবি তোলা। খুব সুন্দর পোশাক পরে সাজানো রেস্টুরেন্টে জিসানকে কেক বানাতে দেখে মুগ্ধ হয়ে ছবি তোলে স্নেহা। আর সুন্দরী স্নেহার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে যায় জিসান।’

নির্মাতা আরও বলেন, ‘বুঝতেই পারছেন, গল্পের এই পর্যায়ে জিসান-স্নেহা প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। গল্পটা মূলত শুরু হয় এখান থেকে। ক্রমশ জড়ায় পারিবারিক জটিলতায়। শেষটা জানতে দেখতে হবে ঈদ উৎসবে পুরোটা।’

‘অনন্ত প্রেম’ নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে আসছে ঈদ উৎসবে মুক্তি পাবে।


অনন্ত প্রেম   জোভান আহমেদ   সাফা কবির  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তারকাদের শেষ প্রজন্ম আমি ও শাহরুখ: কঙ্গনা

প্রকাশ: ০৩:১৬ পিএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের সদ্যই টিকিট পেয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ক্ষমতাসীন দল বিজেপির হয়ে আসন্ন নির্বাচনে লড়বেন অভিনেত্রী। এরই মধ্যে রাজনীতির মাঠে সক্রিয় হয়ে গেছেন তিনি। যদিও বলিউডে অনেকটাই নড়বড়ে অবস্থায় রয়েছেন কঙ্গনা।

একের পর এক ফ্লপ সিনেমার পর অভিনেত্রীর ক্যারিয়ার নিয়েই সংশয় দেখা দিয়েছে। তবে কঙ্গনার মতে, খারাপ সময় যতই যাক, আবারও সাফল্যের ধারায় ফিরবেন তিনি। সেই সঙ্গে নিজেকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তারকাদের জেনারেশনের ‘শেষ তারকা’ হিসেবেও দাবি করলেন কঙ্গনা।

সম্প্রতি ‘টাইমস নাও সামিট’-এ উপস্থিত ছিলেন কঙ্গনা। সেখানেই বিভিন্ন কথোপকথনে নিজেকে এবং শাহরুখ খানকে তারকাদের শেষ প্রজন্ম বলে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

কঙ্গনা বলেন, ‘আমি এবং শাহরুখ খান তারকাদের শেষ প্রজন্ম। ওটিটি কখনো তারকা তৈরি করতে পারে না। আমরা পরিচিত মুখ। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের অনেক চাহিদা রয়েছে। শুধু টিকে থাকার জন্য ওটিটিতে আসতে পারব না।’

গত কয়েক বছরে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়েছে কঙ্গনার। নিজের ব্যর্থ সিনেমা প্রসঙ্গে কঙ্গনা বলেন, “পৃথিবীতে এমন কোনো অভিনেতা নেই, যার ফ্লপ সিনেমা নেই। শাহরুখ খানের ১০ বছর কোনো হিট সিনেমা ছিল না।

কিন্তু ‘পাঠান’ বক্স অফিসে হিট হয়। ৭-৮ বছর আমার কোনো হিট সিনেমা ছিল না। কিন্তু ‘মণিকর্ণিকা’ বক্স অফিসে হিট হয়। এরপর তিন-চার বছর কোনো হিট সিনেমা উপহার দিতে পারিনি। এবার ‘ইমার্জেন্সি’ আসছে, আশা করছি এটি ভালো সাড়া ফেলবে।”

সর্বশেষ কঙ্গনাকে দেখা গেছে ‘তেজাস’-এ। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। সামনে অভিনেত্রীকে দেখা যাবে ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে। এটি পরিচালনাও করছেন তিনি। সেই সঙ্গে ভোটের মাঠেও সরব হচ্ছেন অভিনেত্রী।


শাহরুখ খান   কঙ্গনা রানাওয়াত   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কে এই সৌদি মডেল রুমি?

প্রকাশ: ০৯:১৫ এএম, ২৮ মার্চ, ২০২৪


Thumbnail

ইউনিভার্সের মঞ্চে ৭৩ বছরের ইতিহাসে প্রথম বার, সৌদি আরবের পতাকা হাতে লড়বেন এক নারী। ২৭ বছর বয়সী রুমি আলকাহতানি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেই এই ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন ইতিহাসের অংশ হতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।

তবে এবার প্রশ্ন উঠতে পারে কে এই রুমি, হুট করেই কী তিনি মিস ইউনিভার্সের মঞ্চে উঠতে যাচ্ছেন? না। এতো বড় মঞ্চে এই প্রথম হলেও রুমি এর আগেও বহু সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে উঠেছেন।
এবার মিস ইউনিভার্সের ৭৩ বছরের ইতিহাসে তিনিই প্রথমবার যোগ দিচ্ছে সৌদি আরবের হয়ে। এমন খবরে একরকম চাঞ্চল্য দেখা দিয়েছে। আসছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তাকে স্বাগত জানালেও অনেকেই করছেন সমালোচনা।

সৌদির রাজধানী রিয়াদে জন্ম রুমির। এর আগেও তিনি মিস সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং বিজয়ীর মুকুট মাথায় পরেছেন।

রুমি ফ্যাশন মডেলিংয়ের সাথে ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তার ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ১০ লাখ। এক্স ও ফেসবুকেও তাকে লাখ লাখ মানুষ অনুসরণ করে।

ঘুরতে পছন্দ করেন রুমি। বিশ্বের নানা প্রান্তে ঘুরেছেন তিনি। রুমির দুই বোনের নাম রাজান ও জেদাই। তাদের মধ্যে রাজানও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত মুখ।

সৌদি   ইউনিভার্স   মঞ্চ   পতাকা   রুমি আলকাহতানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মঞ্চে সৌদি মডেল!

প্রকাশ: ০২:৫৮ পিএম, ২৭ মার্চ, ২০২৪


Thumbnail

এবার সৌদি আরবের পতাকা হাতে মিস ইউনিভার্সের মঞ্চে দেখা যাবে এক ২৭ বছর বয়সী মডেলকে। ইতিহাসে তিনিই প্রথমবার সৌদির পতাকা হাতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে উঠতে যাচ্ছেন। 

রুমি আলকাহতানি নামের ওই মডেলের ইন্সটাগ্রামে অনুসারীর সংখ্যা ১০ লাখ। সোমবার তিনি জানিয়েছেন, তিনি বিশ্ব সুন্দরীদের মঞ্চে তার দেশকে উপস্থাপন করতে যাচ্ছেন। 

তিনি লিখেছেন, ‘আমি মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছি। এই প্রতিযোগিতায় এটাই সৌদি আরবের অভিষেক।’

এই ছবির সাথেই তিনি সৌদি আরবের পতাকাসহ নিজের ছবি প্রকাশ করেছেন। 

আলকাহতানি রিয়াদে জন্মগ্রহণ করেছেন। তিনি এর আগেও বেশ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। 


মিস ইউনিভার্স   সৌদি মডেল  


মন্তব্য করুন


বিজ্ঞাপন