মুম্বাইয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের স্বপ্নের বাসভবন ‘মান্নাত’ এর কথা কে না জানেন। বান্দ্রা পশ্চিমের ব্যান্ডস্ট্যান্ডের প্রায় শেষ প্রান্তে বলিউডের কিং খানের ঠিকানা মান্নাত। মুম্বাই আসলে মান্নাত দর্শন করে না, এ রকম মানুষের সংখ্যা নেই বললেই চলে। মুম্বাইয়ে একটি ঐতিহ্যবাহী ভবন এবং পর্যটন স্থান হিসেবে পরিচিত মান্নাত।
প্রতিদিনই বলিউড বাদশাহর কয়েকশো ভক্ত তাদের প্রিয় এই বলিউড তারকার এক ঝলক পাওয়ার আশায় মান্নাতের সামনে হাজির হয়ে থাকেন। শাহরুখকে এক ঝলক দেখার সৌভাগ্য না হলে, অন্তত তার বাড়ি সামনে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভক্তরা।
গত মাসে শাহরুখ তার বাড়ির পুরোনো নামফলক পরিবর্তন করে নতুন নামফলক লাগান। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে নতুন নামফলক লাগানোর ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয় শাহরুখ খান এবং তার বাড়ির নাম।
তবে নতুন লাগানো সেই নামফলক হঠাৎ গায়েব হয়ে গেছে। বেশ কিছুদিন ধরেই শাহরুখের বাড়ির সামনে গিয়ে হতাশ হয়ে ফিরছেন ভক্তরা। এর আগে নামফলক ছাড়া ‘মান্নাত’ কখনও দেখা যায়নি।
নামফলক গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন কিং খানের ভক্তরাই। কেননা শাহরুখকে না পেলেও, তার বাড়ির সামনে দাঁড়িয়ে নামফলকের সঙ্গে সেলফি তোলার ব্যাপারটা চলতেই থাকে। গত কয়েকদিন ধরে টুইটারে অনেকেই উল্লেখ করছেন, ‘এই প্রথম মুম্বাই গেলাম। শাহরুখ খানের বাড়ির সামনে ছবি তুলতে গিয়ে দেখি মান্নাত নামফলকটাই নেই।’ বহুমূল্য নামফলকটি চুরি হয়ে গেল কিনা- এমন সংশয় প্রকাশ করছেন কেউ কেউ।
তবে দুশ্চিন্তার কিছু নেই। হিন্দুস্তান টাইমস সিটির খবরে বলা হয়েছে, আসলে নামফলকে মেরামতের কাজ চলছে। তাই ওটাকে রাখা হয়েছে বাড়ির বাগানে। একবার ঠিক হয়ে গেলে ফের সেটাকে বাড়ির সামনে লাগিয়ে দেওয়া হবে।
নতুন নামফলকটি লাগানোর পরেই জানা গিয়েছিল শাহরুখের স্ত্রী গৌরী খান, যিনি একজন বিখ্যাত ডিজাইনার তিনিই বিশেষজ্ঞদের সঙ্গে বসে এটার ডিজাইন করেছেন। গৌরী চেয়েছিলেন এমন একটা লুক যা খুব ক্লাসি হবে ও খান পরিবারের স্বাদকে একদম ঠিকভাবে ফুটিয়ে তুলবে।
সংবাদমাধ্যম হোক কিংবা সোশ্যাল মিডিয়া, শিরোনামে থাকেন বলিউডের বাদশা। দু’দিন আগেই পরিচালক-প্রযোজক করন জোহরের জন্মদিনে ব্লকবাস্টার সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর গানের সঙ্গে নেচে তুমুল প্রশংসা কুড়িয়েছিলেন শাহরুখ। ৫৬ বছর বয়সেও পুরো একটা পার্টির সব আকর্ষণ কেড়ে নিতে পারেন তিনিই। সে জন্যই তিনি কিং খান।
বলিউড বাদশাহ শাহরুখ খান মান্নাত
মন্তব্য করুন
হেমন্ত মুখোপাধ্যায় লতা মুঙ্গেশকর বিপ্লব সাহা
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার’ আসছে শিগগির। এরই মধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে। প্রকাশ পেল এর ফার্স্টলুক পোস্টার। বুধবার (২৯ জুন) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে পোস্টারটি। যেখানে একটি দুর্দান্ত অ্যাকশনের আভাস পাওয়া গেছে। পোস্টারটি দেখে ছবিটি নিয়ে বাড়ছে দর্শকদের আগ্রহ...