শ্লীলতাহানির
অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী
অমিসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এসময় তার স্বামী শরীফুল রাজকে সঙ্গে নিয়ে তিনি আদালতে উপস্থিত হন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে তিনি সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি জানিয়েছেন।
এদিন মামলার আসামি তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম আদালতে হাজিরা দেন। অপরদিকে নাসির উদ্দিন অসুস্থ থাকায় আদালতে হাজির হননি বলে জানান তার আইনজীবী শাহিনুর রহমান।
এর আগে গত ১৯ এপ্রিল এ মামলার দায় থেকে নাসির ও অমির অব্যাহতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী। অন্যদিকে অব্যাহতির আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষ। এছাড়া অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এরপর গত ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।
গত বছরের ১৪ জুন নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি।
তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। অন্য দুই আসামি হলেন—তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। এরপর গত বছরের ১৩ ডিসেম্বর এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন।
প্রসঙ্গত, গত বছরের ৮ জুন রাতে ঢাকার অদূরের বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে যান পরিমণি। সেদিন রাতে সেখানে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। পরে গত বছরের ১৩ জুন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা দায়ের করেন এই তারকা।
মন্তব্য করুন
এস এস রাজামৌলি
পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। গত বছর
মুক্তি পাওয়া এই সিনেমা ব্যবসায়িকভাবে
সফল। এ সিনেমার ‘নাটু
নাটু’
গানটি জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। সর্বশেষ অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয় গানটি।
এই পুরস্কার জেতার
পর অর্থ দিয়ে পুরস্কারটি কেনার অভিযোগ উঠে। আর এই অভিযোগ
তোলে দক্ষিণী সিনেমার পরিচালক তামারেড্ডি ভরদ্বাজ বলেন, ৬০০
কোটি রুপি দিয়ে বানানো এই সিনেমা অস্কার
প্রমোশনের জন্য খরচ করেছে আরও ৮০ কোটি রুপি
(বাংলাদেশি মুদ্রায় ১০২ কোটি টাকার বেশি)।
এ নিয়ে সমালোচনার
মুখে পড়েন সিনেমাটির পরিচালক-প্রযোজক। তবে এতদিন বিষয়টি নিয়ে মুখ খুলেননি তাদের কেউ-ই।
অপেক্ষার অবসান ঘটিয়ে পুরস্কার কেনার বিষয়ে মন্তব্য করেছেন সিনেমাটির প্রযোজক ডিভিভি দানাইয়া। তার মতে, অস্কার অনুষ্ঠানে ক্যাম্পেইনের জন্য অর্থ খরচের বিষয়টি আমিও শুনেছি। এই ক্যাম্পেইনের জন্য
আমি কোনো অর্থ খরচ করিনি। কেউ একটি পুরস্কার অনুষ্ঠানের জন্য ৮০ কোটি রুপি
ব্যয় করে না। তাহলে তো কোনো লভ্যাংশ-ই থাকবে না।
তা ছাড়াও গুঞ্জন
উঠেছিল, অস্কার অনুষ্ঠানে যোগ দিতে রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআর ২০ লাখ রুপি
খরচ করেছেন। এ বিষয়ে কথা
বলতে ‘ট্রিপল আর’
সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ইন্ডিয়া টুডে। তারা বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেন।
কমারাস ভীমা ও আলুরি সীতারামা
রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’
সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ।
এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—
আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া
মরিস প্রমুখ।
৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
কাজল আরেফিন অমি ওয়েব সিরিজ বিদেশ ঈদ
মন্তব্য করুন
অপেক্ষার অবসান ঘটিয়ে পুরস্কার কেনার বিষয়ে মন্তব্য করেছেন সিনেমাটির প্রযোজক ডিভিভি দানাইয়া। তার মতে, অস্কার অনুষ্ঠানে ক্যাম্পেইনের জন্য অর্থ খরচের বিষয়টি আমিও শুনেছি। এই ক্যাম্পেইনের জন্য আমি কোনো অর্থ খরচ করিনি। কেউ একটি পুরস্কার অনুষ্ঠানের জন্য ৮০ কোটি রুপি ব্যয় করে না। তাহলে তো কোনো লভ্যাংশ-ই থাকবে না। তা ছাড়াও গুঞ্জন উঠেছিল, অস্কার অনুষ্ঠানে যোগ দিতে রাজামৌলি, রাম চরণ, জুনিয়র এনটিআর ২০ লাখ রুপি খরচ করেছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন। রেখে গেছেন স্ত্রী-সন্তান। মাসুম বাবুলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়িয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় মাসুম বাবুলের দুই সন্তানের হাতে দুই লাখ টাকা তুলে দেন। এ ছাড়া তাদের পড়ালেখার যাবতীয় ভার তিনি নির্বাহ করবেন...