মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
শাহরুখ
খানের 'পাঠান' বাংলাদেশে আমদানি
নিয়ে আলোচনা যেনো থামছেই না।
শুধু পাঠান নয় হিন্দি সিনেমা
আমদানি নিয়ে এরই মধ্যে
শিল্পী সমিতি দশ পার্সেন্ট দাবি
করে আমদানির পক্ষে মত দিয়েছেন।এবার পরিচালক
সমিতি বলিউডের সিনেমা আমদানিতে শর্ত জুড়ে দিয়েছেন।এই
শর্তগুলো মেনে আমদানি করে
হিন্দি সিনেমা প্রদর্শনের পক্ষে মত দিয়েছেন সমিতির
নেতারা।
সমিতির
পক্ষ থেকে দেওয়া শর্তে
বলা হয়েছে, বাংলাদেশের হলে হিন্দি সিনোমার
প্রদর্শনের বেলায় মাসের প্রথম দুই সপ্তাহে হলগুলোতে
হিন্দি সিনেমা চালানো যাবে না। বছরের
দুই ঈদে মুক্তি দেওয়া
যাবে না কোনো হিন্দি
সিনেমা। বছরে ৬টি বা
১০টি সিনেমা আসতে পারবে। হিন্দি
সিনেমা আমদানির মেয়াদকাল হবে দুই বছর।
সম্প্রতি
এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই শর্তগুলো
নিয়ে একমতে আসেন নির্মাতারা। উল্লেখিত
শর্ত ছাড়াও হিন্দি সিনেমা আমদানিতে আরও কিছু শর্তের
কথা জানিয়েছে সমিতি।
এ বিষয়ে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন,
শুধু পাঠান নয় আমরা হিন্দি
সিনেমা মুক্তির পুরো প্রক্রিয়া নিয়ে
বৈঠক করেছি। আগের কিছু শর্তের
সঙ্গে বর্তমান কিছু শর্ত যোগ
করে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আমরা। মিটিংয়ের সিদ্ধান্তগুলো শিগগিরই তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে। তার আগে
চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮ সংগঠনেরও মতামত
নেওয়া হবে।'
শারুখ
খানের 'পাঠান' সিনেমা মুক্তি নিয়ে এরই মধ্যে
চলচ্চিত্রাঙ্গনে নির্মাতা ও শিল্পীরা পক্ষে-বিপক্ষে মত দেন।
আমদানিকারক
প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট সিনেমাটি
আমদানি করতে তথ্য ও
সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আবেদন করে। বিষয়টি নিয়ে
মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটি সভাও করেছে। কিন্তু
পাঠান মুক্তির বিষয়ে কোনো সুরাহা হয়নি।
মন্তব্য করুন
মা হারালেন নিথর মাহবুব মা হারালেন অভিনেতা ও বিনোদন সাংবাদিক নিথর মাহবুব (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫.২০ মিনিটে তার মা মাস্তুরী খাতুন ৭৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিথর মাহবুব নিজেই।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই অভিনেতার মা। এছাড়াও মেরুদণ্ডের হাড়ে সমস্যা থাকার কারণে তিনি দীর্ঘ ১৮ বছর যাবত চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েক মাস ধরে হাটতে পারছিলেন না তার মা। বাসায় রেখেই তার চিকিৎসা চলছিল। তবে নিয়মিত ডাক্তার দেখাতে হাসপাতালে যেতে হতো।
নিথর মাহবুব জানান, আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজারের কলাগাছিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হবে।
বাবার পর মাকে হারিয়ে ভেঙে পড়েছেন নিথর মাহবুব। তিনি বলেন, বাবা ছেড়ে যাওয়ার পর একমাত্র মা-ই ছিলেন আমাদের সবটা জুড়ে। এবার তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। ঢাকায় বড় ভাইয়ের বাসায় ছিলেন তিনি। ভোরে আমাদের ছেড়ে মা চিরতরে চলে গেছেন। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।
মাস্তুরী খাতুন তার তিন পুত্রসন্তান ও এক মেয়েসহ আরও অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। এর আগে ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর ৮৮ বছর বয়সে নিথর মাহবুবের বাবা কদরুজ্জামান মোল্লা না ফেরার দেশে চলে যান।
বর্তমানে নিয়মিত অভিনয় করছেন নিথর মাহবুব। বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাতিক্রম চরিত্রগুলোতে অভিনয় করতে দেখা যায় তাকে। ছোটদের টিভি চ্যানেল দুরন্ত-এর ‘টিরিগিরি টক্কা’ নাটকে বজলু চোর এবং ‘দুরন্ত সময়’ অনুষ্ঠানে ‘মূকাকু চরিত্রে অভিনয় করে জয় করেছেন শিশু-কিশোরদের মন।
মন্তব্য করুন
শাহরুখ খানের 'পাঠান' বাংলাদেশে আমদানি নিয়ে আলোচনা যেনো থামছেই না। শুধু পাঠান নয় হিন্দি সিনেমা আমদানি নিয়ে এরই মধ্যে শিল্পী সমিতি দশ পার্সেন্ট দাবি করে আমদানির পক্ষে মত দিয়েছেন।এবার পরিচালক সমিতি বলিউডের সিনেমা আমদানিতে শর্ত জুড়ে দিয়েছেন।এই শর্তগুলো মেনে আমদানি করে হিন্দি সিনেমা প্রদর্শনের পক্ষে মত দিয়েছেন সমিতির নেতারা।