কালার ইনসাইড

প্রথমবার হিন্দি সিনেমায় জয়া, সঙ্গে থাকছেন পঙ্কজ ত্রিপাঠী

প্রকাশ: ০৫:৪২ পিএম, ২৯ নভেম্বর, ২০২২


Thumbnail

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় করত যাচ্ছেন নতুন সিনেমায়। ‘করক সিং’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী, যিনি কিছুদিন আগেই গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে ফিরেছেন। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মত হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী।

জানা গেছে, ছবির নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে। শুধু তাই নয়, এখানে আরও অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরেও পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই সিনেমায়। শোনা গেছে, এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল।

আরও জানা গেছে, ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে ছবির শুটিং শুরু হবে। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিন শুটিং হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কলকাতায় আসবেন পঙ্কজ ত্রিপাঠী, সানজানা সাংভিরা। বাংলা ভাষায় না হলেও বাঙালি পরিচালকের সঙ্গে এটা পঙ্কজের তৃতীয় কাজ।

এর আগে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তার পর সৃজিত মুখার্জির পরিচালিত ‘শেরদিল: দ্য পিলভিট সাগা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পঙ্কজ।

পঙ্কজ ত্রিপাঠী   জয়া আহসান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মেহজাবীনকে দেখে চমকে উঠলেন নিশো!

প্রকাশ: ০৪:৪৫ পিএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

মুনিরের বিয়ে ঠিক হয়েছে। তার বাবা চান যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে। কারণ সময়টা ভালো নয়। পাকিস্তানের শোষণে অতিষ্ঠ হয়ে বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের খবর। জোয়ান ছেলেরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। তিনি চান ছেলেকে যে কোনো উপায়ে আটকাতে।

উঠতি বয়সী ছেলে, বিয়ে দিলে ঠিক বউয়ের আঁচলে বাঁধা পড়ে যাবে। এই ভাবনা থেকেই পাশের গ্রামেরই সমান সমান ঘরের এক গেরস্থের মেয়ের সঙ্গে সম্বন্ধ পাকা করে দিন তারিখ ঠিক করে এসেছেন তিনি। মেয়ে শিক্ষিত, কলেজে পড়ে। দু’দিন পরই বিয়ে। যোগাড়যন্ত্র শেষ পর্যায়ে।

মুনির মেয়ের ছবি দেখেছে। ভারি মিষ্টি দেখতে। এমনিতে বিয়েতে তার তেমন আপত্তিও ছিল না। কিন্তু এই সময়টাতে বিয়ে, সে কিছুতেই মেনে নিতে পারছে না। সারাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, প্রাণ দিচ্ছে মানুষ। আর সে কিনা শিক্ষিত একটা ছেলে হয়ে- এসময় বিয়ে করে বউয়ের সঙ্গে খুনসুটি করবে! আবার বদরাগী বাবাকে মুখের ওপর না করার সাহসও নেই তার। বিয়ের আগের রাতে মুনির মনস্থির করল, সে যুদ্ধে যাবে। বাবা-মার অনুমতি পাওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং একটা চিঠি লিখে রাতের আঁধারেই পালাবে সে। 

এদিকে, মুক্তিবাহিনীতে যোগ দেওয়া ছেলেদের নৌকায় করে বর্ডার পার করে দেয় নরেন মাঝি। অবশেষে নদীর ঘাটে পৌঁছায় মুনির। নৌকায় উঠে সে টের পায় তাতে আরেকটি মানুষ আগে থেকে উঠে বসে আছে। আপাদমস্তক ঢাকা। নৌকায় তারা দু’জন ছাড়া আর কেউ নেই। একটা সময় মুখ ঢেকে বসে থাকা মানুষটি ঘুরে বসে। তাকে দেখে চমকে ওঠে মুনির। সে আর কেউ নয় সালেহা!

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘অসমাপ্ত’। সারওয়ার রেজা জিমির রচনায় এটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ‘অসমাপ্ত’ নাটকটি প্রচার হবে রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আরটিভি’র পর্দায়।

নিশো   মেহজাবিন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হোটেলরুমে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ০৪:৩৪ পিএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মাত্র ২৬ বছর বয়সই থমকে গেল জীবনের গতি। জানা গেছে, ভারতের বেনারসের সারনাথ হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর।

প্রায় এক মাস আগে ১৪ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কে জানান দিয়েছিলেন আকাঙ্ক্ষা দুবে। প্রেমিক ও সহ-অভিনেতা সমর সিংয়ের সঙ্গে ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, হ্যাপি ভ্যালেনটাইনস ডে। এর ঠিক মাসখানেকের মধ্যেই আত্মঘাতী হলেন অভিনেত্রী।

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন আকাঙ্ক্ষা। মৃত্যুর আগের রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি। এ ছাড়া মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। তার মাঝেই কিভাবে এই ঘটনা ঘটল রহস্য ঘনীভূত হচ্ছে।

মেরি জং মেরা ফয়সালা ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। এরপর মুঝসে শাদি করোগি, ভিরোন কে ভির, ফাইটার কিং, কসম পয়দা করনে কি ২-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের আত্মঘাতী হওয়ার পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে ২৬ বছর বয়সে অভিনেত্রীর এই করুণ পরিস্থিতির নেপথ্যে কে রয়েছেন জানতে উদগ্রীব আকাঙ্ক্ষার ভক্তরা।

অভিনেত্রী   আকাঙ্ক্ষা দুব  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিয়ের আগেই বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ

প্রকাশ: ০৪:২৫ পিএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের সিনেমাগুলোতে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। সেই ‘কিশোর হ্যারি পটার’ এবার বাস্তবে বাবা হতে যাচ্ছেন। ড্যানিয়েল রেডক্লিফের মুখপাত্র পিপল ম্যাগাজিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল রেডক্লিফ এখনো অবিবাহিত। তবে এক দশক ধরে অভিনেত্রী এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ড্যানিয়েল ও এরিনের এটি প্রথম সন্তান।

নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এরিন-ড্যানিয়েল। তার কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে এরিনের বেবি বাম্প স্পষ্ট।

২০১৩ সালে ‘কিল ইউর ডার্লিং’ সিনেমায় একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল-এরিন। এ সিনেমার শুটিং সেট থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয়। বয়সে বড় প্রেমিকার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন ড্যানিয়েল।

৩৮ বছর বয়সী এরিনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ৩৩ বছর বয়সী ড্যানিয়েল পিপল ম্যাগাজিনকে বলেন— ‘আমি সত্যি চমৎকার একটি জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।’

হ্যারি পটার   অভিনেতা   ড্যানিয়েল রেডক্লিফ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

স্বাধীনতা দিবসে দেখে ফেলতে পারেন যে সব সিনেমা-সিরিজ

প্রকাশ: ০৪:১৭ পিএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

বিশেষ দিন কিংবা দিবস, চরকি সবসময় নানা আয়োজন নিয়ে দর্শকদের সামনে আসে। এবার স্বাধীনতা দিবসেও এর ব্যতিক্রম হবে না। ২৩ মার্চ থেকে ২৯ মার্চ চরকিতে চলছে ‘স্বাধীনতা উৎসব’। এ উপলক্ষে চরকি প্ল্যাটফর্মে বিশেষ একটি রো/লাইন/সেগমেন্ট যোগ করা হয়েছে। 

চরকি অরিজিনাল সিরিজ ‘জাগো বাহে’, ‘ওরা ১১ জন;, ‘গেরিলা, আলোর মিছিল’, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘একাত্তরের যীশু’ ও’ সূর্য দীঘল বাড়ী’ এই ৭টি সিনেমা শুধুমাত্র রেজিস্ট্রেশন করে ফ্রি-তে দেখে নিতে পারবেন চরকিতে। 

২০২১ সালের ডিসেম্বরে চরকিতে মুক্তি পেয়েছিল অ্যান্থলজি সিরিজ ‘জাগো বাহে’। সেই সিরিজিরের তিনটি পর্বে দেখা গেছে ভাষা আন্দোলন, '৭০ ও '৭১-এর প্রেক্ষাপট। 'শব্দের খোয়াব', 'লাইটস ক্যামেরা অবজেকশন' ও 'বাংকার বয়' নামে পর্বগুলো পরিচালনা করেছেন সিদ্দিক আহমেদ, সালেহ সোবহান অনীম ও সুকর্ণ শাহেদ ধীমান। 
স্বাধীনতার এই দিনে দেখে ফেলতে পারেন চমৎকার এই সিরিজটি।‘জাগো বাহে’দেখতে পারেন এই লিঙ্কে- https://www.chorki.com/bn/series/jaago-bahey.


১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর বাংলাদেশে চলচ্চিত্রায়িত প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। এছাড়াও ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, এ.টি.এম. শামসুজ্জামান সহ আরও অনেকে। ‘ওরা ১১ জন’ দেখুন- https://www.chorki.com/bn/videos/ora-11-jon-bangla-movie. 

নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’ মুক্তি পায় ২০১১ সালে। সিনেমাটি সে বছর সর্বোচ্চ ১০টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে। এছাড়া চলচ্চিত্রটি ২০১১ সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অংশ নিয়ে পুরস্কার জিতে নেয়। জয়া আহসান, ফেরদৌস আহমেদ, শম্পা রেজা, আহমেদ রুবেল, এ টি এম শামসুজ্জামান অভিনীত এই সিনেমাটি চাইলেই চরকিতে দেখ নিতে পারেন। ‘গেরিলা’ দেখুন- https://www.chorki.com/bn/videos/movie/guerrilla.

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত আরও একটি সিনেমা ‘একাত্তরের যীশু’ দেখা যাবে চরকিতে। এই সিনেমায় অভিনয় করেছেন পীযুষ বন্দোপাধ্যায়, হুমায়ুন ফরীদি, জহির উদ্দিন পিয়ার, শহীদুজ্জামান সেলিম, আবুল খায়েরসহ আর অনেকে।

মাহবুবুর রহমান সমাজের সম্মানিত এক রাজনীতিবিদ। যে দেশ তিনি চাননি, সেই দেশের শাসকের জায়গায়ই বসেছেন তিনি। একজন যুদ্ধাপরাধী নিজের কুৎসিত অতীত লুকিয়ে রেখে সেই দেশের শাসকের চেয়ারেই বসেছে। ওদিকে তার এই পাপের রেশ স্পর্শ করছে তারই সন্তান কমলকে। কমল কি তার বাবার এই অতীত মেনে নেবে, নাকি তাকে দাঁড় করাবে তার বিবেকের সামনে?মোস্তফা সরয়ার ফারুকী ও রেদওয়ান রনি পরিচালিত ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ সিনেমাটি গল্পটি এমন। এতে অভিনয় করেছেন সোহেল খান, মুনিরা মীঠুসহ আরও অনেকে।

এছাড়া নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’, শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের পরিচালিত ‘সূর্য দীঘল বাড়ী’ ও দেখে নিতে পারেন সময় করে।
কনটেন্টগুলো দেখতে পাবেন এই লিংকে- chorki.com/joy-of-independence. 



জাগো বাহে   ওরা ১১ জন   গেরিলা   আলোর মিছিল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আমার জন্য ‘ট্রিপল আর’ অস্কার জিতেছে: অজয়

প্রকাশ: ০৩:১৭ পিএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

বলিউড অভিনেতা অজয় দেবগনের পরবর্তী সিনেমা ‘ভোলা’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন তিনি। আগামী ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। এ সিনেমার মুক্তি উপলক্ষে কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন অজয়। এ অনুষ্ঠানে ‘ট্রিপল আর’ সিনেমা নিয়ে মন্তব্য করে চমকে দিয়েছেন তিনি।  

এস এস রাজামৌলি পরিচালিত আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। গত বছর মুক্তি পাওয়া এই সিনেমা ব্যবসায়িকভাবে সফল। এ সিনেমার ‘নাটু নাটু’ গান জিতে নিয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার। সর্বশেষ অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নেয় গানটি। সিনেমাটিতে আল্লুরি রাজু চরিত্রে অভিনয় করেছেন অজয়। স্বাভাবিকভাবে অস্কার জয়ের জন্য অজয় দেবগনকে অভিনন্দন জানিয়ে অভিমত জানতে চান কপিল শর্মা।

এসময় অজয় দেবগন বলেন, আমার জন্য ‘ট্রিপল আর’ সিনেমা অস্কার জিতেছে। এ কথা শুনে কপিল অজয়কে কারণ ব্যাখ্যা করতে বলেন। জবাবে অজয় বলেন, আমি যদি ওই গানে নাচতাম তাহলে কি হতো! এ কথা শেষ হতেই হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলে।

এ সময়ের একটি ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও ভূয়সী প্রশংসা করছেন অজয়ের। অনেকে অজয়ের রসবোধের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, যখনই অজয় স্যার কপিল শর্মার শোতে যান, আর সেই পর্ব সেরা হয়ে ওঠে।

পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি ‘ভোলা’ সিনেমা প্রযোজনাও করছেন অজয়। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন, টাবু, অমলা।

অজয় দেবগণ   ট্রিপল আর   অস্কার  


মন্তব্য করুন


বিজ্ঞাপন