কালার ইনসাইড

উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান মাহি

প্রকাশ: ০৭:৩১ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২২


Thumbnail

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রাথী হতে চান অভিনেত্রী মাহিয়া মাহি। ইতোমধ্যে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তিনি গণসংযোগও শুরু করেছেন। এ কারণে আগামী ২৯ ডিসেম্বর বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন কিনবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

মাহিয়া মাহি বলেন, রাজশাহীতে আমার বাড়ি হলেও চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতিমধ্যে আমাকে আপন করে নিয়েছে। ঠিক তেমনই তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই এবং আমি তাদের পাশে থাকি।

মাহির স্বামী রাকিব সরকার গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন তার ইচ্ছা নেই। ভবিষ্যতে হয়তো গাজীপুর থেকেই তাকে নির্বাচনে দেখতে পাবেন। 

আওয়ামী লীগের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, যদি আমি আওয়ামী লীগের প্রতীক না পাই, তাহলে দলের জন্য কাজ করে যাবো। তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবো না।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন   উপ-নির্বাচন   মাহিয়া মাহি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শাহরুখের ‘জওয়ান’-কে সুপারফ্লপ করানোর শপথ!

প্রকাশ: ০৫:০০ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখ ভক্তদের চোখ এখন ‘জওয়ান-এর দিকে। তবে এই ছবিকে ফ্লপ করানোর হুমকি দিয়েছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে।

কেআরকে সামাজিক মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে লিখেছেন, আমি কেআরকে শপথ নিচ্ছি, ‘জওয়ান’ সিনেমাটিকে সুপার ফ্লপ করে দম নেব! আর যদি ফ্লপ করাতে না পারি, তাহলে দেশ ছেড়ে লন্ডন চলে যাব! শুভ কামনা শাহরুখ!

চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে বড়পর্দায় ফিরে তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ। ভেঙেছে একাধিক রেকর্ড। পাঠান ভক্তরা মুখিয়ে আছে শাহরুখের পরবর্তী ছবির জন্য। এর মাঝে কেআরকে’র এমন পোস্টে ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা। অনেকেই কেআরকের সমালোচনা করেছেন কমেন্ট বক্সে।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটিতে শাহরুখকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে।

২৫ আগস্ট ছবিটি তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

শাহরুখ খান   জওয়ান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মদ্যপ অবস্থায় তানজিন তিশার কর্মকান্ড

প্রকাশ: ০৪:০০ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজের কথা বার্তাও চলছে।গত মধ্যরাতে বলতে গেলে হঠাৎ করেই ফাঁস হলো অভিনেতা শরিফুল রাজের স্ক্যান্ডাল। মঙ্গলবার (৩০ মে) রাত ২টার দিকে এ অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

সেই ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটে মধ্যে। সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। তবুও তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র। ভিডিওতে আরও দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন।

যদিও ভাইরাল এই বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তিশা। কিন্তু নেটিজেনদের কাছে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু করেন।

এ ছাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন, দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

তানজিন তিশা   শরিফুল রাজ   স্ক্যান্ডাল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে: নাসিরুদ্দিন শাহ

প্রকাশ: ০৩:৩২ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন ক্ষমতাসীনরা ‘সুকৌশলে’ মানুষের মনে ‘মুসলিম বিদ্বেষ’ ঢুকিয়ে দিচ্ছেন। বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ সম্প্রতি বলেছেন, বর্তমান সময়টা উদ্বেগজনক। নানা বাহানায় মুসলিমবিরোধী চিন্তা ও ধ্যানধারণা মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তার প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে, এমনকি শিক্ষিতদের মাঝেও। ক্ষমতাসীন দল সুকৌশলে বিষয়টি নার্ভে গেঁথে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি। তাহলে সব কিছুর মধ্যে ধর্ম টানছেন কেন?

অভিনেতা আরও বলেন, তিনি আরো বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ভোট গ্রহণ করছে তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি মনে করেন যে একজন মুসলিম নেতা যদি ‘আল্লাহু আকবর’ বলে ভোট চাইতেন তাহলে তাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হতো।

অভিনেতা আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান। যদিও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।

ভারতের সরকার সম্পর্কে এর আগেও মুখ খুলেছেন নাসিরুদ্দিন শাহ। অভিনেতা আশা করেন একদিন এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে।

বলিউড   অভিনেতা   নাসিরুদ্দিন শাহ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

দেশের সব মদ আমিই খাই, বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা: পরীমণি

প্রকাশ: ০৩:০৮ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো  মুছে দেওয়া হয়।

এই ঘটনায় রাজের স্ত্রী পরী মণিকে দুষছেন সুনেরাহ বিনতে কামাল। এক দীর্ঘ স্ট্যাটাসে সেই ব্যাখাও দিয়েছেন রাজের এই নায়িকা।

এই ঘটনায় পরীমণি বলছেন, রাজের সঙ্গে সংসার ভাঙলে দায়ী হবে সুনেরাহ। গণমাধ্যমকে পরী জানিয়েছেন, ওই মেয়েকে (সুনেরাহ) আমি চিনিই না। ওর সঙ্গে আমার কখনো কথাই হয়নি। তাহলে কেন ও আমাকে নিয়ে আজেবাজে মন্তব্য করছে। রাজের ফেসবুক থেকে প্রকাশিত ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন। ওখানে ওর মুখের ভাষা কেমন ছিল। আর ওরা কি স্বাভাবিক ছিল। এটা কোন ধরণের বন্ধুত্ব? রাজের ফেসবুক হ্যাক হয়নি। এটি করেছে ওই মেয়েই! কারণ রাজ ঘুমালে তার কোন হুশ থাকে না।

পরী আরও বলেন, আমরা সংসার জীবন নিয়ে বেশ ভালোই ছিলাম। কিন্তু এটি অনেকের ভালো লাগছে না। তাই আমার সংসারের পেছনে লেগেছে তারা। তার কথা ও মাতলামি দেখেছেন? এবার বুঝেন। মানুষ মনে করে, দেশের সব মদ আমিই খাই! বাকিরা সবাই ধোয়া তুলসী পাতা। ওই মেয়ে হুমকি দিয়েছে, আইনের ভয় দেখিয়েছে- আইন কি শুধু তার জন্যই। আমিও তাকে দেখে নেব, ধৈর্যের একটা সীমা আছে! আমার মনে হয় ও (সুনেরাহ) আমার সংসারটা ভাঙার চেষ্টা করছে।

শোবিজে গুঞ্জন আছে, আপনাদের সংসার জীবন ভালো যাচ্ছে না। উত্তরে পরী বলেন, এসব আজাইরা কথা মানুষ কই পায়। আমরা ভালো আছি, সুখেই আছি। আমি অভিনয় আর সংসার জীবন নিয়ে ভালো আছি- এটা কারো পছন্দ হচ্ছে না। তাই এসব কথা ছড়াচ্ছে। গেল ক’দিন ধরে ছবির প্রচারণার কারণে দম ফেলার সময় পাচ্ছি না। এর মধ্যে আবার উটকো ঝামেলা। আমাকে খেপালে এর পরিণাম ভালো হবে না! এটা তো রাজের পুরোনো স্বভাব। আর আমি দুই বাসাতেই থাকি। এখন নিজ বাসায় আছি। আর আমাদের সংসার যদি ভেঙে যায়, তাহলে এর পেছনে দায়ী হবে ওই মেয়ে। আমি এর শেষটা দেখে নিতে চাই।


রাজ   পরী   সুনেরাহ বিনতে কামাল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস, পরীমণিকে দুষছেন সুনেরাহ

প্রকাশ: ০২:২৩ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো  মুছে দেওয়া হয়। 

এই ইস্যুতে সুনেরাহ বিনতে কামাল মুখ খুলেছেন। এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছেন, আমি রাজকে ১০ বছর ধরে চিনি। সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা সবাই জানি যে, কাছের বন্ধুর সঙ্গে কীভাবে কথা বলতে হয়! সমস্যা হলো, সে একজন ছেলে এবং আমি একজন মেয়ে। বিয়ের পর তার সঙ্গে আমার যোগাযোগ হয় না বললেই চলে। ওই দিন ডাবিং স্টুডিওতে আমাদের দেখা হয় এবং কিছু ছবি তুলি। আমি জানি না, পুরোনো বন্ধুর সঙ্গে ছবি তোলা এমন কী অপরাধের বিষয়! তার স্ত্রী (পরী মণি) কোনো কারণ ছাড়াই এটা নিয়ে পাগলপ্রায়।

সুনেরাহ বিনতে কামাল জানিয়েছেন এসব ছবি ও ভিডিও পাঁচ বছর আগের। সুনেরাহর লিখেছেন, আপনারা যে ভিডিওগুলো দেখেছেন (শরিফুল রাজের অ্যাকাউন্টে) সেগুলো পাঁচ বছর আগের। ‘ন ডরাই’ সিনেমার সময়ের। সেই সময় আমরা এভাবেই মজা করতাম, আর প্রতিদিন এভাবে কথা বলার প্র্যাকটিস করতাম। কারণ, আমাদের (বিশেষ করে আমাকে) সিনেমার প্রয়োজনে গালি দিতে হয়েছে এভাবে।

একটি স্থিরচিত্রে দেখা গেছে, মোবাইলে নিজের শরীরের কিছু একটা দেখাচ্ছেন সুনেরাহ। সেই ছবি তোলার ব্যাখ্যায় তিনি লিখেছেন, তখন তাকে (শরিফুল রাজ) একটি ছবি পাঠিয়েছিলাম আমি, এটা জানানোর জন্য যে শুটিংয়ে মার খেয়েছি আমি (যেখানে লিয়াকত আমাকে মারে। ‘ন ডরাই’ সিনেমাটি দেখেছেন যারা, তারা জানবেন বিষয়টি)। মার খাওয়ার পর কালশিটে পড়েছিল, উঠে দাঁড়াতেও পারছিলাম না। শুটিংয়ে যেতে পারব না, এটা জানানোর জন্যই পাঠিয়েছিলাম ছবিটি। শুধু তাকে না, পরিচালককেও পাঠিয়েছিলাম।

নাম প্রকাশ না করলেও সুনেরহা মনে করেন, ছবি ও ভিডিওগুলো প্রকাশ করেছেন রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণি। তিনি তার লেখনিতে ইঙ্গিতপূর্ণভাবে তেমনটাই বুঝিয়েছেন।

সুনেরাহ লিখেছেন, দয়া করে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করবেন না। আমি নিশ্চিত ওর (শরিফুল রাজ) আইডি হ্যাক হয়েছে। আর কে হ্যাক করেছে, আমরা সবাই সেটা জানি। প্রকাশ্যে হইচই করতে কোনো কারণ লাগে না যার (সেই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে, তাদের সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আমি।

উল্লেখ্য, ২৩ মে সুনেহরা সামাজিক মাধ্যমে একটি সেলফি শেয়ার করেন। সেই সেলফিতে শরিফুল রাজ ছাড়াও ছিলেন সিয়াম আহমেদ, মাশরুর ইনান ও রিপন নাথ। ক্যাপশনে সুনেহরা লিখেছিলেন, ‘আরেহ’। সেই ছবিতে পরী মণিও মন্তব্য করেছেন, দিয়েছেন লাইক রিঅ্যাক্ট। এক ডাবিং স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি। সুনেহরার দেয়া স্ট্যাটাস অনুযায়ী এই ছবির জন্যই ঘটেছে লঙ্কাকাণ্ড!

পরীমণি   রাজ   ভিডিও ফাঁস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন