শাহরুখ
খানের 'পাঠান' বাংলাদেশে আমদানি
নিয়ে আলোচনা যেনো থামছেই না।
শুধু পাঠান নয় হিন্দি সিনেমা
আমদানি নিয়ে এরই মধ্যে
শিল্পী সমিতি দশ পার্সেন্ট দাবি
করে আমদানির পক্ষে মত দিয়েছেন।এবার পরিচালক
সমিতি বলিউডের সিনেমা আমদানিতে শর্ত জুড়ে দিয়েছেন।এই
শর্তগুলো মেনে আমদানি করে
হিন্দি সিনেমা প্রদর্শনের পক্ষে মত দিয়েছেন সমিতির
নেতারা।
সমিতির
পক্ষ থেকে দেওয়া শর্তে
বলা হয়েছে, বাংলাদেশের হলে হিন্দি সিনোমার
প্রদর্শনের বেলায় মাসের প্রথম দুই সপ্তাহে হলগুলোতে
হিন্দি সিনেমা চালানো যাবে না। বছরের
দুই ঈদে মুক্তি দেওয়া
যাবে না কোনো হিন্দি
সিনেমা। বছরে ৬টি বা
১০টি সিনেমা আসতে পারবে। হিন্দি
সিনেমা আমদানির মেয়াদকাল হবে দুই বছর।
সম্প্রতি
এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই শর্তগুলো
নিয়ে একমতে আসেন নির্মাতারা। উল্লেখিত
শর্ত ছাড়াও হিন্দি সিনেমা আমদানিতে আরও কিছু শর্তের
কথা জানিয়েছে সমিতি।
এ বিষয়ে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন,
শুধু পাঠান নয় আমরা হিন্দি
সিনেমা মুক্তির পুরো প্রক্রিয়া নিয়ে
বৈঠক করেছি। আগের কিছু শর্তের
সঙ্গে বর্তমান কিছু শর্ত যোগ
করে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আমরা। মিটিংয়ের সিদ্ধান্তগুলো শিগগিরই তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে। তার আগে
চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮ সংগঠনেরও মতামত
নেওয়া হবে।'
শারুখ
খানের 'পাঠান' সিনেমা মুক্তি নিয়ে এরই মধ্যে
চলচ্চিত্রাঙ্গনে নির্মাতা ও শিল্পীরা পক্ষে-বিপক্ষে মত দেন।
আমদানিকারক
প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট সিনেমাটি
আমদানি করতে তথ্য ও
সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আবেদন করে। বিষয়টি নিয়ে
মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটি সভাও করেছে। কিন্তু
পাঠান মুক্তির বিষয়ে কোনো সুরাহা হয়নি।
মন্তব্য করুন
‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে এক ছাদের নিচে জড়ো হয়েছিল গোটা বলিউড। পার্টিতে আকর্ষণের কেন্দ্রে ছিল শাহরুখের পরিবার। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সালমানও।
একসঙ্গে
ছবি তুলেছেন সালমান ও শাহরুখের ছেলে
আরিয়ান, যা এখন সামাজিক
মাধ্যমে ভাইরাল!
সামাজিক
মাধ্যমে একটি ভিডিও শেয়ার
হচ্ছে যেখানে সালমানকে গৌরী, আরিয়ান ও সুহানার সঙ্গে
ছবি তুলতে দেখা গেছে। এরপরে
ফটোগ্রাফারদের অনুরোধে একা ছবি তোলার
জন্য সরে যেতে হয়
আরিয়ানকে।
একা
ছবি তোলা শেষ হলেই
সালমানের সঙ্গে ছবি তুলতে চলে
আসেন আরিয়ান। দুজনে এক ফ্রেমে বন্দী
হন। এরপর সালমানের সঙ্গে
হাত মেলান শাহরুখ পুত্র।
সালমানের
সঙ্গে হাত মেলানোর দৃশ্য
দেখে আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন,
‘শাহরুখের ছেলে, এটাকেই বলে সংস্কার। বড়দের
শ্রদ্ধা করা এবং বিনয়ী
হওয়া’। আরেকজন লিখেছেন,
‘তার সালাম দেয়া, হাত মেলানো, বড়কে
সম্মান করা খুব ভালো
লেগেছে। এই ছেলেটি জানে
কাকে কীভাবে সম্মান করতে হয়।’
মুম্বাইয়ের
জিও গ্লোবাল সেন্টারে ‘নীতা মুকেশ আম্বানি
কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে
শাহরুখের পরিবার ও সালমান ছাড়াও
ছিলেন দীপিকা, রণবীর সিং, আলিয়া ভাট,
আমির খান, কিয়ারা আদভানি,
সিদ্ধার্থ মালহোত্রা, সাইফ আলি খান,
কারিনা কাপুর, নীতু সিং, হেমা
মালিনী, করণ জোহর, প্রিয়াঙ্কা
চোপড়া, নিক জোনাস সহ
অনেকে।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন
মন্তব্য করুন