কালার ইনসাইড

শর্তসাপেক্ষে মুক্তি পাচ্ছে ‘ফারাজ’

প্রকাশ: ০৮:০২ পিএম, ০২ ফেব্রুয়ারী, ২০২৩


Thumbnail

ঢাকার হোলি আর্টিজানে ২০১৬ সালে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ঘটনা অবলম্বনে নির্মিত বলিউড মুভি ‘ফারাজ’-এর মুক্তির ওপর কোনো নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করেছেন ভারতের দিল্লি হাইকোর্ট। কিন্তু আদালত শর্ত দিয়েছেন, ছবিটি পর্দায় দেখানোর সময় এই মর্মে একটি ‘ডিসক্লেইমার’ দিতে হবে যে সিনেমাটি ঢাকার জঙ্গি হামলার ঘটনার দ্বারা অনুপ্রাণিত হলেও সিনেমাতে তুলে ধরা ঘটনাগুলো ‘সম্পূর্ণ কাল্পনিক’ (পিওর ওয়ার্ক অব ফিকশন)।

বিচারপতি সিদ্ধার্থ মৃদুলের নেতৃত্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই সঙ্গে বলেছেন, ছবির নির্মাতা ও প্রযোজকদের এই ডিসক্লেইমারটি একেবারে ‘অক্ষরে অক্ষরে’ অনুসরণ করতে হবে।

বলিউডের সুপরিচিত পরিচালক হানসাল মেহতার নির্মিত ছবিটি আগামীকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভারতের সিনেমা হলগুলোতে বাণিজ্যিকভাবে মুক্তি পাবে বলে কথা রয়েছে।

দিল্লি হাইকোর্টের আজকের এই রায়ের পর ছবিটির মুক্তিতে আর কোনো বাধা রইল না। তবে ছবিটিতে এই ডিসক্লেইমারটি তাদের যোগ করার ব্যবস্থা করতে হবে।

একটি সন্ত্রাসী হামলা নিয়ে সেলুলয়েডে কোনো ছবি বানানো হলে সেই হামলায় নিহত ভিকটিমের প্রাইভেসির অধিকার লঙ্ঘিত হয় কি না এবং ওই ভিকটিমের অবর্তমানে সেই অধিকার তার নিকটাত্মীয়দের ওপর বর্তায় কি না–এই প্রশ্নটিকে ঘিরে আলোচিত মামলাটি ভারতে এক অভূতপূর্ব আইনি বিতর্কের জন্ম দিয়েছিল।

ঢাকার গুলশানের হোলি আর্টিজান হামলায় নিহতদের অন্যতম অবিন্তা কবিরের মা রুবা আহমেদ অভিযোগ করেছিলেন, তাঁর নিহত মেয়ের প্রাইভেসি লঙ্ঘন করে, পরিবারের কোনো সম্মতি না নিয়ে এবং ভুল তথ্য উপস্থাপন করে এই ‘ফারাজ’ ছবিটি বানানো হচ্ছে।

ছবিটির মুক্তি আটকাতে চেয়ে তিনি ভারতের আদালতের শরণাপন্ন হয়েছিলেন, কিন্তু গত বছরের অক্টোবরে দিল্লি হাইকোর্টে একক বিচারপতির বেঞ্চ ‘ফারাজ’ ছবিটির মুক্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন।

তখন বিচারপতির যুক্তি ছিল, প্রাইভেসির অধিকার একান্তভাবেই ‘ইন পার্সোনাম’ (সেই ব্যক্তির নিজস্ব)–মৃত্যুর পর সেই অধিকার তার মা কিংবা আইনি উত্তরাধিকারীরা পাবেন বিষয়টা এমন নয়।

রুবা আহমেদ এই রায়ের বিরুদ্ধে আপিল করলে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তার শুনানি শুরু হয়। প্রায় তিন মাস ধরে দীর্ঘ শুনানির শেষে বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও তালওয়ান্ত সিংয়ের বেঞ্চ আজ তাদের রায় ঘোষণা করলেন।

ইতিমধ্যে তারা একাধিকবার বাদী ও বিবাদীপক্ষকে নিজেদের মধ্যে বসে আপেস-আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো অগ্রগতি হয়নি।

পরিচালক হানসাল মেহতার পক্ষের আইনজীবীরা আদালতে বলেছিলেন, যেহেতু হোলি আর্টিজানের ঘটনাটি ‘পাবলিক ডোমেইনে’ বা জনসমক্ষে ঘটেছে সেখানে একজন ব্যক্তিবিশেষের গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষার বিষয়টিই অপ্রাসঙ্গিক ও অবান্তর।

অন্যদিকে বাদীপক্ষের প্রধান আইনজীবী অখিল সিবাল গত সপ্তাহেই সওয়াল করেন, “প্রথমত নির্মাতারা ভিকটিমের পরিবারের কোনো ‘কনসেন্ট’ বা সম্মতিই নেননি। অথচ ভিকটিমের পরিবারের সদস্যরা, মা-বাবা এখনো জীবিত আছেন।”

তিনি আরও বলেন, যেরকম নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা প্রাণ হারিয়েছেন, সেটাকে ব্যাবসায়িকভাবে কাজে লাগিয়ে মুনাফা করা হবে অথচ ভিকটিমের পরিবারের কোনো মতামতই নেওয়া হবে না–এটা গ্রহণযোগ্য নয়।

তবে বিচারপতিরা আজ তাঁদের রায়ে স্পষ্ট করে দিয়েছেন ছবিটির বাণিজ্যিক মুক্তিকে তাঁরা কোনোভাবে বাধাগ্রস্ত করতে চান না–কিন্তু নিহতের পরিবারের অনুভূতিকে মর্যাদা দিয়ে তারা ছবিতে একটি নির্দিষ্ট ‘ডিসক্লেইমার’ও যোগ করতে বলেছেন।

‘ফারাজ’ ছবিটি ভারতে এখনো বাণিজ্যিক মুক্তি না পেলেও লন্ডনের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি গত বছর দেখানো হয়েছে।

গত ২৪ জানুয়ারি সন্ধ্যাতেও দিল্লিতে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে বাছাই করা অতিথি, সিনেমা সমালোচক ও শিল্পীদের আমন্ত্রণ জানিয়ে ‘ফারাজ’ ছবিটি তাদের দেখানো হয়।

এই ছবিটিকে ঘিরে ভারতের সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যেও তুমুল আগ্রহ তৈরি হয়েছে। যার একটা বড় কারণ আদালতে এই ছবিটিকে নিয়ে চলা দীর্ঘ আইনি লড়াই।

ভারতীয় সিনেমার লেজেন্ড, প্রয়াত শশী কাপুরের পৌত্র জাহান কাপুরের অভিষেক হচ্ছে এই ছবিতে, তিনি ছবিটির কেন্দ্রীয় চরিত্র ফারাজ হোসেনের ভূমিকায় অভিনয় করছেন।

বলিউডের নামী অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এবং রাজ বব্বরের মেয়ে জুহি বব্বরকেও এই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

হোলি আর্টিজান   ফারাজ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার শাকিবকে নিয়ে মুখ খুললেন সে নারী

প্রকাশ: ০৭:৫৫ পিএম, ২৪ মার্চ, ২০২৩


Thumbnail

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তার বিরুদ্ধে এক নারী সহপ্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানের অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহ। গত কয়েক দিন ধরে বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়েছে।

বিষয়টি নিয়ে জোর আলোচনা চললেও এতদিন কোনোরকম বক্তব্য পাওয়া যায়নি ‘ভুক্তভোগী’ ওই নারী সহপ্রযোজকের। অস্ট্রেলিয়া থেকে একটি গণমাধ্যমের সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন তিনি। তার মতে রহমত উল্ল্যাহ বাংলাদেশে যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে অবগত নন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী বলেন, বাংলাদেশে আমার প্রসঙ্গ টেনে আমার হয়ে যে অভিযোগ করা হয়েছে, সে সম্পর্কে আমি কিছুই জানি না। সিনেমাটি সম্পূর্ণ করা হবে কি না, তা নিয়েও আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আর আমার ব্যক্তিগত ঘটনা নিয়ে যেসব কথা হচ্ছে, তার জন্য আমি কাউকে অনুমতি দিইনি। এমনকি এই প্রসঙ্গ নিয়ে যে পদক্ষেপ গ্রহণ করা হবে, তা-ও আমি জানতাম না। 

ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন কিনা তা সময় কথা বলবে। তা স্মরণ করে ওই নারী বলেন, ২০১৬ সালের অভিযোগটি এখনো তদন্তাধীন। কী করব, তা ভবিষ্যতে বিবেচনা করব। আমি এখন এসব নিয়ে ভাবছি না।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্ল্যাহ চলচ্চিত্র সমিতিগুলোর কাছে একটি লিখিত অভিযোগ পেশ করেন। যেখানে তিনি শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো, টাকা নষ্ট করাসহ ধর্ষণের অভিযোগ তোলেন। এরপর শাকিব খানকে আইনি নোটিশ পাঠান রহমত উল্ল্যাহ।

শাকিব খান   ধর্ষণ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শুটিং সেটে আহত হয়ে কাজ করছেন অক্ষয়

প্রকাশ: ০৭:৪৭ পিএম, ২৪ মার্চ, ২০২৩


Thumbnail

শুটিং সেটে আহত হয়েছেন ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। স্কটল্যান্ডে ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমার শুটিং করছেন; সেখানে অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে হাঁটুতে আঘাত পান তিনি।

একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, টাইগার শ্রফের সঙ্গে অক্ষয়ের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। এসময় কোনো স্টান্ট ছাড়া শট দিতে গিয়ে আহত হন অক্ষয়। এখন ডান হাঁটুতে ব্রেস পরে আছেন। আঘাত পাওয়ার পর কিছুক্ষণ শুটিং বন্ধ ছিল। কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে ফের শুটিং শুরু করেন অক্ষয়।

অ্যাকশন ঘরানার এ সিনেমা নির্মাণ করছেন আলী আব্বাস জাফর। স্কটল্যান্ডে যাওয়ার আগে সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণের কাজ হয়েছে মুম্বাইয়ে।

অক্ষয়-টাইগার ছাড়াও অন্যান্য চরিত্রে আরো অভিনয় করছেন— সোনাক্ষী সিনহা, মানশি চিল্লার, পৃথ্বিরাজ প্রমুখ। এটি প্রযোজনা করছেন জ্যাকি ভগনানি।

অক্ষয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সেলফি’। গত ২৪ ফেব্রুয়ারি ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায়। মালায়ালাম ভাষার ‘ড্রাইভিং লাইসেন্স’ সিনেমার হিন্দি রিমেক এটি। রাজ মেহতা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন— ইমরান হাশমি, নুসরাত ভারুচা, ডায়না পেন্টি প্রমুখ।

অক্ষয় কুমার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মাসুম বাবুলের পরিবারের পাশে দাঁড়ালেন ডিপজল

প্রকাশ: ০৭:২৬ পিএম, ২৪ মার্চ, ২০২৩


Thumbnail

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন। রেখে গেছেন স্ত্রী-সন্তান। মাসুম বাবুলের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়িয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় মাসুম বাবুলের দুই সন্তানের হাতে দুই লাখ টাকা তুলে দেন। এ ছাড়া তাদের পড়ালেখার যাবতীয় ভার তিনি নির্বাহ করবেন। 

শুক্রবার এ বিষয়গুলো জানান চিত্রনায়ক জায়েদ খান। তিনি বলেন, আমাদের প্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল সাহেব দুই সন্তান রেখে গেছেন। তাদের দেখতে আসেন আমাদের সবার প্রিয় ডিপজল ভাই। তাদের পড়ালেখা ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য তিনি দুই ভাই-বোনকে দুই লাখ টাকা প্রদান করেন। 

ডিপজলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। তিনি বলেন, ‘অশেষ কৃতজ্ঞতা আমাদের বাংলা চলচ্চিত্রের, মহানুভবতার অনন্য অগ্রদূত, চলচ্চিত্রের দুঃখী মানুষের পাশে সুখের বার্তা নিয়ে, শান্তির দীর্ঘ প্রত্যয় নিয়ে যিনি প্রতিনিয়ত সকলের পাশে এসে দাঁড়ান তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় মহান একজন মানুষ অভিনেতা ডিপজল ভাই।

অঞ্জনা আরো বলেন, ‘এই মহানুভবতার সত্যিকার অর্থেই কোনো তুলনা হয় না। ডিপজল ভাই, আপনার তুলনা একমাত্র শুধুই আপনি, স্যালুট আপনাকে। আর আমাদের বাংলা চলচ্চিত্রের মানবতার মহানায়ক জনপ্রিয় চিত্রনায়ক প্রিয় ছোটভাই জায়েদ খান, সর্বোপরি সব শিল্পীর বিপদে যার ভূমিকা অতুলনীয়।


ডিপজল   জায়েদ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রচন্ড ঝুকিপূর্ণ একটি কাজ ছিল আমাদের সবার জন্য: অমি

প্রকাশ: ০৬:৪২ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

বর্তমান সময়ের অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। গ্রাম থেকে শহর সব জায়গাতেই এর জনপ্রিয়তা শীর্ষে। নাটকটির জনপ্রিয়তা এতটাই ছাড়িয়ে যায় যে  এর চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক অপেক্ষায় আছে সিজন ৫এর। এমনি তারা আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। নাটকের পাশাপাশি এই নির্মাতা এখন মাঝে কিছুদিন ব্যস্ত ছিলেন তার প্রথম ওয়েব সিরিজ 'হোটেল রিলাক্সে'র কাজ নিয়ে। তবে ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন তিনি। আর নতুন এই চমকের নাম ‘বিদেশ’। 



‘বিদেশ’র শুটিংয়ে গেলো এক সপ্তাহ অমি-পলাশসহ পুরো ইউনিট ছিলেন বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপ সন্দ্বীপে। উত্তাল সমুদ্রে ঝড়-বৃষ্টির মধ্যেই শুটিং করেছেন তারা। ফলে এটিকে জীবনের অন্যতম স্মরণীয় ও চ্যালেঞ্জিং কাজ বলেই মনে করছেন নির্মাতা-শিল্পীরা।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা অমি বলেন, আলহামদুলিল্লাহ্, আল্লাহর অশেষ রহমতে টানা ৭ দিনে "বিদেশ" এর শুটিং শেষ করলাম। প্রচন্ড ঝুকিপূর্ণ একটি কাজ ছিল আমাদের সবার জন্য।  তার উপর ঝড়, বৃষ্টি সবকিছু মিলিয়ে পুরো টিমের সবাই প্রচন্ড পরিমাণ কষ্ট করেছে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি ভালো কাজের জন্য আর্টিস্ট এবং কলাকুশলী  সবাই ঝাপিয়ে পরেছে। সবার একটাই চেষ্টা  ছিলো,ভালো কাজ করার। আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে "বিদেশ" এর শুটিং করেছি। আশাকরি এই ঈদে "বিদেশ" আপনাদেকে অন্যরকম বিনোদন দিবে। আর এই কাজটির জন্য যিনি আমাকে পেছন থেকে সবচেয়ে বেশি সাপোর্ট এবং সাহস দিয়েছেন, তিনি আমাদের প্রোডিউসার "আকবর হায়দার মুন্না " ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি বিশাল এবং সাহসী কাজের পরিকল্পনা করার জন্য। ধন্যবাদ মাসুদ ভাইকে

নাটকটিতে অভিনয় করেছেন জিউয়াল হক পলাশ, মিশু সাব্বির, সাইদুর রহমান পাভেল, জিসান, পারসা ইভানা, লামিমা লাম, শিবলু, আব্দুল্লাহ রানা প্রমুখ। এটি প্রযোজনা করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট। ঈদে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। 

কাজল আরেফিন অমি   ওয়েব সিরিজ   বিদেশ   ঈদ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ব্যর্থ হলেন শাকিব খান

প্রকাশ: ০৬:১৯ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা করতে পারলেন না ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। সাইবার ট্রাইব্যুনালের বিচারকের পরামর্শে তাকে ফিরে যেতে হলো।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় সোমবার (২৭ মার্চ) পরবর্তী কার্যদিবসে তাকে আসার পরামর্শ দেন৷  

এর আগে একই দিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল আসামি রহমত উল্লাহকে হাজির হতে সমন জারি করেছেন।  

এ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এর আগে মামলা করতে গুলশান থানা ও ডিবি কার্যালয়ে যান শাকিব। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।  

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

ডিজিটাল নিরাপত্তা আইন   শাকিব খান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন