কালার ইনসাইড

বৈঠকের মাধ্যমে মিমাংসার পথে হাঁটছেন শাকিব ও সেই প্রযোজক!

প্রকাশ: ০৬:২২ পিএম, ১৬ মার্চ, ২০২৩


Thumbnail

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপার স্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ এনে লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। অভিযোগের একদিন না পেরুতেই ঘটনার মিমাংসা হয়ে গেছে বলে জানান প্রযোজক খোরশেদ আলম খসরু।

আজ (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তরাঁয় দুজনের মধ্যে বিরোধ মিমাংসা হয়ে গেছে বলে জানা গেছে। এ সময় সেখানে  খোরশেদ আলম খসরু উপস্থিত ছিলেন বলে এই প্রতিবেদককে তিনি জানিয়েছেন। 
 
খোরশেদ আলম খসরু বাংলা ইনসাইডারকে  বলেন, আসলে অভিযোগের বিষয়ে মিমাংসা করার জন্য আমরা বসিনি। আমরা বসেছিলাম ছবিটি কিভাবে শেষ করা যায় তা নিয়ে কথা বলতে। তবে এখনো কোন সিধান্ত হয়নি। আবারও আমাদের বসতে হবে একসাথে। 

গতকাল ১৫ মার্চ বিকেলে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিতে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার লিখিত অভিযোগ করেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। 

অভিযোগপত্র অনুযায়ী ২০১৭ সালে পূর্ব চুক্তি মোতাবেক অভিনেতা শাকিব খান ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার কাজে অস্ট্রেলিয়া যান। সিনেমার শুটিং চলাকালে শাকিব খান যে ক্ষতিকর কাজগুলো করেছেন সেগুলো এই প্রযোজক অভিযোগে বিস্তারিত উল্লেখ করেছেন। 

শাকিব খান   ধর্ষণ   চলচ্চিত্র   অভিযোগ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

রাজ ১০ দিন ধরে সুনেরাহর সঙ্গেই থাকে : পরীমণি

প্রকাশ: ০৫:৪৮ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজ এবং সুনেরাহর ভিডিও ফাঁসের ঘটনা মুহূর্তেই টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এই ঘটনায় সুনেরাহ ও পরীমণি একে অপরকে দোষারোপ করছেন। একজন দোষ দিচ্ছেন তো আরকেজন সেটার পাল্টা জবাব দিচ্ছেন।

সুনেরাহ বলেছেন, রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিওগুলো পরীমণিই ছড়িয়েছেন। এদিকে পরীমণি বলছেন, সংসার ভাঙার জন্য সুনেরাহ এ কাজ করেছেন।

সম্প্রতি গণমাধ্যমে এ প্রসঙ্গে পরীমণি বলেন, আমার জামাই রাজ তো গেল ১০ দিন ধরে আমার সঙ্গেই থাকে না। থাকে ওই মেয়ের সঙ্গে। রাজ তো আমার কাছেই নেই, ওর ফোন আমার কাছে আসবে কই থেকে। রাজ যেহেতু কদিন ধরে ওর কাছে। রাজের ফোনও ওর কাছে। রাজ কি আমার সঙ্গে থাকে যে, আমি তার ফোন থেকে দেব ছবিগুলো।

পরীমণি বলেন, এই মেয়ে কী চায়, বেয়াদব। এত লেম কাজ কেন করতে যাব আমি। ওর নাকি এতো বেস্ট ফ্রেন্ড, তাহলে বিযের পর কেন যোগাযোগ রাখেনি। হঠাৎ করে এখন আবার আমার জামাইকে কেড়ে নিচ্ছে কেন। এখন তো আমার তাই মনে হচ্ছে। সব নাটের গুরু এই মেয়ে। না হলে ভোররাতে স্ট্যাটাস দিয়ে দিলো, ১০-১৫ মিনিটের মাথায় সেটা ডিলিটও হয়ে গেল।



তিনি আরও বলেন, এগুলো কোনো প্ল্যান না মনে করছেন। এই মেয়েসহ একটা চক্র কাজ করছে আমার সংসার ভাঙার জন্য। আমি কি আইডি চালাই? শুধু শুধু কেউ যদি আমার দিকে আঙুল তোলে আমি কিন্তু মামলা দিয়ে দেব। কেউ যেন প্রমাণ না নিয়ে আমার সঙ্গে কথা না বলে। সুনেরাহ মেয়েটা আমার নামে বলছে, ওর তো কোনো রাইটই নেই এসব বলার। 

সুনেরাহ   রাজ   পরীমনি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’র অভিনেত্রী পিয়ারী বেগম আর নেই

প্রকাশ: ০৫:৩২ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’- এর অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম আর নেই। আজ (৩০ মে) দুপুর ২টায় উত্তরা নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কর্মকর্তা ফখরুল আলম সোহাগ।

তিনি পিয়ারী বেগমের ছেলে রবিউল ইসলামের বরাতে জানান, আজ বুধবার রাতে এশার নামাজের পর উত্তরায় জানাজা শেষ ১২ নম্বর সেক্টর কবরের স্থানে তাকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ‘মুখ ও মুখোশ’ ছবির মহরত অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। এটি ছিল বাংলাদেশ তথা তৎকালীন পাকিস্থানের প্রথম সবাক চলচ্চিত্র। ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এ ছবির পরিচালক আবদুল জব্বার খান।

পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক ঢাকার রূপমহল সিনেমা হলে এ সিনেমার উদ্বোধন করেছিলেন। পিয়ারী বেগম ছাড়াও এ ছবিতে অভিনয় করেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আজরা।
 
 
 

মুখ ও মুখোশ   অভিনেত্রী   পিয়ারী বেগম  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শাহরুখের ‘জওয়ান’-কে সুপারফ্লপ করানোর শপথ!

প্রকাশ: ০৫:০০ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

‘পাঠান’-এর সাফল্যের পর শাহরুখ ভক্তদের চোখ এখন ‘জওয়ান-এর দিকে। তবে এই ছবিকে ফ্লপ করানোর হুমকি দিয়েছেন স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কেআরকে।

কেআরকে সামাজিক মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে লিখেছেন, আমি কেআরকে শপথ নিচ্ছি, ‘জওয়ান’ সিনেমাটিকে সুপার ফ্লপ করে দম নেব! আর যদি ফ্লপ করাতে না পারি, তাহলে দেশ ছেড়ে লন্ডন চলে যাব! শুভ কামনা শাহরুখ!

চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে বড়পর্দায় ফিরে তাক লাগিয়ে দিয়েছেন শাহরুখ। ভেঙেছে একাধিক রেকর্ড। পাঠান ভক্তরা মুখিয়ে আছে শাহরুখের পরবর্তী ছবির জন্য। এর মাঝে কেআরকে’র এমন পোস্টে ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা। অনেকেই কেআরকের সমালোচনা করেছেন কমেন্ট বক্সে।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটিতে শাহরুখকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। এছাড়াও খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে।

২৫ আগস্ট ছবিটি তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

শাহরুখ খান   জওয়ান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মদ্যপ অবস্থায় তানজিন তিশার কর্মকান্ড

প্রকাশ: ০৪:০০ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজের কথা বার্তাও চলছে।গত মধ্যরাতে বলতে গেলে হঠাৎ করেই ফাঁস হলো অভিনেতা শরিফুল রাজের স্ক্যান্ডাল। মঙ্গলবার (৩০ মে) রাত ২টার দিকে এ অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ।

সেই ভিডিও ও ছবিতে দেখা যায় তানজিন তিশা আছেন কোনো এক লিফটে মধ্যে। সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। তবুও তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র। ভিডিওতে আরও দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন।

যদিও ভাইরাল এই বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তিশা। কিন্তু নেটিজেনদের কাছে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু করেন।

এ ছাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন, দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রা‌জের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটা আমরা সবাই জানি, প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না (সে-ই করেছে)। এ ভিডিওগুলো যারা ছড়াবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব।

তানজিন তিশা   শরিফুল রাজ   স্ক্যান্ডাল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে: নাসিরুদ্দিন শাহ

প্রকাশ: ০৩:৩২ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ এক সাক্ষাৎকারে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন ক্ষমতাসীনরা ‘সুকৌশলে’ মানুষের মনে ‘মুসলিম বিদ্বেষ’ ঢুকিয়ে দিচ্ছেন। বিষয়টি উদ্বেগজনক বলে মনে করছেন অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ সম্প্রতি বলেছেন, বর্তমান সময়টা উদ্বেগজনক। নানা বাহানায় মুসলিমবিরোধী চিন্তা ও ধ্যানধারণা মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক জীবনেও তার প্রতিফলন ঘটছে প্রতিনিয়ত। মুসলিমদের ঘৃণা করা আজকাল ফ্যাশনে পরিণত হয়েছে, এমনকি শিক্ষিতদের মাঝেও। ক্ষমতাসীন দল সুকৌশলে বিষয়টি নার্ভে গেঁথে দিচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষতার কথা বলি, গণতন্ত্রের কথা বলি। তাহলে সব কিছুর মধ্যে ধর্ম টানছেন কেন?

অভিনেতা আরও বলেন, তিনি আরো বলেন, যারা ধর্মকে ব্যবহার করে ভোট গ্রহণ করছে তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি মনে করেন যে একজন মুসলিম নেতা যদি ‘আল্লাহু আকবর’ বলে ভোট চাইতেন তাহলে তাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হতো।

অভিনেতা আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেও তো ধর্মের নামে ভোট চান। যদিও সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়েছেন তিনি।

ভারতের সরকার সম্পর্কে এর আগেও মুখ খুলেছেন নাসিরুদ্দিন শাহ। অভিনেতা আশা করেন একদিন এই ঘৃণার রাজনীতি বন্ধ হবে।

বলিউড   অভিনেতা   নাসিরুদ্দিন শাহ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন