দেশ
ও ভাষার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডে চুটিয়ে কাজ করছেন তিনি।
সেখানে ‘কোয়ান্টিকো’ দিয়ে হাতেখড়ি। তারপর
‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন্স’-এর মতো ছবিতে
কাজ করেছেন প্রিয়াঙ্কা।
এবার
মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে
জুটি বেঁধেছেন দেশি গার্ল। কল্পবিজ্ঞান
ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’। বহুভাষী এই
সিরিজে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে
প্রিয়াঙ্কা চোপড়াকে। আগামী এপ্রিলেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই
সিরিজ। ‘সিটাডেল’-এর হাত ধরে
হলিউডের প্রথম সারির তারকাদের তালিকায় ঢুকে পড়েছেন প্রিয়াঙ্কা।
তবে এই টেবিলে জায়গা
পেতে মাথার ঘাম পায়ে ফেলতে
হয়েছে তাকে, জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রথম দিকে হলিউডে এসে
বৈষম্যের সম্মুখীনও হয়েছেন তিনি, এক অনুষ্ঠানে খোলাসা
করেন তিনি।
হলিউডে
পা রাখার আগে গোটা বিশ্বে
ভারতীয় অভিনেত্রী বলেই পরিচিত ছিলেন
প্রিয়াঙ্কা। ভারতীয় অভিনেত্রী বলে তিনি নাকি
একটি বিশেষ অঞ্চলের দর্শকের কাছেই গ্রহণযোগ্য। হলিউডে এসে প্রথম দিকে
নাকি এই ভাবনার শিকার
হতে হয়েছে তাকে।
কীভাবে
বদল এল সেই ধারণায়?
প্রিয়াঙ্কা জানান, অনেক পরিশ্রম করে,
একাধিক অডিশন দিয়ে প্রযোজক ও
পরিচালকদের ভরসা অর্জন করেছেন
তিনি। সঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “স্ট্রিমিং অনেকটা এই আঞ্চলিক ধারণা
বদলাতে সাহায্য করেছে। স্ট্রিমিং আসার পরে শিল্পের
বিশ্বায়ন জরুরি হয়ে পড়েছিল। ‘ভারতীয়
অভিনেত্রী বলে আমার দক্ষতা
সীমাবদ্ধ’, স্ট্রিমিং আসার পরে এই
চিন্তার বদল ঘটেছে।”
প্রিয়াঙ্কার
মতে, তার সহশিল্পীরাও একইভাবে
নিজেদের ‘কমফোর্ট জোন’ থেকে বেরিয়ে
অনবরত বিভিন্ন ধরনের কাজ করেছেন, যাতে
গোটা বিশ্বের দর্শকের কাছে শিল্পী হিসেবে
তাদের গ্রহণযোগ্যতা বাড়ে।
স্ট্রিমিংয়ের
যুগে বিশ্বায়নের সৌজন্যে নতুন মঞ্চ পেয়েছেন
বহু শিল্পী। আঞ্চলিকতার সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বের দর্শকের
কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছেন তারা। তবে এই বিশ্বায়ন
সবে শুরু, আগামী দিনে বিনোদনের জগতে
আরও অন্তর্ভুক্তি দেখা যাবে বলে
আশা প্রিয়াঙ্কা চোপড়ার।
প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে বৈষম্য
মন্তব্য করুন
রহমত
উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে
এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে আসেন তিনি। এ দিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) একই আদালতে তিনি মামলা করতে এলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আজ সোমবার আসতে বলেন।
শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি জানিয়েছেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আগামী ৬ জুনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। মামলার অভিযোগে শাকিব উল্লেখ করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে অজ্ঞান হয়ে যান। এছাড়া আসামি রহমত উল্লাহ তাকে ভয়ভীতি দেখিয়ে ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন বলেও তিনি অভিযোগ করেছেন।
অন্যদিকে, আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে গত মঙ্গলবার (২১ মার্চ) শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। রহমত উল্লাহর পক্ষে অ্যাডভোকেট তবারক হোসেন ভুঁইয়া এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে শাকিব খানকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ শুটিংয়ে শিডিউল ফাঁসানো, অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন শাকিব খানের বিরুদ্ধে।
এই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গত শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে তার মামলা নেওয়া হয়নি। পরের দিন রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান শাকিব খান। সেখানে শাকিব তার বক্তব্যে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে ‘বাটপার, প্রতারক ও ভুয়া প্রযোজক’ বলে উল্লেখ করেন।
মন্তব্য করুন
বাংলা
চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা
মিজু আহমেদের পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার আজ ছয় বছর।
২০১৭ সালের (২৭ মার্চ)
এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
একটি
চলচ্চিত্রের শুটিংয়ের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দিনাজপুর যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে পার হওয়ার সময় ট্রেনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই
তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজু আহমেদের মরদেহ কুষ্টিয়া জেলার কোর্টপাড়া পৌর এলাকায় দাফন করা।
মিজু
আহমেদ মূলত খল অভিনেতা হিসেবে
বাংলা চলচ্চিত্রে বেশি পরিচিত। তবে একজন প্রযোজক হিসেবেও ঢালিউডপাড়ায় পরিচিতি আছে তার। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও ছিলেন।
১৯৭৮
সালে ‘তৃষ্ণা’
চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কয়েক বছর পরে তিনি ঢালিউড চলচ্চিত্রশিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
এ
ছাড়া মিজু আহমেদ তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস মুভিজ’-এর ব্যানারে বেশ
কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।
মিজু
আহমেদ ১৭ নভেম্বর ১৯৫৩
সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম মিজানুর রহমান। শৈশব থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। পরবর্তী সময়ে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সঙ্গে যুক্ত হন।
বড়পর্দায়
এ পর্যন্ত প্রায় ৮০০টি ছবি মুক্তি পেয়েছে তাঁর। তাঁর অভিনীত ছবিগুলো মধ্যে হচ্ছে ‘তৃষ্ণা’
(১৯৭৮), ‘মহানগর’
(১৯৮১), ‘স্যারেন্ডার’
(১৯৮৭), ‘চাকর’
(১৯৯২), ‘সোলেমান ডাঙ্গা’
(১৯৯২), ‘ত্যাগ’
(১৯৯৩), ‘বশিরা’
(১৯৯৬), ‘আজকের সন্ত্রাসী’
(১৯৯৬), ‘হাঙ্গর নদী গ্রেনেড’
(১৯৯৭), ‘কুলি’
(১৯৯৭), ‘লাঠি’
(১৯৯৯), ‘লাল বাদশা’
(১৯৯৯), ‘গুন্ডা নাম্বার ওয়ান’
(২০০০), ‘ঝড়’
(২০০০), ‘কষ্ট’
(২০০০), ‘ওদের ধর’
(২০০২), ‘ইতিহাস’
(২০০২), ‘ভাইয়া’
(২০০২), ‘হিংসা প্রতিহিংসা’
(২০০৩), ‘বিগ বস’
(২০০৩), ‘আজকের সমাজ’
(২০০৪), ‘মহিলা হোস্টেল’
(২০০৪), ‘ভণ্ড ওঝা’
(২০০৬) ইত্যাদি।
‘তৃষ্ণা’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৯২ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিজু আহমেদ।
মন্তব্য করুন
২০১৫
সালে মুক্তি পায় কারিনা কাপুর ও সালমান খান
অভিনীত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। ব্যবসায়িক সাফল্যের
নিরিখে তৎকালীন হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল সেই ছবি। প্রায় ৩০০ কোটি রুপির ব্যবসা করে এটি। ২০২১ সালে জানা যায়, আসতে চলেছে এই ছবির দ্বিতীয়
পর্ব।
আগের ছবিতে কারিনা ও সালমানের জুটি ভালবাসা পেয়েছিল দর্শক মহলে। এবার শোনা গেল, সেই ছবি থেকেই নাকি বাদ পড়লেন কারিনা। সেই জায়গায় দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় এক অভিনেত্রীকে।
এমনিতেই এই মুহূর্তে ভারতীয় সিনেমায় দক্ষিণের দাপট, আন্তর্জাতিক স্বীকৃতি থেকে ব্যবসায়িক সাফল্য— সব দিকেই দক্ষিণী ছবির আধিপত্য। এবার শোনা যাচ্ছে, কারিনার পরিবর্তে ‘বাজরাঙ্গি ভাইজান’ -এর দ্বিতীয় পর্বে থাকছেন পূজা হেগড়ে। ছবির নামও নাকি বদলে ফেলে করা হচ্ছে ‘পবনপুত্র ভাইজান’।
দক্ষিণী ছবিতে একের পর এক হিট দিয়েছেন পূজা। এই ঈদে সালমান খানের বিপরীতে তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মুক্তি পেতে চলেছে। সেই কারণেই কি কোপ বেবো’র উপর!
এই প্রসঙ্গে ছবি চিত্রনাট্যকার বীজেন্দ্র প্রসাদ বলেন, “আমি ছবির চিত্রনাট্য শুনিয়েছি সালমানকে। ভাইজানের পছন্দ হয়েছে গল্প। নামটাও মনে ধরেছে।”
তবে কারিনাকে এই ছবির দ্বিতীয় ভাগে দেখা যাবে কি না, সেই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি চিত্রনাট্যকার।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
গত বৃহস্পতিবার (২৩ মার্চ) চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। মামলার অভিযোগে শাকিব উল্লেখ করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে অজ্ঞান হয়ে যান। এছাড়া আসামি রহমত উল্লাহ তাকে ভয়ভীতি দেখিয়ে ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন বলেও তিনি অভিযোগ করেছেন।
একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দিনাজপুর যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে পার হওয়ার সময় ট্রেনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজু আহমেদের মরদেহ কুষ্টিয়া জেলার কোর্টপাড়া পৌর এলাকায় দাফন করা।