কালার ইনসাইড

কুড়িগ্রামে মঞ্চ মাতালেন আঁখি আলমগীর ও ফেরদৌস

প্রকাশ: ১২:৫৪ পিএম, ১৯ মার্চ, ২০২৩


Thumbnail

কুড়িগ্রামে মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও চিত্রনায়ক ফেরদৌস। জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানেই মঞ্চ মাতান আঁখি-ফেরদৌস।

শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এ সময় তাদেরকে একনজর দেখতে ও অনুষ্ঠান উপভোগ করতে মাঠে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। অনেককেই জায়গা না পেয়ে পাশের ভবনের ছাদ থেকে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে।

নাগেশ্বরী উপজেলার বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে এম মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান ও পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু।

দ্বিতীয় পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল দেশবন্ধু গ্রুপ।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে ২০ থেকে ২৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।


কুড়িগ্রাম   নাগেশ্বরী   আঁখি আলমগীর   ফেরদৌস  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রচন্ড ঝুকিপূর্ণ একটি কাজ ছিল আমাদের সবার জন্য: অমি

প্রকাশ: ০৬:৪২ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

বর্তমান সময়ের অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। গ্রাম থেকে শহর সব জায়গাতেই এর জনপ্রিয়তা শীর্ষে। নাটকটির জনপ্রিয়তা এতটাই ছাড়িয়ে যায় যে  এর চতুর্থ সিজন শেষ হওয়ার পর দর্শক অপেক্ষায় আছে সিজন ৫এর। এমনি তারা আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন। নাটকের পাশাপাশি এই নির্মাতা এখন মাঝে কিছুদিন ব্যস্ত ছিলেন তার প্রথম ওয়েব সিরিজ 'হোটেল রিলাক্সে'র কাজ নিয়ে। তবে ঈদকে সামনে রেখে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন তিনি। আর নতুন এই চমকের নাম ‘বিদেশ’। 



‘বিদেশ’র শুটিংয়ে গেলো এক সপ্তাহ অমি-পলাশসহ পুরো ইউনিট ছিলেন বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপ সন্দ্বীপে। উত্তাল সমুদ্রে ঝড়-বৃষ্টির মধ্যেই শুটিং করেছেন তারা। ফলে এটিকে জীবনের অন্যতম স্মরণীয় ও চ্যালেঞ্জিং কাজ বলেই মনে করছেন নির্মাতা-শিল্পীরা।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা অমি বলেন, আলহামদুলিল্লাহ্, আল্লাহর অশেষ রহমতে টানা ৭ দিনে "বিদেশ" এর শুটিং শেষ করলাম। প্রচন্ড ঝুকিপূর্ণ একটি কাজ ছিল আমাদের সবার জন্য।  তার উপর ঝড়, বৃষ্টি সবকিছু মিলিয়ে পুরো টিমের সবাই প্রচন্ড পরিমাণ কষ্ট করেছে। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি ভালো কাজের জন্য আর্টিস্ট এবং কলাকুশলী  সবাই ঝাপিয়ে পরেছে। সবার একটাই চেষ্টা  ছিলো,ভালো কাজ করার। আমরা আমাদের বেস্ট এফোর্ট দিয়ে "বিদেশ" এর শুটিং করেছি। আশাকরি এই ঈদে "বিদেশ" আপনাদেকে অন্যরকম বিনোদন দিবে। আর এই কাজটির জন্য যিনি আমাকে পেছন থেকে সবচেয়ে বেশি সাপোর্ট এবং সাহস দিয়েছেন, তিনি আমাদের প্রোডিউসার "আকবর হায়দার মুন্না " ভাই। তাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি বিশাল এবং সাহসী কাজের পরিকল্পনা করার জন্য। ধন্যবাদ মাসুদ ভাইকে

নাটকটিতে অভিনয় করেছেন জিউয়াল হক পলাশ, মিশু সাব্বির, সাইদুর রহমান পাভেল, জিসান, পারসা ইভানা, লামিমা লাম, শিবলু, আব্দুল্লাহ রানা প্রমুখ। এটি প্রযোজনা করেছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট। ঈদে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। 

কাজল আরেফিন অমি   ওয়েব সিরিজ   বিদেশ   ঈদ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ব্যর্থ হলেন শাকিব খান

প্রকাশ: ০৬:১৯ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা করতে পারলেন না ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। সাইবার ট্রাইব্যুনালের বিচারকের পরামর্শে তাকে ফিরে যেতে হলো।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় সোমবার (২৭ মার্চ) পরবর্তী কার্যদিবসে তাকে আসার পরামর্শ দেন৷  

এর আগে একই দিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল আসামি রহমত উল্লাহকে হাজির হতে সমন জারি করেছেন।  

এ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এর আগে মামলা করতে গুলশান থানা ও ডিবি কার্যালয়ে যান শাকিব। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।  

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

ডিজিটাল নিরাপত্তা আইন   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চরিত্রবান স্বামী খুঁজছেন অহনা!

প্রকাশ: ০৫:২২ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা। রূপের গুণে যেমন নজর কেড়েছেন, অভিনয়গুণে পেয়েছেন প্রশংসা। সম্প্রতি নাটকপাড়ায় কান পাতলেই এই অভিনেত্রীর প্রেমের বিষয়ে গুঞ্জন শোনা যায়। আরেক অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গেই নাকি প্রেম রয়েছে এই অভিনেত্রীর। যদিও এর পক্ষে সঠিক কোনো যুক্তি কেউ দেখায়নি।

বর্তমান সময়ে বেশ কিছু নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম-অহনা। এ থেকেই মূলত গুঞ্জনের ডাল-পালা ছড়িয়েছে। তবে সেসব পাত্তা না দিয়ে একের পর এক নাটকে অভিনয়ে ব্যস্ত সময়ের এই জনপ্রিয় জুটি।

তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের একটি নাটকে অভিনয় করেন এই দুই তারকা। এর গল্পে দেখা যাবে, অহনা একজন চরিত্রবান স্বামী চান।

জানা গেছে, আসছে ঈদ উপলক্ষে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। গোল্লাছুট প্রোডাকশনের ব্যানারে মহিন খানের রচনায় এটি প্রযোজনা করেন শাহীন কবির টুটুল।

এতে শামীম ও অহনা ছাড়াও অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতুসহ অনেকে।

অভিনেত্রী   অহনা   প্রেম  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বৈশাখীতে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’

প্রকাশ: ০৫:০৯ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

বৈশাখী টেলিভিশনে দ্বিতীয় বারের মতো শুরু হতে যাচ্ছে মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত ‘সেরাদের সেরা’- অদম্য প্রতিভার সন্ধানে-২০২৩। অনুষ্ঠানটি ন্যাশনাল মিডিয়া সেন্টারের প্রযোজনায় বৈশাখী টেলিভিশনে পুরো রমজান মাস জুড়ে বিকেল ৫ টা ১৫ থেকে ইফতারের পূর্ব পর্যন্ত প্রচার করা হবে। 

বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে, আল-কোরআন তিলাওয়াত, হামদ/না’ত/ইসলামী গান ও ইসলামী জ্ঞান-এর উপর ইতোপূর্বে যারা ১ম থেকে ৫ম স্থান অধিকার করেছেন সেখান থেকে বাছাইপূর্বক মনোনিতদের নিয়েই এই মেগা রিয়েলিটি শো ‘সেরাদের সেরা’। 

অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতনামা জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্বগণ, বিচারক, অতিথি হিসেবে অংশগ্রহন করবেন। তাদের সঙ্গে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ২৭ রমজান গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি বিএফডিসিরদুই নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানপ্রতিমন্ত্রী এনামুর রহমান এমপি। অনুষ্ঠানটি উপস্থাপনা, পরিচালানা ও প্রযোজনায় ন্যাশনাল মিডিয়া সেন্টারের চেয়ারম্যান এইচ এম বরকতুল্লাাহ।


রিয়েলিটি শো   বৈশাখী টেলিভিশন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ফের বাবা হলেন গায়ক আতিফ আসলাম

প্রকাশ: ০৫:০১ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

ফের বাবা হলেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। বৃহস্পতিবার (২৩ মার্চ) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আতিফ আসলামের স্ত্রী সারাহ। এই দম্পতির এটি তৃতীয় সন্তান।

আনন্দের খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন আতিফ আসলাম। সেখানে নবজাতকের ছবিও দিয়েছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘অবশেষে অপেক্ষার অবসান ঘটল। আমার হৃদয়ের রানী এসেছে। কন্যা এবং স্ত্রী দুজনেই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ।’

কন্যার নাম রেখেছেন হালিমা আতিফ আসলাম। সবার কাছে দোয়া চেয়ে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এই সংগীতশিল্পী।

২০১৩ সালের ২৯ মার্চ সারাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আতিফ আসলাম। এ দম্পতির আব্দুল আহাদ এবং আরয়ান আসলাম নামে আরো দুটি পুত্র সন্তান রয়েছে।

আতিফ আসলাম  


মন্তব্য করুন


বিজ্ঞাপন