কালার ইনসাইড

বাংলাদেশ চলচ্চিত্র সংসদ ফেডারেশনের ৫০

প্রকাশ: ০৪:৩৬ পিএম, ১৯ মার্চ, ২০২৩


Thumbnail বাংলাদেশ চলচ্চিত্র সংসদ ফেডারেশনের ৫০

বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ৫০ বছর পূর্তি উৎসব এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে।জাতীয়ভাবে এই আনন্দঘন সময়কে উদযাপনের লক্ষ্যে গ্রহণ করা হয়েছে বছরব্যাপি নানা কর্মসূচি। আজ রোববার (১৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে বছরব্যাপি এ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এর সমাপনী হবে আগামী ২৮ অক্টোবর। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক কমিটি।    

আয়োজক কমিটি জানায়, বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের যাত্রা শুরু হয় ‘পাকিস্তান চলচ্চিত্র সংসদ’-এর হাত ধরে, ১৯৬৩ সালের ২৫ অক্টোবর। স্বাধীনতার পরে সংগঠনটি নাম বদলে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সংসদ’। ১৯৭৩ সাল নাগাদ দেশে চলচ্চিত্র সংসদের সংখ্যা ছিল ডজনের ওপরে। সে বছর ২৪ অক্টোবর সক্রিয় চলচ্চিত্র সংসদগুলো একত্রিত হয়ে গঠন করে এই আন্দোলনের একটি ফেডারেটিভ বডি। নেতৃত্বে ছিলেন আলমগীর কবির। তখনকার ‘বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ’-ই নানা চড়াই-উৎরাই পেরিয়ে এখনকার

‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অর্থাৎ চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬ দশকপূর্তির সঙ্গে সঙ্গে আন্দোলনের এই ফেডারেটিভ বডিরও পঞ্চাশ বছর পূর্ণ হচ্ছে এ বছর।

আয়োজক কমিটি আরও জানায়, চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশনের ৫০ বছর পূর্তির এই দুই যুগল উপলক্ষ্য উদযাপন করতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ হাতে নিয়েছে বছরব্যাপী কর্মসূচি। তার উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামী ১৯ মার্চ রবিবার সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রবীণ শিল্পী মুস্তাফা মনোয়ার। আরো থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। দেয়া হবে ‘ছয় দশকের সেরা চলচ্চিত্র সংসদ সম্মাননা’। দেখানো হবে চলচ্চিত্র সংসদকর্মী নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’। বছরব্যাপী আয়োজনে আরো থাকবে চলচ্চিত্র উৎসব, সেমিনার, কর্মশালা, স্মারকগ্রন্থ প্রকাশ, প্রামাণ্যচিত্র নির্মাণ ও নৌভ্রমণ। আগামী ৮ থেকে ১৭ জুন হবে চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্রের উৎসব। তার অংশ হিসেবে দুটি সেমিনারও আয়োজন করা হবে। পরে পৃথক একটি সেমিনার আয়োজন করা হবে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ওপর। তাতে প্রবন্ধ উপস্থাপন করবেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক লোটে হোয়েক।

আগামী ১৮ থেকে ২৮ অক্টোবর আয়োজন করা হবে বাংলাদেশের ৫০ বছ বাংলাদেশের ৫০ বছরের শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র উৎসব। তাতে কাহিনিচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- এই তিন বিভাগে সর্বোচ্চ ১০টি করে চলচ্চিত্র বাছাই করা হবে। প্রদান করা হবে ‘বাংলাদেশের ৫০ বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র’ সম্মাননা। অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক  বিপ্লব মোস্তাফিজ বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের ব্যপ্তি বাড়াতে এবং দেশের জাতীয় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে প্রয়োজন নীতিগত সমর্থন। সে জন্য বাংলা চলচ্চিত্র সোসাইটির বিকাশে আরও ক্ষেত্র তির করতে হবে। সরকারি পৃষ্ঠপোশকতা ছাড়াই চলচ্চিত্র সোসাইটি তাদের কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই সর্বোচ্চ অর্জন করতে সক্ষম হয়েছে।   


বাংলাদেশ চলচ্চিত্র   সংসদ ফেডারেশন   ৫০ বছর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মিজু আহমেদ বিহীন ছয় বছর

প্রকাশ: ১০:১৪ এএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয়  অভিনেতা মিজু আহমেদের পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার আজ ছয় বছর। ২০১৭ সালের (২৭ মার্চ)  এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে দিনাজপুর যাওয়ার পথে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে পার হওয়ার সময় ট্রেনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজু আহমেদের মরদেহ কুষ্টিয়া জেলার কোর্টপাড়া পৌর এলাকায় দাফন করা। 

মিজু আহমেদ মূলত খল অভিনেতা হিসেবে বাংলা চলচ্চিত্রে বেশি পরিচিত। তবে একজন প্রযোজক হিসেবেও ঢালিউডপাড়ায় পরিচিতি আছে তার। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও ছিলেন।

১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কয়েক বছর পরে তিনি ঢালিউড চলচ্চিত্রশিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

এ ছাড়া মিজু আহমেদ তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস মুভিজ’-এর ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন।

মিজু আহমেদ ১৭ নভেম্বর ১৯৫৩ সালে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম মিজানুর রহমান। শৈশব থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। পরবর্তী সময়ে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সঙ্গে যুক্ত হন।

বড়পর্দায় এ পর্যন্ত প্রায় ৮০০টি ছবি মুক্তি পেয়েছে তাঁর। তাঁর অভিনীত ছবিগুলো মধ্যে হচ্ছে ‘তৃষ্ণা’ (১৯৭৮), ‘মহানগর’ (১৯৮১), ‘স্যারেন্ডার’ (১৯৮৭), ‘চাকর’ (১৯৯২), ‘সোলেমান ডাঙ্গা’ (১৯৯২), ‘ত্যাগ’ (১৯৯৩), ‘বশিরা’ (১৯৯৬), ‘আজকের সন্ত্রাসী’ (১৯৯৬), ‘হাঙ্গর নদী গ্রেনেড’ (১৯৯৭), ‘কুলি’ (১৯৯৭), ‘লাঠি’ (১৯৯৯), ‘লাল বাদশা’ (১৯৯৯), ‘গুন্ডা নাম্বার ওয়ান’ (২০০০), ‘ঝড়’ (২০০০), ‘কষ্ট’ (২০০০), ‘ওদের ধর’ (২০০২), ‘ইতিহাস’ (২০০২), ‘ভাইয়া’ (২০০২), ‘হিংসা প্রতিহিংসা’ (২০০৩), ‘বিগ বস’ (২০০৩), ‘আজকের সমাজ’ (২০০৪), ‘মহিলা হোস্টেল’ (২০০৪), ‘ভণ্ড ওঝা’ (২০০৬) ইত্যাদি।

‘তৃষ্ণা’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৯২ সালে সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিজু আহমেদ।



মন্তব্য করুন


কালার ইনসাইড

সালমানের ছবি থেকে বাদ পড়লেন কারিনা

প্রকাশ: ০৯:১৭ এএম, ২৭ মার্চ, ২০২৩


Thumbnail

২০১৫ সালে মুক্তি পায় কারিনা কাপুর ও সালমান খান অভিনীত ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’। ব্যবসায়িক সাফল্যের নিরিখে তৎকালীন হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল সেই ছবি। প্রায় ৩০০ কোটি রুপির ব্যবসা করে এটি। ২০২১ সালে জানা যায়, আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব।

আগের ছবিতে কারিনা ও সালমানের জুটি ভালবাসা পেয়েছিল দর্শক মহলে। এবার শোনা গেল, সেই ছবি থেকেই নাকি বাদ পড়লেন কারিনা। সেই জায়গায় দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় এক অভিনেত্রীকে।

এমনিতেই এই মুহূর্তে ভারতীয় সিনেমায় দক্ষিণের দাপট, আন্তর্জাতিক স্বীকৃতি থেকে ব্যবসায়িক সাফল্য— সব দিকেই দক্ষিণী ছবির আধিপত্য। এবার শোনা যাচ্ছে, কারিনার পরিবর্তে ‘বাজরাঙ্গি ভাইজান’ -এর দ্বিতীয় পর্বে থাকছেন পূজা হেগড়ে। ছবির নামও নাকি বদলে ফেলে করা হচ্ছে ‘পবনপুত্র ভাইজান’।

দক্ষিণী ছবিতে একের পর এক হিট দিয়েছেন পূজা। এই ঈদে সালমান খানের বিপরীতে তার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মুক্তি পেতে চলেছে। সেই কারণেই কি কোপ বেবো’র উপর!

এই প্রসঙ্গে ছবি চিত্রনাট্যকার বীজেন্দ্র প্রসাদ বলেন, “আমি ছবির চিত্রনাট্য শুনিয়েছি সালমানকে। ভাইজানের পছন্দ হয়েছে গল্প। নামটাও মনে ধরেছে।”

তবে কারিনাকে এই ছবির দ্বিতীয় ভাগে দেখা যাবে কি না, সেই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি চিত্রনাট্যকার।



মন্তব্য করুন


কালার ইনসাইড

মেহজাবীনকে দেখে চমকে উঠলেন নিশো!

প্রকাশ: ০৪:৪৫ পিএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

মুনিরের বিয়ে ঠিক হয়েছে। তার বাবা চান যত দ্রুত সম্ভব বিয়েটা সেরে ফেলতে। কারণ সময়টা ভালো নয়। পাকিস্তানের শোষণে অতিষ্ঠ হয়ে বাঙালি শেষ পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের খবর। জোয়ান ছেলেরা সব মুক্তিবাহিনীতে যোগ দিচ্ছে। মুনিরের বাবার একটাই ছেলে। তিনি চান ছেলেকে যে কোনো উপায়ে আটকাতে।

উঠতি বয়সী ছেলে, বিয়ে দিলে ঠিক বউয়ের আঁচলে বাঁধা পড়ে যাবে। এই ভাবনা থেকেই পাশের গ্রামেরই সমান সমান ঘরের এক গেরস্থের মেয়ের সঙ্গে সম্বন্ধ পাকা করে দিন তারিখ ঠিক করে এসেছেন তিনি। মেয়ে শিক্ষিত, কলেজে পড়ে। দু’দিন পরই বিয়ে। যোগাড়যন্ত্র শেষ পর্যায়ে।

মুনির মেয়ের ছবি দেখেছে। ভারি মিষ্টি দেখতে। এমনিতে বিয়েতে তার তেমন আপত্তিও ছিল না। কিন্তু এই সময়টাতে বিয়ে, সে কিছুতেই মেনে নিতে পারছে না। সারাদেশ স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, প্রাণ দিচ্ছে মানুষ। আর সে কিনা শিক্ষিত একটা ছেলে হয়ে- এসময় বিয়ে করে বউয়ের সঙ্গে খুনসুটি করবে! আবার বদরাগী বাবাকে মুখের ওপর না করার সাহসও নেই তার। বিয়ের আগের রাতে মুনির মনস্থির করল, সে যুদ্ধে যাবে। বাবা-মার অনুমতি পাওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং একটা চিঠি লিখে রাতের আঁধারেই পালাবে সে। 

এদিকে, মুক্তিবাহিনীতে যোগ দেওয়া ছেলেদের নৌকায় করে বর্ডার পার করে দেয় নরেন মাঝি। অবশেষে নদীর ঘাটে পৌঁছায় মুনির। নৌকায় উঠে সে টের পায় তাতে আরেকটি মানুষ আগে থেকে উঠে বসে আছে। আপাদমস্তক ঢাকা। নৌকায় তারা দু’জন ছাড়া আর কেউ নেই। একটা সময় মুখ ঢেকে বসে থাকা মানুষটি ঘুরে বসে। তাকে দেখে চমকে ওঠে মুনির। সে আর কেউ নয় সালেহা!

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘অসমাপ্ত’। সারওয়ার রেজা জিমির রচনায় এটি নির্মাণ করেছেন তুহিন হোসেন। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ‘অসমাপ্ত’ নাটকটি প্রচার হবে রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আরটিভি’র পর্দায়।

নিশো   মেহজাবিন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হোটেলরুমে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ০৪:৩৪ পিএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মাত্র ২৬ বছর বয়সই থমকে গেল জীবনের গতি। জানা গেছে, ভারতের বেনারসের সারনাথ হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর।

প্রায় এক মাস আগে ১৪ ফেব্রুয়ারি প্রেমের সম্পর্কে জানান দিয়েছিলেন আকাঙ্ক্ষা দুবে। প্রেমিক ও সহ-অভিনেতা সমর সিংয়ের সঙ্গে ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিও পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছিলেন, হ্যাপি ভ্যালেনটাইনস ডে। এর ঠিক মাসখানেকের মধ্যেই আত্মঘাতী হলেন অভিনেত্রী।

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন আকাঙ্ক্ষা। মৃত্যুর আগের রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি। এ ছাড়া মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। তার মাঝেই কিভাবে এই ঘটনা ঘটল রহস্য ঘনীভূত হচ্ছে।

মেরি জং মেরা ফয়সালা ছবির হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। এরপর মুঝসে শাদি করোগি, ভিরোন কে ভির, ফাইটার কিং, কসম পয়দা করনে কি ২-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।

ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের আত্মঘাতী হওয়ার পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। তবে ২৬ বছর বয়সে অভিনেত্রীর এই করুণ পরিস্থিতির নেপথ্যে কে রয়েছেন জানতে উদগ্রীব আকাঙ্ক্ষার ভক্তরা।

অভিনেত্রী   আকাঙ্ক্ষা দুব  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিয়ের আগেই বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ

প্রকাশ: ০৪:২৫ পিএম, ২৬ মার্চ, ২০২৩


Thumbnail

জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের সিনেমাগুলোতে নাম ভূমিকায় অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান হলিউড অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। সেই ‘কিশোর হ্যারি পটার’ এবার বাস্তবে বাবা হতে যাচ্ছেন। ড্যানিয়েল রেডক্লিফের মুখপাত্র পিপল ম্যাগাজিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল রেডক্লিফ এখনো অবিবাহিত। তবে এক দশক ধরে অভিনেত্রী এরিন ডার্কের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। ড্যানিয়েল ও এরিনের এটি প্রথম সন্তান।

নিউ ইয়র্কের রাস্তায় একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন এরিন-ড্যানিয়েল। তার কিছু ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তাতে এরিনের বেবি বাম্প স্পষ্ট।

২০১৩ সালে ‘কিল ইউর ডার্লিং’ সিনেমায় একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল-এরিন। এ সিনেমার শুটিং সেট থেকে তাদের ভালোবাসার গল্প শুরু হয়। বয়সে বড় প্রেমিকার সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন ড্যানিয়েল।

৩৮ বছর বয়সী এরিনকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ৩৩ বছর বয়সী ড্যানিয়েল পিপল ম্যাগাজিনকে বলেন— ‘আমি সত্যি চমৎকার একটি জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।’

হ্যারি পটার   অভিনেতা   ড্যানিয়েল রেডক্লিফ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন