কালার ইনসাইড

ব্যর্থ হলেন শাকিব খান

প্রকাশ: ০৬:১৯ পিএম, ২৩ মার্চ, ২০২৩


Thumbnail

প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা করতে পারলেন না ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। সাইবার ট্রাইব্যুনালের বিচারকের পরামর্শে তাকে ফিরে যেতে হলো।

আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াৎ আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় সোমবার (২৭ মার্চ) পরবর্তী কার্যদিবসে তাকে আসার পরামর্শ দেন৷  

এর আগে একই দিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তিনি একটি মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল আসামি রহমত উল্লাহকে হাজির হতে সমন জারি করেছেন।  

এ প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে এর আগে মামলা করতে গুলশান থানা ও ডিবি কার্যালয়ে যান শাকিব। তবে থানা থেকে মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।  

অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিং চলার সময় সহকারী নারী প্রযোজককে ধর্ষণ ও শিডিউল ফাঁসানোর অভিযোগ তোলেন রহমত উল্লাহ। তবে শাকিব খান দাবি করেন, মিথ্যা অভিযোগ দিয়ে তার সুনাম ক্ষুণ্ণ ও চাঁদা দাবি করছেন রহমত উল্লাহ।

ডিজিটাল নিরাপত্তা আইন   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মাত্র ৪০০ টাকার জন্য প্রযোজকের সঙ্গে ঝগড়া জড়ান সারা আলি!

প্রকাশ: ০৪:২৩ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail

মাত্র ৪০০ টাকার জন্য প্রযোজকের সঙ্গে ঝগড়া! এমনকি, নিজের মা অমৃতা সিংকেও ছেড়ে কথা বলেননি সারা আলি খান! সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা নিজের মুখেই জানালেন অভিনেত্রী ও সাইফ কন্যা সারা আলি খান।

নবাবকন্যা হলেও সারার জীবনযাপন কিন্তু বেশ সাদামাটা। রোজকার জীবনে বেশি দামি পোশাক হোক কিংবা গাড়ি, কোনোটাতেই অভ্যস্ত নন অভিনেত্রী। অভিনেত্রীর মতে, উপার্জনের একটা পয়সাও গুনে গুনে খরচ করেন তিনি।

কোনোকিছুর জন্যই অতিরিক্ত টাকা-পয়সা ওড়ানো তার পছন্দ নয়। এবার আইফা অ্যাওয়ার্ডসে দুবাইয়ে গিয়েও কৃপণতার নজির গড়লেন সারা আলি খান। আইফা অ্যাওয়ার্ডস-এর জন্য আবুধাবিতে যাওয়ার আগে প্রযোজক তাকে বারবার বলেছিলেন, ওখানে গিয়ে ফোনের রোমিং কানেকশন সক্রিয় করতে। কিন্তু দুবাইতে গিয়ে মোটেই তা করেননি অভিনেত্রী।

কারণ ১ দিনের জন্য রোমিং কানেকশনের খরচ করতে রাজি নন তিনি। নিজেই সেকথা ফাঁস করলেন সারা আলি খান। সারা বলেন, “আইফাতে আমি আর ভিকি কৌশল যাই ‘জারা হাটকে জারা বাঁচকে’র প্রচারের জন্য। প্রযোজক দিনুর (দীনেশ বিজন) সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব ছিল আমার। সকালে আমার প্রযোজক আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, ওখানে মাত্র ৪০০ টাকায় রোমিং কানেকশন পাওয়া যায়। দয়া করে নিয়ে নাও।” সেকথা কানে তোলেননি সারা। বরং হেয়ার ড্রেসারের হটস্পট নিয়ে কাজ চালান নবাবকন্যা! 

এখানেই শেষ নয়! সারা আলি খান নাকি নিজের মাকেও ছেড়ে কথা বলেন না টাকা খরচ করলে। সেকথা ভিকি কৌশলই ফাঁস করেন।

ভিকি জানান, সারার মা অমৃতা সিং একটা তোয়ালে ১৬০০ টাকা দিয়ে কিনছিলেন বলে কি ঝগড়াটাই না করলো সারা!” সেকথা অবশ্য অস্বীকার করেননি অভিনেত্রী। এরপর নিজেই নিজেকে রসিকতা করে ‘কিপটে’ বলে আখ্যা দেন।

সারা আলি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শাকিব খান আমাদের দেশের চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর: মাহফুজ আহমেদ (ভিডিও)

প্রকাশ: ০৩:৪২ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail

নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা মিলবে দেশের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের। প্রহেলিকায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রহেলিকার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করেছেন তারা। শুক্রবার (২ জুন) রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির মুক্তি উপলক্ষে আড্ডায় মেতে ওঠেন মাহফুজ-বুবলী। পাশাপাশি ’প্রহেলিকা’ নিয়ে উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তারা। 

এসময় ছবির নায়িকা বুবলী বলেন, দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। এখানে আমার চরিত্রটির নাম অর্পা। সেই মেয়েটি দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে। 



এদিকে দীর্ঘ আট বছর পর ফিরছেন অভিনেতা মাহফুফ আহমেদ। আড্ডায় তিনি বলেন, প্রহেলিকা’র গল্পটা আমরা এখনই ফাঁস করতে চাই না। এমনকি গল্পের ধারনাটিও বলতে চাই না। তবে এটুকু বলি, যে কোনও মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা। শুধু এতটুকু বলতে চাই সিনেমাটাও দেখুন। সুন্দর একটি গল্প পাবেন, প্রেম পাবেন, দ্রোহ পাবেন, আনন্দও পাবেন।

শাকিব খানের কথা উল্লেখ করে মাহফুজ আহমেদ বলেন, শাকিব খান আমাদের দেশের বাংলা চলচ্চিত্রের ব্যান্ড এম্বাসেডর। ঢাকাই চলচ্চিত্রে বড় বিজ্ঞাপন শাকিব খান। তিনি ছাড়া বড় বিজ্ঞাপন আর কিছুই নেই। এবার ঈদে বুবলী আমার সাথে বড় পর্দায় আছে যার ফিল্মের যার কোন অস্তিত্ব নেই। সেই জায়গা থেকে ঝুঁকিতে আছেন বুবলী। 

তিনি বলেন, আমার নিজের প্রতি একটু আশার বাণী আছে। একজন মানুষ এবং অভিনতা হিসেবে আমি অনেক আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, আমাদের ‘প্রহেলিকা’ পুরো ছবিটা মোর দ্যান সুপারস্টার। এ কারণে বলতে পারি ছবি নিয়ে দুশ্চিন্তা করছি না। 

জামাল হোসেন ও রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিক’ সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ এবং সাবিহা জামান প্রমুখ।


মাহফুজ আহমেদ   শাকিব খান   বুবলী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ঢাকায় আসছেন অনুপম রায়

প্রকাশ: ০৩:২০ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail

এবার ঢাকার এক কনসার্টে গাইবেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে গাইবেন তিনি। এই কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল থাকছে।

পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম বলেন, দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে, জুনের মাঝামাঝির দিকে টিকিট বিক্রি শুরু হবে।

এর আগে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। সেই দিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেন তিনি।

সংগীতশিল্পী   অনুপম রায়  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বলিউড তারকাদের শোক

প্রকাশ: ০২:৪৭ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail

ভারতের ওড়িশার বালেশ্বরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ২৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৯০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সালমান খান, জুনিয়র এনটিআর, অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া বিবেক অগ্নিহোত্রী, মনোজ বাজপেয়ী, সনু সুদ সহ একাধিক বলিউড তারকা।

মনোজ বাজপেয়ী টুইট করেছেন, খুব ভয়ংকর! খুবই দুঃখজনক!

সানি দেওল লিখেছেন, ওড়িশার বালেশ্বরে দুঃখজনক ট্রেন দুর্ঘটনার কথা শুনে মর্মাহত। নিহতদের পরিবারের জন্য সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।

সালমান খান টুইটারে লিখেছেন, দুর্ঘটনার খবর পেয়ে মর্মাহত। সৃষ্টিকর্তার কাছে মৃতদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় আহতদের পরিবারকে পরিস্থিতি সামলে নেয়ার শক্তি দিন সৃষ্টিকর্তা।

পরিণীতি চোপড়া লিখেছেন, ওড়িশার ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য আমি প্রার্থনা করছি। পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের জন্য শক্তি খুঁজে পেতে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরোগ্য কামনা করছি। ঈশ্বর সকলের পাশে থাকুন।

অক্ষয় কুমার, ওড়িশার  মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার দৃশ্যগুলো হৃদয় বিদারক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি। 

জুনিয়র এনটিআর টুইটারে লিখেছেন, মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। এই বিধ্বংসী ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি ব্যক্তিদের কথা ভাবছি। এই কঠিন সময়ে তাদের শক্তি এবং সমর্থন দিন।

সনু সুদ লিখেছেন, ওড়িশার ভয়াবহ ট্রেন ট্র্যাজেডির কথা জেনে গভীরভাবে মর্মাহত। প্রার্থনা এবং গভীর শোক।

ট্রেন দুর্ঘটনা   সালমান খান   জুনিয়র এনটিআর   অক্ষয় কুমার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শাহরুখ-সালমানের সাক্ষাৎকার গ্রহণ করবেন জয়!

প্রকাশ: ০২:৩১ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail

অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। ১৯৯৭ সালে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। টিভি নাটক থেকে চলচ্চিত্রে পা রাখেন জয়। তবে অভিনয়-নির্মাণের চেয়ে বর্তমানে বেশি ব্যস্ত উপস্থাপনা নিয়ে।

জয় স্বপ্ন দেখেন দেশের গণ্ডি পেরিয়ে বলিউড অভিনেতা শাহরুখ খান, সালমান খানের সাক্ষাৎকার গ্রহণ করবেন। শুক্রবার (২ জুন) তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এমন ইচ্ছা পোষণ করেন এই অভিনেতা।

শাহরিয়ার নাজিম জয় বলেন, একেকটা ইন্টারভিউ আমার জন্য একটা জার্নি। শিক্ষা সফর। জ্ঞান অর্জনের ধাপ অতিক্রম করা। এখন আমার স্বপ্ন দেশের গণ্ডি পেরিয়ে অন্তত সালমান খান, শাহরুখ খান, আমির খানের ইন্টারভিউ নেয়া। আপনারা হয়তো বলবেন অসম্ভব। আমি বলব, শুধু অনন্ত জলিলই অসম্ভবকে সম্ভব করে আপনাদের এই ধারণা আমি মিথ্যা প্রমাণ করে দেব ইনশাল্লাহ।

সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের সাক্ষাৎকার নিয়েছেন জয়। এতে ব্যক্তি জীবন থেকে নানা বিষয়ে কথা বলেছেন শাকিব খান। এর ব্যাপ্তী ৬ ঘণ্টা। যদিও পুরোটা প্রচার হবে না। চুম্বক অংশ দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন জয়।

এ বিষয়ে শাহরিয়ার নাজিম জয় বলেন, খুব শিগগির আসছি। শাকিব খানের সঙ্গে অসাধারণ এক গল্প নিয়ে। সাড়ে ৬ ঘণ্টা ব্যাপী ধারণকৃত ইন্টারভিউ। কখনো সমুদ্রে হাঁটতে হাঁটতে বহু দূরে, কখনো পূর্ণিমা রাতে নির্জন ঝাউতলায়। কখনো হোটেলের সুইট রুমে, কখনো বারান্দায়, কখনো পাহাড়ে হাঁটতে হাঁটতে। জীবনে কখনো যা বলা হয়নি, যে কথা শোনার আগ্রহে শাকিব খান প্রেমীরা অধীর অপেক্ষায়। সব কথা আসছে। দারুণ একটি ইন্টারভিউ। যে ইন্টারভিউ নিয়ে মনে প্রশান্তি আসে, তেমন এক ইন্টারভিউ। সব প্রশ্ন করেছি, তিনিও সব উত্তর দিয়েছেন।

সমকালীন অনেকের সাক্ষাৎকার নিয়েছেন জয়। তবে সালমান শাহ, প্রয়াত চিত্রনায়ক মান্নার সাক্ষাৎকার নিতে না পারায় খানিকটা দুঃখবোধ রয়েছে তার। এ বিষয়ে জয় বলেন, জীবনে প্রথম শাবনূর আমাকে ইন্টারভিউ দিয়েছিল। আর সেই দিন শাকিব খান। অনেকে বলে আপনি তো সার্থক উপস্থাপক। আমি বলি না, কারণ আমার একটা দুঃখ রয়ে গেছে। আমি সালমান শাহর ইন্টারভিউ নিতে পারিনি। আমি নায়ক মান্নার ইন্টারভিউ নিতে পারিনি। না নেওয়া তারকার সংখ্যা এখনো অনেক।

শাহরুখ   সালমান   মান্না   সালমান শাহ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন