‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনে এক ছাদের নিচে জড়ো হয়েছিল গোটা বলিউড। পার্টিতে আকর্ষণের কেন্দ্রে ছিল শাহরুখের পরিবার। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সালমানও।
একসঙ্গে
ছবি তুলেছেন সালমান ও শাহরুখের ছেলে
আরিয়ান, যা এখন সামাজিক
মাধ্যমে ভাইরাল!
সামাজিক
মাধ্যমে একটি ভিডিও শেয়ার
হচ্ছে যেখানে সালমানকে গৌরী, আরিয়ান ও সুহানার সঙ্গে
ছবি তুলতে দেখা গেছে। এরপরে
ফটোগ্রাফারদের অনুরোধে একা ছবি তোলার
জন্য সরে যেতে হয়
আরিয়ানকে।
একা
ছবি তোলা শেষ হলেই
সালমানের সঙ্গে ছবি তুলতে চলে
আসেন আরিয়ান। দুজনে এক ফ্রেমে বন্দী
হন। এরপর সালমানের সঙ্গে
হাত মেলান শাহরুখ পুত্র।
সালমানের
সঙ্গে হাত মেলানোর দৃশ্য
দেখে আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। এক ভক্ত লিখেছেন,
‘শাহরুখের ছেলে, এটাকেই বলে সংস্কার। বড়দের
শ্রদ্ধা করা এবং বিনয়ী
হওয়া’। আরেকজন লিখেছেন,
‘তার সালাম দেয়া, হাত মেলানো, বড়কে
সম্মান করা খুব ভালো
লেগেছে। এই ছেলেটি জানে
কাকে কীভাবে সম্মান করতে হয়।’
মুম্বাইয়ের
জিও গ্লোবাল সেন্টারে ‘নীতা মুকেশ আম্বানি
কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে
শাহরুখের পরিবার ও সালমান ছাড়াও
ছিলেন দীপিকা, রণবীর সিং, আলিয়া ভাট,
আমির খান, কিয়ারা আদভানি,
সিদ্ধার্থ মালহোত্রা, সাইফ আলি খান,
কারিনা কাপুর, নীতু সিং, হেমা
মালিনী, করণ জোহর, প্রিয়াঙ্কা
চোপড়া, নিক জোনাস সহ
অনেকে।
মন্তব্য করুন
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা পরীমণি। আলোচনা-সমালোচনা যেন তার পিছু ছাড়ছে না। রুপালি পর্দা সফলভাবে সামলালেও ঘর সামলাতে তিনি যেন হিমশিম খাচ্ছেন। কার কুনজরে এ অবস্থা তা হয়তো সময়ই বলে দেবে। তবে কিছুদিন পরপর যে ঘটনাগুলো ঘটছে তাতে নিশ্চিত করেই বলা যায়- এ যেন সুখের ঘরে দুঃখের হানা।
সম্প্রতি পরীমণির স্বামী শরীফুল রাজ, সুনেরাহসহ কয়েকজনের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিষয়টি নিয়ে এখনও চর্চা চলমান। সেই চর্চায় হঠাৎ আবির্ভাব সিনিয়র এক নায়িকার। পরীমণি তাকে ‘দিদি’ সম্বোধন করে আজ বৃহস্পতিবার একটি স্ট্যাটাস দিয়েছেন। দিদির নাম উহ্য রেখে এক হাত নিয়েছেন এই নায়িকা, দিয়েছেন কঠোর হুঁশিয়ারি।
পরীমণি ফেসবুক পোস্টে লিখেছেন, এবার কিন্তু আর ছেড়ে কথা বলব না। দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না-করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানায়ে দিছিলেন আমাকে। বাড়ি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পরতে যাবেন না দিদি।
হুমকিটা স্পষ্ট। তবে পরীমণি কাকে দিলেন এই হুমকি চলচ্চিত্রসংশ্লিষ্টদের না-চেনার কথা নয়। এবার দেখা যাক ‘দিদি’ এই হুমকি কীভাবে নেন।
মন্তব্য করুন
পরীমণি রাজ ভিডিও ফাঁস মা সন্তান
মন্তব্য করুন
মন্তব্য করুন
পরীমণি রাজ ভিডিও ফাঁস মা সন্তান
মন্তব্য করুন
মন্তব্য করুন
কত কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সাথে আমি! অথচ আমি আপনাদের সবার সাথে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেড়ানোর সিঁড়িটার মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্য। আপনাদের মধ্যে অনেকেই বলছিল আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্য। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেলো...