কালার ইনসাইড

ঈদের ২য় দিন টিভিতে যা যা দেখতে পারেন

প্রকাশ: ০২:৫৯ পিএম, ২৩ এপ্রিল, ২০২৩


Thumbnail

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের ২য় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

আরটিভি

সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘শ্বশুড়বাড়ী জিন্দাবাদ ২’। অভিনয়ে বাপ্পী, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’। অভিনয়ে অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, তারিক আনাম খান। বিকেল ৫টায় বিশেষ ফোক সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘দমকা হাওয়া’। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ধারাবাহিক নাটক ‘তিন টেক্কা’। অভিনয়ে ড. এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহমেদ। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘আমাদের মধ্যে প্রেম ছিল’। অভিনয়ে সাফা কবির, সায়েদ জামান শাওন। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘হানিমুন হট্টগোল’। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান। ৯টা ৪০ মিনিটে নাটক ‘পজেসিভ গার্লফ্রেন্ড’। অভিনয়ে মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি। রাত ১১টায় নাটক ‘গুড ফ্রেন্ড গুড লাভার’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।

বাংলাভিশন

সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘হিরো দ্য: সুপারস্টার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘জোৎস্নাহারা’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। বিকেল ৫টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘হুলুস্থুল’। অভিনয়ে মারজুক রাসেল, পাভেল, সালহা নাদিয়া। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নাটক ‘পোস্টম্যান’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘ও প্রজাপতি’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঘুডু’। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, তানিয়া বৃষ্টি, মুকিত জাকারিয়া।  রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘লাভ ট্র্যাপ’। অভিনয়ে অপূর্ব, চমক। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘তোমাকে খুঁজে বেড়াই’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।

বৈশাখী

বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘মনের সাথে যুদ্ধ’। অভিনয়ে মান্না, পূর্ণিমা, বাপ্পারাজ। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘সিঁড়ি’। অভিনয়ে মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জামাই বাজার-৩’। অভিনয়ে অহনা রহমান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ড্যামকেয়ার’। 

অভিনয়ে আরফান আহমেদ, মিহি আহসান, রাশেদ মামুন অপু। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘কন্ট্যাক্ট ম্যারেজ’। অভিনয়ে তানজিকা আমিন, মৌসুমী হামিদ। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দুই জামাই’। অভিনয়ে জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। অভিনয়ে তানজিকা আমিন। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভণ্ড প্রেমিক’। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘হোটেল ফাইভ স্টার’। অভিনয়ে অহনা রহমান, অলিউল হক।

দীপ্ত

সকাল ৯টায় সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বেলা ১টায় সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অভিনয়ে সিয়াম, পরীমনি। বিকেল ৪টায় ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। অভিনয়ে সোহেল মণ্ডল, সুনেরাহ বিনতে কামাল। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। অভিনয়ে আজিজুল হাকিম, নাদিয়া আহমেদ, শ্যামল মাওলা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। অভিনয়ে সাফানা নমনি, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা। রাত ৮টায় একক নাটক ‘ভালোবাসি তোমায়’। অভিনয়ে অপূর্ব, নীলাঞ্জনা নীলা। রাত ৯টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘গিরগিটি’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার। রাত ১০টা ৫ মিনিটে নাটক ‘সাইন্স এর টিউটর’। অভিনয়ে জোভান, আফরিন মহনা, সাবেরী আলম। রাত ১১টা ১০ মিনিটে নাটক ‘হলুদ মরিচ’। অভিনয়ে মিশু সাব্বির, পারসা ইভানা।

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: স্পাই লাভ, রচনা: মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা: রুবেল হাসান, অভিনয়ে: অপূর্ব, সাবিলা নূর, অপু, সাবেরী আলম। বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: আই ওয়াশ, পরিচালনা: আদিবাসী মিজান, অভিনয়ে: নিলয়, হিমি, তারিক আনাম খান। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: নেভার সিরিয়াস, রচনা: ইশতিয়াক আহমেদ, পরিচালনায়: মাবরুর রশীদ বান্নাহ, অভিনয়ে: মুশফিক ফারহান, কেয়া পায়েল। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সর্দার সোলায়মান, পরিচালনায়: রুলীন রহমান, অভিনয়ে: মোশাররফ করিম, নাদিয়া মীম। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: জাস্ট মৌমিতা, রচনা ও পরিচালনা: শাহনেওয়াজ রিপন। অভিনয়ে: মোশাররফ করিম, তানহা তানিয়া।

চ্যানেল নাইন

সন্ধ্যা ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: হানিমুন প্যারা, পরিচালনা: আশরাফুল আলম বাবলু, অভিনয়ে: সেলিম রেজা, নিঝুম রাভিনা, চমক তারা, জাহিদ বাবুল প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: গালর্স হোস্টেল, পরিচালনা: শাহরুখ হোসাইন, অভিনয়: রেহনুমা মোস্তফা, মুনা, রিদি, আশিক খান প্রমুখ। রাত ৭টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বক্কর, পরিচালনা: সাগর জাহান, অভিনয়ে: মারজুক রাসেল, নাদিয়া নদী, চাষী ইসলাম, শামীমা নাজনীন, রোমেল প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: রাতের রানী, পরিচালনা: তুহিন হোসেন, অভিনয়ে: ইন্তেখাব দিনার, সামিরা খান মাহি। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: চাঁদ হাসে আরো আসে, পরিচালনায়: আরিফ খান, অভিনয়ে: সাদিয়া ইসলাম মৌ, গোলাম কিবরিয়া তানভীর, ডলি জহুর, দিলারা জামান, আফসানা মিমি প্রমুখ। ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নিউ জানি, পরিচালনায়: মাবরুর রশীদ বান্নাহ, অভিনয়ে: আরশ খান, মাহিমা প্রমুখ।

এনটিভি

দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম: গাড়িওয়ালা। রচনা: স্বাধীন শাহ। গল্প ও পরিচালনা: শামীম জামান। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, শামীম জামান, আহসানুল হক মিনু, শেলী আহসান প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: ওয়াদা। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশী, মাসুম বাশার, জয়রাজ, শিরিন আলম, হান্নান শেলী, পারভেজ, শ্রাবন্তী শ্রাবণ প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: ঢোল মজিদ। রচনা: জুয়েল এলিন। পরিচালনা: সোহেল হাসান। অভিনয়ে: মোশাররফ করিম, ময়মুনা মম, রেশমী আলম, শেখ মাহবুব প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: একটি ভীষণ একা ছেলে। গল্প: জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। চিত্রনাট্য: মেহেদী হাসান জনি ও আরিফুল ইসলাম পাঠক। পরিচালনা: মেহেদী হাসান জনি। অভিনয়ে: অপূর্ব, কেয়া পায়েল, ডলি জহুর, মম আলী, মিলি বাশার, মাসুম বাসার, পাপিয়া প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: চ্যাম্পিয়ন চোর। রচনা: রুহুল আমিন পথিক। পরিচালনা: নাজমুল রনি। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার, রকি খান প্রমুখ।

মাছরাঙা

বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘বিশ্বসুন্দরী’। অভিনয়ে সিয়াম, পরীমনি। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ২/২ লাভ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘অংক স্যার’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী। রাত ৮টায় নাটক ‘ফেক হানিমুন’। অভিনয়ে তৌসিফ, তাসনিয়া ফারিণ। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সুরেলা সুলতান’। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ফুল ফোটানোর দিন’। অভিনয়ে অপূর্ব, মম। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘কল মি’। অভিনয়ে খায়রুল বাসার, চমক।

নাগরিক

সকাল ৮টায় সিনেমা ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘তোমাকে বউ বানাবো’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বিকেল ৫টায় সিনেমা ‘লাভার নাম্বার ওয়ান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘লাভ ট্রিপ’। অভিনয়ে ইমতু রাতিশ, নাদিয়া মীম। রাত ৮টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্যারাডাইস লস্ট’। অভিনয়ে মায়মুনা মম, হোসাইন নিরব, শহীদুজ্জামান সেলিম। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘কবিতার চার লাইন’। অভিনয়ে জোভান, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘আই লাভ ইউ ট্যু’। অভিনয়ে পরি, জাহের আলভী, তিথি।


শাকিব খান   অপু বিশ্বাস   মান্না   পূর্ণিমা   বাপ্পারাজ   পরীমনি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এফডিসিতে মারামারি, শতাধিক সংবাদকর্মী আহত

প্রকাশ: ০৯:০২ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সাংবাদিকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও তার ক্যামেরাম্যানসহ শতাধিক সংবাদকর্মী আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন।

ঘটনাস্থলে সাংবাদিক মিঠুন আল মামুন বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বলেই আমরা এসেছিলাম। সংবাদ সংগ্রহের জন্য এফডিসিতে আসি। কিন্তু এইভাবে সহকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করছি।

সাংবাদিকদের অভিযোগ এই হামলার পেছনে বেশ কয়েকজন শিল্পীও জড়িত।

রাত সাড়ে ৭ টার দিকে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের কাছে নানা দাবি দাওয়া তুলে ধরা হয়।

বিষয়টি সাংবাদিক ও শিল্পী দুই পক্ষ বসে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে একজন ইউটিউবার আপত্তির প্রশ্ন করেন। যেটি উপস্থিত শিল্পীদের একটি অংশ মেনে নিতে পারেননি। তারা ওই ইউটিউবারকে বেধড়ক পেটান। এ সময় কিছু সাংবাদিকও মারামারিতে জড়িয়ে পড়েন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মারামারির সূত্রপাত।


এফডিসি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

প্রকাশ: ০৭:৫৮ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবার ঈদের আগে থেকে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত। এবার সেই বুবলীকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি।

ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান, শাকিবের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার। সময় নিচ্ছেন তারা। কিন্তু আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা।

এবার বুবলীকে নিয়ে সুরুজ বাঙালি বলেন, এখন শাকিব-অপু দুজনেই ভালো আছেন। কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাচ্ছে বুবলী। শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলী। তাকে ধরে ১০টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই ওপরে উঠিয়েছে।

তিনি আরও বলেন, এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত। তবে এই বিষয়টা জানতো না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি মেয়েসন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে। কিন্তু বীর তো শাকিবের নিজের রক্তের। এ জন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব।

এই কৌতুক অভিনেতা বলেন, বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এক হয়েছেন, তখন তাদের মধ্যে বুবলীর নাক গলানোর কী প্রয়োজন?

প্রসঙ্গত, ২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন বুবলী। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তারা। ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবিবাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন বুবলী। এরপর একদিন পরই একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী।

বুবলী   সুরুজ বাঙালি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ভারতের পদ্মশ্রী পুরস্কার পেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যা

প্রকাশ: ০৯:০০ এএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক গ্রহণ করলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

এদিকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধ্যাপক (ড.) রেজওয়ানা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করেছেন। তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সঙ্গীতশিল্পী, রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিতপ্রাণ অনুশীলনকারী।

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন। তারপরই রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে পুরস্কারগুলো।

এ বছর দেশটির সরকার বিভিন্ন ক্ষেত্রে ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। এদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।

প্রসঙ্গত, রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি বুলবুল ললিতকলা একাডেমিতেও পড়াশোনা করেছেন। তিনি ‘সুরের ধারা’ নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন।

রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে এ পর্যন্ত বহু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘এলাম নতুন দেশে’, ‘মাটির ডাক’, ‘গেঁথেছিনু অঞ্জলি’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’ ও ‘ছিন্নপত্র’ ইত্যাদি।

সঙ্গীতে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সঙ্গীত পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। এর আগে ভারতে বঙ্গভূষণ সহ বেশ কিছু পদক পেয়েছেন তিনি।


ভারত   পদ্মশ্রী   পুরস্কার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লোকসভা ভোট: ডিপফেক ভিডিও নিয়ে বলিউডে দুশ্চিন্তা

প্রকাশ: ০৩:৩৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের লোকসভা নির্বাচন কেন্দ্র করে বলিউড তারকাদের কিছু ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়েই শুরু হয়েছে হইচই।

ডিপফেক ভিডিও দেখা গেছে, গুলোতে দুই বলিউড সুপারস্টারকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক সমালোচনা করেছেন। একই সঙ্গে তারা চলমান লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে।

ভাইরাল দুই ভিডিওর মধ্যে ৩০ সেকেন্ডের একটি ভিডিও আমির খানের এবং ৪১ সেকেন্ডের আর একটি ভিডিও রণবীর সিংয়ের। ওই ভিডিওতে এই দুই সুপারস্টারকে বলতে শোনা গেছে, মোদি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে তিনি ব্যর্থ হয়েছেন।

এছাড়া গত দুই মেয়াদের ক্ষমতায় তিনি অর্থনৈতিক সংকটে রোধেও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেন নাই। 

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত এই ভিডিও’র শেষে কংগ্রেসের প্রতীক এবং শ্লোগান তুলে ধরা হয়। বলা হয়েছে ‘ভোট হলো অধিকার, কংগ্রেসকে ভোট দিন’। 

আমিরের ভাইরাল ডিপফেক ভিডিও নিয়ে মুম্বাইর থানায় একটি মামলাও করেছে পুলিশ। জানিয়েছে এই ঘটনার সাথে যুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।


ডিপফেক   লোকসভা নির্বাচন   আমির খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

প্রকাশ: ০৩:১৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে সমিতির এক সদস্য টাকা দেয়ার অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন কমিশন বরাবর। তবে গত ১৯ এপ্রিল ভোটগ্রহণের পর এতে ডিপজল জয়লাভ করলে সেই অভিযোগ প্রত্যাহার করেন অভিযোগকারী অভিনেত্রী সাদিয়া মির্জা।

গতকাল রোববার (২১ এপ্রিল) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিজয়ী সভাপতি খল-অভিনেতা মিশা সওদাগর। পর্দার দাপুটে এ অভিনেতা বলেন, ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের যে অভিযোগ জানিয়েছিলেন সাদিয়া মির্জা, সেটি প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিষয়টি আমাদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, এবারের নির্বাচন ২৭ এপ্রিল সম্পন্ন করার কথা থাকলেও একটি প্যানেল আপত্তি জানালে পরে ১৯ এপ্রিল তারিখই চূড়ান্ত রাখা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দিদ্বতা করেন ৪৮ প্রার্থী। প্যানেল দুটি হচ্ছে―মাহমুদ কলি ও নিপুণ আক্তার এবং অন্যটি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।


ডিপজল   অভিযোগ   চলচ্চিত্র শিল্পী সমিতি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন