কালার ইনসাইড

তিন বন্ধুর কাছে দুঃখ প্রকাশ করে যা বললেন শরীফুল রাজ

প্রকাশ: ০৪:০৫ পিএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপ মঙ্গলবার মধ্যরাতে আপলোড করা হয় চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো  মুছে দেওয়া হয়। 

ঘটনার দুইদিন পর রাজ তার ফেসবুক পেইজে একটি স্ট্যাটস দেন যেখানে তিনি তার তিন বন্ধুর কাছে ক্ষমা চেয়ে লিখেন, মানুষ প্রতি মুহূর্তে একটু একটু করে পরিণত হয়। জন্মের পর নিজের পায়ে চলতে শিখতেও কয়েক বছর লেগে যায়। আর ঠিকঠাক কথা বলা শিখতে লেগে যায় আরও কিছু বছর। কিন্তু এই বলা আর চলার যাত্রা কখনও শেষ হয়না। তবে এই যাত্রায় আমরা কিছু মানুষের সাথে পরিচিত হই, যাদের সাথে সুখ, দুঃখ, কাজের আলাপ কিংবা কাজহীন দিনের আলাপ, সুস্থতা এবং পাগলামী সবকিছুই ভাগ করে নেয়া যায়। যাদের সাথে চলার বা কথা বলার বিশেষ কোনো শর্ত থাকে না। শর্ত থাকে কেবল একটাই- সেটার নাম বন্ধুত্ব। 

নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই এমন অনেক বন্ধু রয়েছে- যাদের সাথে আপনারা আভিধানিক শব্দে কথা বলেন না, একসাথে পথ চলার সময় ভবিষ্যৎ ভাবনা নিয়ে পথ চলেন না। যাদের সাথে অনেক বেফাঁস কথা বলেন, কারণ বন্ধুত্ব তো এমনই। লিঙ্গ, বর্ণ, বয়সসহ সকল সীমারেখার উপরে মানুষের বন্ধুত্ব।কিন্তু সমস্যা হয়, যখন কেউ অসৎ উদ্দেশ্যে বন্ধুত্বের মতো সম্পর্কের মাঝখানে লৈঙ্গিক পরিচয়ের সীমারেখা টেনে, ব্যাপারটাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। যখন কেউ বন্ধুদের মধ্যকার দ্বিধাহীন আড্ডার আলাপ টক অব দ্যা টাউনে পরিণত করে। আমিও তেমনই এক সমস্যায় পড়েছি।

আমি গত কয়েকদিন যাবৎ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত, আমার সিনেমার কিছু গল্পের স্ক্রিপ্ট রিডিং করার কথা, এইগুলা নিয়েই আমি ঠিকমতো সময় দিতে পারছিনা। যখনই সময় পাচ্ছি গল্পের ভিতরে ঢুকে যাচ্ছি, তারমধ্য হঠাৎ করে কে বা কারা এসব করে আমাকে হেনস্তার শিকার করছে যা ভাবতেই আমি হতবাক হয়ে গেলাম। আমাকে নিয়ে শেষ যতদিন থেকে নানাবিধ সত্য মিথ্যার মিশ্রণে ঘটনার চাউর করছে আমি তার শুরু থেকেই নীরব ছিলাম। কিন্তু নীরবতা মানেই দূর্বলতা না। 

আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারো কাছে আছে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গের নিতান্ত বন্ধুত্বের আড্ডার ঘটনা লিক করে দেয়। যে বা যারা এই কাজ করেছে, তাঁদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে। 

আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি; যারা আমার খুব ভাল বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোন লিঙ্গ নেই। আমার কারণে তাঁদের হেনস্তার শিকার হতে হলো বলে। আমার সকল শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি- বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দ্যেশে স্প্রেড করে মিসলিড করা হয়েছে বলে। বহুবার হোঁচট খেয়েই তো হাঁটতে শিখেছি! আবারও হোঁচট খেলাম। আপনাদের দোয়া ও ভালোবাসা সাথে থাকলে নিশ্চয় আরো পরিণত হবো, শিখবো অতীতের ভুল থেকে। আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন। কারণ আপনাদের সমর্থন ছাড়া একজন শরিফুল রাজ কিছুই নয়।  জগতের সকল প্রাণী সুখী হোক। সবাইকে ভালোবাসা ও শুভকামনা।


রাজ   পরীমনি   ভিডিও   ভাইরাল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সালমানের টাইগার থ্রির টিজার নিয়ে যা বললেন শাহরুখ খান

প্রকাশ: ১২:৩৮ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

‘টাইগার থ্রি’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ‘জাওয়ান’ কানেকশন খুঁজে পেয়েছে নেটিজেনরা। এবার সালমান খানের হয়ে গলা ফাটালেন শাহরুখ খান। দুই খানের বন্ধুত্বের কথা বলিউড ইন্ডাস্ট্রি থেকে অনুরাগীমহলের সবারই জানা। এবার টাইগার থ্রির হয়ে গলা ফাটালেন বলিউড কিং শাহরুখ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শুটের অবসরে এক্স হ্যান্ডেলে প্রশ্নত্তোর পর্ব করেন শাহরুখ। সেখানেই ভক্তরা টাইগার থ্রির প্রথম ঝলক টিজার নিয়ে কিং খানের প্রতিক্রিয়া জানতে চান। নজর এড়ায়নি তার। জওয়ান-এর হাজার কোটির ক্লাবে প্রবেশের উদযাপনের মাঝেই সালমানের আগামী সিনেমার প্রচার করলেন শাহরুখ।

টাইগার থ্রির টিজারের ব্যাপারে তিনি বলেন, এটা তো টিজার শুধুমাত্র। টাইগার… পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত… এটা দুর্ধর্ষ সিনেমা হতে চলেছে।

আরেক স্ট্যাটাসে শাহরুখ বলেন, ভাই ভাই-ই হয়... টাইগার থ্রির ঝলক দারুণ লেগেছে।

প্রসঙ্গত, টাইগার থ্রির টিজারের জন্য বছরখানেক ধরেই অধীর আগ্রহে ছিলেন ভক্তরা। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। এদিকে, টিজার রিলিজ করেই যেন দিওয়ালির বক্স অফিসে দামামা বাজানোর ঘোষণা দিলেন সালমান। অন্যদিকে, একঝলক টিজার দেখেই ‘ভাইজান’ ভক্তরা ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন যে, শাহরুখের ব্লকবাস্টার দুই সিনেমা পাঠান ও জাওয়ানের হাজার কোটির রেকর্ডও ভেঙে ফেলবেন সালমান।



সালমান খান   টাইগার থ্রি   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হেনস্থার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন নিত্যা মেনন

প্রকাশ: ০৯:২৮ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

সিনেমার শ্যুটিং সেটে এক তামিল অভিনেতার হাতে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন ভারতের দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী নিত্যা মেনন।

কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাইরাল হওয়া বিবৃতিতে দাবি করা হয়, নিত্যা নাকি কোনো এক সাক্ষাৎকারে বলেছেন- “তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করতে আমার কখনো কোনো সমস্যা হয়নি। তবে তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে আমি খুব ভুগেছি। একটা ছবির শুটিং চলাকালীন তো সেই ছবির নায়ক আমাকে হেনস্থা পর্যন্ত করেছিলেন।”

বিবৃতি ভাইরাল হওয়ার পরই জল্পনা বাড়তে থাকে ওই অভিযোগ ঘিরে। এবার বিষয়টি মুখ খুললেন অভিনেত্রী নিজে। নিত্যা জানান, তার এই অভিযোগের খবর নাকি একেবারেই মিথ্যা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় নিত্যা লেখেন, “এটা সম্পূর্ণ ভুল একটা খবর। আমি এই সাক্ষাৎকারটাই দিইনি। কেউ যদি জানেন যে এই অভিযোগের রটনা কে ছড়ানো শুরু করেছেন, তাহলে আমাকে দয়া করে জানান। এমন ভুয়া খবর রটানো নিয়ে আমি তার সঙ্গে একবার কথা বলতে চাই।”

এখানেই থামেননি অভিনেত্রী। সাংবাদিকদের উদ্দেশ্যে নিত্যা লেখেন, ‘‘সাংবাদিকতার নামে এমন মিথ্যা রটনা ছড়িয়ে বেড়ানোর বিষয়টাই খুব দুঃখজনক। দয়া করে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করুন।”

যেমন বলা, তেমন কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ওই বিবৃতি প্রকাশের কিছুক্ষণ পরেই রটনার জন্য দায়ী ব্যক্তিকে খুঁজেও বের করেন নিত্যা। তারপর অভিনেত্রী আবার লেখেন, “আমরা কেউ এখানে অনন্তকাল ধরে থাকার জন্য আসিনি। সেই সময়ের মধ্যেও লোকজন একে অন্যের সঙ্গে এমন ব্যবহার করার আগে একটুও ভাবেন না। এই ধরনের অকাজ খুব শিগগিরই বন্ধ হওয়া উচিত।

‘ওকে কানমানি’, ‘মেরসাল’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। শুধু দক্ষিণী ছবিতেই নয়, হিন্দি ছবি ‘মিশন মঙ্গল’-এ অক্ষয় কুমার, বিদ্যা বালন, তাপসী পান্নু, সোনাক্ষী সিনহার মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন তিনি।



নিত্যা মেনন   দক্ষিণী সিনেমা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ছুরি হাতে নাচছেন ব্রিটনি স্পিয়ার্স

প্রকাশ: ০৭:৪৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স

সাহসী স্টাইল ও বিতর্কের জন্য চর্চায় থাকেন পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ব্রিটনি স্পিয়ার্সকে আশ্চর্যজনক কীর্তি করতে দেখা যাচ্ছে।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ব্রিটনি স্পিয়ার্সকে হাতে ছুরি নিয়ে সাহসীভাবে নাচ করতে দেখা গেছে। পপ সম্রাজ্ঞীর দুর্দান্ত নাচের শৈলি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। দেখুন সেই ভিডিও-

টক্সিক সিঙ্গার পলকা ডট ব্রালেট টপের সাথে, সাদা অন্তর্বাস পরেছেন। ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি আজ রান্নাঘরে ছুরি নিয়ে খেলা শুরু করেছি!!! চিন্তা করবেন না আসল ছুরি নয়!!! হ্যালোইন আসছে শীঘ্রই।’ যদিও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনও মিউজিক শোনা যাচ্ছে না। গায়িকার কাণ্ড দেখে বাড়ির পোষ্য সারমেয়রাও রীতিমতো ভয়ে পেয়ে যায়, সেই স্থান থেকে তারা পালিয়ে যায়।

এই ভিডিও শেয়ার করার পর একই পোশাকে আরও একটি ভিডিও শেয়ার করেছেন ব্রিটনি স্পিয়ার্স। সেই নাচের ভিডিয়োতে তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। অনেকেই মনে করছেন নাচের তালে তালে ছুরি ঘোরাতে গিয়ে হয়তো হাতে চোট পেয়েছেন গায়িকা। আসলে ওটা স্টাইলের জন্য হাতে বেঁধেছেন ব্রিটনি স্পিয়ার্স।

কিছু দিন আগেই বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন স্যাম আসগারি আর ব্রিটনি স্পিয়ার্স। পপ সম্রাজ্ঞী তিনি। তাকে দেখে টুপটাপ প্রেমে পড়েন আট থেকে আশি। তবে একইভাবে বারবার প্রেমে পড়েন ব্রিটনি নিজেও।

২০০৪ সালে প্রথমবার বিয়ে করেন ব্রিটনি। ছোটবেলার বন্ধু জেসনকে বেছে নিয়েছিলেন সঙ্গী হিসেবে। তবে সেই বিয়ে ভেঙেছিল মাত্র ৫৫ ঘণ্টায়। পর তিন দিন গড়াতে না গড়াতেই পুলিশ এসে তুলে নিয়ে যায় জেসনকে। তারপর বিচ্ছেদ।

দ্বিতীয় বিয়ে করেন কয়েক মাসের মধ্যেই। সাবেক গায়ক তথা ডিজে মাস্টার কেভিন আর্ল ফেডারলাইনের সঙ্গে। দুই সন্তানও হয় তাদের। তবে তা ভেঙে যায় ২০০৬ সালে। এরপর বহু বছর পর ২০২২ সালে বিয়ে হয় স্যাম আসগারির সঙ্গে। তবে তাও বছর ঘুরতে না ঘুরতেই ভাঙতে চলেছে।

জানা যাচ্ছে, স্যাম ব্রিটনির উপরে এনেছে প্রতারণার অভিযোগ। বউয়ের পরকীয়া নাকি হাতেনাতে ধরে ফেলেছেন তিনি। আর এই নিয়ে দুজনের মারাত্মক ঝামেলাও হয়েছে। যা গড়িয়েছে হাতাহাতিতে। তারপরই স্যাম ঠিক করেন তিনি ডিভোর্স ফাইল করবে।

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রিটনির স্বামী স্যাম ইতোমধ্যেই বাড়ি ছেড়ে চলে গেছেন এবং অন্যত্র বসবাস করছেন। কয়েকমাস ধরেই ব্রিটনিকে এড়িয়ে চলছিলেন স্যাম এই ঝগড়া ও হাতাহাতির কারণেই। তবে বিচ্ছেদের পর, ব্রিটনির থেকে আর্থিক সুবিধে পেতে পারে স্যাম। যদিও এখনই তা স্পষ্ট নয়।




ব্রিটনি স্পিয়ার্স   পপ সম্রাজ্ঞী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিয়েতে কেন ১১ রুপি উপহার নিলেন পরিণীতি-রাঘব?

প্রকাশ: ০৬:৩১ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। গত ২৪ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ জুটির বিয়েতে বলিউড ও রাজনৈতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, বলিউডের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রা, সানিয়া মির্জাসহ একাধিক ভিভিআইপিরা উপস্থিত ছিলেন বিয়েতে। কিন্তু অতিথিদের কাছ থেকে কোনো উপহার গ্রহণ করেননি তারা। এমনকী বর-কনে পক্ষের মাঝেও কোনো বিনিময় হয়নি। তবে মাত্র ১১ রুপি উপহার হিসেবে গ্রহণ করেছেন এই দম্পতি।

মূল্যবান উপহার না গ্রহণ করে মাত্র ১১ রুপি কেন নিলেন পরিণীতি-রাঘব? একটি সূত্র পিঙ্কভিলাকে জানান, রাঘব-পরিণীতি অতিথিদের কাছ থেকে কোনো উপহার গ্রহণ করেননি। নিমন্ত্রিত অতিথিদের এ বিষয়ে আগেই নিষেধ করা হয়েছিল। তবে ‘মিলনি’ অনুষ্ঠানে মাত্র ১১ রুপি উপহার হিসেবে গ্রহণ করেন এই দম্পতি।

‘মিলনি’ অনুষ্ঠান হচ্ছে, বর-কনে পক্ষের অতিথিরা যখন পরস্পরের সঙ্গে পরিচয় পর্ব সারেন, তখন হিন্দু রীতি অনুযায়ী বর-কনেকে আশীর্বাদস্বরূপ মূল্যবান উপহার দেওয়ার রীতি রয়েছে। রাঘব-পরিণীতি এই ‘মিলনি’ অনুষ্ঠানে মাত্র ১১ রুপি উপহার হিসেবে গ্রহণ করেন।

পরিণীতির বিয়েতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া (পরিণীতির চাচি)। পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে তিনি বলেন— ‘ওরা উপহার আনতে মানা করে দিয়েছিল। বিয়েতে কোনোরকম লেনাদেনা হয়নি।’


পরিণীতি   রাঘব   বলিউড অভিনেত্রী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ফের বাবা হচ্ছেন জিৎ

প্রকাশ: ০৫:৩৪ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

টলিউডে এখন দ্বিতীয় সন্তান আসার ধুম লেগেছে। জুন মাসেই দ্বিতীয় প্রেগন্যান্সির খবর দেন রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গায়ক অনীক ধর মেয়ের পর পুত্র সন্তানের বাবা হয়েছেন চলতি মাসেই।

আর এবার দ্বিতীয়বার বাবা হতে চলার খবর শেয়ার করলেন সুপারস্টার জিৎ। মা হচ্ছেন মোহনা মদনানি। পরিবারের নতুন অতিথি আসার খবর সামাজিমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন অভিনেতা। বিশেষ ফোটোশুটের ছবি পোস্ট করে নায়ক লেখেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারের সদস্য বাড়তে চলেছে। আসতে চলেছে আমাদের দ্বিতীয় সন্তান। সকলের আশীর্বাদ কাম্য।’ মেয়ে হওয়ার ১১ বছর পর নতুন সদস্য আসতে চলেছে।

২০১১ সালে লখনউয়ের এক স্কুল শিক্ষিকা মোহনা রতলানির সঙ্গে সাত পাঁকে বাধা পড়েন তিনি। তাদের মেয়ের নাম নবন্যা। এদিন জিৎ মোহনা আর নবন্যার সঙ্গে চারটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। তিন জনেই পরে আছেন সি গ্রিন রঙের পোশাক। বাবা আর মেয়ের মাঝে মধ্যমণি মোহনা। আর মোহনার বেবি বাম্পে হাত রেখেছেন জিৎ আর নবন্যা।

এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গেছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়াঙ্কা ত্রিপেদী সেই তালিকায় কে নেই। বড় পর্দায় প্রথম বার প্রিয়াঙ্কার সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়ক। অভিনেত্রী লেখেন, “দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের।” অঙ্কুশ লিখেছেন “তোমাদের শুভেচ্ছা। নুসরত লিখলেন, ‘শুভেচ্ছা! গোটা পরিবারকে’।


দ্বিতীয় সন্তান   শুভশ্রী গঙ্গোপাধ্যায়   জিৎ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন