কালার ইনসাইড

শুভ জন্মদিন নন্দিত অভিনেতা আফজাল হোসেন

প্রকাশ: ০২:৪৫ পিএম, ১৯ জুলাই, ২০২৩


Thumbnail

নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের জন্মদিন আজ (১৯ জুলাই)। ১৯৫৪ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছেন তিনি। জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯ পা রাখলেন এই অভিনেতা।

জন্মদিন প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, নিজের জন্মদিন নিয়ে খুব বেশি কিছু আকাঙ্ক্ষা কখনোই থাকে না। প্রিয় কিছু মানুষ দিনটি উদযাপন করার চেষ্টা করেন। তারা আমাকে ভালোবাসেন বলেই এ কাজটি করেন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই।

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তর দশকের শেষ দিকে টেলিভিশন জগতে পা রেখে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আশির দশকে আফজাল হোসেন হয়ে উঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। এ ছাড়া চলচ্চিত্রেও প্রশংসা কুড়িয়েছেন গুণী এই অভিনেতা।

মডেলিং ও বিজ্ঞাপনচিত্রকে শিল্প পর্যায়ে প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক অবদান রয়েছে এই তারকার। একটি পণ্যকে ভোক্তার কাছে উপস্থাপন করার যে পথ তিনি দেখিয়েছেন, সে পথ ধরেই বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রের আজ এতো দূর এগিয়ে আসা।

বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় হয়ে আছেন আফজাল হোসেন।

আশির দশকে তার অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কুল নাই কিনার নাই’, ‘পারলে না রুমালি’, ‘জোহরা’, ‘ওহ দেবদুত’, ‘রক্তের আঙ্গুরলতা’ ইত্যাদি।


আফজাল হোসেন   অভিনেতা   জন্মদিন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অ্যাকশন, ক্ষমতা, বন্ধুত্ব ও প্রতিশোধের মিশেলে প্রকাশ হলো ‘সালার’ এর ট্রেলার

প্রকাশ: ০২:০৫ পিএম, ০২ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল পরিচালিত ও বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস এর ‘সালার’ সিনেমা নিয়ে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে অপেক্ষার পালা শেষ করে প্রকাশ হলো বছরের অন্যতম প্রত্যাশিত সিনেমা ‘সালার’এর ট্রেলার। শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। আর প্রকাশের মাত্র এক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে গেছে অন্তর্জালে।

সিনেমাটির প্রযোজনা সংস্থা হোম্বেল ফিল্মস ‘সালার: পার্ট ১- সিজফায়ার’-এর ট্রেলার প্রকাশ করেছেন যেখানে কেজিএফের মতো বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলেছে। ধুন্ধুমার অ্যাকশন, ক্ষমতা, রক্ত, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির ট্রেলারে ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো।

ট্রেলারে প্রভাসের পাশাপাশি দেখা মিলেছে পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডির মতো তারকাদের। এর মাধ্যমে মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন তেলেগু সিনেমায় অভিষেক করলেন। যশের চরিত্রের সঙ্গে প্রভাসের চরিত্রকে মিলিয়ে দেওয়া হয়েছে এই সিনেমায়।

প্রভাসকে এর আগে অ্যাকশন অবতারে দেখা গেলেও এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। দেবার ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস। পৃথ্বীরাজ তাঁর বন্ধু বরদারাজার চরিত্রে। জগপতি বাবু হয়েছে রাজামান্নার। খানসারে বিশাল সাম্রাজ্য রাজামান্নারের। এর উত্তরসূরি হিসেবে ছেলে বরদারাজাকে বেছে নেয় সে। কিন্তু ডাকাত বংশের এই রাজমুকুট পাওয়া সহজ নয়। রয়েছে ষড়যন্ত্রের কাঁটাতার। বন্ধুর জন্যই রণংদেহি মেজাজে যুদ্ধক্ষেত্রে নামে দেবা।

সম্প্রতি সালারের নির্মাতা প্রশান্ত নীল জানিয়েছেন, তার আসন্ন চলচ্চিত্র ‘সালার : পার্ট ১’ এর পুরো গল্পটি এত দীর্ঘ যে এটি সম্পূর্ণভাবে বর্ণনা করতে দুটি পর্ব লাগবে। ট্রেলারের মাধ্যমেও নির্মাতারা প্রকাশ করেছেন যে সালারের দ্বিতীয় অংশ আসবে। এটি দুই পর্বে প্রায় ৬ ঘন্টার চলচ্চিত্র হিসেবে তৈরি করা যেতে পারে। সেই আভাস পাওয়া গেছে ট্রেলারেও।

প্রশান্ত আরো বলেছেন, ‘সালারের কাছ থেকে কেজিএফের জগত আশা করা উচিত নয় দর্শকদের। সালারের নিজস্ব একটি জগত রয়েছে। এটির নিজস্ব আবেগ এবং চরিত্র রয়েছে। আমি আশা করি লোকেরা সালার দেখবে এর নিজস্ব গল্পের জন্য। আমরা প্রথম দৃশ্য থেকেই সালারের নিজস্ব টোন সেট করেছি।’ ট্রেলার প্রকাশের পর সেই ধারণাই উঁকি দিচ্ছে দর্শকদের মনে।

প্রায় দুই বছর ধরেই চলছে সিনেমাটির নির্মাণ কাজ। অবশেষে ডিসেম্বরের ২২ তারিখে মুক্তি পেতে যাচ্ছে ‘সালার : পার্ট ১- সিজফায়ার’। যদিও একইদিন শাহরুখ খানের ‘ডানকি’ও মুক্তি পাবে। তবে সালারের হাইপ এতো বেশি যে শাহরুখ খানের ডানকিকে বেগ পোহাতে হতে পারে বক্স অফিসে।

উল্লেখ্য, ‘সালার’-এ প্রভাস ছাড়াও অভিনয় করছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবু, ঈশ্বরী রাও, শ্রিয়া রেড্ডিসহ আরও অনেকে। দুই কিস্তিতে নির্মাণ হতে যাচ্ছে সিনেমাটি।


প্রভাস   সালার   পৃথ্বিরাজ সুকুমারন   শ্রুতি হাসান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মুক্তির ১ম দিনে ‘অ্যানিমেল’ এর রহস্য ফাঁস!

প্রকাশ: ০৮:৫৪ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

২০২৩ সালে বলিউডে একাই রাজত্ব করেছেন শাহরুখ খান। বলিউড বাদশাহর মুক্তিপ্রাপ্ত ‘পাঠান ও জওয়ান’ দুটি সিনেমাই হাজার কোটির ঘরে গেছে তার। সালমান খানও মোটামুটি আলোয় এসেছেন ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটির কল্যাণে। তবে দুই খানকে টেক্কা দিচ্ছে রনবীরের ‘অ্যানিমেল’। এরইমধ্যে ‘জাওয়ানে’র রেকর্ড ভেঙেছে। নতুন খবর হলো, আজ শুক্রবার মুক্তির দিন নেটদুনিয়ায় ফাঁস হয়েছে সিনেমাটির আসল রহস্য।

নেটিজেনরা বলছেন, ব্লকবাস্টার হতে চলেছে ‘অ্যানিমেল’। অনেকের মতে, সিনেমাটির পরতে পরতে রয়েছে চমক। রণবীর আর ববি দেওলের থেকে নাকি চোখ সরানো যাবে না। চমকে দেবে ছবির ক্লাইম্যাক্স। যারা ইতোমধ্যেই ছবিটি দেখে ফেলেছেন, তাদের মতে, বলিউডে এর আগে এমন ছবি তৈরি হয়নি।

ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল সিনেমাটির বেশ কিছু দৃশ্য। ফাঁস হলো, রণবীরের এন্ট্রি দৃশ্য, বেশ কিছু অ্যাকশন দৃশ্যও। সঙ্গে ফাঁস হয়েছে সিনেমাটির ক্লাইম্যাক্স। যা নাকি এই সিনেমার আসল চমক।

বলিউডের সিনে বিশ্লেষকদের মতে, মুক্তির দিনই ‘অ্যানিমেল’ গোটা বিশ্বের বক্স অফিসে ১০০ কোটি হাঁকাতে পারে! অন্তত অগ্রীম বুকিংয়ের ঝড়, সেদিকেই ইঙ্গিত করছে। ‘অ্যানিমেল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

যদিও আন্তর্জাতিক অঙ্গনে রণবীর-অনুরাগীর সংখ্যা কিং খানের মত না। তবে ‘অ্যানিমেল’-এর রোমহর্ষক, রোমাঞ্চকর অ্যাকশনের দৃশ্য নিয়ে এরইমধ্যে সর্বত্র হইচই পড়ে গেছে। এছাড়া অগ্রীম বুকিংয়ের নীরিখে সালমানের ‘টাইগার’ ধারেকাছে নেই রণবীরের সিনেমাটির।

ট্রেলারের ব্যাপ্তি ছিল টানা তিন মিনিট ৩২ সেকেন্ড। সাঁড়াশি অ্যাকশন, বাবা-ছেলের সম্পর্কের ক্যালকুলেশন আর হিংস্রতা ও নৃশংসতা— সবই একটু একটু করে উঠে এসেছে ট্রেলারে। লম্বা চুল, দাঁড়ি, গোঁফে দর্শকের মনোযোগ লুফে নিয়েছেন রণবীর। রাশমিকা, ববি দেওল, অনিল কাপুরও ছিলেন অনবদ্য।

প্রসঙ্গত, ২০০ কোটি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। রণবীর, রাশমিকা, অনিল কাপুর, ববি দেওল ছাড়াও অভিনয় করেছেন তৃপ্তি দিমরিসহ আরও অনেকে।


অ্যানিমেল   রনবীর কাপুর   রাশমিকা মান্দানা   ববি দেওল   অনিল কাপুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এ সপ্তাহের ওটিটি: কখন দেখবেন, কোথায় দেখবেন?

প্রকাশ: ০৮:১১ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

প্রতিদিনই দর্শকদের জন্য নতুন সিনেমা এবং ওয়েব সিরিজ অবমুক্ত করছে ওটিটি প্লাটফর্মগুলো। আর তাই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। পুরো সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পায় নানান দেশের, নানান ভাষার কনটেন্ট। সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও বেশ কয়েকটি নতুন সিনেমা ও সিরিজ। এ সপ্তাহে দেখতে পারবেন এমন কিছু বাছাই করা ওটিটি কনটেন্ট তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

সিনেমার নাম: সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি 

নির্মাতা: মোস্তফা সরয়ার ফারুকী

স্ট্রিমিং: চরকি

মুক্তি: ৩০ নভেম্বর

অভিনয়: মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা

গল্পসংক্ষেপ: সিনেমায় থাকছে একজন খ্যাতিমান নির্মাতা ও জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে, সংসার, সন্তান নেওয়া এবং সন্তান নেওয়ার পরের স্ট্রাগলসহ নানা দিক। অটোবায়োগ্রাফি বলেই পরিচালনার পাশাপাশি প্রথমবারের মতো এ সিনেমায় অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সঙ্গে আছেন তাঁর সহধর্মিণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সিনেমার নাম: চিথা

নির্মাতা: এস ইউ অরুণ কুমার

স্ট্রিমিং: ডিজনি হটস্টার

মুক্তি: ২৮ নভেম্বর

অভিনয়: সিদ্ধার্থ, নিমিশা সাজায়ান, অঞ্জলি নাইর, আফিয়াহ

গল্পসংক্ষেপ: সিদ্ধার্থ অভিনীত সিনেমাটি ঈশ্বরান এবং তার ৮ বছর বয়সী ভাতিজির জীবনের গল্প নিয়ে নির্মিত। ঈশ্বরানের সঙ্গে মেয়েটির গভীর বন্ধনের গল্পই ফুটিয়ে তোলা হয়েছে চিথাতে। মেয়েটিকে নিজের মেয়ে হিসেবে গড়ে তোলেন ঈশ্বরান। তাদের সম্পর্কের সূক্ষ্মতা, আবেগ-অনুভূতি উঠে এসেছে এই গল্পের মাধ্যমে। তবে হঠাৎ করে দুজনের জীবনে নেমে আসে দুর্যোগ। ভাতিজিকে হারিয়ে ফেলে ঈশ্বরান। সেখান থেকেই এগিয়ে যায় গল্প।শিশু যৌন নির্যাতনের সংবেদনশীল ইস্যুটিকে যত্ন সহকারে পরিচালনা করেছেন পরিচালক এস ইউ অরুণ কুমার। সিদ্ধার্থ বেশ ভালোভাবেই প্রত্যাবর্তন করলেন এই সিনেমার মাধ্যমে। সিনেমাটির ট্রেলার ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে।

সিনেমার নাম: মিশন রানীগঞ্জ 

নির্মাতা: টিনু সুরেশ দেশাই

স্ট্রিমিং: নেটফ্লিক্স

মুক্তি: ১ ডিসেম্বর

অভিনয়: অক্ষয় কুমার, পরিণীতি চোপড়া, কুমুদ মিশ্র, রাজেশ শর্মা, সুধীর পান্ডে, বীরেন্দ্র সাক্সেনা

গল্পসংক্ষেপ: বাস্তব জীবনের রানিগঞ্জ কয়লাক্ষেত্রের দুর্ঘটনার উপর ভিত্তি করে তৈরি এটি। ১৯৮৯ সালের ১১ নভেম্বর গভীর রাতে মহাবীর খনিতে কয়লা কাটার কাজ চলছিল। ব্লাস্টিংয়ের কারণে খনির দেয়াল ভেঙে পাশের একটি খনিতে জমা থাকা প্রায় ১১ লাখ গ্যালন পানি ঢুকে পড়ে মহাবীর খনিতে। ছয় শ্রমিক মারা যান। আটকা পড়েন ৬৫ শ্রমিক। অভিনব উপায়ে লোহার ক্যাপসুলে খনিতে নেমে ৬৫ শ্রমিককে উদ্ধার করেন ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। ইতিহাসের সবচেয়ে সফল কয়লা খনি উদ্ধারের সময় যে দৃঢ়সংকল্প এবং চ্যালেঞ্জগুলির সম্মুখীন হয়েছিলেন যশবন্ত সিং গিল, তা ফুঁটে উঠেছে মিশন রানিগঞ্জের গল্পে।

সিনেমার নাম: ধুথা

নির্মাতা: বিক্রম কুমার

স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও

মুক্তি: ১ ডিসেম্বর

অভিনয়: নাগা চৈতন্য, পার্বতী থিরুভতু ও প্রিয়া ভবানী শঙ্কর

গল্পসংক্ষেপ: এই অতিপ্রাকৃত থ্রিলার ওয়েব সিরিজটিতে, নাগা চৈতন্য একজন অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। সংবাদপত্রের সাথে যুক্ত রহস্য উদঘাটন করতে গিয়ে এক ট্র্যাজেডির দিকে মোড় নেয় তাঁর গল্প। যা তাঁর যাত্রাকে অতি রহস্যময় ঘটনার মধ্য দিয়ে নিয়ে যায়।

সিনেমার নাম: দ্য আর্চিস

নির্মাতা: জোয়া আখতার

স্ট্রিমিং: নেটফ্লিক্স

অভিনয়: সুহানা খান, খুশি কাপুর, মিহির আহুজা, অগস্থ্য নন্দা

গল্পসংক্ষেপ: ছবির গল্প মার্কিন কমিক ‘দ্য আর্চিজ’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে। ১৯৬৪ সালে ভারতের এক কাল্পনিক পাহাড়ি অঞ্চল, রিভারডেলের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমা। একদল অ্যাংলো-ইন্ডিয়ান স্কুলপড়ুয়া গান করে, নাচ করে, হাসি-মজায় সময় কাটায় নিজেদের মধ্যে। এই সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন শাহরুখকন্যা সুহানা খান, শ্রীদেবী-বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

সিনেমার নাম:  সুইট হোম- সিজন ২

নির্মাতা: কিম কার্নবি ও হোয়াং ইয়ং চ্যাং

স্ট্রিমিং: নেটফ্লিক্স

মুক্তি: ১ ডিসেম্বর

অভিনয়: সং ক্যাঙ, লি সি ইয়ং, লি জিন উক ও পার্ক গি ইয়ন

গল্পসংক্ষেপ: প্রথম সিজনের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছে। দক্ষিণ কোরিয়ান শো’টি একটি বিচারহীন বিশ্বকে দেখাবে যেখানে মানুষ ভয়ঙ্কর সত্তায় পরিণত হচ্ছে। মানুষ অথবা ভয়ঙ্কর জন্তু, কোন সত্ত্বাকে বেছে নেবে মানবজাতি? প্রথম সিজনের গ্রিন হোম থেকে বেঁচে থাকা ব্যক্তিরা বিপজ্জনক ও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যা ফুটে উঠবে এই সিজনে।

সিনেমার নাম:  জারা হাটকে জারা বাঁচকে

নির্মাতা: লক্ষণ উতেকর

স্ট্রিমিং: জিও সিনেমা

মুক্তি: ২ ডিসেম্বর

অভিনয়: ভিকি কৌশল, সারা আলি খান

গল্পসংক্ষেপ: গল্পটি ইন্দোরের একজন মধ্যবিত্ত বিবাহিত দম্পতি কপিল এবং সোম্যাকে ঘিরে আবর্তিত হয়েছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাদের নিজস্ব একটি বাড়ি অর্জন করতে চায়। কিন্তু তারা যেমনটা ভেবেছিলেন বিষয়টা মোটেই অতটা সহজ ছিল না। সহজ তো দূরের কথা, প্ল্যানটাই সফল হয়নি। শেষ পর্যন্ত ওই দম্পতির সম্পর্ক স্বাভাবিক হবে না কি চিরজীবনের মতোই আলাদা হয়ে যাবে? এই প্রেক্ষাপটেই আবর্তিত হয়েছে জারা হাঠকে জারা বাঁচকে সিনেমাটি।

সিনেমার নাম:  ইন্ডিয়ানা জোনস এন্ড দ্য ডায়াল অব ডেসটিনি

নির্মাতা: জেমস ম্যাংগোল্ড

স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টারে

মুক্তি: ১ ডিসেম্বর

অভিনয়: হ্যারিসন ফোর্ড ও ফোবে ওয়ালার-ব্রিজ

গল্পসংক্ষেপ: বিশ্বখ্যাত ইন্ডিয়ানা জোনস ফ্র্যাঞ্চাজির শেষ কিস্তি এটি। এতে ইন্ডিয়ানা জোনস হিসেবে শেষবারের মতো পর্দায় হাজির হয়েছেন হ্যারিসন ফোর্ড। বরাবরের মতোই দুর্দান্ত দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

সিনেমার নাম: গার্লস স্কোয়াড সিজন ৩ (বাংলা সিরিজ)

নির্মাতা: মাইদুল রাকিব

স্ট্রিমিং: বঙ্গবিডি

মুক্তি: ১ ডিসেম্বর

অভিনয়: সামিরা খান মাহি, চমক, ইমন, মারজুক রাসেল

গল্পসংক্ষেপ: নতুন সিজনের গল্প এগিয়েছে হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে। জোর করে বিয়ে দেওয়া হচ্ছে জারার। সেই বিয়ে ঠেকাতে মাঠে নামে গার্লস স্কোয়াড। খবর পেয়ে জারার টানে ছুটে আসে গাঙ্গুয়া ভাইরূপী মারজুক রাসেল। বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন ইরফান খানরূপী মামনুল ইমন। জমে ওঠে গল্প।


ওটিটি   সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি   নুসরাত ইমরোজ তিশা   মিশন রানীগঞ্জ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং ৪ ডিসেম্বর থেকে

প্রকাশ: ০৫:৫২ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

কিছুদিন আগে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ খ্যাত নির্মাতা সানী সানোয়ার। সিনেমাটির নাম ঠিক করা হয় ‘এশা মার্ডার: কর্মফল’ নামে। তবে ঠিক কবে থেকে শুটিং শুরু করবেন সেটা জানাতে পারেননি। তবে এবার জানা গেল শুটিংয়ের তারিখ। প্রযোজনা সূত্রে জানা যায়, আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকার বাইরে শুরু হচ্ছে ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং।

এতে একজন নারী পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী বাঁধনকে। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন পূজা ক্রুজ নামে একজন তরুণ মুখ।

জানা যায়, ২০০৯ সাল ঢাকার আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা তদন্ত করে সমাধান করেছিলেন নির্মাতা সানী সানোয়ার। কর্মজীবনে বহু খুন তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করলেও এই ঘটনাটি তাঁকে বিশেষভাবে নাড়া দেয়। ফলে তৈরি করেন সিনেমার চিত্রনাট্য।

সিনেমাটি নিয়ে পরিচালক সানী সানোয়ার বলেন, ‘অ্যাকশন থেকে বের হয়ে এবার খুন রহস্যে ঢুকে গেলাম। ২০০৯ সালে ঘটে যাওয়া এই কেসের তদন্তে আমি নিজে যুক্ত ছিলাম। সেটা নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন দেখেছিলাম ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির পরপরই। সেই ২০১৮ সাল থেকে লিখতে লিখতে ২০২৩ সালের শেষে এসে শুটিং শুরু করতে যাচ্ছি।’ 

সিনেমাটির মাধ্যমে প্রথমবার পুলিশ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাঁধন। তিনি বলেন, ‘সিনেমার নাম পড়েই বোঝা যায় এটি একটি খুনের গল্প। তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছু বলব না। সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করে এবার শুটিংয়ে নামছি, যাতে নিজের সেরাটা দিতে পারি। তবে আগে শুটিং শেষ করি এর পর মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব।’ 

সিনেমাটিতে বাঁধন ও পূজা ক্রুজ ছাড়া আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, রওনক রিপন, ফারুক আহমেদ, শরীফ সিরাজ, নিবিড় আদনান নাহিদ, সৈয়দ এজাজ আহমেদ, মাজনুন মিজান, কাজী আনিসুল হক বরুন, সুষমা সরকার, দীপু ঈমামসহ অনেকেই।


আজমেরী হক বাঁধন   সানী সানোয়ার   পূজা ক্রুজ   ঢাকা অ্যাটাক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

দুঃখ-কষ্ট হজম করে হাসিমুখে বিনোদন বিলিয়ে বেড়াই: চঞ্চল চৌধুরী

প্রকাশ: ০৫:০২ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মুক্তি পেয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার নিজেদের জীবনের গল্পে আবর্তিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। মুক্তির দিন সন্ধ্যায় রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই আয়োজনে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরীসহ নির্মাতা, প্রযোজক, সিনেমার কলাকুশলীরা ও শোবিজের অনেক তারকা।

সিনেমাটির প্রদর্শনী দেখে আবেগপ্রবণ হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা যারা পর্দায় কাজ করি, আমাদের গল্পও অনেকের জীবন ছাপিয়ে যেতে পারে। সে গল্পটা সাধারণ মানুষ জানে না। আমাদেরও অনেক কষ্ট, অনেক বেদনা ও দুঃসময় যায় নিজেদের জীবনে। যেটা আমরা নিজেরাই হজম করি। হজম করে আপনাদের সামনে হাসিমুখে বিনোদন বিলিয়ে বেড়াই।’

সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, এটা নুসরাত ইমরোজ তিশা ও ফরুকী ভাইয়ের জীবনের গল্প। তবে এটি আমাদের জীবনেরও গল্প। আমরা যারা শোবিজ মাধ্যমে কাজ করি আমাদের জীবনের গল্প অনেক কিছুকে ছাপিয়ে যেতে পারে, যে গল্পটা সাধারণ মানুষ জানে না। এই গল্পটা দেখতে দেখতে বহুবার আমার চোখ ভিজে গেছে। মনে হয়েছে এটা আমার নিজের গল্প। কারণ এটা বিশ্বাসের, সত্য গল্প, যেটি দর্শক দেখতে পারবে। অনেক সময় আমাদের জীবনের অনেক মুহূর্ত দর্শকদের প্রভাবিত করে। ভালো কিছু চিন্তা করার সুযোগ দেয়। সবকিছু মিলিয়ে আমি মনে করি সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি দর্শকদের কাছে ভালো লাগবে।

সিনেমাটি প্রসঙ্গে ইরেশ যাকের বলেছেন, ‘ফারুকীর সাথে আমার একটা মিল আছে, আমরা দুজনই প্রাপ্তবয়স্ক অবস্থায় বাবা হয়েছি। বাবা-মায়ের দুর্বলতা খুব সুন্দরভাবে এই সিনেমায় তুলে ধরা হয়েছে। জীবনে এত দূর এসে আমিও অনেকটা প্রতিষ্ঠিত, কিন্তু সন্তানের জন্য যে সেক্রিফাইস, যে ভয়, নিজেদের পরিবর্তন করা- এগুলো প্রতিটি মানুষের জীবনের গল্প। আর এখন পর্যন্ত আমার কন্যা আমাকে যতটা সুখ, শান্তি, ভালোবাসা, আনন্দ দেয়। এটার মতো জীবনে আর কিছু খুঁজে পাইনি আমি। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফিও দর্শকের ভালো লাগবে।’

অভিনেত্রী নাদিয়া আহমেদ বলেন, ‘এটা ভীষণ একটা ইমোশনের গল্প। খুব ভালো লেগেছে। তাদের জীবনের ঘটনা, এতটা সংগ্রাম করতে হয়েছে তাদের। সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি মা হওয়ার পর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার প্রথম কাজ। রাইটার হিসেবেও তার প্রথম লেখা গল্প। একইসঙ্গে তার কন্যা ইলহামের প্রথম মিউজিক ভিডিওতে অভিনয়। এছাড়াও সিনেমায় প্রথমবার পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন ফারুকী। সিনেমায় ফারুকী ও তিশার সঙ্গে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরো অনেকে।

প্রায় ৮২ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা চরকিতে মুক্তি পেয়েছে। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’-এর প্রথম সিনেমা এটি।


সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি   চঞ্চল চৌধুরী   নুসরাত ইমরোজ তিশা   মোস্তফা সরয়ার ফারুকী  


মন্তব্য করুন


বিজ্ঞাপন