জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’
আগামী ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে।
রোববার (১ অক্টোবর)
হোটেল ইন্টারকন্টিনেন্টালে বায়োপিকের ট্রেলার প্রদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী
ড. হাছান মাহমুদ এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে মুক্তির
তারিখ জানিয়ে মন্ত্রী বলেন, এটি একটি সিনেমা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক।
১৫ আগস্টের ঘটনা কখনও চিত্রায়িত হয়নি, কিন্তু এই সিনেমায় সেই দৃশ্য চিত্রায়িত হয়েছে।
সেই মর্মান্তিক দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে। এই দৃশ্য দেখা খুবই কষ্টের।
তিনি আরও বলেন,
এই সিনেমাটি জাতির জন্য ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধুর চরিত্রের আরিফিন শুভ ও ফজিলাতুন্নেছা
মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা অসম্ভব অভিনয় করেছেন। এছাড়া অন্য শিল্পীরাও খুব
ভালো অভিনয় করেছেন। আমি আজ অনেক খুশি, চার বছরের পরিক্রমায় সিনেমাটি মুক্তির তারিখ
ঘোষণা করতে যাচ্ছি। আসছে ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি দিতে যাচ্ছি সিনেমাটি।
ভারতের খ্যাতিমান
পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র
পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া
এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।
উল্লেখ্য, ২০১৯
সালে সিনেমাটির কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৩১ জুলাই সিনেমাটি বাংলাদেশে
আনকাট সেন্সর ছাড়পত্র পায়। বাংলাদেশ
ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব: একটি জাতির রূপকার আরিফিন শুভ নুসরাত ফারিয়া তিশা শ্যাম বেনেগাল
মন্তব্য করুন
রাজশাহী-১ আসনে আওয়ামী
লীগের ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী
হিসেবে নির্বাচনে অংশগ্রহন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে ভুল তথ্য পাওয়ায় মাহির মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র
যাচাই-বাছাইয়ের সময় এই প্রার্থীর মনোনয়নপত্র
বাতিল করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা রিটার্নিং কর্মকর্তা শামিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে জানান, নিয়ম অনুযায়ী আসনের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ১২৭ জন। সে হিসেবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ৪ হাজার ৮৩ জন সমর্থনকারীর স্বাক্ষর জমা দেন। কিন্তু স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মাহিয়া মাহি যে সব ভোটারের নাম ও স্বাক্ষর দিয়েছেন জমা দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করে সঠিক তথ্য পাওয়া যায়নি।
সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। সেখানে তার সমর্থনকারীদের মধ্যে লিলিতা মাডি নামে এক সমর্থনকারী তানোর-গোদাগাড়ী এলাকার ভোটার নন। ওই ভোটার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসিন্দা। কিন্তু তাঁর ঠিকানা রাজশাহীর তানোর উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও দুইজন সমর্থনকারীকে তাদের ঠিকানা অনুযায়ী খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ মাহির মনোনয়নপত্রে তিনজন ভোটারের নমুনা পাওয়া যায়নি। ফলে মাহির মনোনয়ন পত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।’
তবে মাহিয়া মাহি জানান, তিনি মনোনয়ন ফিরে পেতে আপিল করবেন। তিনি তার মনোনয়নপত্র ফিরে পাবার ব্যাপারে আশাবাদী।
রবিবার মনোনয়নপত্র বাছাইয়ের সময় আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আরো তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন- গোলাম রব্বানী, আখতারুজ্জামান ও আয়শা আক্তার ডালিয়া।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি তিনি। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন এ নায়িকা।
মন্তব্য করুন
ভারতজুড়ে
২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি। সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দক্ষিণী এ সুপারস্টার। প্রথম
কিস্তি সাফল্যের পর গত বছরের
মাঝে শুরু হয়েছিল দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’ এর শুটিং।
সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। হায়দরাবাদের
রামুজি ফিল্ম সিটিতে চলছে শুটিং। এরই মধ্যে বাধল বিপত্তি। শুটিং করতে গিয়ে অসুস্থ হয়েছেন আল্লু। নায়কের পিঠের ব্যথা বাড়তে থাকায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক সুকুমার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে বলা হয়, ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করার কারণে কোমরে ও কাঁধে চোট লাগে তার। চিকিৎসক জানিয়েছেন, তাকে কিছুদিন থাকতে হবে বিশ্রামে। সেই কারণেই আপাতত বন্ধ ‘পুষ্পা ২’-এর শুটিং। অর্জুন সুস্থ হলেই ফের শুরু হবে শুটিং।
জানা যায়, ‘পুষ্পা’ সিনেমার দ্বিতীয়ভাগের চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকী, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘পুষ্পা’ সিনেমাটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই সিনেমার দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।
আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা -২’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ সিনেমাতে। যা কিনা এই সিনেমার বড় চমক হতে পারে।
২০২৪-এর প্রথম দিকে মুক্তি পাবার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। এরমধ্যেই আল্লুর হঠাৎ অসুস্থতায় পিছিয়ে গেল সিনেমার শুটিং। সম্ভবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের শুরু হবে শুটিং। এই নিয়ে অসংখ্য বার পিছিয়েছে ‘পুষ্পা ২’ এর শুটিং। যার প্রভাব পড়তে পারে মুক্তির তারিখে।
এ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। সবকিছু ঠিক থাকলে আগামীবছরের ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা টু’।
আল্লু অর্জুন পুষ্পা-২ রাশমিকা মান্দানা
মন্তব্য করুন
বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। গত নভেম্বর
মাসে ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন অভিনেতা শাকিব খানসহ বাংলাদেশি তারকারা। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্ত শুটিং শুরু না হওয়ায় নানা
ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন দরদের নির্মাতা অনন্য মামুন। তবে তিনি জানান, ডিসেম্বরেই শুরু হবে ‘দরদ’ সিনেমার শুটিং। পাশাপাশি ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দেন এ নির্মাতা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নির্মাতা অনন্য মামুন বলেন, ’দরদ সিনেমা নিয়ে নানা ধরনের প্রশ্ন করা হচ্ছে। সবাই আমাকে প্রশ্ন করছে ‘দরদ’ সিনেমার শুটিং বন্ধ হয়ে গেলো কিনা! তাই সিনেমার আপডেট দিতে লাইভে এসেছি।
ডিসেম্বর মাসেই ‘দরদ’ এর বাংলাদেশ অংশের শুটিং শুরু হচ্ছে। যেখানে অংশ নিবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আর সিনেমাটি আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই।
নির্মাতা আরও জানান, ‘দরদের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই সিনেমার সব কিছু প্রথমে হিন্দিতে রিলিজ পাবে। এটা আমার আর শাকিব খানের প্ল্যানিং। দরদ একটা প্রপার বলিউড সিনেমা হতে যাচ্ছে। এই সিনেমা দিয়ে বলিউডে শাকিব খানের এন্ট্রি হচ্ছে।’
অনন্য মামুন বলেন, ‘দরদ এতো সহজ প্রজেক্ট না। এটি দশ কোটি টাকার প্রজেক্ট। দরদে এমন কোনো নতুন টেকনোলজি নেই যা আমি ইউজ করিনি। এপ্রিলে অনেক বড় ধামাকা হচ্ছে। যারা এগুলো সহ্য করতে পারছে না, যারা এফডিসি কেন্দ্রিক চার দেয়াল থেকে বের হতে পারছে না তাদের এগুলো সহ্য হচ্ছে না। আমার কারো সঙ্গে কোন শত্রুতামি নাই। শাকিব ভাই, আমি মিলে ভালো একটা প্রজেক্ট দিতে চাচ্ছি।’
উল্লেখ্য, ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব খান ও সোনাল চৌহানের পাশাপাশি আরো অভিনয় করবেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের পায়েল সরকার, রাহুল দেব প্রমুখ। আগামী বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম, কর্ণাটক এই ছয় ভাষায় মুক্তি পাবে।
শাকিব খান দরদ সোনাল চৌহান পায়েল সরকার বলিউড
মন্তব্য করুন
সন্দীপ
রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর
অভিনীত বছরের অন্যতম প্রত্যাশিত সিনেমা অ্যানিমেল মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। আর
প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনই হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে
সিনেমাটি। প্রত্যাশা অনুযায়ী মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ৬১ কোটি রুপি
আয় করার পাশাপাশি বিশ্বব্যাপী আয় করেছে ১১৬
কোটি রুপি। যা কোনো বিশেষ
ছুটির বাইরে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের নতুন নজির।
সিনেমার নির্মাতারা অ্যানিমেলের একটি পোস্টার শেয়ার করেছেন, যাতে লেখা- ‘হিন্দি সিনেমার সবচেয়ে বড় নন-হলিডে উদ্বোধন। বিশ্বব্যাপী মোট আয় ১১৬ কোটি।
ভারতের বক্স অফিস বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ‘চলচ্চিত্রটি ঘরোয়া বক্সে প্রথম দিনে প্রায় ৬১ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে অ্যানিমেলের হিন্দি সংস্করণ ভারতে ৫০.৫ কোটি আয় করেছে। তেলুগু সংস্করণ ১০ কোটি আয় করে নিয়েছে। যেখানে তামিল ৪০ লাখ, কন্নড় ৯ লাখ এবং মালায়লাম সংস্করণ ১ লাখ আয় করেছে।
বিশ্বব্যাপী বক্স অফিসে অ্যানিমেলের বাম্পার ওপেনিংয়ে শাহরুখ খানের পাশে নাম লিখিয়েছেন রণবীর। এই বছর শাহরুখ খানের দুটি সিনেমার সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয় ছিল ১২৫.০৫ কোটি (জওয়ান) এবং ১০৬ কোটি (পাঠান)। অ্যানিমেল এখন জওয়ানের পর দ্বিতীয় স্থানে রয়েছে। অ্যানিমেলের আয় প্রত্যাশা ছাপিয়ে গেছে রণবীর ভক্তদের।
যদিও ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’এর সঙ্গে মুক্তি পেয়েছে অ্যানিমেল। তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর।
সিনেমাটি মুক্তির আগেই ধারণা করা হচ্ছিল, এটি রণবীরের ক্যারিয়ারসেরা সিনেমা হতে যাচ্ছে। যার প্রতিফলন প্রথম দিনেই দেখা গেল বক্স অফিসে। এখন পর্যন্ত রণবীরের সবচেয়ে বড় হিট হলো ‘সঞ্জু’, যেটি ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছিল। কিন্তু তার পর থেকে অভিনেতার কোনো সিনেমা এতটা ব্যবসা সফল হয়নি।
চার বছরের মধ্যে তার একমাত্র সিনেমা ‘শামশেরা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ‘ব্রহ্মাস্ত্র’ হিটের মুখ দেখলেও সেটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি। সর্বশেষ ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ বক্স অফিসে হিট হয়। তবে ‘অ্যানিমেল’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে নিয়েছে।
উল্লেখ্য, ‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশমিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর, তৃপ্তি দিমরি, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ। । হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।
সূত্র : হিন্দুস্থান টাইমস
অ্যানিমেল রণবীর কাপুর রাশমিকা মান্দানা ববি দেওল
মন্তব্য করুন
কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। বায়োপিক সিনেমাটির নাম ‘পদাতিক’। সিনেমাতে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ সিনেমাটি এবার ২৮তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
উৎসবের
‘ইন্ডিয়া সিনেমা নাউ’ বিভাগে ভারতের বিভিন্ন রাজ্যের আলোচিত সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে এটি। ৮ দিনব্যাপী এই
উৎসব শুরু হবে ৮ ডিসেম্বর। শেষ
হবে ১৫ তারিখ। এই
উৎসবের আয়োজক ভারতের কেরালা রাজ্য সরকার।
এর আগে গত অক্টোবর মাসে সিনেমাটি প্রথমবার প্রদর্শিত হয় ‘লন্ডন-ইন্ডিয়া চলচ্চিত্র উৎসব’-এ। সেখানে দারুণ প্রশংসিত হয়, প্রশংসিত হয় মৃণালরূপী চঞ্চল চৌধুরীর অভিনয়ও।
এ বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। তাকে (মৃণাল) শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত তৈরি করেছেন ‘পদাতিক’। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
চঞ্চল চৌধুরী সৃজিত মুখার্জি পদাতিক
মন্তব্য করুন
রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। তবে ভুল তথ্য পাওয়ায় মাহির মনোনয়ন বাতিল করা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতজুড়ে ২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি। সিনেমাটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান দক্ষিণী এ সুপারস্টার। প্রথম কিস্তি সাফল্যের পর গত বছরের মাঝে শুরু হয়েছিল দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা ২’ এর শুটিং। সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে চলছে শুটিং। এরই মধ্যে বাধল বিপত্তি। শুটিং করতে গিয়েই অসুস্থ হয়েছেন আল্লু। নায়কের পিঠের ব্যাথা বাড়তে থাকায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক সুকুমার।
বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। গত নভেম্বর মাসে ভারতের বেনারসে ‘দরদ’ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন অভিনেতা শাকিব খানসহ বাংলাদেশি তারকারা। এরপর ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্ত শুটিং শুরু না হওয়ায় নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন দরদের নির্মাতা অনন্য মামুন। তবে তিনি জানান, ডিসেম্বরেই শুরু হবে ‘দরদ’ সিনেমার শুটিং। পাশাপাশি ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে বলে ঘোষণা দেন এ নির্মাতা।
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত বছরের অন্যতম প্রত্যাশিত সিনেমা অ্যানিমেল মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। আর প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনই হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছে সিনেমাটি। প্রত্যাশা অনুযায়ী মুক্তির প্রথম দিনেই ভারতীয় বক্স অফিসে ৬১ কোটি রুপি আয় করার পাশাপাশি বিশ্বব্যাপী আয় করেছে ১১৬ কোটি রুপি। যা কোনো বিশেষ ছুটির বাইরে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের নতুন নজির।