মূল
সুরকে ‘বিকৃত’ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’
গানটি নতুন সুরে রূপ দিয়ে বিতর্কের মুখে পড়েন অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমান।
বলিউডের ‘পিপ্পা’ সিনেমায় নতুন সুর দিয়ে গানটি ব্যবহার করা হয়েছে। বলিউডের
‘পিপ্পা’ সিনেমায় ব্যবহৃত এই গানটি ফেসবুক,
ইউটিউবসহ সবধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে এবার আইনি নোটিশ দিয়েছেন ১০ আইনজীবী। তথ্য
ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো
হয়েছে।
মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী বায়েজীদ হোসাইন, নাঈম সরদার, ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদি জামান, ব্যারিস্টার শেখ মঈসুল করিম, ব্যারিস্টার আহমেদ ফারজাদ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট শাহেদ সিদ্দিকী, অ্যাডভোকেট আনাস মিয়া ও অ্যাডভোকেট মো. বাহাউদ্দিন আল ইমরানের পক্ষে এ নোটিশ পাঠানো হয়েছে।
এতে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওটিটি ও ওয়েবসাইট থেকে ‘কারার ওই লৌহ কপাট’ গানটি অপসারণ করতে বলা হয়েছে।
কাজী নজরুল ইসলামের গান-কবিতা ‘আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ’ উল্লেখ করে তার গানে আসল সুর অক্ষুণ্ন রাখার দাবি জানানো হয় নোটিশে। এতে আর বলা হয়, ‘কারার ওই লৌহ কপাট’ শত বছরের এক অবিনাশী অমর গান। সময়ের প্রয়োজনে লেখা হলেও গানটির লোকপ্রিয়তায় সামান্য ঘাটতি হয়নি। ব্রিটিশবিরোধী মানসে লেখা গানটি সব ধরনের অন্যায়, অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার, ফলে এখনও সমানভাবে এটি প্রাসঙ্গিক।
একই গান একটি কাজী নজরুলের সুরে ও আরেকটি বিকৃত সুরে থাকলে প্রজন্মের পর প্রজন্ম বিভ্রান্ত হবে বলেও দাবি করা হয় নোটিশে। তাই নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে এ আর রহমানের গাওয়া ‘কারার ওই লৌহ কপাট’ গানটি অপসারণ করা না হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে জনস্বার্থে রিট দায়ের করে নির্দেশনা চাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, ১০ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় ‘পিপ্পা’। সিনেমায় ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। বলরাম মেহতার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। ইশান-ম্রুনাল ছাড়া সিনেমায় দেখা যাবে প্রিয়াংশু পেনিয়ুলি এবং সোনি রাজদানকে। পিপ্পা’ নির্মাণ করেছেন রাজা কৃষ্ণা মেনন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কারার ওই লৌহ কপাট এ আর রাহমান পিপ্পা
মন্তব্য করুন
২০১১
সালের ১৫ জুলাই মুক্তি
পেয়েছিল হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ
অভিনীত সুপারহিট সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমাটি পরিচালনা করেন জোয়া আখতার। সম্প্রতি তার নির্মিত ‘দ্য আর্চিস’ মুক্তি পাচ্ছে। সেটি মুক্তির
আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’
সিনেমার সিক্যুয়েল নিয়ে কথা বলেছেন
এ পরিচালক।
জোয়া আখতারকে প্রশ্ন করা হয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’–এর সিক্যুয়েল আসবে কি না? এ প্রশ্নে তিনি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘হ্যাঁ, এই প্রশ্ন সব সময়ই আসে, প্রযোজক থেকে অভিনয়শিল্পী, সিক্যুয়েল নিয়ে সবাই বেশ আগ্রহী।
তাঁর কথায়, ‘এটা আমাদের কাছে সিনেমার চেয়ে বড় কিছু। তাই আমরা যদি দ্বিতীয় পর্বের জন্য সেই উৎসাহের জায়গাটা খুঁজে পাই, তাহলেই আমরা এটি তৈরি করব। শুধু অর্থের জন্য এটা করতে চাই না। দর্শকেরা যখন দ্বিতীয় অংশটি দেখতে আসবেন, তখন তাদের একটি প্রত্যাশা থাকবে এবং আমাদের অবশ্যই তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, তারা খুশি হবেন না।’
উল্লেখ্য, জোয়া আখতার পরিচালিত ২০১১ সালের সফল ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র গল্পটি ছিল তিন বন্ধুর এক রোমাঞ্চকর ভ্রমণকে ঘিরে। সেখানে নিজেরদের নানা সমস্যার সমাধান এবং নিজেদের নতুন ভাবে আবিষ্কার করেন তারা। সিনেমাটিতে হৃতিক ও ক্যাটরিনা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কালকি কেক্লান, ফারহান আখতার, অভয় দেওল প্রমুখ।
জিন্দেগি না মিলেগি দোবারা হৃতিক রোশন ক্যাটরিনা কাইফ
মন্তব্য করুন
আমেরিকার
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। তার জনপ্রিয়তা ও ক্ষমতার ঘটনা
সম্বলিত এই সিনেমার নাম
‘দ্য অ্যাপ্রেন্টিস’। এতে ট্রাম্পের
চরিত্রে অভিনয় করবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। শিগগিরই সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ এর সেট থেকে
অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা বেশ সাড়া
ফেলেছে অনুরাগীদের মাঝে।
ছবিতে স্ট্যানকে ডোনাল্ড ট্রাম্পের যৌবনকালের লুকে দেখা যাচ্ছে। যেখানে কালো স্যুট পরে বার্গার খেতে দেখা যাচ্ছে ট্রাম্প ওরফে স্ট্যানকে। তীক্ষ্ণ চোখে যেন জমে আছে অনেক প্রশ্ন! ছবিটি বিনোদন মাধ্যম পেজ সিক্স থেকে প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের ভূমিকায় অভিনয়ের জন্য ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছেন স্ট্যান।
তবে এই প্রথমবার তিনি বাস্তব জীবনের ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করেছেন এমন নয়, এর আগে তিনি আমেরিকান মিউজিশিয়ান টমি লির চরিত্রে অভিনয় করেছিলেন। ‘পাম এবং টমি’ নামক সিরিজটি একটি মিনি সিরিজ, যেটি পামেলা অ্যান্ডারসন ও টমি লির কুখ্যাত সেক্স টেপকে ঘিরে তৈরি হয়েছিল। ১৯৯৫ সালে দুজনের বিয়ের পর হানিমুনে কাটানো সময়কালের সেই সেক্স টেপ চুরি হয়ে যায় এবং পরবর্তী সময়ে ইন্টারনেটে ফাঁস হয়ে যায়, যা বেশ আলোড়ন তৈরি করেছিল।
চলচ্চিত্রটি নিউ ইয়র্কের একজন রিয়েল এস্টেট মোগল হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রারম্ভিক বছরগুলো এবং রয় কোহনের সঙ্গে তাঁর সম্পর্ককে অন্বেষণ করবে। রয় কোহন সেই কুখ্যাত আইনজীবী, যিনি তাঁকে পরামর্শ দিয়েছিলেন এবং পরে অনৈতিক আচরণের জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছিল।
‘দ্য অ্যাপ্রেন্টিস’ ২০ শতকের সত্তর ও আশির দশকে সেট করা হয়েছে, যেখানে দেখানো হবে কিভাবে ট্রাম্প কোহনের কাছ থেকে ডিল মেকিং এবং ম্যানিপুলেশনের শিল্প শিখেছিলেন। ম্যাককার্থি যুগ এবং এইডস সংকটের সময়কালে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন কোহন। কোহন বেশ কয়েকটি মামলায় ট্রাম্পের আইনজীবীও ছিলেন এবং ট্রাম্পকে তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন।
মার্কিন
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প, যিনি দুবার অভিশংসিত হয়েছিলেন এবং চারটি ভিন্ন ফৌজদারি মামলায় ৯১টি অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হয়েছেন। বর্তমান জরিপ অনুসারে, ২০২৪ সালে আবার রাষ্ট্রপতি পদে লড়বেন বলে আশা করা হচ্ছে। তিনি ম্যানহাটনে একটি হাই প্রোফাইল জালিয়াতির বিচারেও জড়িত। চলচ্চিত্রটি তাঁর বিতর্কিত ব্যক্তিত্ব এবং উত্তরাধিকারের উৎস সম্পর্কে আলোকপাত করবে। আগামী বছর মুক্তি পাবে এটি।
‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমায় ট্রাম্পের যৌবনকালের চরিত্রে অভিনয় করছেন সেবাস্টিয়ান স্ট্যান। ট্রাম্পের জীবনে অন্যতম ব্যক্তি আইনজীবী কোহনের চরিত্রে অভিনয় করবেন এমি বিজয়ী জেরেমি। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার ভূমিকায় অভিনয় করবেন অস্কার মনোনীত মারিয়া বাকালোভা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসি, যিনি সম্প্রতি ২০২২ সালের থ্রিলার ‘হলি স্পাইডার’-এর জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন। চিত্রনাট্যটি লিখেছেন সাংবাদিক এবং লেখক গ্যাব্রিয়েল শেরম্যান, যিনি ‘দ্য লাউডেস্ট ভয়েস ইন দ্য রুম’ লিখেছেন।
ডোনাল্ট ট্রাম্প সেবাস্টিয়ান স্ট্যান মারিয়া বাকালোভা
মন্তব্য করুন
ব্যতিক্রমী
সব চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই নিজের অভিনয়গুণের জানান দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তেমনি একটি ব্যতিক্রমী চরিত্রের প্রয়োজনে এবার এই অভিনেত্রীকে দেখা
যাবে মায়ের ভূমিকায়। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অনন্যা’ শিরোনামের একটি নাটকে মায়ের চরিত্রে দেখা যাবে তাকে।
নাটকটিতে শিশুসন্তানকে নিয়ে একজন নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন মনোরম স্থানে ‘অনন্যা’ নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।
কাজটি প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘ইদানীং নাটকে খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলেই এ পরিশ্রম সার্থক হবে।’
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সর্বশেষ ২০২২ সালে ‘কাজল’ নাটকে একসঙ্গে কাজ করেন তারা। নতুন এই নাটক প্রসঙ্গে রাজ বলেন, ‘এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।’
প্রসঙ্গত,
২০২৩ সালে ‘অনন্যা’ই হবে মেহজাবীন
চৌধুরীর পঞ্চম ও শেষ কাজ।
চলতি বছরের প্রথম দিন ভিকি জাহেদের ‘কাজলের দিনরাত্রি’ টেলিফিল্মে কাজল চরিত্রে অনবদ্য অভিনয় করেন। মানসিক প্রতিবন্ধীর ভূমিকায় মেহজাবীনের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১৬ নভেম্বর
মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর নতুন
ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের
পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো।
উল্লেখ্য, ‘অনন্যা’ নাটকটিতে মেহজাবীনের প্রধান দুই সহশিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। তার সঙ্গে মিলে এটি রচনা করেছেন জাকারিয়া নেওয়াজ। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। ‘অনন্যা’ নাটকটির জন্য তৈরি হয়েছে একটি বিশেষ গানও। নাভেদ পারভেজের সুরে গানটি গেয়েছেন পল্লবী রায়। আগামী ১৬ ডিসেম্বর সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘অনন্যা’।
মেহজাবীন অনন্যা মোস্তফা কামাল রাজ
মন্তব্য করুন
আওয়ামী
লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল
হোসেন চৌধুরী (দীপু) ছিলেন বাংলা চলচ্চিত্রাভিনেতা
শাকিব খানের বন্ধু। গত শনিবার হৃদরোগে আক্রান্ত
হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বন্ধুর এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন এই নায়ক।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দীপুর সঙ্গে কাটানো মূহুর্তগুলোর স্মৃতিচারণ করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান। দীপুর একটি ছবি পোস্ট করে শাকিব লিখেন, এইতো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের এনিমেটেড সিনেমার কাজ দেখালি, আগামীতে কত কি করতে চাস সেইসব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।
আমি যেখানে থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে, কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম। যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই।
বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকব তোকে খুব মিস করব রে দীপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। যদিও আওয়ামী লীগ থেকে দীপু মনোনয়ন পাননি। তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মনোনয়ন পেয়েছেন।
শাকিব খান সাজেদুল হোসেন চৌধুরী দীপু
মন্তব্য করুন
আগামী
৮ ডিসেম্বর মুক্তি পাবে জয়া আহসানের প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’। সিনেমাটি মুক্তির
আগেই নতুন করে সুসংবাদ পেলেন অভিনেত্রী জয়া আহসান। কড়ক সিং পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এ অভিনেত্রীকে নিয়ে
নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘ডিয়ার মা’। এতে
জয়া আহসানের সঙ্গে থাকার কথা রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের।
এ বিষয়ে কলকাতার আনন্দবাজারকে এ পরিচালক বলেন, এটা অন্য ধরনের এক সম্পর্কের গল্প। আমার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। এর বেশি এখনই কিছু বলতে চাইছি না।
অভিনয়শিল্পীদের প্রসঙ্গে অনিরুদ্ধ বললেন, ‘আমার ইচ্ছে শাশ্বত এবং জয়াকে নিয়ে সিনেমাটি করার। ওদের সঙ্গে কথাও হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।’ জয়া ও অনিরুদ্ধ দুজনেই পরষ্পরকে ভীষণ বিশ্বাস করেন। ফলে বলা যায়, শিডিউল জটিলতা না থাকলে ‘ডিয়ার মা’ সিনেমায় কাজ করবেন জয়া। যদিও বিষয়টি নিয়ে আপাতত নীরবতার আশ্রয় নিয়ে আছেন এ অভিনেত্রী।
সিনেমাটিতে শাশ্বত এবং জয়াকে দম্পতির চরিত্রে দেখা যাবে বলেও জানালেন পরিচালক। এছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দু’জন শিশুশিল্পী থাকবে। এটিকে পরিচালক ‘বড় মনের ছোট ছবি’ বলে উল্লেখ করতে চাইছেন। পরিচালক জানালেন, সব কিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের দিকে কলকাতায় ‘ডিয়ার মা’ সিনেমার শুটিং শুরু হবে।
প্রসঙ্গত, ৮ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিংহ’, যেখানে অভিনয় করেছেন জয়া আহসান, পঙ্কজ ত্রিপাঠি।
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লস্ট’। তিনি ২০০৬ সাল থেকে টলিউডে সিনেমা বানাচ্ছেন। ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’র মতো বাংলা সিনেমা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। আর বলিউডে তার খ্যাতি ‘পিঙ্ক’ দিয়ে। ‘ডিয়ার মা’ সিনেমার পর তিনি নির্মাণ করবেন ‘কাফে কিনারা’।
মন্তব্য করুন
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। তার জনপ্রিয়তা ও ক্ষমতার ঘটনা সম্বলিত এই সিনেমার নাম ‘দ্য অ্যাপ্রেন্টিস’। এতে ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। শিগগিরই সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ এর সেট থেকে অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মাঝে।
ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই নিজের অভিনয়গুণের জানান দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তেমনি একটি ব্যতিক্রমী চরিত্রের প্রয়োজনে এবার এই অভিনেত্রীকে দেখা যাবে মায়ের ভূমিকায়। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অনন্যা’ শিরোনামের একটি নাটকে মায়ের চরিত্রে দেখা যাবে তাকে।
আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে জয়া আহসানের প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’। সিনেমাটি মুক্তির আগেই নতুন করে সুসংবাদ পেলেন অভিনেত্রী জয়া আহসান। কড়ক সিং পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এ অভিনেত্রীকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘ডিয়ার মা’। এতে জয়া আহসানের সঙ্গে থাকার কথা রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের।