কালার ইনসাইড

তাহলে কি বিয়ে করেছেন কণ্ঠশিল্পী লিজা!

প্রকাশ: ০৮:৫০ পিএম, ১৯ নভেম্বর, ২০২৩


Thumbnail

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে গানের জগতে পা রাখেন সানিয়া সুলতানা লিজা। তারপর থেকেই গানের পাশাপাশি দেশে এবং বিদেশেও মাঝে-মধ্যে শো করতে যান। তেমনই একবার গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আর সেই সফরে পরিচয় ঘটে সবুজ খন্দকারের সঙ্গে। সম্প্রতি খবর ছড়িয়েছে, সেই যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে লিজা বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন।

যদিও বিয়ের বিষয়টি একান্ত পারিবারিক পর্যায়ে রেখেছেন লিজা ও সবুজ। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে শোবিজ পাড়ায় কানাঘুষা চলছে। কেননা, বেশ কিছু দিন ধরেই লিজার ছায়াসঙ্গী হয়ে আছেন সবুজ। বিভিন্ন অনুষ্ঠান থেকে পারিবারিক আয়োজন, সবখানেই তারা একত্রে। শুধু তাই নয়, লিজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও দুজনের যৌথ ছবি। ফেসবুকেও লিজা আর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রে সবুজ খন্দকারকে দেখা গেছে। এসব দেখেই বিয়ের বিষয়টি জোরালো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে পরিচয় হয় লিজার। তাঁদের দুজনকে যুক্তরাষ্ট্রে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। বছরখানেক ধরে বাংলাদেশেও সবুজকে নিয়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে হাজির হন লিজা। বিনোদন অঙ্গনে লিজার ঘনিষ্ঠজনেরা লিজা ও সবুজের বিয়ের বিষয়টি অবগত। তবে লিজা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলছেন না, তাই তাঁরাও এ নিয়ে মুখ খুলছেন না।

এদিকে ২০২২ সালে প্রেম ও বিয়ের প্রসঙ্গে সংবাদমাধ্যমে লিজা বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। এটুকু বলতে পারি, আমাদের বিয়ের সবকিছু রেডি। এ বছরই বিয়ে করব। করোনার প্রাদুর্ভাব কমলে বিয়ের ঘোষণা দিতে পারব। শুধু বলি, সে গানের বাইরের জগতের মানুষ। তবে পরিচয় গানের সূত্রেই।’

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন লিজা। এরপর থেকে অডিও এবং সিনেমায় নিয়মিত গান করে আসছেন তিনি। গানের একটি রিয়েলিটি শোর বিচারকাজ নিয়ে ব্যস্ত আছেন এ তারকা।


কন্ঠশিল্পী লিজা   ক্লোজআপ ওয়ান   তোমাকেই খুঁজছে বাংলাদেশ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেতা-অভিনেত্রী ও সংগীতশিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতা হলেন যারা!

প্রকাশ: ০১:১৯ পিএম, ০৬ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ২০২২-২৩ করবর্ষের সেরা করদাতাদের নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তালিকানুসারে  অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, অভিনেতা মাহফুজ আহমেদ ও মো. সিয়াম আহমেদ। অন্যদিকে সংগীতশিল্পী (গায়ক-গায়িকা) ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও মমতাজ বেগম।

২০২২-২৩ কর বছরের জন্য মোট ১৪১ ব্যক্তি, কম্পানি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ‘ট্যাক্স কার্ড’ দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যার মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন স্থান পেয়েছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

সাধারণত কর কার্ডধারীরা এক বছর বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পেয়ে থাকেন। যেমন- বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ।


এনবিআর   মাহফুজ আহমেদ   সিয়াম আহমেদ   তাহসান খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

‘অ্যানিম্যাল’ ভক্তদের অপেক্ষার অবসান, দেশের হলে মুক্তি ৭ ডিসেম্বর

প্রকাশ: ১২:৫৫ পিএম, ০৬ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। ইতোমধ্যে সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও পরিচালক অনন্য মামুন। 

তিনি জানান, বাংলাদেশে আনকাট সেন্সর পেয়েছে ‘অ্যানিমেল’। এরইমধ্যে বাংলাদেশে মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে। বুধবার থেকেই অনলাইনে টিকেট সংগ্রহ করা যাবে।

এদিকে, মাত্র চার দিনে ভারতীয় বক্স অফিসে ২৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে রণবীর কাপুর অভিনীত সিনেমাটি। এছাড়াও, বিশ্বব্যাপী প্রায় ৫০০ কোটি রুপি বক্স অফিস কালেকশন করেছে সিনেমাটি। এভাবে এগিয়ে যেতে থাকলে খুব দ্রুতই পৌঁছে যাবে হাজার কোটি আয়ের বলিউড সিনেমার তালিকায়। 

যদিও অ্যানিমেল আরেকটি বড় সিনেমার সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হয়েছে, তবে বক্স অফিস পুরোটাই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রণবীর। ভিকি কৌশল অভিনীত মেঘনা গুলজারের পিরিয়ড ড্রামা ‘শ্যাম বাহাদুর’-এর সঙ্গে মুক্তি পেয়েছে অ্যানিমেল।  

দুই দিনের আয়েই অ্যানিমেল রণবীর কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। সিনেমাটি মুক্তির আগেই ধারণা করা হচ্ছিল, এটি রণবীরের ক্যারিয়ারসেরা সিনেমা হতে যাচ্ছে। এখন পর্যন্ত রণবীরের সবচেয়ে বড় হিট হলো ‘সঞ্জু’, যেটি ২০১৮ সালে বিশ্বব্যাপী প্রায় ৬০০ কোটি রুপি আয় করেছে। কিন্তু ‘অ্যানিমেল’ তার ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে নিয়েছে।

পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্প নিয়ে ‌‘অ্যানিম্যাল’ সিনেমাটি নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা যিনি এর আগে উপহার দিয়েছেন ‘অর্জুন রেড্ডি’ আর ‘কবীর সিং’এর মত দুটি ব্লকব্লাস্টার সিনেমা। তাই আশা করা হচ্ছে ‘অ্যানিম্যাল’ সেসব রেকর্ড ভেঙে দেবে। তবে দর্শকমহলে দুর্দান্ত সাড়া পেলেও সিনেমাটি অতিরিক্ত ভায়োলেন্স, যৌনতা, সহিংসতার জন্য তীব্র নিন্দার সম্মুখীন হচ্ছে।

উল্লেখ্য, ‘অ্যানিমেল’ সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। তাঁর বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। স্ত্রীর ভূমিকায় রাশমিকা মান্দানা। খলনায়ক হিসেবে অভিনয় করেছেন ববি দেওল। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শক্তি কাপুর, তৃপ্তি দিমরি, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ। । হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত এই সিনেমাটি।


অ্যানিমেল   রণবীর কাপুর   রাশমিকা মান্দানা   ববি দেওল  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তাহলে কি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র সিক্যুয়েল আসছে?

প্রকাশ: ০৮:০১ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

২০১১ সালের ১৫ জুলাই মুক্তি পেয়েছিল হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ অভিনীত সুপারহিট সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমাটি পরিচালনা করেন জোয়া আখতার। সম্প্রতি তার নির্মিত ‘দ্য আর্চিস’ মুক্তি পাচ্ছে। সেটি মুক্তির আগে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার সিক্যুয়েল নিয়ে কথা বলেছেন এ পরিচালক।

জোয়া আখতারকে প্রশ্ন করা হয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’–এর সিক্যুয়েল আসবে কি না? এ প্রশ্নে তিনি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে বলেন, ‘হ্যাঁ, এই প্রশ্ন সব সময়ই আসে, প্রযোজক থেকে অভিনয়শিল্পী, সিক্যুয়েল নিয়ে সবাই বেশ আগ্রহী।

তাঁর কথায়, ‘এটা আমাদের কাছে সিনেমার চেয়ে বড় কিছু। তাই আমরা যদি দ্বিতীয় পর্বের জন্য সেই উৎসাহের জায়গাটা খুঁজে পাই, তাহলেই আমরা এটি তৈরি করব। শুধু অর্থের জন্য এটা করতে চাই না। দর্শকেরা যখন দ্বিতীয় অংশটি দেখতে আসবেন, তখন তাদের একটি প্রত্যাশা থাকবে এবং আমাদের অবশ্যই তা নিশ্চিত করতে হবে। অন্যথায়, তারা খুশি হবেন না।’

উল্লেখ্য, জোয়া আখতার পরিচালিত ২০১১ সালের সফল ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র গল্পটি ছিল তিন বন্ধুর এক রোমাঞ্চকর ভ্রমণকে ঘিরে। সেখানে নিজেরদের নানা সমস্যার সমাধান এবং নিজেদের নতুন ভাবে আবিষ্কার করেন তারা। সিনেমাটিতে হৃতিক ও ক্যাটরিনা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কালকি কেক্লান, ফারহান আখতার, অভয় দেওল প্রমুখ।


জিন্দেগি না মিলেগি দোবারা   হৃতিক রোশন   ক্যাটরিনা কাইফ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ট্রাম্পের লুক নকল করলেন সেবাস্টিয়ান স্ট্যান!

প্রকাশ: ০৭:২৯ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমা। তার জনপ্রিয়তা ও ক্ষমতার ঘটনা সম্বলিত এই সিনেমার নাম ‘দ্য অ্যাপ্রেন্টিস’। এতে ট্রাম্পের চরিত্রে অভিনয় করবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যান। শিগগিরই সিনেমাটির নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ এর সেট থেকে অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যা বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মাঝে।

ছবিতে স্ট্যানকে ডোনাল্ড ট্রাম্পের যৌবনকালের লুকে দেখা যাচ্ছে। যেখানে কালো স্যুট পরে বার্গার খেতে দেখা যাচ্ছে ট্রাম্প ওরফে স্ট্যানকে। তীক্ষ্ণ চোখে যেন জমে আছে অনেক প্রশ্ন! ছবিটি বিনোদন মাধ্যম পেজ সিক্স থেকে প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের ভূমিকায় অভিনয়ের জন্য ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছেন স্ট্যান।

তবে এই প্রথমবার তিনি বাস্তব জীবনের ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করেছেন এমন নয়, এর আগে তিনি আমেরিকান মিউজিশিয়ান টমি লির চরিত্রে অভিনয় করেছিলেন। ‘পাম এবং টমি’ নামক সিরিজটি একটি মিনি সিরিজ, যেটি পামেলা অ্যান্ডারসন ও টমি লির কুখ্যাত সেক্স টেপকে ঘিরে তৈরি হয়েছিল। ১৯৯৫ সালে দুজনের বিয়ের পর হানিমুনে কাটানো সময়কালের সেই সেক্স টেপ চুরি হয়ে যায় এবং পরবর্তী সময়ে ইন্টারনেটে ফাঁস হয়ে যায়, যা বেশ আলোড়ন তৈরি করেছিল।

চলচ্চিত্রটি নিউ ইয়র্কের একজন রিয়েল এস্টেট মোগল হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের প্রারম্ভিক বছরগুলো এবং রয় কোহনের সঙ্গে তাঁর সম্পর্ককে অন্বেষণ করবে। রয় কোহন সেই কুখ্যাত আইনজীবী, যিনি তাঁকে পরামর্শ দিয়েছিলেন এবং পরে অনৈতিক আচরণের জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছিল।

‘দ্য অ্যাপ্রেন্টিস’ ২০ শতকের সত্তর ও আশির দশকে সেট করা হয়েছে, যেখানে দেখানো হবে কিভাবে ট্রাম্প কোহনের কাছ থেকে ডিল মেকিং এবং ম্যানিপুলেশনের শিল্প শিখেছিলেন। ম্যাককার্থি যুগ এবং এইডস সংকটের সময়কালে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন কোহন। কোহন বেশ কয়েকটি মামলায় ট্রাম্পের আইনজীবীও ছিলেন এবং ট্রাম্পকে তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প, যিনি দুবার অভিশংসিত হয়েছিলেন এবং চারটি ভিন্ন ফৌজদারি মামলায় ৯১টি অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হয়েছেন। বর্তমান জরিপ অনুসারে, ২০২৪ সালে আবার রাষ্ট্রপতি পদে লড়বেন বলে আশা করা হচ্ছে। তিনি ম্যানহাটনে একটি হাই প্রোফাইল জালিয়াতির বিচারেও জড়িত। চলচ্চিত্রটি তাঁর বিতর্কিত ব্যক্তিত্ব এবং উত্তরাধিকারের উৎস সম্পর্কে আলোকপাত করবে। আগামী বছর মুক্তি পাবে এটি।

‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমায় ট্রাম্পের যৌবনকালের চরিত্রে অভিনয় করছেন সেবাস্টিয়ান স্ট্যান। ট্রাম্পের জীবনে অন্যতম ব্যক্তি আইনজীবী কোহনের চরিত্রে অভিনয় করবেন এমি বিজয়ী জেরেমি। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার ভূমিকায় অভিনয় করবেন অস্কার মনোনীত মারিয়া বাকালোভা। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসি, যিনি সম্প্রতি ২০২২ সালের থ্রিলার ‘হলি স্পাইডার’-এর জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন। চিত্রনাট্যটি লিখেছেন সাংবাদিক এবং লেখক গ্যাব্রিয়েল শেরম্যান, যিনি ‘দ্য লাউডেস্ট ভয়েস ইন দ্য রুম’ লিখেছেন। 


ডোনাল্ট ট্রাম্প   সেবাস্টিয়ান স্ট্যান   মারিয়া বাকালোভা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার মায়ের চরিত্রে মেহজাবীন!

প্রকাশ: ০৬:১১ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই নিজের অভিনয়গুণের জানান দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তেমনি একটি ব্যতিক্রমী চরিত্রের প্রয়োজনে এবার এই অভিনেত্রীকে দেখা যাবে মায়ের ভূমিকায়। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘অনন্যা’ শিরোনামের একটি নাটকে মায়ের চরিত্রে দেখা যাবে তাকে।

নাটকটিতে শিশুসন্তানকে নিয়ে একজন নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন মনোরম স্থানে ‘অনন্যা’ নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।

কাজটি প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘ইদানীং নাটকে খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলেই এ পরিশ্রম সার্থক হবে।’

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সর্বশেষ ২০২২ সালে ‘কাজল’ নাটকে একসঙ্গে কাজ করেন তারা। নতুন এই নাটক প্রসঙ্গে রাজ বলেন, ‘এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।’

প্রসঙ্গত, ২০২৩ সালে ‘অনন্যা’ই হবে মেহজাবীন চৌধুরীর পঞ্চম ও শেষ কাজ। চলতি বছরের প্রথম দিন ভিকি জাহেদের ‘কাজলের দিনরাত্রি’ টেলিফিল্মে কাজল চরিত্রে অনবদ্য অভিনয় করেন। মানসিক প্রতিবন্ধীর ভূমিকায় মেহজাবীনের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। দেশের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১৬ নভেম্বর মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন আফরান নিশো।

উল্লেখ্য, ‘অনন্যা’ নাটকটিতে মেহজাবীনের প্রধান দুই সহশিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। তার সঙ্গে মিলে এটি রচনা করেছেন জাকারিয়া নেওয়াজ। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। ‘অনন্যা’ নাটকটির জন্য তৈরি হয়েছে একটি বিশেষ গানও। নাভেদ পারভেজের সুরে গানটি গেয়েছেন পল্লবী রায়। আগামী ১৬ ডিসেম্বর সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে  ‘অনন্যা’।


মেহজাবীন   অনন্যা   মোস্তফা কামাল রাজ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন