আগামী
২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘ঢাকা
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ২২তম আসর।
আন্তর্জাতিক এ আয়োজনটি ঘিরে
বিভিন্ন দেশের গুণী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ চলচ্চিত্র উৎসবের
মাস্টারক্লাসে অংশ নেবেন ইরানি নির্মাতা ও প্রযোজক মাজিদ
মাজিদি, ভারতীয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের সাংহাই
ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান।
জানা যায়, আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ঢাকায় এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। ২৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে তিনটি আলাদা মাস্টারক্লাস হবে।
এতে অঞ্জন দত্তকে দুটি ভূমিকায় পাওয়া যাবে। প্রথমদিকে মাস্টারক্লাসে নিজের অভিজ্ঞতা ভাগাভাগির পরে স্টেজে উঠে দর্শকদের গানও শোনাবেন তিনি। ২৭ জানুয়ারি বিকাল ৫টায় শুরু হবে অঞ্জন দত্তের পর্বটি। যেটা চলবে সাড়ে ৭টা পর্যন্ত।
‘চিলড্রেন অব হ্যাভেন’, ‘মুহাম্মদ’, ‘দ্য ফাদার’, ‘দ্য কালার অব প্যারাডাইস’, ‘বারান’ এর মতো আলোচিত সিনেমার নির্মাতা মাজিদ মাজিদি বাংলাদেশের দর্শকদের মধ্যেও দারুণ জনপ্রিয়।
চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার ‘শি চুয়ান’ ম্যাকাউ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ও সাংহাই ফিল্ম জাদুঘরের কিউরেটর। পাশাপাশি সিনেমাও প্রযোজনা করেছেন তিনি।
অঞ্জন দত্ত মাজিদ মাজিদি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মন্তব্য করুন
আওয়ামী
লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল
হোসেন চৌধুরী (দীপু) ছিলেন বাংলা চলচ্চিত্রাভিনেতা
শাকিব খানের বন্ধু। গত শনিবার হৃদরোগে আক্রান্ত
হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বন্ধুর এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন এই নায়ক।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দীপুর সঙ্গে কাটানো মূহুর্তগুলোর স্মৃতিচারণ করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান। দীপুর একটি ছবি পোস্ট করে শাকিব লিখেন, এইতো কিছুদিন আগে তোর অফিসে নিয়ে গেলি, তোর সন্তানের এনিমেটেড সিনেমার কাজ দেখালি, আগামীতে কত কি করতে চাস সেইসব স্বপ্নের কথাগুলো বললি। সেই তুই হঠাৎ করে সবাইকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলি! তুই নেই সেটা মানতে এখনো আমার কষ্ট হচ্ছে।
আমি যেখানে থাকতাম কিছুদিন পর পর ফোন করে খবর নিতি। কেমন আছি, কবে আসব, কবে দেখা হবে, কত কিছু জানতে চাইতি। সেই তোকে যখন মর্গে গিয়ে দেখছিলাম, মনে হচ্ছিল একটু পরেই উঠে দোস্ত বলে ডাক দিবি। যেমনটা দেখা হলেই তোর বন্ধুত্ব আর ভ্রাতৃত্বের পরম ভালোবাসা আমি অনুভব করতাম। যে বনানীর রাস্তা দিয়ে আমরা বহুবার একসঙ্গে যাতায়াত করেছি, সেখানে তোকে চিরদিনের জন্য সমাহিত করা হয়েছে। দূর থেকে শুধু তোর নিথর দেহকে দেখেছিলাম। তোর চলে যাওয়ায় আমি যে স্বজন হারানোর শূন্যতা অনুভব করছি সেটা বলে বোঝানোর উপায় নেই।
বন্ধু হিসেবে তোর ভালোবাসার শূন্যতা আমার জীবনে কখনো পূরণ হবে না। কারণ তুই যে কত বড় মনের অধিকারী এবং ভালো মানুষ ছিলি সেটা তোর শেষ বিদায়ে মানুষের ঢলই বলে দেয়। যতদিন বেঁচে থাকব তোকে খুব মিস করব রে দীপু। ওপারে অনেক ভালো থাকিস বন্ধু আমার। তোর বিদেহী আত্মার শান্তি ও দোয়া কামনা করি। মহান আল্লাহ তোকে জান্নাতবাসী করুন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। যদিও আওয়ামী লীগ থেকে দীপু মনোনয়ন পাননি। তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মনোনয়ন পেয়েছেন।
শাকিব খান সাজেদুল হোসেন চৌধুরী দীপু
মন্তব্য করুন
আগামী
৮ ডিসেম্বর মুক্তি পাবে জয়া আহসানের প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’। সিনেমাটি মুক্তির
আগেই নতুন করে সুসংবাদ পেলেন অভিনেত্রী জয়া আহসান। কড়ক সিং পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এ অভিনেত্রীকে নিয়ে
নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘ডিয়ার মা’। এতে
জয়া আহসানের সঙ্গে থাকার কথা রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের।
এ বিষয়ে কলকাতার আনন্দবাজারকে এ পরিচালক বলেন, এটা অন্য ধরনের এক সম্পর্কের গল্প। আমার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। এর বেশি এখনই কিছু বলতে চাইছি না।
অভিনয়শিল্পীদের প্রসঙ্গে অনিরুদ্ধ বললেন, ‘আমার ইচ্ছে শাশ্বত এবং জয়াকে নিয়ে সিনেমাটি করার। ওদের সঙ্গে কথাও হয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।’ জয়া ও অনিরুদ্ধ দুজনেই পরষ্পরকে ভীষণ বিশ্বাস করেন। ফলে বলা যায়, শিডিউল জটিলতা না থাকলে ‘ডিয়ার মা’ সিনেমায় কাজ করবেন জয়া। যদিও বিষয়টি নিয়ে আপাতত নীরবতার আশ্রয় নিয়ে আছেন এ অভিনেত্রী।
সিনেমাটিতে শাশ্বত এবং জয়াকে দম্পতির চরিত্রে দেখা যাবে বলেও জানালেন পরিচালক। এছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দু’জন শিশুশিল্পী থাকবে। এটিকে পরিচালক ‘বড় মনের ছোট ছবি’ বলে উল্লেখ করতে চাইছেন। পরিচালক জানালেন, সব কিছু ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি-মার্চের দিকে কলকাতায় ‘ডিয়ার মা’ সিনেমার শুটিং শুরু হবে।
প্রসঙ্গত, ৮ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ পরিচালিত হিন্দি সিনেমা ‘কড়ক সিংহ’, যেখানে অভিনয় করেছেন জয়া আহসান, পঙ্কজ ত্রিপাঠি।
পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লস্ট’। তিনি ২০০৬ সাল থেকে টলিউডে সিনেমা বানাচ্ছেন। ‘অন্তহীন’, ‘বুনো হাঁস’র মতো বাংলা সিনেমা উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। আর বলিউডে তার খ্যাতি ‘পিঙ্ক’ দিয়ে। ‘ডিয়ার মা’ সিনেমার পর তিনি নির্মাণ করবেন ‘কাফে কিনারা’।
মন্তব্য করুন
প্রকাশ
হয়েছে দেব অভিনীত ও অভিজিৎ সেন
পরিচালিত সিনেমা ‘প্রধান’এর ট্রেলার। সিনেমাটিতে
উর্দি পরে একেবারে দাবাং পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দীপক প্রধান ওরফে দেবকে। অ্যাকশন অবতারের পাশাপাশি দুর্নীতির সঙ্গে কোনও সমঝোতা নয়, বরং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এক পুলিশ অফিসারের
গল্প বলবে ‘প্রধান’।
এ ব্যাপারে ‘প্রধান’ এর পরিচালক অভিজিৎ সেন বলেন, “টনিক-এর পরে ‘প্রধান’ আবার আমাকে আমার দুই প্রিয় অভিনেতা দেব আর পরাণদার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে। দুজনের অনস্ক্রিন রসায়ন এক কথায় অসামান্য এবং এত বড় আর প্রতিভাবান কাস্টের সঙ্গে কাজ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা। আমি নিশ্চিত যে দর্শক এক নতুন অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাবেন। একটা মনে রাখার মতো সিনেমা তৈরি করার চেষ্টা করেছি।”
নিজের পুরনো চিরচেনা ইমেজকে ভেঙে কখনো ‘কিশমিশ’ সিনেমার কলেজ পড়ুয়া, কখনো ‘টনিক’ সিনেমার ট্যুরিস্ট গাইড, কখনও আবার বাবার প্রতি প্রেম উজার করা ‘প্রজাপতি’, নতুন নতুন চমক দেখিয়ে যাচ্ছেন অভিনেতা দেব। সর্বশেষ ‘বাঘা যতীন’ দিয়েও আলোড়ন ফেলে দিয়েছিলেন এ অভিনেতা। আর এবার নিয়ে এলেন ‘প্রধান’। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন দেব।
উল্লেখ্য, ‘প্রধান’ সিনেমাটিতে দীপক প্রধানের চরিত্রে দেখা যাবে অভিনেতা দেবকে। তাঁর স্ত্রী রুমির চরিত্রে রয়েছেন সৌমিতৃষা। দেবের সঙ্গে পুলিশের চরিত্রে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। ধর্মপুর গ্রামের দুর্নীতিগ্রস্ত অঞ্চল প্রধানের চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। আর বৃদ্ধ মাস্টারমশাই ও তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা মিলবে পরাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করের। এছাড়াও রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, জন ভট্টাচার্য, সাবিত্রী চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, বিশ্বনাস বসু, খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকসহ আরো অনেকেই।
চলতি বছরের ২২ শে ডিসেম্বর বড়দিনের ছুটিতে মুক্তি পাবে সিনেমাটি।
যদিও, তখন শাহরুখের ‘ডাঙ্কি’ ও প্রভাসের ‘সালার’ মুক্তি পাবে ভারতে। স্বভাবতই একটা কঠিন লড়াইয়ের মুখে পড়বে দেবের এই সিনেমা। তবে এসব নিয়ে ভাবছেন না দেব। স্পষ্ট জানিয়ে দিলেন ‘অনেক সিনেমাই আসবে। তবে হাল ছাড়লে চলবে না। ছেড়ে দিলে তো আমাদেরই ক্ষতি।’
মন্তব্য করুন
চলতি
বছরের শেষ দিকে ‘ফাইটার’-এর ফার্স্ট লুক
প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা হৃতিক রোশান। এবার নিজের চরিত্রের সঙ্গে ভক্তদের পরিচয় করালেন। স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটি হয়ে সামনে এলেন হৃতিক। পরনে সেনার পোশাক, পড়ন্ত রোদ ঝলমল করছে হ্যান্ডসাম বিমানবাহিনীর কর্মকর্তা শামশেরের মুখে। তার চোখের দৃঢ় চাহনি শিহরন জাগাবে। চোখ থেকে সদ্য সানগ্লাস খুলেছেন, ছবির প্রেক্ষাপট একেবারে ঝাপসা।
ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে এ সিনেমা। গত তিন বছর ধরে ভক্তরা অপেক্ষায় আছেন রুপালি পর্দায় প্রথমবার একসঙ্গে হৃতিক-দীপিকার রসায়ন দেখবেন বলে। ফিল্মি ক্যারিয়ারে প্রথমবার জুটিতে এ দুই তারকা। সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ‘পাঠান’ পরিচালকের সঙ্গে আগেই ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’-এর মতো সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন হৃতিক। আবার চেনা মাঠে কাঁপাতে প্রস্তুত তিনি।
‘ফাইটার’ সিনেমার জন্য কঠোর ওয়ার্কআউটের পর চেহারা বদলেছেন হৃতিক। কমিয়ে ফেলেছেন ওজন। নিয়েছেন মার্শাল আর্টের প্রশিক্ষণও। জানা গেছে, ‘ফাইটার’-এর বেশিরভাগ অ্যাকশন থাকবে আকাশে, যা আগে কখনো ভারতীয় ছবিতে দেখা যায়নি।
হৃতিকের ইনস্টাগ্রাম পোস্টে সিনেমাটির কিছু ছবি পোস্টার শেয়ার করেছেন এ অভিনেতা। ওই পোস্টে কমেন্টে নায়কের ঘনিষ্ঠ বন্ধু ফারহান লেখেন, ‘ভীষণ তীক্ষ্ণ দেখাচ্ছে’। ইউটিউবার আশিস চাঁচলানির মন্তব্য, ‘হৃতিক স্যার নিজের জ-লাইন দিয়ে আমার হাতের শিরাই কেটে দিন!’ হৃতিকের প্রেমিক সাবা আজাদ লেখেন, ‘গো প্যাটি!!!’ অভিনেতার প্রাক্তন শ্যালক জায়েদ খানের মন্তব্য, ‘এক নম্বর, অসাধারণ’।
সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। বিগ বাজেট সিনেমা ‘ফাইটার’-এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য। পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এ সিনেমার চিত্রনাট্য লিখছেন সাবেক সেনা কর্মকর্তা রমন চিব।
সিনেমাটিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ফাইটারের ঘোষণা সেরে হৃতিক জানিয়েছিলেন, ‘দেশের থেকে বড় আর কোনো প্রেমিকা হয় না… ত্রিরঙ্গায় মোড়া কফিনের চেয়ে বেশি দামি আর কিছুই নয়’। এর আগে ‘লক্ষ্য’ সিনেমায় আর্মি অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল হৃতিককে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে নতুন এ সিনেমা ‘ফাইটার’।
ফাইটার হৃতিক রোশান ব্যাং ব্যাং ওয়ার
মন্তব্য করুন
বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘ডাঙ্কি’। মঙ্গলবার (৫
ডিসেম্বর) প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। যদিও ট্রেলার নয়, বরং ‘ডাঙ্কি ড্রপ ৪’ নাম দেওয়া
হয়েছে। ৩ মিনিট দৈর্ঘ্যের
এই ড্রপ বা ট্রেলার দেখে
সহজেই আঁচ করা যায়, এবারও পরিচালক রাজকুমার হিরানি সাধারণ মানুষের জীবনের গল্প বেছে নিয়েছেন। যেখানে আছে হৃদয়ছোঁয়া আবেগ, দম ফাটানো হাস্যরস
আর অপূর্ব সব লোকেশনের চিত্রায়ন।
ট্রেলারটি শুরু হয় যুবক শাহরুখের একটি শট দিয়ে। যেখানে
দেখা যায় পাঞ্জাবের একটি শহরে ট্রেনে চড়ে স্বপ্নের পথে পাড়ি দিচ্ছেন তিনি। ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে শোনা যাচ্ছে গল্পটি ১৯৯৫ সালে শুরু হয়েছিল ‘হার্ডি এবং তাঁর চার বন্ধুকে নিয়ে। তাদের জীবনে নানা উত্থান-পতন, দু’চোখে একরাশ
স্বপ্ন এবং সেই স্বপ্ন যুক্তরাজ্যে যাওয়ার। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তাদের ভাষাগত সীমাবদ্ধতা। উন্নত জীবনের আশায়, পরিবারের সুখের কথা ভেবে তারা নেমে পড়ে অনিশ্চিত এক পথে। শেষমেশ
হাজারো প্রতিকুলতা পার করে স্বপ্নপূরণ কি হবে পাঁচ
বন্ধুর! জানতে হলে অপেক্ষা করতে হবে সিনেমাটি মুক্তির দিন পর্যন্ত।
পরিচালক রাজকুমার হিরানিও সিনেমার প্রথমেই প্রশ্ন তোলেন, দেশীয় ভাষা না জেনে যদি ব্রিটিশরা ভারতে এসে শাসন করতে পারে তবে ইংরেজি না জেনে বিদেশে কেন যাওয়া সম্ভব হবে না?
নতুন এই ড্রপটি শেয়ার দিয়ে শাহরুখ খান বলেন, “এই কাহিনি আমিই শুরু করেছিলাম, লাল্টু থেকে। এটাকে আমিই শেষ করবো, আমার বোকা বন্ধুদের সঙ্গে। ‘ডাঙ্কি’র ট্রেলার তোমাদের দেখাবে এমন একটি জার্নি, যেটার শুরু হয়েছিল রাজু স্যারের স্বপ্ন থেকে। এখানে তোমরা পাগলামি ভরা বন্ধুত্ব, হাস্যরস আর ট্র্যাজেডির এমন উপাখ্যান দেখতে পাবে যে, জীবন মানে ঘর ও পরিবারের জন্য নস্টালজিয়া।”
এদিকে প্রকাশ্যে আসার পর থেকেই প্রশংসায় ভাসছে ‘ডাঙ্কি’ ড্রপ ৪। অন্তর্জালেও হুড়মুড় করে বাড়ছে এর ভিউ। ইউটিউবে মাত্র দুই ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৫ লাখ। দর্শকরাও সাধুবাদ জানাচ্ছেন এই বলে, কোনও হিংস্রতা, অ্যাকশন, যৌন সুড়সুড়ি ছাড়াই স্রেফ জীবনের সাদামাটা গল্পে কাজটি করেছেন হিরানি-শাহরুখরা। কেউ কেউ বলছেন ‘এটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিবে আবার কেউ আবার বলছেন, ‘অ্যাকশন থেকে প্রেম ভরপুর। আমাদের এরকমই এখন কিছু সুন্দর গল্পভিত্তিক চলচ্চিত্র দরকার।
উল্লেখ্য, বড়দিন উপলক্ষে ২১ ডিসেম্বর মুক্তি পাবে ‘ডাঙ্কি’। এতে শাহরুখ খানের সঙ্গে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার, বিক্রম কোচ্চার, ধর্মেন্দ্র, সতীশ শাহ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট, রাজকুমার হিরানি ফিল্মস ও জিও স্টুডিওস। একই উৎসবে মুক্তি পাবে প্রভাস অভিনীত বিশাল বাজেটের দক্ষিণী সিনেমা ‘সালার’ যেটি নির্মাণ করেছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। ফলে এখন সবার মনেই প্রশ্ন, অ্যাকশন আর গল্পের লড়াইয়ে জিতবে কোন সিনেমা? ‘ডাঙ্কি নাকি সালার’? উত্তর মিলবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।
ডাঙ্কি রাজকুমার হিরানি শাহরুখ খান তাপসী পান্নু সালার প্রভাস
মন্তব্য করুন
আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাবে জয়া আহসানের প্রথম বলিউড সিনেমা ‘কড়ক সিং’। সিনেমাটি মুক্তির আগেই নতুন করে সুসংবাদ পেলেন অভিনেত্রী জয়া আহসান। কড়ক সিং পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী এ অভিনেত্রীকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন। সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘ডিয়ার মা’। এতে জয়া আহসানের সঙ্গে থাকার কথা রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়ের।
চলতি বছরের শেষ দিকে ‘ফাইটার’-এর ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা হৃতিক রোশান। এবার নিজের চরিত্রের সঙ্গে ভক্তদের পরিচয় করালেন। স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটি হয়ে সামনে এলেন হৃতিক। পরনে সেনার পোশাক, পড়ন্ত রোদ ঝলমল করছে হ্যান্ডসাম বিমানবাহিনীর কর্মকর্তা শামশেরের মুখে। তার চোখের দৃঢ় চাহনি শিহরন জাগাবে। চোখ থেকে সদ্য সানগ্লাস খুলেছেন, ছবির প্রেক্ষাপট একেবারে ঝাপসা।
বলিউড বাদশাহ শাহরুখ খানের বহুল আকাঙ্ক্ষিত সিনেমা ‘ডাঙ্কি’। মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। যদিও ট্রেলার নয়, বরং ‘ডাঙ্কি ড্রপ ৪’ নাম দেওয়া হয়েছে। ৩ মিনিট দৈর্ঘ্যের এই ড্রপ বা ট্রেলার দেখে সহজেই আঁচ করা যায়, এবারও পরিচালক রাজকুমার হিরানি সাধারণ মানুষের জীবনের গল্প বেছে নিয়েছেন। যেখানে আছে হৃদয়ছোঁয়া আবেগ, দম ফাটানো হাস্যরস আর অপূর্ব সব লোকেশনের চিত্রায়ন।