কালার ইনসাইড

হাতিরঝিলের উন্মুক্ত মঞ্চ মাতাবেন তারা

প্রকাশ: ০৪:৩৭ পিএম, ০১ ডিসেম্বর, ২০২১


Thumbnail হাতিরঝিলের উন্মুক্ত মঞ্চ মাতাবেন তারা

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আয়োজনে ‘বিজয়ের ৫০ বছর লাল সবুজের মহোৎসব’।  আজ থেকে রাজধানীর হাতিরঝিলের উন্মুক্ত মঞ্চে শুরু হচ্ছে এ উৎসব। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। 

এ আয়োজনে নাচের জুটি হচ্ছেন চিত্রনায়ক নিরব ও মেহজাবিন। আর সিঙ্গেলভাবে নাচবেন ফেরদৌস, পূর্ণিমা ও মিম। পাশাপাশি জুটি হয়ে নাচবেন নায়ক ইমন ও তমা মির্জা। 

জানা গেছে, বুধবার (১ ডিসেম্বর) অনুষ্ঠানটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কৌশিক হোসেন তাপসসহ অর্ধশতাধিক শিল্পী। উদ্বোধনী দিনে প্রদর্শন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশেষ তথ্যচিত্র। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত বলেই জানিয়েছেন আয়োজক কমিটি। 




নিরব   মেহজাবিন   ফেরদৌস   পূর্ণিমা   মিম  


মন্তব্য করুন


কালার ইনসাইড

২০০ কোটিতে বিক্রি হল ‘আদিপুরুষ’এর স্বত্ব

প্রকাশ: ০৮:৩২ এএম, ৩০ মে, ২০২৩


Thumbnail

মুক্তির আগেই ‘আদিপুরুষ’ এর তেলুগু ভার্সনের সত্ত্ব ১৭০ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা। তবে তেলুগু ভার্সন বিক্রি হলেও এখনো ‘আদিপুরুষ’ ছবির হিন্দি আর বাকি ভাষার থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে কোনো তথ্য আসেনি।

 

বাহুবলী’খ্যাত দক্ষিণি অভিনেতা প্রভাস ও বলিউড নায়িকা কৃতি শ্যানন জুটির প্রথম ছবি ‘আদিপুরুষ’ ঘিরে দর্শকের উত্তেজনার ক্রমেই বাড়ছে। ২৯ মে মুক্তি পেল এই ছবির দ্বিতীয় গান ‘রাম সিয়া রাম’। মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে গানটি। এর মাঝেই নতুন একটি সুখবর হল, অন্ধ্রপ্রদেশের একটি পপুলার প্রযোজনা সংস্থার কাছে ওই স্বত্ত্ব বিক্রি করা হয়েছে। তামিল, তেলুগু, মালালায়াম, কন্নড় ও হিন্দি মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে প্রভাস-কৃতি জুটির আদিপুরুষ।

প্রভাসের আদিপুরুষ মুক্তির আগেই যে বড়সড় আয়ের মুখ দেখবে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। অন্য ভাষাগুলোর সত্ত্ব বিক্রির অর্থ যুক্ত হলে অঙ্কটা আরও বড় হবে। ছাড়া ছবিটির ডিজিটাল, মিউজিক্যাল ওটিটি সত্ত্বও যুক্ত হবে।, আগামী ১৬ জুন রূপালি পর্দায় রাম-সীতার বেশে দর্শকের দরবারে হাজির হবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস গ্ল্যাম ডিভা কৃতি শ্যানন।


আদিপুরুষ   বলিউড   প্রভাস  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার মিথিলার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সৃজিত

প্রকাশ: ০৫:০১ পিএম, ২৯ মে, ২০২৩


Thumbnail

হঠাৎ করেই তীব্র গুঞ্জনে ভারী হয়ে উঠেছে বিনোদন জগৎ। বিচ্ছেদ হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এবং ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির। ওপার বাংলার প্রভাবশালী গণমাধ্যম দৈনিক আনন্দবাজারে এমন প্রতিবেদন প্রকাশের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সত্যিই ভেঙে যাচ্ছে দুজনের নতুন সংসার? তবে এই চাঞ্চল্যকর গুজবে পানি ঢেলে দিয়েছেন খোদ মিথিলা।

শুটিংয়ে ব্যস্ত থাকা মিথিলা সদ্য প্রকাশিত এই সংবাদে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ মুলত গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। এদিকে গুঞ্জনের বিষয়ে এবার মুখ খুললেন পরিচালক সৃজিত মুখার্জি। জানালেন, এসব ভিত্তিহীন সংবাদ।

সৃজিত মুখার্জি আপাতত মধ্যপ্রদেশে ‘ব্যোমকেশ’-এর শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন পরিচালক। জানালেন, মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে যা কিছু রটছে, তার কোনওরকম ভিত্তি নেই। রোববার বিকালে মধ্যপ্রদেশ থেকে ছবি দিয়ে পরিচালক হ্যাশট্যাগে “নিজের শর্তে” কথাটি ব্যবহার করেছেন।ক্যাপশনে লিখেছেন, “টাইম ট্রাভেল শুরু।

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা ও নির্মাতা সৃজিত মুখার্জি। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।


সৃজিত   মিথিলা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

আশিষের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

প্রকাশ: ০৪:৫৫ পিএম, ২৯ মে, ২০২৩


Thumbnail

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) ৬০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। তার স্ত্রীর নাম রূপালি বড়ুয়া। এদিন তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়দের নিয়ে ঘরোয়া আয়োজনে কলকাতার একটি ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আশিষ-রূপালি। তবে তার এই বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

প্রথমে প্রথম স্ত্রীর সঙ্গে তিনি প্রতারণা করেছেন এই অভিযোগ এলেও, সর্বসমক্ষে এই বিষয়টি এড়িয়ে যান অভিনেতার প্রথম স্ত্রী রাজশী বড়ুয়া। কয়েক যুগের বিবাহিত জীবন তাদের, কিন্তু টিকল না। তবে যৌথ সিদ্ধান্তেই আশিষ ও রাজশী বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

আসামের ফ্যাশন ডিজাইনার রুপালী বড়ুয়াকে বিয়ে করেন আশিষ। তারও বয়স ৫০, একটি মেয়েও রয়েছে। এই বয়সেই নতুন করে জীবনকে সাজানোর সিদ্ধান্ত নিলেন দুজনেই। তবে এখন তার বিয়েই নেটপাড়ার অন্যতম কটাক্ষের মাধ্যম। দফায় দফায় কটাক্ষের সম্মুখীন হচ্ছেন অভিনেতা।

তবে এই ঘটনা এই প্রথম নয়, টালিউডে এর আগে ব্যক্তিগত সম্পর্কের জন্য বারবার কটাক্ষের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।একে একে তিন নম্বর বিয়েও স্থায়ী হয়নি তার। আবার বেশ কিছুদিন আগে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও নিজের নতুন সম্পর্কের কথা ঘোষণা করেন। ছেলেটি তার থেকে ছোট! এই নিয়েও কম কথা শুনতে হয়নি তাকে।

আশিষের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী। তিনি বলেন, ‘আমি নিজের শর্তে বাঁচি। আর অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে তারাই চর্চা করেন, যাদের জীবনে ফাঁকা সময় অনেক। তার খারাপ সময় তো পাশে দাঁড়িয়ে কেউ সাহায্য করেনি। তাহলে সে যদি ভালো থাকার চেষ্টা করেন, তাহলে অন্যের এত সমস্যা কীসের? উনি ভালো থাকতে চেয়েছেন। এটা তো অন্যায় নয়। খুব ভালো যে, এই বয়সে নতুনভাবে জীবন শুরু করার কথা ভেবেছেন। আমাদের তো প্রশংসা করা উচিত।’

প্রসঙ্গত, শুধু আশিষ, রূপাঞ্জনা আর শ্রাবন্তীই নন, অতীতে কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, সাইফ আলি খান, মাসাবা গুপ্ত—তারা সবাই প্রথম বিয়ে ভাঙ্গার পর বিয়ে করেছেন, কেউ কেউ দ্বিতীয় বিয়ে করেও সুখী না হয়ে আবারও বিয়ে করেছেন।


শ্রাবন্তী   বিয়ে   আশিষ বিদ্যার্থী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

দুই কিংবদন্তি অভিনেতার জন্মদিন আজ

প্রকাশ: ০৪:৪২ পিএম, ২৯ মে, ২০২৩


Thumbnail

আজ ২৯ মে (মঙ্গলবার) বাংলাদেশের অভিনয় জগতের দুই কিংবদন্তি অভিনেতা যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস ও অভিনয় জাদুকর হুমায়ুন ফরীদির জন্মদিন।

১৯২৫ সালের এইদিনে যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস তৎকালীন বার্মা বর্তমানে মিয়ানমারে জন্মগ্রহণ করেন। আজ তার ৯৮ তম জন্মদিন। পিতার কর্মসূত্রে বার্মায় অবস্থান কালে সেখানে তার জন্ম হয়। তার বাবা সুরেন্দ্রলাল বিশ্বাস, তার মা জ্ঞানদা দেবী। তার স্ত্রী জ্যোৎস্না বিশ্বাস বাংলাদেশের শীর্ষস্থানীয় যাত্রা অভিনেত্রী। অমলেন্দু বিশ্বাসের সুযোগ্য কন্যা অরুণা বিশ্বাস বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। অমলেন্দু বিশ্বাস দেশের যাত্রা শিল্পে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে বাচসাস সিকোয়েন্স পুরস্কার, শিল্পকলা একাডেমী পুরস্কার এবং একুশে পদক (মরণোত্তর) এ ভূষিত হয়েছেন। ১৯৮৭ সালের ১৩ অক্টোবর এই কিংবদন্তি যাত্রা শিল্পী পরলোক গমন করেন।

২৯ মে, এই একই তারিখে ১৯৫২ সালে ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের অভিনয় জগতের আরেক কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদি। আজ তার ৭০ তম জন্মদিন। হুমায়ুন ফরীদির বাবা এ টি এম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম গৃহিনী। চার ভাই-বোনের মধ্যে তার অবস্থান ছিল দ্বিতীয়। মঞ্চ - টেলিভশন - চলচ্চিত্র এই তিন মাধ্যমেই ছিল তার দাপুটে বিচরণ, অভিনয়ে তিনি মাতিয়ে রেখেছিলেন কয়েক দশক। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে যান হুমায়ুন ফরীদি। ২০০৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি ও অভিনয় জগতে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক (মরণোত্তর) এ ভূষিত হয়েছেন ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি।

এই দুই মহান ব্যক্তিত্বের জন্মদিবসে তাদের প্রতি  শ্রদ্ধাঞ্জলি।


অমলেন্দু বিশ্বাস   হুমায়ুন ফরীদি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নতুন সংসদ ভবনের আকৃতি নিয়ে প্রশ্ন তুললেন অমিতাভ বচ্চন

প্রকাশ: ০৯:৫৯ এএম, ২৯ মে, ২০২৩


Thumbnail

ভারতের দিল্লিতে আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৮ মে) নয়া দিল্লিতে পূজা-আর্চনা ও অন্যান্য ধর্মীয় রীতিনীতির অনুসরণ করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি। তবে নতুন এই ভবনের আকৃতি নিয়ে প্রশ্ন তুললেন বলিউডের 'বিগ বি' বা 'বড় বচ্চন' খ্যাত অমিতাভ বচ্চন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সবার মুখেই শোনা গেছে নতুন সংসদ ভবনের প্রশংসা। কিন্তু নতুন এই সংসদ ভবন নিয়ে প্রশ্ন তুললেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

এক দিকে সংসদ ভবনের প্রশংসা করেছেন তিনি। আবার অন্যদিকে কিছু প্রশ্ন যা ঘুরপাক খাচ্ছে তার মনে, সে কথাও নিজের ব্লগে লিখে জানান তিনি।

অমিতাভ লিখেন, ‘দেশের সংসদের নতুন ভবন খুলেছে। প্রাক্তন সাংসদ হিসেবে আমার অনেক শুভেচ্ছা। যদিও আমি জানতে চাই কেন এটির আকৃতি এ রকম। এর ধর্মতাত্ত্বিক, পৌরাণিক, জ্যোতিষ শাস্ত্রীয় অর্থটাই বা কী?’

রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ইলাহাবাদ কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হন অমিতাভ। কিন্তু ৩ বছর পর স্বেচ্ছায় রাজনীতি থেকে বিদায় নেন  তিনি। তার পর থেকে এখন পর্যন্ত সক্রিয় রাজনীতিতে অংশ নেন নি তিনি।

 


অমিতাভ বচ্চন   নরেন্দ্র মোদি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন