নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ পিএম, ২১ জুলাই, ২০২১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮ টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা গেছেন চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।
মৃতদের মধ্যে রাজশাহীর আটজন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন করে ও নাওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে ৫১৩ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৭ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা রোগীদের জন্য ৪৫৪ শয্যা ছিল। নতুন করে আরও একটি ওয়ার্ড চালু করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে ২৮২ জনের। করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের।
মন্তব্য করুন
বরগুনা পুলিশের লাঠিচার্জ সাক্ষ্যগ্রহণ
মন্তব্য করুন
মন্তব্য করুন
পর্যাপ্ত সার মজুত কৃষি মন্ত্রণালয়
মন্তব্য করুন
মন্তব্য করুন
ভারত শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী
মন্তব্য করুন
বাংলাদেশে ক্ষমতাসীন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।