নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫২ এএম, ২২ জুলাই, ২০২১
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটবাসীকে সুসংবাদ শোনালেন। ঈদের দিনে তিনি এই সুসংবাদ দিলেন।
বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ সুসংবাদ দেন।
কাদের মির্জা বলেন, আমি কোম্পানীগঞ্জ ও কবিরহাটবাসীর জন্য একটা সুসংবাদ শুনাচ্ছি। এটা আমাদের নেতা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব শুনিয়েছেন। সুসংবাদটি হলো আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোম্পানীগঞ্জ কবিরহাট এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হবে।
কাদের মির্জা আরও বলেন, কোম্পানীগঞ্জে অস্ত্রের মহড়া চলে। আর এ মহড়া চলতে দেওয়া যায় না। আজ কারা সুন্দর কোম্পানীগঞ্জকে অশান্ত করতে চাচ্ছে তাদেরকে খুঁজে বের করে বিতাড়িত করা হবে।
তিনি বলেন, একরাম (একরামুল করিম চৌধুরী এমপি) কোম্পানীগঞ্জে শান্তি চায় না। সে অশান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আজ থেকে এ কোম্পানীগঞ্জে একরামকে অবাঞ্চিত ঘোষণা করলাম। তাকে কোম্পানীগঞ্জে যেখানেই পাবেন সেখানেই প্রতিরোধ করবেন। আর একরামকে কোম্পানীগঞ্জে ঠাঁই দেওয়া হবে না।
মন্তব্য করুন
মন্তব্য করুন
পর্যাপ্ত সার মজুত কৃষি মন্ত্রণালয়
মন্তব্য করুন
মন্তব্য করুন
ভারত শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী
মন্তব্য করুন
মন্তব্য করুন
বাংলাদেশে ক্ষমতাসীন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিতিশীলতার কারণে সংকটে পড়েছে বাংলাদেশও। লোকসান এড়াতে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়েছে সরকার। কিন্তু এর প্রভাব পুরো বাজার ব্যবস্থাকে আরও অস্থিতিশীল করে তুলেছে। ফলে তেল আমদানির বিকল্প উৎস খুঁজছে সরকার। এমন পরিস্থিতিতে কম দামে জ্বালানি তেল কিনতে রাশিয়ার দিকে হাত বাড়াচ্ছে সরকার।