নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৩১ এএম, ২২ জুলাই, ২০২১
দুর্বৃত্তদের হামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক (২৫) ও ছাত্রলীগ কর্মী রক্তিম ঘোষ (২২) আহত হয়েছেন।
বুধবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় শহরের কলেজ মোড় এলাকায় পৌঁছালে মটরসাইকেলে করে আসা কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে দুজনের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরনো বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশ তাদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
মন্তব্য করুন
গার্ডার চাপা প্রাণহানি শাস্তিমূলক ব্যবস্থা চীন
মন্তব্য করুন
সক্ষমতা গার্ডার ফিটনেসবিহীন ক্রেন
মন্তব্য করুন
ঢাকা-গুয়াংজু বিমান ফ্লাইট উদ্বোধন
মন্তব্য করুন
সোলাইমান আলী। ২৪ টি ঘণ্টা ভয়ে ভয়ে কাটে তার। কাজে মন বসে না কিন্তু কোন উপায়ও নেই। ঢাকায় তার বয়স মাত্র ৪ দিন। ১৫ আগস্ট দেবী ঘাটের যে হোটেলে আগুন লেগেছিল সেই বরিশাল হোটেল থেকে প্রায় ৫০ গজ বামে মোড় সংলগ্নে অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় কাজ করে। তার প্রথম কর্ম দিবসে ঘটে এই দেবী ঘাটে অগ্নিকাণ্ড। তাই আতংক নিয়ে কাজ করে সে। মনে আতংক থাকলেও সহকর্মীরা তাকে সহযোগিতা করেন অনেক। সবাই মিলে সাহস যোগান তার।
উত্তরায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলাকালীন ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রীর নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর সঙ্গে