বঙ্গবন্ধু শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন বিচারপতি
মন্তব্য করুন
অবৈধ
উপায়ে অর্জিত প্রায় ৫৭ কোটি টাকা
সম্পদের খোঁজ মিলেছে পররাষ্ট্র
মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের।
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায়
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেননি আপিল বিভগের চেম্বার আদালত। তবে তার পাসপোর্ট
দাখিল করার শর্তে বহাল রাখা হয়েছে জামিন।
আদালতের
অনুমতি ছাড়া তিনি দেশ
ছাড়তে পারবেন না। বিষয়টি নিশ্চিত
করেছেন দুদকের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ খুরশীদ আলম খান। ওই
কর্মকর্তা বর্তমানে মন্ত্রণালয়ে কর্মরত বলে জানান আইনজীবী।
জাকির
হোসেনের জামিন বাতিল চেয়ে দুদকের করা
আবেদনের ওপর শুনানি নিয়ে
বুধবার (২৭ সেপ্টেম্বর) আপিল
বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহীমের
চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট
মোহাম্মদ খুরশীদ আলম খান।
গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টের
একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর
করে আদেশ দেন। পরে
ওই জামিন স্থগিত ও বাতিল চেয়ে
আপিল বিভাগে আবেদন করে দুর্নীতি দমন
কমিশন (দুদক)। সে
আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত
হয়েছে আজ।
গত ১৪ মার্চ জাকির
হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায়
তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৪০
লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ
আনা হয়। জাকির হোসেনের
জমা দেওয়া আয়কর নথি ধরে
অনুসন্ধান চালিয়ে দুদক তার অবৈধভাবে
অর্জিত সম্পদের তথ্য পায়। ২০২১-২২ আয়কর নথি
অনুযায়ী, জাকির হোসেনের নামে ধানমন্ডির ১
নম্বর সড়কে ৫০ লাখ
৮৪ হাজার ৮০০ টাকা মূল্যের
একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ২৬৩ অজুতাংশ জমির
ওপর ৭৫ লাখ ৭৫
হাজার ৭০০ টাকা খরচ
করে পাঁচতলা ভবন নির্মাণসহ মোট
১ কোটি ৫১ লাখ
১০ হাজার ২০০ টাকার স্থাবর
সম্পদ পাওয়া যায়। এছাড়া ১৩
কোটি ৩০ লাখ টাকার
সঞ্চয়পত্র, ৩৮ লাখ ৯৫
হাজার টাকা মূল্যের টয়োটা
গাড়ি, নগদ ১৯ লাখ
১৯ হাজার ৯৭০ টাকা ও
ব্যাংক হিসাবে রক্ষিত ৭২ হাজার ৫০৬
টাকাসহ মোট ১৩ কোটি
৮৮ লাখ ৮৭ হাজার
৪৭৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য রয়েছে আয়করে।
সব মিলিয়ে জাকির হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৩৯
লাখ ৯৭ হাজার ৬৭৬
টাকা।
ওই সম্পদের বিপরীতে আয়ের উৎস সম্পর্কে
তিনি সঠিক তথ্য প্রদর্শন
করতে সক্ষম হননি বলে ওই
সম্পদ তার জ্ঞাত আয়বহির্ভূত
মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
তাছাড়া
অনুসন্ধানে আসামির নামীয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বাগেরহাট শাখায় বিভিন্ন সময়ে ৭টি অ্যাকাউন্টের
মাধ্যমে ৩১ কোটি ৭০
লাখ ৬০ হাজার নয়শ
১৩ টাকা, সোনালী ব্যাংক লিমিটেড ভিকারুননিসা নুন স্কুল শাখার
১টি অ্যাকাউন্টের মাধ্যমে ৪ কোটি ৩
লাখ ১০ হাজার নয়শ
৩০ টাকা এবং পদ্মা
ব্যাংক লিমিটেডের ধানমন্ডি শাখায় এফডিআর হিসাবে ৫ কোটি ৬২
লাখ ৩৫ হাজার একশ
৫৯ টাকাসহ সর্বমোট ৪১ কোটি ৩৬
লাখ ৭ হাজার টাকার
লেনদেনের তথ্য পাওয়া গেছে।
ব্যাংকগুলোতে লেনদেন করা ওই অর্থের
বৈধ উৎস সংক্রান্ত কোনো
রেকর্ডপত্র অনুসন্ধানের সময় পাওয়া যায়নি।
মামলার
বিবরণীতে আরও বলা হয়েছে,
আসামিরা আরও অনেক অবৈধ
সম্পদ অর্জন করেছেন, যেগুলোর আয়ের উৎস উল্লেখ নেই।
মন্তব্য করুন
বাংলাদেশ
ক্রিকেট দলের হেড কোচ
চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি ও ওপেনার তামিম
ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে
লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার
(২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে
এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন।
বাংলাদেশ
ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এ নোটিশ পাঠানো
হয়।
এর আগে মঙ্গলবার সারাদিন
নাটকীয়তার পর রাতে বিশ্বকাপ জার্সি
উন্মোচন এবং বিশ্বকাপ
দল ঘোষণা করা হয়।
১৫ সদস্যের এ দলে জায়গা
হয়নি তামিম ইকবালের। দলকে নেতৃত্ব দেবেন
সাকিব আল হাসান। তামিমের
বদলে ওপেনিং পজিশনে সুযোগ মিলেছে আরেক তামিম-তানজিদ
হাসানের।
এদিকে
বিশ্বকাপের দল ঘোষণার আগেরদিন
রাত থেকেই নানান গুঞ্জন চাউর হয় সামাজিক
যোগাযোগমাধ্যমে। গুঞ্জন ওঠে, বিশ্বকাপে পাঁচ
ম্যাচ খেলতে চান তামিম। তবে
তামিমের ঘনিষ্ঠ সূত্রের মন্তব্য, এমন কিছুই তামিম
বলেননি। নির্বাচকরাও অকপটে বিষয়টি স্বীকার করেছেন।
অন্যদিকে
আকস্মিকভাবে লাল-সবুজের এই
ওপেনারের বাদপড়ার পর নানান প্রশ্নের
উত্থান হয়েছে। যদিও দাবি করা
হচ্ছে, ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন তামিম।
আর টিম ম্যানেজমেন্টও এই
ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে
চায়নি।
নানান
গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন
তামিম। সেখানে উদ্ভূত পরিস্থিতি নিয়ে নানান প্রশ্নোত্তর
দেওয়ার কথা জানিয়েছেন।
ফেসবুকে
তামিম ইকবাল লিখেছেন, আজকে বাংলাদেশ জাতীয়
দল ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর
একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত
কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে
কিছু কথা বলব।
তিনি আরও লিখেছেন, গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত-সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।
হাথুরুসিংহে তামিম লিগ্যাল নোটিশ বিশ্বকাপ
মন্তব্য করুন
নবনিুক্ত
দেশের ২৪তম প্রধান বিচারপতি
হিসেবে আজ শপথ নেবেন
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান
বিচারপতিকে শপথ বাক্য পাঠ
করাবেন।
মঙ্গলবার
(২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনের
দরবার হলে শপথ পাঠ
অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে গত ১২
সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি
ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি
নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন,
বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের
আইন ও বিচার বিভাগের
সচিব মো. গোলাম সারওয়ারের
সই করা এক প্রজ্ঞাপনে
বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে
প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক
বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন।
এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ
থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে
উল্লেখ করা হয়েছে।
বিচারপতি
ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১
জানুয়ারি নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম
ডা. আলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি গণপরিষদ সদস্য
হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান
রচনায় সক্রিয় অংশ নেন এবং
সংবিধান রচনার পর তাতে স্বাক্ষর
করেন।
ঢাকা
বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস
ও এলএলবি ডিগ্রি অর্জনের পর বিচারপতি ওবায়দুল
হাসান ১৯৮৬ সালে জেলা
আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট
বিভাগ এবং ২০০৫ সালে
আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৯
সালের ৩০ জুন তিনি
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের
৬ জুন স্থায়ী বিচারপতি
হিসেবে নিয়োগ পান।
তিনি
১৯৯১ সালে বিচারপতি হাসান
নিয়মিত আইনজীবী হিসেবে হংকংয়ে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ল’ইয়ারস কনফারেন্সে’
অংশ নেন। তিনি অনেক
সাংবিধানিক মোকদ্দমা পরিচালনা করেন।
বিচারপতি
হিসেবে যোগদানের আগে তিনি দেওয়ানি,
ফৌজদারি এবং সাংবিধানিক বিষয়াদি
সম্পর্কিত মোকদ্দমার একজন দক্ষ আইনজীবী
হিসেবে ব্যাপক পরিচিত লাভ করেন। তিনি
দীর্ঘদিন ধানমন্ডি ল’ কলেজের একজন
খণ্ডকালীন শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি
২০১২ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল-২ এর একজন
সদস্য হিসেবে যোগদান করেন এবং পরবর্তীকালে
একই সালের ১৩ ডিসেম্বর থেকে
২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান
হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন
মন্তব্য করুন
বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন ইউনাইটেড ল'ইয়ার্স ফোরামের পদযাত্রায় পুলিশের হামলার অভিযোগে করা মামলার আবেদন খারিজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আদালত প্রাঙ্গণের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউনাইটেড ল'ইয়ার্স ফোরামের আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল লতিফ তালুকদার, আব্দুর রাজ্জাক ও খোরশেদ আলম ও সমন্বয়ক ওমর ফারুক ফারুকী প্রমুখ।
বক্তারা বলেন, আমরা আমাদের এক দফার আন্দোলন চালিয়ে যাব। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন আরও বেগবান হবে। পুলিশের বিরুদ্ধে আইনজীবীদের করা মামলা খারিজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন করেন ঢাকা বারের সাবেক সভাপতি মহসিন মিয়া। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদেশ পরে দেবেন বলে জানান। পরবর্তীতে মামলা নেওয়ার মতো উপাদান নেই উল্লেখ করে আদালত তা খারিজ করে দেন আদালত।
বিএনপি জামায়াত আইনজীবী বিক্ষোভ মামলা
মন্তব্য করুন
অবৈধ উপায়ে অর্জিত প্রায় ৫৭ কোটি টাকা সম্পদের খোঁজ মিলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেননি আপিল বিভগের চেম্বার আদালত। তবে তার পাসপোর্ট দাখিল করার শর্তে বহাল রাখা হয়েছে জামিন।