কালার ইনসাইড

এ কোন হৃতিক!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮


Thumbnail

ছবি দেখে নিশ্চয়ই ভরকে গেছেন। এ কোন হৃতিক! চেনা পেশির আস্ফালন উধাও। মাথায় চুল এলোমেলো। পরনে ছাই রঙের প্যান্ট ও নীল টি-শার্ট। নৌকা থেকে নেমে ব্যাগ কাঁধে নেমে এলেন তিনি। একবার দেখলে চেনারই উপায় নেই যে এ মানুষটাই দিন কয়েক আগে বিশ্বের সবচেয়ে সুন্দর অভিনেতাদের তালিকায় ঠাঁই পেয়েছিলেন। নিজের নতুন ছবির জন্য এভাবেই ভোল পালটেছেন হৃতিক রোশন।

পর্দার সুপারহিরো থেকে হয়ে উঠেছেন বিহারের অঙ্কের শিক্ষক আনন্দ কুমার। প্রকাশ্যে এসেছে ‘সুপার ৩০ -র শুটিংয়ের এ নতুন ছবি।

২০০২ সালে ‘সুপার ৩০’ -র অভিযান শুরু করেছিলেন আনন্দ কুমার। উদ্দেশ্য ছিল দুঃস্থ পরিবারের মেধাবি পড়ুয়াদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। আর আইআইটি-র মতো শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপযুক্ত করে তোলা। প্রথম বছরেই ৩০ জনের মধ্যে ১৮ জন পড়ুয়া আইআইটি-র প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপর আর থেমে থাকেনি ‘সুপার ৩০’-র যাত্রা। ২০১৭ সালে পরিস্থিতি এমন দাঁড়ায় ৩০ জনের মধ্যে ৩০ জনই আইআইটির প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। সাধারণ মানুষের এই অসাধারণ কাহিনি পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক বিকাশ বহেল।

শোনা গিয়েছে, অঙ্কের শিক্ষকের চরিত্রে হৃতিকই ছিলেন তাঁর প্রথম পছন্দ। তবে কে হবেন ‘কাবিল’ অভিনেতার নায়িকা? কিছুদিন আগেও এ প্রশ্ন নিয়ে ধন্দে ছিলেন সিনেপ্রেমীরা। উত্তর মিলেছে কিছুদিন আগে ভাইরাল হওয়া একটি ছবি থেকে। যাতে হৃতিকের পাশে দেখা গিয়েছে টেলিভিশনের চেনা মুখ মৃণাল ঠাকুরকে।

দু’ জনেই আপাতত উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। ব্রজভূমের অলিতে গলিতে হচ্ছে শুটিং। সাধারণ মানুষের অসাধারণ কাহিনিকে বাস্তবের আয়না হিসেবেই পর্দায় তুলে ধরতে চান পরিচালক। তাই রিয়্যাল লোকেশনেই বেশিরভাগ শুটিং সারছেন তিনি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ/জেডএ





মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রায় ২০০ কোটি খরচ করে কন্যার ক্যারিয়ার গড়ছেন শাহরুখ!

প্রকাশ: ১০:২৭ এএম, ১৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

বলিউড বাদসা শাহরুখ খানের মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন পিতা শাহরুখ। পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতোমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার।

তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটো সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন সিনেমায়।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই সিনেমা নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? 

জানা যায়, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’র চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।


শাহরুখ খান   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অবশেষে জয়ের সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি!

প্রকাশ: ১০:৩১ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢালিউড নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজেই আছেন। শুধু তাই নয় নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি। এদিকে ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক জয় চোধুরী। ভালোবেসে নায়িকা নীড়কে বিয়ে করেছেন। এবার মাহি ও জয় নিজেদের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন। 

সংবাদমাধ্যম অনুযায়ী, জয় চোধুরীর সঙ্গে মাহির প্রায় সময়ই নানা ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নায়কের বাসায় অন্য নায়ক-নায়িকাদের সঙ্গে বেশ ফুরুফুরে মেজাজেই আড্ডায় মাততে দেখা যায় মাহিকে।

জয়ের সঙ্গে সিনেমা না করেও এতো ভালো সম্পর্ক কিভাবে হলো সেটিই এবার একটি অনুষ্ঠানে এসে ফাঁস করলেন তারা।

মাহি বলেন, অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোন সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি। 

যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয়না। জয়ের সঙ্গে আমার ২০১৯ থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যে কোন জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।

এদিকে মাহির সঙ্গে সম্পর্কের ব্যাপারে জয় বলেন, খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।

এবার ঈদে মুক্তি পাওয়া শাকিবের 'রাজকুমার' ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাচ্ছেন।

মাহিয়া মাহি   জয় চোধুরী   ঢালিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

উচ্ছ্বসিত শাকিব, দর্শকদের জানালেন কৃতজ্ঞতা

প্রকাশ: ০৯:৩০ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‌‘রাজকুমার’। এটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা। সেই সাফল্যের রেশে উচ্ছ্বসিত শাকিব। দর্শকদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। 

সোমবার (১৫ এপ্রিল) সকালে সমাজমাধ্যমের পাতায় ঢালিউড সুপারস্টার লিখেছেন, ‌‘অবিরামভাবে মিলিয়ন মিলিয়ন ভালোবাসা পাচ্ছে রাজকুমার। প্রিয় দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবাইকে ভালোবাসা।’ 

দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে শাকিবের নতুন ছবিটি। জানা যায়, ২১২টি সিনেমা হলের মধ্যে এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে।

‘রাজকুমার’ মূলত পারিবারিক সম্পর্ক আর একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প ঘিরে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভিনদেশি অভিনেত্রী কোর্টনি কফি। পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খানসহ অনেকে।

ইতিমধ্যে ‘রাজকুমার’ সিনেমার ‘রাজকুমার’ গানটি  দ্রুত সময়ে এক কোটি ভিউ পেরিয়ে গেছে। আসিফ ইকবালের লেখা, আকাশ সেনের সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও একসময়ের ব্যান্ডশিল্পী বালাম।

‘রাজকুমার’ উন্মাদনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা ‘তুফান’-এর শুটিং শুরু হচ্ছে ভারতে। পরিচালনা করছেন ‘পরাণ’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নাবিলা এবং টালিউডের মিমি চক্রবর্তীকে। খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। পবিত্র ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা শাকিব খানের নতুন সিনেমাটির।


শাকিব খান   রাজকুমার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নিজের সিনেমার বেহাল দশা দেখে হতাশ পূজা চেরি

প্রকাশ: ০৩:১৪ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবারের ঈদে মুক্তি পেয়েছে প্রায় ডজনখানেক সিনেমা। সেই তালিকায় নাম রয়েছে ঢাকাই অভিনেত্রী পূজা চেরি এবং আদর আজাদ অভিনীত ‘লিপস্টিক’।

তবে সিনেমা নিয়ে বেশ বিপাকেই পড়তে হচ্ছে নায়ক-নায়িকা সহ অন্যান্য শিল্পীদের। কারণ স্টার সিনেপ্লেক্সে কোনো শো-ই পায়নি তারা।

নানা জটিলতার মধ্যে ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস সহ আটটি হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। নিজের সিনেমার বেহাল দশা দেখে হতাশ পূজা চেরি। এর পেছনে নোংরা রাজনীতি দায়ী বলে মনে করছেন তিনি। 

এক সাক্ষাৎকারে পূজা বলেন, আমরা নিজেরাই নিজেদের সিনেমার ক্ষতি করছি। এভাবে ভালো সিনেমার পথ রুদ্ধ হলে, কীভাবে আমাদের সিনেমা ঘুরে দাঁড়াবে? সিনেমায় নোংরা রাজনীতি ঢুকে গেছে। এমনিতেই হলের সংখ্যা কম, তার মধ্যে এই রাজনীতি। বাংলাদেশে ভালো জিনিসের কদর নেই।

‘লিপস্টিক’রাজনীতির শিকার উল্লেখ করে এ নায়িকা আরও বলেন, কেউ কেউ যখন নির্দিষ্ট করে কোনো কোনো হলে গিয়ে বা ফোনে তাদের সিনেমা মুক্তির জন্য হলমালিককে বলেন, আমার সিনেমার জন্য এই হল দিতেই হবে, হলমালিক দিতে বাধ্য। এমন ঘটনা এবার ঘটেছে। এভাবেই কোনো কোনো সিনেমা হল পেয়েছে।

হতাশা ব্যক্ত করে পূজা বলেন, ভালো কাজ করেও তা দর্শকের কাছে পৌঁছে পারছেন না। এ ধরনের কাজ আর করা হবে কি না, জানি না। কিন্তু কম হল পাওয়ার কারণে ছবিটি সবাইকে দেখানো সম্ভব হচ্ছে না। আমার অভিনীত সিনেমা নিয়ে আগে এমনটি কখনোই হয়নি। মনটা ভালো নেই।

এদিকে কিছুদিন আগে সিনেমা নিয়ে রাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন সিনেমাটির নায়ক আদর আজদ।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, জায়েদ খান প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

লিপস্টিক   পূজা চেরি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলীর ‘দেয়ালের দেশ’ মিশে গেল দেয়ালে, সাবেক মন্ত্রীর কল

প্রকাশ: ১২:০২ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

শাকিব খানের ‘রাজকুমার’ সুপারহিট হলেও মুখ থুবড়ে পড়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। সেই অচল সিনেমা চালাতে ক্ষমতা দেখাচ্ছেন এই চিত্রনায়িকা। সাবেক এক মন্ত্রীকে দিয়ে নাকি সিনেমা হলের মালিকদের ফোন করাচ্ছেন তিনি। তবে সাবেক মন্ত্রীর তদবিরেও বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমা চালাতে রাজি নন হল মালিকরা। বরং বুবলীর সিনেমা সরিয়ে সেখানে চালানো হচ্ছে এবারের ঈদের বহুল আলোচিত সিনেমা ‘রাজকুমার’।

সময়টা ভালো যাচ্ছে না চিত্রনায়িকা শবনম বুবলীর। একদিকে শাকিবের কাছে প্রত্যাখ্যান হয়েছেন, অন্যদিকে বুবলী অভিনীত সিনেমাগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে। ঈদেও হোঁচট খেলেন এই নায়িকা।

ঈদে দর্শক খরায় মুখ থুবড়ে পড়েছে বুবলীর সিনেমাটি। রীতিমতো হল থেকে নামিয়ে দেওয়া হলো বুবলীর ‘দেয়ালের দেশ’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পরান খ্যাত নায়ক শরিফুল রাজ। ঘটনাটি সিনেপ্লেক্সের রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের। সেখানে ঈদে বুবলীর ‘দেয়ালের দেশ’ নামিয়ে প্রদর্শিত হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমাটি।

ঈদে মুক্তি পাওয়া বুবলীর সিনেমা ‘দেয়ালের দেশ’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছিল স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখা, ব্লকবাস্টার, লায়ন এবং ৪টি থিয়েটারে। অথচ মুক্তির দুদিনের মধ্যে সিনেমাটি নামিয়ে দেওয়া হলো।

যদিও এ ব্যাপারে সিনেপ্লেক্স কোনো মন্তব্য দেয়নি, তবে ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রদর্শিত হওয়া সিনেমার তালিকায় আগে দেয়ালের দেশ থাকলেও বর্তমানে নেই। সেখানে বরং আগের তুলনায় বেশি শো পেয়েছে শাকিবের ‘রাজকুমার’। আরও চলছে ‘গর্জিলা’ ও ‘কাজলরেখা’।

সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি। সূত্রের খবর, বুবলীর ‘দেয়ালের দেশ’ বড় সিনেমাগুলোতে প্রদর্শনের জন্য সাবেক একজন মন্ত্রীও না কি হল মালিকদের তদবির করেন। মোবাইল ফোনে হল মালিকদের নিজের পরিচয় দিয়ে বুবলীর অচল সিনেমা চালাতে তদবির করেন তিনি। তাতেও কোনো কাজ হয়নি। বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’ রেখে দেয়ালের দেশ চালাতে রাজি হননি হল মালিকরা।

গেল কয়েক বছর ধরে ঈদের সিনেমাই ভালো ব্যবসা করছে। আগের ঈদে ‘প্রিয়তমা’ সিনেমা বাণিজ্যিক সফলতা পায়। তাইতো সিনেমা হল মালিকদের প্রথম পছন্দই ছিল শাকিবের রাজকুমার। তবে সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ট্রেলার প্রকাশ করে নজর কাড়ে। কিন্তু মুক্তির পর সিনেমাটি হালে পানি পায়নি। বুবলী অভিনীত ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা ‘মায়া-দ্য লাভ’ও সাড়া ফেলতে পারেনি।

১২৭ সিনেমা হলে মুক্তি পাওয়া রাজকুমারের কাছে ধরাশায়ী হচ্ছে ঈদের বাকি সিনেমাগুলো। যদিও জায়েদ খানের ‘সোনার চর’ সিনেমাটিও মাল্টিপ্লেক্সে ভালো দর্শক পাচ্ছে।

এদিকে শাকিবের রাজকুমার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ১৩টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শকের চাপের কারণে মুক্তির দুদিনের মাথায় ৪টি শো বেশি পেয়েছে। এমনকি সিনেমাটি দেখার পর দর্শকের ইতিবাচক রিভিউ রাজকুমারকে শীর্ষে রেখেছে।

অন্যদিকে শাকিববিহীন বুবলী একের পর এক ফ্লপ সিনেমায় কাজ করে যাচ্ছেন। এই ফ্লপ সিনেমার সুপারফ্লপ নায়িকা আর কতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার এগিয়ে নিতে পারেন তা সময়ই বলে দেবে।


বুবলী   দেয়ালের দেশ   রাজকুমার   ঈদ সিনেমা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন