কালার ইনসাইড

বিদেশে বাংলা সিনেমার বাজার কেমন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০৩ পিএম, ২৩ মার্চ, ২০১৮


Thumbnail

ভাবুন, হলিউডের সিনেমা যদি শুধু যুক্তরাষ্টেই মুক্তি পেত? অথবা বলিউডের সিনেমা শুধু ভারতের মানুষ দেখতো? তাদের সিনেমার লগ্নি এর অর্ধেকও হত না জোর গলায় বলা যায়। এর বিপরীতের গল্পও অনেকের জানা। এমন অনেক হলিউডের সিনেমা আছে চীনে আগে মুক্তি দেয়। আবার বলিউডের অনেক সিনেমা আছে দুবাইয়ে আগে মুক্তি দেয়।

এর কারণ কী? চীনে হলিউডের সিনেমার বিশাল দর্শক শ্রেনী আছে। একটা সময় চীনের সিনেমাহল চলতোই হলিউডের সিনেমা দিয়ে। এখনো যদি বক্স অফিসের দিকে নজর দেন। অনেক বছরই হলিউডের সিনেমা সেদেশে চীনের সিনেমার চেয়েও বেশি ব্যবসা করে। যেখানে চীনের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সংস্কৃতি আছে। টেকনিক্যাল থেকে তারা ওয়ার্ল্ডক্লাস। পাশপাশি বলিউডের সিনেমা দুবাইয়ে মুক্তি দেয়ার কারণ, অসংখ্য ভারতীয় দুবাই কিংবা মধ্যপ্রাচ্যে বসবাস করে। যারা নিয়মিত বলিউডের সিনেমা দেখে। দুবাইয়ের মানুষের মনেও বলিউড স্টাররা অন্যভাবে জায়গা করে নিয়েছে। এমনকি দুবাইয়ের টুরিজম সেক্টরের ব্রান্ড অ্যাম্বাসেডরও হয়েছে শাহরুখ খান।

এই আলাপের সঙ্গে যোগসূত্রতা রয়েছে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির। আমাদের সিনেমায় বিস্তর তর্ক বহুদিন ধরে চলছে ভালো সিনেমা আগে না বড় বাজার আগে। আমাদের স্থানীয় বাজার মূলত প্রেক্ষাগৃহনির্ভর। সে প্রেক্ষাগৃহের সংখ্যা দিনকে দিন কমে আসছে।

বিভিন্ন প্রযোজকের জরিপ মতে এই বাজার থেকে যে কোন হিট ছবি বড়জোর গড়ে ১ থেকে দুই কোটি টাকা তুলতে পারে। যেখানে আমাদের পাশের দেশ ভারতের সারাবিশ্ব মিলে এক হাজার কোটি টাকার বাজার হিসেব করে। আমেরিকার একটি সিনেমার জন্য উন্মুক্ত থাকে আট হাজার কোটি টাকার বাজার।

বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমায় আয় ধরা হয় বিশ কোটি টাকা। সে সময় ছিল ১৪০০ সিনেমা হল ও এক টিভি বিটিভির যুগ। সেই বিটিভি আর কিছু পোষ্টারের প্রমোশনের বদৌলতে ১৪০০ সিনেমা হল থেকে এত টাকা আয় করা সম্ভব হয়েছে!

কিন্তু এখন কী হয়? ১ কোটি টাকা মূলধনই তোলা সম্ভব হয়না সাধারনত। দেশের মার্কেট থেকে আর কতই বা তোলা সম্ভব এই হলের হাহাকারের দিনে।

আমাদের তো গোড়ায় গলদ। কখনো বাংলাদেশি কর্তারা হয়তো ভাবেইনি যে বাংলাদেশের সিনেমা বহি:বিশ্বে রপ্তানি হতে পারে। সব সময় সরকারের ওপর নির্ভরতাও শেষ কথা হতে পারে না। প্রবাসী বাঙালিদের কেউ কেউ মিলনায়তন ভাড়া করে দেশীয় সিনেমা প্রদর্শন শুরু করেন। এতে বক্স অফিস রেটিং না বোঝা গেলেও দর্শকের আগ্রহটা বোঝা যায়। সেসব জায়গায় উপচে পড়া ভীড় হয়। ইদানিংকালে কিছু সিনেমা হলিউড কিংবা বলিউডের সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে বহি:বিশ্বে। সেখানকার দর্শকেরও নাকি রেসপন্স বেশ।

সারাবিশ্বে বাঙ্গালিরা ছড়িয়ে আছে। যেমন এক কানাডার কথাই যদি চিন্তা করা হয়। কানাডায় সব মিলিয়ে দেড় লাখের বেশি বাংলাদেশির বসবাস, যার সিংহভাগ থাকে টরন্টোতে প্রায় ৭৫ হাজার। কানাডাতে যেখানে সব মিলিয়ে থাকে ১.৫ লাখ সেখানে এক নিউইয়র্ক শহরেই থাকে ৫ লাখ লোক। বিভিন্ন শহর মিলিয়ে আমেরিকাতে মোট বাংলাদেশি থাকে প্রায় ৮-৯ লাখ। এখন যে বাজার আছে, তাতে একটা সাধারণ সিনেমাও ৫০ লাখ টাকা ঘরে ঘরে তুলতে পারবে। আর ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’ কিংবা ‘নবাব’র মত হিট সিনেমা ১-১.৫ কোটির নিচে নয়। আন্তর্জাতিক বাজারে ভালো করার সবচেয়ে বড় হাতিয়ার হলো প্রমোশন। এই সময়ে সবচেয়ে বড় হিট ভারতীয় সিনেমা ‘দাঙ্গাল’ ৬ মাস আগে থেকেই প্রচারণা শুরু করে দিয়েছিল। আর ভারতীয় সিনেমা তাদের দূতাবাসগুলোর সহযোগিতায় বিশ্বে বাজার তৈরি করছে ২০-২৫ বছর ধরে।বাংলাদেশের সিনেমার বাজার বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্য কিংবা ইংল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াতেও। সব মিলিয়ে বাংলাদেশি একটি সিনেমার জন্য বিশ্ববাজারে উন্মুক্ত হতে পারে দুই মিলিয়ন ডলারের ওপর বাজার বা প্রায় বিশ কোটি টাকার বাজার। এর জন্য চাই আমাদের দূতাবাসগুলোরও সহযোগিতা। তাদের প্রচারণায় ও নানা আয়োজনে হাত বাড়ালে বাজার আরো বড় হবে।

বিদেশে সিনেমা রপ্তানির ক্ষেত্রে সরকারের যেমন আরেকটু কোমল হওয়া দরকার। তেমনি নির্মাতাদেরও কারিগরি দিক খেয়াল রেখে ছবি নির্মাণ করা উচিত। কমপক্ষে টুকে রেজ্যুলেশনে নির্মাণ হতে হবে।  সাউন্ড আন্তর্জাতিক মান ৫: ১। দেশ অনুযায়ী সেই ভাষার সাবটাইটেল আবশ্যক। কী ধরনের সিনেমা? উঁচুমানের বিনোদনমূলক সিনেমা। সে সিনেমা যে হলিউড স্টাইলে হতে হবে তা নয়। দেশের সংস্কৃতি নিয়ে ভালো মানের ছবি। শেকড় টান দেয় এমন গল্প। সেটা অ্যানিম্যাটেডও হতে পারে। এই সময়ে গল্প বলতে হবে। আমাদের বীরত্বগাথা যেসব গল্প। প্রবাসী বাংলাদেশিরা যেন অনুভব করেন এটি বাংলাদেশের সিনেমা। নির্মাতারা আর কতগুটিয়ে রাখবে নিজেদের। প্রযোজকরা বাংলাদেশের হলের ভরসায় আর কতদিন থাকবেন। সারাবিশ্বের ছড়িয়ে পড়ুক বাংলা সিনেমা।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

এফডিসিতে মারামারি, শতাধিক সংবাদকর্মী আহত

প্রকাশ: ০৯:০২ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সাংবাদিকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও তার ক্যামেরাম্যানসহ শতাধিক সংবাদকর্মী আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন।

ঘটনাস্থলে সাংবাদিক মিঠুন আল মামুন বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বলেই আমরা এসেছিলাম। সংবাদ সংগ্রহের জন্য এফডিসিতে আসি। কিন্তু এইভাবে সহকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করছি।

সাংবাদিকদের অভিযোগ এই হামলার পেছনে বেশ কয়েকজন শিল্পীও জড়িত।

রাত সাড়ে ৭ টার দিকে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের কাছে নানা দাবি দাওয়া তুলে ধরা হয়।

বিষয়টি সাংবাদিক ও শিল্পী দুই পক্ষ বসে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে একজন ইউটিউবার আপত্তির প্রশ্ন করেন। যেটি উপস্থিত শিল্পীদের একটি অংশ মেনে নিতে পারেননি। তারা ওই ইউটিউবারকে বেধড়ক পেটান। এ সময় কিছু সাংবাদিকও মারামারিতে জড়িয়ে পড়েন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মারামারির সূত্রপাত।


এফডিসি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

প্রকাশ: ০৭:৫৮ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবার ঈদের আগে থেকে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত। এবার সেই বুবলীকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি।

ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান, শাকিবের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার। সময় নিচ্ছেন তারা। কিন্তু আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা।

এবার বুবলীকে নিয়ে সুরুজ বাঙালি বলেন, এখন শাকিব-অপু দুজনেই ভালো আছেন। কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাচ্ছে বুবলী। শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলী। তাকে ধরে ১০টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই ওপরে উঠিয়েছে।

তিনি আরও বলেন, এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত। তবে এই বিষয়টা জানতো না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি মেয়েসন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে। কিন্তু বীর তো শাকিবের নিজের রক্তের। এ জন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব।

এই কৌতুক অভিনেতা বলেন, বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এক হয়েছেন, তখন তাদের মধ্যে বুবলীর নাক গলানোর কী প্রয়োজন?

প্রসঙ্গত, ২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন বুবলী। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তারা। ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবিবাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন বুবলী। এরপর একদিন পরই একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী।

বুবলী   সুরুজ বাঙালি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ভারতের পদ্মশ্রী পুরস্কার পেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যা

প্রকাশ: ০৯:০০ এএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক গ্রহণ করলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

এদিকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধ্যাপক (ড.) রেজওয়ানা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করেছেন। তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সঙ্গীতশিল্পী, রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিতপ্রাণ অনুশীলনকারী।

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন। তারপরই রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে পুরস্কারগুলো।

এ বছর দেশটির সরকার বিভিন্ন ক্ষেত্রে ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। এদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।

প্রসঙ্গত, রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি বুলবুল ললিতকলা একাডেমিতেও পড়াশোনা করেছেন। তিনি ‘সুরের ধারা’ নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন।

রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে এ পর্যন্ত বহু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘এলাম নতুন দেশে’, ‘মাটির ডাক’, ‘গেঁথেছিনু অঞ্জলি’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’ ও ‘ছিন্নপত্র’ ইত্যাদি।

সঙ্গীতে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সঙ্গীত পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। এর আগে ভারতে বঙ্গভূষণ সহ বেশ কিছু পদক পেয়েছেন তিনি।


ভারত   পদ্মশ্রী   পুরস্কার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লোকসভা ভোট: ডিপফেক ভিডিও নিয়ে বলিউডে দুশ্চিন্তা

প্রকাশ: ০৩:৩৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের লোকসভা নির্বাচন কেন্দ্র করে বলিউড তারকাদের কিছু ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়েই শুরু হয়েছে হইচই।

ডিপফেক ভিডিও দেখা গেছে, গুলোতে দুই বলিউড সুপারস্টারকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক সমালোচনা করেছেন। একই সঙ্গে তারা চলমান লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে।

ভাইরাল দুই ভিডিওর মধ্যে ৩০ সেকেন্ডের একটি ভিডিও আমির খানের এবং ৪১ সেকেন্ডের আর একটি ভিডিও রণবীর সিংয়ের। ওই ভিডিওতে এই দুই সুপারস্টারকে বলতে শোনা গেছে, মোদি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে তিনি ব্যর্থ হয়েছেন।

এছাড়া গত দুই মেয়াদের ক্ষমতায় তিনি অর্থনৈতিক সংকটে রোধেও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেন নাই। 

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত এই ভিডিও’র শেষে কংগ্রেসের প্রতীক এবং শ্লোগান তুলে ধরা হয়। বলা হয়েছে ‘ভোট হলো অধিকার, কংগ্রেসকে ভোট দিন’। 

আমিরের ভাইরাল ডিপফেক ভিডিও নিয়ে মুম্বাইর থানায় একটি মামলাও করেছে পুলিশ। জানিয়েছে এই ঘটনার সাথে যুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।


ডিপফেক   লোকসভা নির্বাচন   আমির খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

প্রকাশ: ০৩:১৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে সমিতির এক সদস্য টাকা দেয়ার অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন কমিশন বরাবর। তবে গত ১৯ এপ্রিল ভোটগ্রহণের পর এতে ডিপজল জয়লাভ করলে সেই অভিযোগ প্রত্যাহার করেন অভিযোগকারী অভিনেত্রী সাদিয়া মির্জা।

গতকাল রোববার (২১ এপ্রিল) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিজয়ী সভাপতি খল-অভিনেতা মিশা সওদাগর। পর্দার দাপুটে এ অভিনেতা বলেন, ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের যে অভিযোগ জানিয়েছিলেন সাদিয়া মির্জা, সেটি প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিষয়টি আমাদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, এবারের নির্বাচন ২৭ এপ্রিল সম্পন্ন করার কথা থাকলেও একটি প্যানেল আপত্তি জানালে পরে ১৯ এপ্রিল তারিখই চূড়ান্ত রাখা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দিদ্বতা করেন ৪৮ প্রার্থী। প্যানেল দুটি হচ্ছে―মাহমুদ কলি ও নিপুণ আক্তার এবং অন্যটি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।


ডিপজল   অভিযোগ   চলচ্চিত্র শিল্পী সমিতি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন