কালার ইনসাইড

শোবিজের ‘চমক’ ফর্মুলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:১৩ পিএম, ০৯ অগাস্ট, ২০১৮


Thumbnail

যারা কখনও নাচেননি তাদের নিয়ে নাচ, যারা কখনও অভিনয় করেননি তাকে দিয়ে অভিনয়টাই যেন এ সময়ের অন্যতম সেরা চমক! কন্ঠশিল্পীদের গানের ভিডিওর মডেল হওয়া নিয়ে নতুন করে কিছু বলার নেই। ব্যাপারটি এখন নিয়ম ও নিয়মিত হয়ে গেছে। তবে এই চমকে সত্যিকার অর্থেই দর্শক কতটা চমকিত হয়ে থাকেন বা হবেন সেটা প্রশ্ন। গান থেকে অভিনয়ে এসে তাহসান, পার্থ বড়ুয়া, মেহরাব, আরেফিন রুমি, শাফিন আহমেদ, হৃদয় খানরা চমক দিয়েছেন। সংবাদমাধ্যমে সে খবর ঘটা করে প্রকাশ করা হয়। এর মধ্যে তাহসান ও পার্থ নিয়মিত অভিনয় করছেন। মাঝেমধ্যে তো খেলোয়ারদের দিয়ে অভিনয় করিয়ে চমক দেয়া হয়। মেহরাব হোসেন অপি, আশরাফুল ইসলাম, মাহমুদুল্লাহ রিয়াদ, খালেদ মাসুদ পাইলটরা অভিনয়ে এসে চমক দিয়েছেন। গায়ক বিপ্লব, আজম খান তো রীতিমতো সিনেমায় অভিনয় করে আলোড়ন তুলেছিলেন। আবার শাকিব খান, অপূর্ব, রুবেলরা গান গেয়ে চমক তৈরী করেন। এবার আসিফ ঘোষণা দিয়েছেন তিনি সিনেমায় অভিনয় করবেন। নায়িকা হিসেবে বেছে নিয়েছেন মাহিয়া মাহিকে। যদিও এর আগেও আসিফ সিনেমা প্রযোজনা করবেন ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন। যার কোন হদিস নেই। নায়িকাদের সিনেমা প্রযোজনা করা আরেক চমক। চারদিকে চলছে চমকের বাহার।

বর্তমান সময়ে সবচেয়ে বড় চমকটা হয় ভিনদেশী কাউকে কাজ করানো। যেটা গেল কয়েকবছরে নিয়মিত হচ্ছে কলকাতার শিল্পীদের নিয়ে কাজ করে। অথবা সেখানকার কোন সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে। ঘন্টাখানেকের পথ কলকাতা। অথচ কত চমক! শিনা চৌহান তো বাংলাদেশের বদৌলতে রীতিমতো তারকা বনে গেলেন। অথচ নিজের দেশ ভারতে নেই তার নতুন কোন কাজের খবর, নেই পরিচিতিও। ইদানিং ভারতের কন্ঠশিল্পীদের বাংলাদেশের চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায় লাইভ শোতে উপস্থাপন করে চমকের চেষ্টা চলছে। 

আসছে ঈদ। কে কোন ক্যাটাগরির তারকা বোঝা মুশকিল! বৈচিত্র আনতে টিভি চ্যানেলগুলো ছুটছে ভিন্ন পথে। এখানে তারকাদের দোষ বা যোগ্যতার সাফাই গাইলে কিছুটা ভুল হবে। অভিনয় শিল্পী নিপুণ চলচ্চিত্রেই যার কখনো কোনো শক্ত অবস্থান তৈরি হয়নি, তাকে কখনও নৃত্যশিল্পী বা কখনও উপস্থাপকের ভূমিকায় দেখা যায়। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের দিয়ে উপস্থাপনা করানো আরেক চমক। এই কাতারে হেটেছেন দিতি, চম্পা, পূর্ণিমার মতো তারকারা। লাইভ গানের অনুষ্ঠানে উপস্থাপনার চেয়ারে বসিয়ে দেয়া হয় অভিনয়শিল্পীকে। যেন শিল্পীর গানের চাইতে ওইখানে চমক দেওয়াটাই মুখ্য। একবার কুমার বিশ্বজিৎ উপস্থাপনা করেছে একটি অনুষ্ঠান। জানা গেল, সে বছর যত অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানগুলোর উপস্থাপকদের মধ্যে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন।

অপি করিম কেমন অভিনেত্রী? নি:সন্দেহে তিনি বাংলাদেশের অন্যতম প্রশংসিত টিভি অভিনেত্রী। টিভি পর্দায় নিয়মিত দেখা যেত না। হঠাতই হাটলেন অন্যপথে। চমক দিতে বাংলাভিশনে শামীম শাহেদের পরিকল্পনায় ‘আমার আমি’র মাধ্যমে নিয়মিত হলেন। এরপরও কয়েকটি শো উপস্থাপনা করতে দেখা গেছে। তিনি কি পেরেছেন তার অভিনয়ের চেয়ে ভালো কিছু করতে? ভিন্ন কোন মাধ্যমে গিয়ে যদি নিজেকে ছারিয়ে যাওয়া সম্ভব না হয়। তাহলে কেন ভিন্ন পথে হাটা?

ভিন্ন পথে হেটে অবশ্য অনেকে পেয়েছেন সফলতাও। ‘আমার আমি’-তে অপির জায়গায় স্থানান্তরিত হয়েছেন মুনমুন। লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হয়ে অভিনয়ে নিয়মিত হয়েছিলেন। কিন্তু অভিনয় মাধ্যমে সুবিধা না করতে পেরে উপস্থাপনায় নাম লিখিয়েছেন। উপস্থাপনায় তিনি বেশ সফলও। অভিনয় থেকে উপস্থাপনায় নিয়মিত হয়েছেন সামিয়া, আমব্রিন ও শাহরিয়ার নাজিম জয়। জয় নিজেই স্বীকার পেয়েছেন, নাটক- সিনেমা- অভিনয় সব মাধ্যমেই নিজেকে নিয়ে যথেষ্ঠ চেষ্টা করেছেন। কিন্ত ‍সবচেয়ে সফলতা মিলেছে এ উপস্থাপনায়। ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপস্থাপনা করতে গিয়ে তো রীতিমতো তোলপাড় করে দিয়েছে জান্নাতুলে পিয়া। খেলোয়ারদের অদ্ভুত প্রশ্ন করে হাস্যরসের তৈরী করেছেন। সমলোচনা হয়েছে সর্বত্র।   

অনুষ্ঠানের বিষয়বস্তু মুখ্য নয়, কোনোমতে দর্শক নয়নে চমক লাগানোই যেন মূল উদ্দেশ্য হয়ে পড়ে। আর এই চমক লাগানোটা ঈদ অনুষ্ঠানমালায় একটু বেশি বেড়ে যায়। তখন ভিন্ন পরিচয়ে যুক্ত হওয়া ও করানোতে মাতে সবাই।

অনেকে বলছেন, চমক লাগানোই শুধু মূল বিষয় নয়। দর্শকদের ভিন্ন আনন্দ দিতেই তৈরি করা হয়। যেমন অগণিত অনুষ্ঠান প্রচারের ফলে অল্প ক’ জন উপস্থাপকের জন্য কাজটি কঠিন হয়ে পড়ে। এ কারণে এটি একটি সুষ্ঠু বিকল্প হিসেবেই বিবেচনা করা উচিত। তাছাড়া মূল ধারার উপস্থাপকেরা বিশেষ দিবসের জন্য খুব একটা যুতসই হন না, এটাও বোধ করেন কিছু দর্শক।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



মন্তব্য করুন


কালার ইনসাইড

এফডিসিতে মারামারি, শতাধিক সংবাদকর্মী আহত

প্রকাশ: ০৯:০২ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সাংবাদিকদের সঙ্গে চলচ্চিত্র শিল্পীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও তার ক্যামেরাম্যানসহ শতাধিক সংবাদকর্মী আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে অসংখ্য পুলিশ সদস্য উপস্থিত হয়েছেন।

ঘটনাস্থলে সাংবাদিক মিঠুন আল মামুন বলেন, আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বলেই আমরা এসেছিলাম। সংবাদ সংগ্রহের জন্য এফডিসিতে আসি। কিন্তু এইভাবে সহকর্মীদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি করছি।

সাংবাদিকদের অভিযোগ এই হামলার পেছনে বেশ কয়েকজন শিল্পীও জড়িত।

রাত সাড়ে ৭ টার দিকে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের কাছে নানা দাবি দাওয়া তুলে ধরা হয়।

বিষয়টি সাংবাদিক ও শিল্পী দুই পক্ষ বসে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিত্রনায়িকা ময়ূরীর মেয়েকে একজন ইউটিউবার আপত্তির প্রশ্ন করেন। যেটি উপস্থিত শিল্পীদের একটি অংশ মেনে নিতে পারেননি। তারা ওই ইউটিউবারকে বেধড়ক পেটান। এ সময় কিছু সাংবাদিকও মারামারিতে জড়িয়ে পড়েন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মারামারির সূত্রপাত।


এফডিসি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বুবলী আগে থেকেই বিবাহিত, একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি

প্রকাশ: ০৭:৫৮ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবার ঈদের আগে থেকে ব্যক্তিজীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে দাম্পত্যজীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেই আলোচনার সূত্রপাত। এবার সেই বুবলীকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি।

ঈদের একটি অনুষ্ঠানে বুবলী জানান, শাকিবের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার। সময় নিচ্ছেন তারা। কিন্তু আলাদা থাকছেন। মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা।

এবার বুবলীকে নিয়ে সুরুজ বাঙালি বলেন, এখন শাকিব-অপু দুজনেই ভালো আছেন। কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাচ্ছে বুবলী। শাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলী। তাকে ধরে ১০টি সিনেমাও করেছে। বুবলীকে শাকিবই ওপরে উঠিয়েছে।

তিনি আরও বলেন, এই বুবলী কিন্তু আগে থেকেই বিবাহিত। তবে এই বিষয়টা জানতো না শাকিব। শুধু তাই নয়, তার আগের ঘরে একটি মেয়েসন্তানও রয়েছে। শাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে। কিন্তু বীর তো শাকিবের নিজের রক্তের। এ জন্য বীরকে কখনোই ফেলে দেবে না শাকিব।

এই কৌতুক অভিনেতা বলেন, বুবলী চায় বীরকে দিয়ে শাকিবের সম্পত্তিতে ভাগ বসাতে। যেখানে শাকিব-অপু এক হয়েছেন, তখন তাদের মধ্যে বুবলীর নাক গলানোর কী প্রয়োজন?

প্রসঙ্গত, ২০১৬ সালে শাকিবের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন বুবলী। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তারা। ২০২২ সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবিবাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন বুবলী। এরপর একদিন পরই একসঙ্গে ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী।

বুবলী   সুরুজ বাঙালি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ভারতের পদ্মশ্রী পুরস্কার পেলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যা

প্রকাশ: ০৯:০০ এএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদক গ্রহণ করলেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।

এদিকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানায়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধ্যাপক (ড.) রেজওয়ানা চৌধুরী বন্যাকে শিল্পকলায় পদ্মশ্রী পদক প্রদান করেছেন। তিনি বাংলাদেশের একজন দক্ষ পেশাদার সঙ্গীতশিল্পী, রবীন্দ্রসঙ্গীতের একজন নিবেদিতপ্রাণ অনুশীলনকারী।

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন। তারপরই রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে পুরস্কারগুলো।

এ বছর দেশটির সরকার বিভিন্ন ক্ষেত্রে ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে। এদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পেয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে।

প্রসঙ্গত, রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি বুলবুল ললিতকলা একাডেমিতেও পড়াশোনা করেছেন। তিনি ‘সুরের ধারা’ নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন।

রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে এ পর্যন্ত বহু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘এলাম নতুন দেশে’, ‘মাটির ডাক’, ‘গেঁথেছিনু অঞ্জলি’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’ ও ‘ছিন্নপত্র’ ইত্যাদি।

সঙ্গীতে অসামান্য অবদান রাখায় ২০১৬ সালে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সঙ্গীত পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। এর আগে ভারতে বঙ্গভূষণ সহ বেশ কিছু পদক পেয়েছেন তিনি।


ভারত   পদ্মশ্রী   পুরস্কার  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লোকসভা ভোট: ডিপফেক ভিডিও নিয়ে বলিউডে দুশ্চিন্তা

প্রকাশ: ০৩:৩৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

ভারতের লোকসভা নির্বাচন কেন্দ্র করে বলিউড তারকাদের কিছু ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়েই শুরু হয়েছে হইচই।

ডিপফেক ভিডিও দেখা গেছে, গুলোতে দুই বলিউড সুপারস্টারকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক সমালোচনা করেছেন। একই সঙ্গে তারা চলমান লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে।

ভাইরাল দুই ভিডিওর মধ্যে ৩০ সেকেন্ডের একটি ভিডিও আমির খানের এবং ৪১ সেকেন্ডের আর একটি ভিডিও রণবীর সিংয়ের। ওই ভিডিওতে এই দুই সুপারস্টারকে বলতে শোনা গেছে, মোদি যে নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে তিনি ব্যর্থ হয়েছেন।

এছাড়া গত দুই মেয়াদের ক্ষমতায় তিনি অর্থনৈতিক সংকটে রোধেও তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেন নাই। 

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরিকৃত এই ভিডিও’র শেষে কংগ্রেসের প্রতীক এবং শ্লোগান তুলে ধরা হয়। বলা হয়েছে ‘ভোট হলো অধিকার, কংগ্রেসকে ভোট দিন’। 

আমিরের ভাইরাল ডিপফেক ভিডিও নিয়ে মুম্বাইর থানায় একটি মামলাও করেছে পুলিশ। জানিয়েছে এই ঘটনার সাথে যুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।


ডিপফেক   লোকসভা নির্বাচন   আমির খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

প্রকাশ: ০৩:১৭ পিএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে সমিতির এক সদস্য টাকা দেয়ার অভিযোগ জানিয়েছিলেন নির্বাচন কমিশন বরাবর। তবে গত ১৯ এপ্রিল ভোটগ্রহণের পর এতে ডিপজল জয়লাভ করলে সেই অভিযোগ প্রত্যাহার করেন অভিযোগকারী অভিনেত্রী সাদিয়া মির্জা।

গতকাল রোববার (২১ এপ্রিল) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিজয়ী সভাপতি খল-অভিনেতা মিশা সওদাগর। পর্দার দাপুটে এ অভিনেতা বলেন, ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের যে অভিযোগ জানিয়েছিলেন সাদিয়া মির্জা, সেটি প্রত্যাহার করে নিয়েছেন তিনি। বিষয়টি আমাদের জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, এবারের নির্বাচন ২৭ এপ্রিল সম্পন্ন করার কথা থাকলেও একটি প্যানেল আপত্তি জানালে পরে ১৯ এপ্রিল তারিখই চূড়ান্ত রাখা হয়। ২১ সদস্য বিশিষ্ট কমিটির এ নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দিদ্বতা করেন ৪৮ প্রার্থী। প্যানেল দুটি হচ্ছে―মাহমুদ কলি ও নিপুণ আক্তার এবং অন্যটি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান।


ডিপজল   অভিযোগ   চলচ্চিত্র শিল্পী সমিতি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন