ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬ বঙ্গাব্দ
Bagan Bangla Insider

সালমানের এই তথ্যগুলো আপনি জানেন?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০১৮ বুধবার, ০৬:০১ পিএম
সালমানের এই তথ্যগুলো আপনি জানেন?

১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। রাশি ছিল বৃশ্চিক। তাঁর পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি পরিবারের বড় ছেলে। যদিও তাঁর মুল নাম চৌধুরী সালমান শাহরিয়ার ইমন, কিন্তু চলচ্চিত্র জীবনে এসে হয়ে যান ‘সালমান শাহ’। সালমানের দাদার বাড়ি সিলেট শহরের শেখঘাটে আর নানার বাড়ি দারিয়া পাড়ায় । যে বাড়ির নাম এখন ‘সালমান শাহ হাউস’। ১২ আগস্ট ১৯৯২ সালে বিয়ে করেন তিনি, এবং তাঁর স্ত্রীর নাম সামিরা।

১৯৮৫/৮৬ সালের দিকে হানিফ সংকেতের গ্রন্থনায় `কথার কথা’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হত। এর কোন একটি পর্বে ‘নামটি ছিল তার অপূর্ব’ নামের একটি গানের ভিডিও প্রচার হয়। হানিফ সংকেতের গাওয়া সেই গানের ভিডিওতে দেখা যায় সালমানকে। একজন সম্ভাবনাময় সদ্য তরুন তার পরিবারের নানারকমের ঝামেলার কারণে মাদকাসক্ত হয়ে মারা যায়, এই ছিল গানটার থিম। সেখানে সালমান শাহর সাইকেল চালানোর দৃশ্য আজও অনেকের মনে আছে। গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। মিউজিক ভিডিওটির পরে আর দেখা যায়নি। দর্শকও আস্তে আস্তে ইমনকে ভুলে যায়। আরও কয়েক বছর পর তিনি আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় পাথর সময় নামের একটি নাটকে ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছিলেন। প্রথম ছবিতে মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। শাবনূরের সঙ্গে ‘তুমি আমার’ ছবির জন্য প্রথমবারের মতো ১ লাখ টাকা পারিশ্রমিক নেয় সে। বেশ লম্বা একটা বিরতি শেষে ‘দেনমোহর’ সিনেমায় মৌসুমীর সঙ্গে জুটি হয় ইমন ও মৌসুমী একসঙ্গে অভিনয় করে। সেই ছবিতে দেড় লাখ টাকা নেয় ইমন। এগুলো যখন সুপার-ডুপার হিট করে তখন ধীরে ধীরে তার পারিশ্রমিকও বেড়ে যায়। সর্বশেষ ছটকু আহমেদের ‘বুকের ভেতর আগুন’ সিনেমার জন্য সে দশ লাখ টাকা নিয়েছিলো। এই পারিশ্রমিকে সালমাস শাহ হয়ে উঠেছিলো সবচেয়ে দামি নায়ক। আরও বেশ কিছু ছবি নিয়ে আলোচনা হচ্ছিলো। সেগুলোতে পারিশ্রমিক আরও বাড়তো। তারমধ্যে একটি ছবি ছিলো সেসময়ের নতুন মুখ পপির বিপরীতে। কিন্তু চির অভিমানী ইমন হঠাৎ করেই সব পারিশ্রমিকের বাইরে চলে গেল। তার পারিশ্রমিক এখন কেবলমাত্র ভক্তদের ভালোবাসা।

এক নজরে সালমান শাহ

আসল নাম : চৌধুরী সালমান শাহরিয়ার ইমন

জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রবিবার

বাবা : কমর উদ্দিন চৌধুরী

মা : নীলা চৌধুরী

স্ত্রী : সামিরা

উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি

রাশি : বৃশ্চিক

প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত

শেষ ছবি : বুকের ভেতর আগুন

প্রথম নায়িকা : মৌসুমী

সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)

মোট ছবি : ২৭টি

বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।

ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা

একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।

মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার

সালমান শাহ অভিনীত ছবির নাম, ছবি মুক্তির তারিখ:-

কেয়ামত থেকে কেয়ামত – ১৯৯৩ সালের ২৫ মার্চ

তুমি আমার – ১৯৯৪ সালের ২২ মে

অন্তরে অন্তরে – ১৯৯৪ সালের ১০ জুন

সুজন সখী – ১৯৯৪ সালের ১২ আগস্ট

বিক্ষোভ – ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর

স্নেহ – ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর

প্রেমযুদ্ধ – ১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর

কন্যাদান – ১৯৯৫ সালের ৩ মার্চ

দেনমোহর – ১৯৯৫ সালের ৩ মার্চ

স্বপ্নের ঠিকানা – ১৯৯৫ সালের ১১ মে

আঞ্জুমান – ১৯৯৫ সালের ১৮ আগস্ট

মহামিলন – ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর

আশা ভালোবাসা- ১৯৯৫ সালের ১ ডিসেম্বর

বিচার হবে- ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি

এই ঘর এই সংসার- ১৯৯৬ সালের ৫ এপ্রিল

প্রিয়জন- ১৯৯৬ সালের ১৪ জুন

তোমাকে চাই- ১৯৯৬ সালের ২১ জুন

স্বপ্নের পৃথিবী- ১৯৯৬ সালের ১২ জুলাই

সত্যের মৃত্যু নেই- ১৯৯৬ সালের ৪ অক্টোবর

জীবন সংসার- ১৯৯৬ সালের ১৮ অক্টোবর

মায়ের অধিকার- ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর

চাওয়া থেকে পাওয়া- ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর

প্রেম পিয়াসী- ১৯৯৭ সালের ১৮ এপ্রিল

স্বপ্নের নায়ক- ১৯৯৭ সালের ৪ জুলাই

শুধু তুমি- ১৯৯৭ সালের ১৮ জুলাই

আনন্দ অশ্রু- ১৯৯৭ সালের ১ আগস্ট

বুকের ভেতর আগুন- ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বরবাংলা ইনসাইডার/এমআরএইচ