কালার ইনসাইড

চলতি বছরের আলোচিত ৫ বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৭ পিএম, ০৬ ডিসেম্বর, ২০১৮


Thumbnail

বছরের শেষ দিকে এসে পৌঁছেছে ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্রশিল্প বলিউড। সেখানে এ পর্যন্ত ৬০টি ছবি মুক্তি পেয়েছে। চলতি মাসে আসছে ‘জিরো’, ‘সিম্বা’ ও ‘কেদারনাথ’ শিরোনামের আরও তিনটি ছবি। বছর জুড়ে এসব ছবিতে অভিনয় করেছেন ছোট-বড় অনেক তারকা। তাঁদের মধ্যে কেউ কেউ দর্শক সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন, কেউ আবার হারিয়ে গেছেন সমালোচনার ঝড়ে। চলচ্চিত্রের সাফল্যকে গুরুত্ব দিয়ে, চলতি বছর বলিউডের আলোচিত এমন ৫ অভিনেত্রীর কথাই আজ জানা যাক-

দীপিকা পাড়ুকোন

চলতি বছর দীপিকাকে সিনেমায় খুব একটা দেখা যায়নি। তবে বছরের শুরুতে ‘পদ্মাবত’র মতো ধামাকা ছবি উপহার দিয়েছেন। ওই একটিতেই ছক্কা হাঁকিয়েছেন নব বিবাহিতা এই অভিনেত্রী। গত ২৫ জানুয়ারি মুক্তি পাওয়া ‘পদ্মাবত’ মুক্তির আগেই বিতর্কের জন্ম দিয়ে আলোচনায় এসেছে। তখন ছবির বিতর্কিত দৃশ্যের জন্য নেতিবাচক আলোচনা হলেও, মুক্তির পর জুটেছে উপচে পড়া প্রশংসা। বিশেষ করে ছবির মূল চরিত্র দীপিকা পাড়ুকোন, রণবীর সিং ও শহীদ কাপুরের অভিনয় দর্শক সমালোচকদের মন কেড়েছে। ৩০০ কোটি রুপি আয় করে ‘পদ্মাবত’র বক্স অফিস সাফল্যও ঈর্ষনীয়। এমন সাফল্যে ভেসেই, প্রেমিক রণবীর সিং-কে বিয়ে করতে ইতালির দর্শনীয় স্থানে চলে যান দীপিকা। এরপর ভারতে মহা ধুমধামে আয়োজন করেন বিবাহোত্তর সংবর্ধনা। সেসব ছবি এখন ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তার উপর তিনি চলতি বছর ভারতের সেরা ধনী তারকাদের তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছেন। দীপিকাকে নিয়ে আলোচনার রসদ জোগাতে আর কি চাই!

ক্যাটরিনা কাইফ

প্রতি বছরই বলিউডে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। নিচের সারীর অভিনেত্রী থেকে ধীরে ধীরে উঠে এসেছেন বড় বড় তারকাদের কাতারে। চলতি বছরটিও তাঁর জন্য সাফল্য বয়ে এনেছে বলা চলে। তাঁর দুটি বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে এ বছর। এরমধ্যে গত ৮ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘থাগস অব হিন্দুস্তান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, নানা কারণে আলোচনার জন্ম দিয়েছে। ছবির মূল চরিত্র আমির খান, অমিতাভ বচ্চনের সঙ্গে সমান আলোচনায় তিনিও। এছাড়া আসছে ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের সঙ্গে তাঁর অভিনীত ছবি ‘জিরো’। ইতিমধ্যে ছবিটি আলোচনার পারদ চড়িয়েছে। ‘জিরো’ ভারতে বক্স অফিস কাঁপাবে বলেই অনুমান চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

আনুশকা শর্মা

ক্রিকেট তারকা বিরাট কোহলিকে গোপনে বিয়ে করে বছরের শুরুটা করেছেন আলোচনা দিয়ে। এর পর থেকেই যেন আনুশকা শর্মার সোনায় সোহাগা। এ বছর ইতিমধ্যে তাঁর তিন তিনটি ছবি মুক্তি পেয়েছে। এছাড়া তাঁর অভিনীত আরও একটি ছবি ‘জিরো’ ২১ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। এরমধ্যে গত ২ মার্চ মুক্তি পাওয়া ‘পারি’ গড়পড়তা ব্যবসা করলেও ‘সঞ্জু’ ও ‘সুঁই ধাগা’ দর্শক সমালোচকদের প্রশংসার পাশপাশি বক্স অফিস সাফল্য অর্জন করেছে। এছাড়া ‘জিরো’ ছবিতে একজন প্রতিবন্ধী গবেষকের চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি এই ছবির মূল চরিত্র খোদ শাহরুখ খানও আনুশকার অভিনয়ের প্রশংসা করেছেন।

আলিয়া ভাট

গত ২৩ ফেব্রুয়ারি ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে ছোট্র একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বছর শুরু করেছেন আলিয়া ভাট। এরপর ১১ মে দিয়েছেন সুপারহিট ছবি ‘রাজী’। ছবিতে গুপ্তচরের ভূমিকায় তাঁর অভিনয় দর্শক সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়ায়। যার ফলে বক্স অফিসেও ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে ছবিটি। মাত্র ৩০ কোটি রুপি বাজেটের এই ছবি ভারতে ১২৩ কোটি ১৭ লাখ রুপি আয় করেছে। রাজী ছাড়াও এ বছর ‘গালি বয়’, ‘কলঙ্ক’ ও ‘ব্রহ্মাস্ত্র’ শিরোনামের বড় বাজেটের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। এসবের মধ্যে আবার রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক বিষয়ক নানান মুখরোচক আলোচনা তো আছেই।

রাধিকা আপ্তে

বলিউডের প্রথম সারির তারকাদের কাতারে উঠে আসতে না পারলেও, নিজের অভিনয় প্রতিভার বিচ্ছুরণ ঘটাচ্ছেন রাধিকা আপ্তে। সেই সঙ্গে ব্যস্ততাও বাড়ছে পাল্লা দিয়ে। চলতি বছর তাঁর চার চারটি ছবি মুক্তি পেয়েছে। বছরের শুরুতে গত ৯ ফেব্রুয়ারি ‘প্যাডম্যান’ দিয়ে আলোচনার শুরু। মেয়েদের স্পর্শকাতর শারীরিক সমস্যা নিয়ে নির্মিত এই ছবিতে অক্ষয় কুমারের স্ত্রী’র চরিত্রে রাধিকার অভিনয় প্রশংসা কুড়ায়। এরপর বছরের অন্যতম আলোচিত ছবি ‘আন্ধাধুন’-এ অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতেও অভিনয় প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন। সাইফ আলী খানের সঙ্গে ‘বাজার’ ছবিতে একজন কর্পোরেট ব্যবসায়ির চরিত্রেও তিনি ছিলেন অনবদ্য। এছাড়া সাম্প্রতিক সময়ে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনে নিজের সঙ্গে ঘটে যাওয়া যৌন হয়রানির ঘটনা তুলে ধরে খবরের শিরোনাম হয়েছেন রাধিকা। সব মিলিয়ে চলতি বছর গণমাধ্যমের দৃষ্টি ধরে রাখতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী। 

বাংলা ইনসাইডার/এইচপি



মন্তব্য করুন


কালার ইনসাইড

ফারুকীর চোখে ‘মনোগামী’ বনাম ‘ব্যাচেলর’

প্রকাশ: ০৫:৪০ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েবফিল্ম ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ স্ট্রিমিং শুরু হয় চাঁদরাতে। এতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও জেফার রহমান। ওয়েব ফিল্মটি চরকিতে মুক্তির পর থেকেই নির্মাতা এবং কলাকুশলীরা প্রশংসা কুড়াচ্ছেন। বিশেষ করে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী ও জেফার। 

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তার ঠিক ২০ বছর পর ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে ওয়েবফিল্ম ‘মনোগামী’। অনেক দর্শক মনোগামী দেখে ব্যাচেলর সিনেমার সঙ্গে তুলনা করেছেন। আর এবারে সদ্যমুক্তি পাওয়া ওয়েবফিল্ম ‘মনোগামী’ নিয়ে কথা বলেছেন নির্মাতা নিজেই। 

মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে ‘মনোগামী’ ওয়েবফিল্ম নিয়ে লিখেছেন, ‘কোন সন্দেহ ছাড়াই ব্যাচেলরের এক ধরনের কম্প্যানিয়ন পিস বলা যায় মনোগামীকে। ব্যাচেলরে ঢাকার কিছু ব্যাচেলরের লাইফ দেখানোর চেষ্টা করেছি। আর মনোগামীতে ডিজায়ার আর গিল্ট ফিলিংয়ের মল্লযুদ্ধে ক্লান্ত এক মানুষকে ফলো করার চেষ্টা করছি। কাজটা করে খুবই আনন্দ পেয়েছি। অ্যাকচুয়ালি, আমার শেষ কাজগুলো অনেকটা সিরিয়াস টোনের ছিল। ফলে যারা আমার হিউমার পছন্দ করত, তারা প্রায়ই আমাকে কমপ্লেইন করতো এটা নিয়ে। তাদের কমপ্লেইন বাদ দিলেও, আমি নিজেও আসলে এই হিউমার ডিল করাটাকে মিস করছিলাম।’ 

দর্শকের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে এই নির্মাতা বলেন, ‘মনোগামীর কারণ একটা বিশাল অডিয়েন্সকে ফিরে পেয়েছি। যারা সত্যিকার অর্থে পিপড়াবিদ্যা থেকে শুরু করে এর পরের কাজগুলোতে আমার ওপর অভিমান করেছিল যে, আমি কেন ওই হিউমারগুলা আর ডিল করছি না। সেই অডিয়েন্সরা ফিরে আসছে এবং তারা অনেকেই চিঠি লিখেছে। এটা জেনে আমি খুবই আনন্দিত। ব্যাচেলরের পরে যেরকম তর্ক-বিতর্ক হতো। এটির ক্ষেত্রেও সেটা হচ্ছে। এটি আসলেই খুব ভালো। মনোগামী নিয়ে মানুষের ভালো, মন্দ, প্রশংসা, সমালোচনা- সবকিছুই আমি সাদরে গ্রহণ করছি। আপনাদের সবার জন্য ভালোবাসা।’ 

উল্লেখ্য, এর আগে গতবছরের শেষে মুক্তি পায় ফারুকীর ওয়েবফিল্ম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এই ওয়েবফিল্মটির মধ্য দিয়ে প্রথমবার পর্দায় আসেন ফারুকী। 

মোস্তফা সরয়ার ফারুকী   চঞ্চল চৌধুরী   জেফার রহমান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ছেলেকে নিয়ে শাকিবের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে হয়তো উনিও এসেছেন: বুবলী

প্রকাশ: ০১:৩৭ পিএম, ১৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবারের ঈদে একগুচ্ছ সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে রয়েছে আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ সিনেমা। সম্প্রতি ব্যক্তিজীবন নিয়ে কথা বলে আলোচনায় জায়গা করে নিয়েছেন এ নায়িকা।

ঢালিউড সুপারস্টার শাকিব খান, তার প্রথম স্ত্রী অপু বিশ্বাস এবং নায়কের দুই ছেলে জয়-বরীকে নিয়ে কথা বলেছেন বুবলী। একইসঙ্গে চিত্রনায়কের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ বুবলী জানান, শাকিব খানের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি তার। সময় নিচ্ছেন তারা। আর সাক্ষাৎকারে এমনটা জানানোর পরই খবর উঠে আসে অভিনেত্রীর এমন বক্তব্যে বিরক্ত শাকিব খান।

এবার অন্য একটি টেলিভিশনে হাজির হয়ে শাকিব খান-অপু বিশ্বাসকে নিয়ে কথা বললেন বুবলী। এসময় বুবলী বলেন, সন্তান বীর ও তার বাবাকে নিয়ে যখন রুমে সময় কাটাই, তখন সেখানে জয়কে নিয়ে হয়তো উনিও এসেছেন।

ভাইরালিজম প্রসঙ্গে বুবলী বলেন, ‘আসলে এটা প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় আমরা যখন কাজকে ফোকাস করছি, তখন দর্শকরা প্রশংসা করছেন সেটির। দর্শকরা ভালোবাসার জায়গা থেকেই বিভিন্ন সময় আমাদের ব্যক্তিজীবন নিয়ে জানতে চান। এটাও ঠিক আছে’।

তিনি আরও বলেন, ‘দর্শকরা জানতে চান শেহজাদ কী করছে বা কী রকম সময় কাটছে ওর। ওই সময় হয়তো আমি কিছু ভিডিও ক্লিপস শেয়ার করছি। তবে সব কিছুর মধ্যে সীমাবদ্ধতা থাকা প্রয়োজন। আবার আমাদের ভাষাগত দিক থেকেও সীমাবদ্ধ থাকা উচিত যে―আমরা একজন আরেকজন শিল্পীকে কীভাবে মূল্যায়ন করছি’।


শাকিব খান. বুবলী   অপু বিশ্বাষ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রায় ২০০ কোটি খরচ করে কন্যার ক্যারিয়ার গড়ছেন শাহরুখ!

প্রকাশ: ১০:২৭ এএম, ১৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

বলিউড বাদসা শাহরুখ খানের মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে সিনেমা প্রযোজনা করতে চলেছেন পিতা শাহরুখ। পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতোমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার।

তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটো সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন সিনেমায়।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই সিনেমা নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? 

জানা যায়, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’র চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।


শাহরুখ খান   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অবশেষে জয়ের সঙ্গে নিজের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন মাহি!

প্রকাশ: ১০:৩১ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢালিউড নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজেই আছেন। শুধু তাই নয় নতুন উদ্যমে কাজেও ফিরেছেন তিনি। এদিকে ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক জয় চোধুরী। ভালোবেসে নায়িকা নীড়কে বিয়ে করেছেন। এবার মাহি ও জয় নিজেদের গোপন সম্পর্কের কথা ফাঁস করলেন। 

সংবাদমাধ্যম অনুযায়ী, জয় চোধুরীর সঙ্গে মাহির প্রায় সময়ই নানা ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নায়কের বাসায় অন্য নায়ক-নায়িকাদের সঙ্গে বেশ ফুরুফুরে মেজাজেই আড্ডায় মাততে দেখা যায় মাহিকে।

জয়ের সঙ্গে সিনেমা না করেও এতো ভালো সম্পর্ক কিভাবে হলো সেটিই এবার একটি অনুষ্ঠানে এসে ফাঁস করলেন তারা।

মাহি বলেন, অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোন সিনেমায় কাজ করেনি। আর আমার সঙ্গে যেই নায়করা কাজ করেন তাদের আমি শত্রু ভাবি। 

যার কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা ভালো হয়না। জয়ের সঙ্গে আমার ২০১৯ থেকেই ভালো সম্পর্ক কিন্তু গোপন রেখে ছিলাম কারণ যে কোন জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।

এদিকে মাহির সঙ্গে সম্পর্কের ব্যাপারে জয় বলেন, খোলামেলা বিষয়টা আসলে সবাই ভালভাবে নেন না। গোপন থাকলে বিষয়টার মাঝে একটা পবিত্রতা থাকে। মাহির সঙ্গে আমার বন্ধুত্ব অল্প দিনের হলেও আমাদের সম্পর্কের মাঝে গভীরতা অনেক।

এবার ঈদে মুক্তি পাওয়া শাকিবের 'রাজকুমার' ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাচ্ছেন।

মাহিয়া মাহি   জয় চোধুরী   ঢালিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

উচ্ছ্বসিত শাকিব, দর্শকদের জানালেন কৃতজ্ঞতা

প্রকাশ: ০৯:৩০ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নির্মাতা হিমেল আশরাফ পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‌‘রাজকুমার’। এটি মুক্তির পর থেকেই প্রশংসায় ভাসছেন অভিনেতা। সেই সাফল্যের রেশে উচ্ছ্বসিত শাকিব। দর্শকদের প্রতি জানালেন কৃতজ্ঞতা। 

সোমবার (১৫ এপ্রিল) সকালে সমাজমাধ্যমের পাতায় ঢালিউড সুপারস্টার লিখেছেন, ‌‘অবিরামভাবে মিলিয়ন মিলিয়ন ভালোবাসা পাচ্ছে রাজকুমার। প্রিয় দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবাইকে ভালোবাসা।’ 

দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে শাকিবের নতুন ছবিটি। জানা যায়, ২১২টি সিনেমা হলের মধ্যে এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে।

‘রাজকুমার’ মূলত পারিবারিক সম্পর্ক আর একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প ঘিরে। নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভিনদেশি অভিনেত্রী কোর্টনি কফি। পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খানসহ অনেকে।

ইতিমধ্যে ‘রাজকুমার’ সিনেমার ‘রাজকুমার’ গানটি  দ্রুত সময়ে এক কোটি ভিউ পেরিয়ে গেছে। আসিফ ইকবালের লেখা, আকাশ সেনের সংগীত পরিচালনায় গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও একসময়ের ব্যান্ডশিল্পী বালাম।

‘রাজকুমার’ উন্মাদনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা ‘তুফান’-এর শুটিং শুরু হচ্ছে ভারতে। পরিচালনা করছেন ‘পরাণ’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। শাকিবের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নাবিলা এবং টালিউডের মিমি চক্রবর্তীকে। খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। পবিত্র ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা শাকিব খানের নতুন সিনেমাটির।


শাকিব খান   রাজকুমার  


মন্তব্য করুন


বিজ্ঞাপন