কালার ইনসাইড

বছর শেষে ঘটনাবহুল বিনোদন ভুবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০৫ এএম, ২৫ ডিসেম্বর, ২০১৮


Thumbnail

বছর শেষের হিসেব-নিকেশ চলছে সবখানে। বিনোদন ভুবনও তাতে থেমে নেই। নানা ঘটনায় এ বছর সারাবিশ্বের বিনোদন অঙ্গন ছিল সরগরম। চলচ্চিত্র, যৌন-হয়রানি, প্রেম, বিয়ে, মৃত্যু, জেল-জরিমানাসহ তারকাদের বিভিন্ন বিষয় আলোচনার পারদ চড়িয়েছে। বছর জুড়ে হলিউড,বলিউড ও টলিউডের এমন কিছু আলোচিত ঘটনায় ফিরে যাওয়া যাক-

হলিউড

টাইম’স আপ আন্দোলন

বছরের শুরু থেকেই যৌন হয়রানির বিরুদ্ধে সরব ছিল হলিউড। জানুয়ারিতে সিনেমা জগতে কিংবা এর বাইরে যেসব নারীরা যৌন হয়রানির শিকার হন তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন হলিউডের অন্তত ৩০০ অভিনেত্রী, পরিচালক ও লেখক। আন্দোলনের শিরোনাম দেওয়া হয় ‘টাইম ইজ আপ’ অর্থাৎ যৌন হয়রানির সময় শেষ, আর নয় যৌন হয়রানি। নাটালি পোর্টম্যান, রিজ উইদারস্পুন, ক্যাট ব্ল্যাচেস, ইভা লংগারিয়া এবং এমা স্টোনের মতো তারকারা এই প্রকল্পের জন্য একটি তহবিলও গঠন করেন। এমনকি বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাদা ব্যাজ পরে যৌন হয়রানির বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানানো হয়।

মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির বিয়ে

এ বছরের অন্যতম আলোচিত ঘটনার একটি হলিউড তারকা মেগান মার্কেলের সঙ্গে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির বিয়ে। রাজবংশের সঙ্গে কোনোরকম সম্পর্ক না থাকা এবং তামাটে গায়ের রঙ নিয়ে রাজপুত্রকে বিয়ে করে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন মেগান। গত ১৯ মে অনুষ্ঠিত এই বিয়ে নিয়ে গোটা বিশ্বের গণমাধ্যমগুলো ছিল সরগরম।

অভিনেতা বিল কসবির কারাবাস

মার্কিন কৌতুক অভিনেতা বিল কসবি যৌন হয়রানির অভিযোগে কারাবাস করেন এ বছরের সেপ্টেম্বরে। ২০১৪ সালের দিকে বিল কসবির বিরুদ্ধে ১৬ জন নারী যৌন হয়রানির মামলা করেন। এর মধ্যে ১২ জনই দাবি করেছেন, তাঁদের মাদক সেবন করিয়ে যৌন হয়রানি করেছেন কসবি। মামলা ৪ বছর ধরে আদালতে গড়িয়ে শেষতক গত ২৫ সেপ্টেম্বর তাঁকে সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড দেয় পেনসিলভানিয়ার একটি আদালত।

জাস্টিন বিবারের বিয়ে

সেলেনা গোমেজের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পাট চুকিয়ে এ বছর মডেল হেইলি ব্যাল্ডউইনকে বিয়ে করেন জাস্টিন বিবার। গত ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বাহমা দ্বীপে অনেকটা গোপনে বিয়ে করেন দু’জন। বিবারের আকস্মিক বিয়েতে কিছুটা অবাক হয়েছিলেন তাঁর ভক্তরা। কারণ এ পর্যন্ত অনেকের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বিবার। বিশেষ করে পপ তারকা সেলেনা গোমেজের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কই শোবিজে সবচেয়ে বেশি আলোচিত হয়। তাঁদের সম্পর্ক ভাঙা-গড়া নিয়ে গুঞ্জন কম ওঠেনি।

বলিউড

শ্রীদেবীর রহস্য মৃত্যু

বলিউডে বছরের শুরুটা হয়েছিল শোক দিয়ে। গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরে আসেন বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী। দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। শ্রীদেবীর মৃত্যুর খবরে শোকে বিহ্বল হয়ে উঠে বলিউড। তবে তাঁর মৃত্যু নিয়ে দানা বাঁধে রহস্য। তাঁকে খুন করা হয় বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে। যদিও ময়নাতদন্তে শেষে স্বাভাবিক মৃত্যু বলেই ঘোষণা করা হয়।

সালমানকে হত্যার হুমকি ও কারাবাস

গত ৬ জানুয়ারি বলিউড তারকা সালমান খানকে হত্যার হুমকি দেন পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণু। বিষ্ণু সম্প্রদায়ের পবিত্র পশু কৃষ্ণসার হরিণ হত্যা করার কারণেই নাকি সালমানকে এমন হুমকি দেওয়া হয়। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং করার সময় বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করে মামলায় ফেঁসে যান সালমান খান, সাইফ আলী খান, টাবু ও সোনালী বেন্দ্রেসহ আরও কয়েকজন। গত ৫ এপ্রিল এই মামলার রায় ঘোষণা করা হয়। এতে অন্যরা ছাড়া পেলেও ফেঁসে যান সালমান। ভারতের যোধপুর কারাগারে দুর্বিষহ দুই রাত কাটিয়ে ৭ এপ্রিল ছাড়া পান বলিউড ভাইজান।

‘সঞ্জু’ ও সঞ্জয় দত্ত

সালমানের শনির দশা কাটিয়ে পুনরায় উজ্জীবিত হয় বলিউড। এর অন্যতম কারণ ২৯ জুন মুক্তি পাওয়া ছবি ‘সঞ্জু’। সুপারস্টার সঞ্জয় দত্তের ঘটনাবহুল জীবন নিয়ে নির্মিত এই ছবি অবিশ্বাস্য সাড়া ফেলে দর্শক মহলে। ছবির নির্মাণশৈলী ও শিল্পীদের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। বিশেষ করে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর কাপুরের দুর্দান্ত অভিনয় তাঁর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করেছে। ভারতে ৩৪১ কোটি রুপি আয় করে চলতি বছর এ পর্যন্ত সর্বোচ্চ আয়ের ছবির তালিকায় শীর্ষস্থান দখল করে আছে ‘সঞ্জু’। এই ছবির কারণে আবার নতুন করে আলোচনায় আসেন সঞ্জয় দত্ত।

তনুশ্রী দত্ত ও নানা পাটেকার বিতর্ক

গত ১৫ সেপ্টেম্বরে অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং সেটে নাকি তাঁকে যৌন হয়রানি করেন অভিনেতা নানা পাটেকার। এরপর তিনি অভিনেতার সঙ্গে কোনো ধরনের ঘনিষ্ঠ দৃশ্য করতে চাননি। ঘটনাটি এখানেই থামিয়ে দেননি তনুশ্রী। এ বিষয়ে তিনি নাকি থানায় অভিযোগও করেন। যার ফলে ছবি থেকে তাঁর নাম কেটে দেওয়া হয়। কারণ নানা পাটেকার বড় অভিনেতা ও ছবির প্রধান নায়ক ছিলেন। স্বভাবত তাঁর কথাই শোনা হয়। তখন তাঁর পাশে কেউই দাঁড়াননি, উল্টো নাকি তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে উত্তাল হয়ে উঠে বলিউড। এর রেশ ধরে যৌন হয়রানির ঘটনার শিকার নারীরা একের পর এক অভিযোগ তুলতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ মি টু’ দিয়ে ছড়িয়ে দেন অভিযুক্তদের নাম।

দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে

বছরের শেষ দিকে বলিউডের অন্যতম আলোচিত বিষয় দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে। ইতালির পর্যটন স্থান লেক কোমো-তে গত ১৪ ও ১৫ নভেম্বর রণবীর সিঙ্গের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দীপিকা। অন্যদিকে ২৬ বছর বয়সের মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে গত ১৮ আগস্ট ভারতে বাগদান সম্পন্ন করেন ৩৫ বছরের প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ভারতের উমেদ ভবন প্যালেসে গত ১ ও ২ ডিসেম্বর হিন্দু ও খ্রিষ্টান রীতি মেনে বিয়ে করেন দু’জন।

টলিউড

রাজ-শুভশ্রীর বিয়ে

কলকাতার চলচ্চিত্রে বছরের শুরুতে আলোচনার জন্ম দেয় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর বিয়ে। গত ৬ মার্চ আংটি বদলের পাশাপাশি বিয়ের রেজিস্ট্রিও সেরে ফেলেন আলোচিত এই জুটি। এরপর ১১ মে দক্ষিণ ২৪ পরগনার ঐতিহাসিক স্থান ভাওয়াল রাজবাড়িতে হয় বিয়ের আয়োজন। তাঁদের ককটেল পার্টি, বিয়ে, রিসেপশন মিলিয়ে চোখ ধাঁধানো জৌলুস দেখেছে টলিউড পাড়া।

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

অক্টোবরের দিকে ‘অটোগ্রাফ’ খ্যাত পরিচালক সৃজিত মুখার্জীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন শর্মিষ্ঠা সাহা নামের এক নারী। ‘রাজকাহিনী’ ছবির সহকারী পরিচালক হিসেবে সুযোগ দেওয়ার কথা বলে নাকি সৃজিত তাঁকে অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে রাজী না হওয়ায় নাকি শেষ পর্যন্ত তাঁকে সুযোগ দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাশট্যাগ মি টু’ দিয়ে এমন অভিযোগ করেন ওই নারী। এছাড়া মডেল ও অভিনেত্রী র‍্যাচেল হোয়াইটও সৃজিতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এমন অভিযোগে সৃজিতের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে।

বাংলা ইনসাইডার/ এইচপি   

 

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা

প্রকাশ: ০৮:০৮ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে অনেক কাজই সহজ হয়ে গেছে মানুষের জন্য। রান্নার রেসিপি থেকে শুরু করে নিউজ প্রেজেন্টিং, স্কুলে পড়ানো, অফিসের কাজ - সবই এআই প্রযুক্তির মাধ্যমে করা যায়। এবার আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম এআই সুন্দরী প্রতিযোগিতা।

এআই প্রযুক্তি দ্বারা তৈরি মডেলদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করছে ওয়ার্ল্ড এআই ক্রিয়েটর অ্যাওয়ার্ডস (ডব্লিউএআইসি)। মূলত বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতেই এমনটা করা হচ্ছে।

আয়োজন সংস্থা জানায়, তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে বিচার করা হবে - সৌন্দর্য, প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে যেমন এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে।

জানা গেছে, যে মডেল জিতবেন, তাকে মিস এআই শিরোপা দেয়া হবে। পাশাপাশি প্রতিযোগিতায় মোট ২০ হাজার ডলার পুরস্কার রাখা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে মিস এআই সুন্দরী প্রতিযোগিতার এন্ট্রি। যারা এই ধরনের এআইভিত্তিক মডেল বানিয়ে থাকেন তারাও এতে অংশগ্রহণ করতে পারবেন।

তবে এই সুন্দরী প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ করতে হলে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি থাকতে হবে এবং বয়স হতে হবে ১৮ বছরের বেশি। ইতোমধ্যে ডব্লিউএআইসির অফিসিয়াল ওয়েবসাইটে শুরু হয়ে গেছে এই প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া।

সুন্দরী প্রতিযোগিতার পাশাপাশি এআইভিত্তিক ফ্যাশন সামগ্রী এবং পুরুষ মডেলের ওপরও জোর দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা।

এআই সুন্দরী  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নগ্ন পুরুষ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদ্যা বালানের

প্রকাশ: ০৫:১০ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ২০০৩ সালে রুপালি পর্দায় অভিষেক হয় তার। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সাহসী চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছেন এই নায়িকা। বিদ্যা বালানের পরবর্তী সিনেমা ‘দো আউর দো পেয়ার’।

সম্প্রতি এই সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। আর সেখানেই নগ্ন পুরুষদের নিয়ে মন্তব্য করেন বিদ্যা বালান। অভিনেত্রী জানান, এখন নগ্ন পুরুষদেরও বাহবা পাওয়ার সময় এসেছে।

জানা গেছে, ২০২২ সালে নগ্ন ফটোশুট করেছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। সেসময় ব্যাপক তোপের মুখে পড়েছিলেন তিনি। অভিনেতার এই ফটোশুটকে কেন্দ্র করে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে রণবীরের এই সাহসিকতার প্রশংসা করেছিলেন বিদ্যা বালান।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আগে যা বলেছি এখনও একই কথা বলব। আপনি যে কোনো প্রাপ্তবয়স্কদের পাঠ্য পত্রিকা দেখুন, ‘প্লেবয়’ বা ‘ডেবোনেয়র’-এ আমরা সবসময় নারীদের নগ্ন ছবি দেখি। সেটা কোনো পুরুষ বা সমকামীর ভালো লাগতে পারে।

কিন্তু আমাদের মতো যারা আছেন, তারা কী করবেন? আমাদেরও শখ কিংবা ইচ্ছা থাকতে পারে। তাই এখনও ঠিক সেটাই বলছি— আমার ভালো লেগেছিল। নগ্ন নারীদের অনেক বাহবা দিয়েছি, এখনও হরহামেশাই দিয়ে থাকি। এবার মনে হয় সময় এসেছে, নগ্ন পুরুষদেরও বাহবা পাওয়ার।

সাধারণ মানুষের মতো বলিউডের অনেক তারকাকেই বিবাহ-বহির্ভূত সম্পর্ক জড়াতে দেখা যায়। এই বিষয়টি নিজের অভিমত জানিয়ে বিদ্যা বালান বলেন, আমি এটা মানি যে, বিয়ের বাইরেও প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। আমি যদি এই বিষয়টিকে খাবারের সঙ্গে তুলনা করি, তা হলে বলব, রোজ রোজ ডাল-ভাত খেয়ে আমাদের একটা একঘেঁয়েমি চলে আসে। তাই আমরা নুডলস বা অন্য কিছুর দিকে ঝুঁকি। কিন্তু একটা সময় আসে, যখন আমরা খাঁটি ডাল-ভাতের মর্ম বুঝি।

বিবাহ-বহির্ভূত সম্পর্কের নানান বিষয় উঠে এসেছে বিদ্যা বালানের নতুন সিনেমায়। অভিনেত্রী বলেন, আমাদের সিনেমায় শুধু বিবাহ-বহির্ভূত সম্পর্ক দেখানও হয়নি। এর বাইরের অনেক বিষয়ও রয়েছে। আমরা তো নিজেদের প্রেমিক-প্রেমিকার সঙ্গেও প্রতারণা করি।

সূত্র: আনন্দবাজার

নগ্ন পুরুষ   বিদ্যা বালান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ডিপজলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার কোনো ভয় নেই: নিপুন

প্রকাশ: ০১:৩১ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন অভিনেত্রী নিপুন আক্তার। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল থেকেই নিজ প্যানেল নিয়ে ভোট কেন্দ্রে আছেন তিনি।

এবার তার বিপরীতে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন শক্তিশালী প্রার্থী মনোয়ার হোসেন ডিপজল। তবে নিজের জয়ে শতভাগ আশাবাদী এই অভিনেত্রী। যদিও গতবার নির্বাচনে জায়েদ খানের বিপক্ষে ১৩ ভোটে হেরেছিলেন নিপুন।

নিপুন বলেন, ‘ডিপজলকে নিয়ে ভয় কাজ করছে না। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার কোনো ভয় নেই। তিনি একজন ভালো মনের মানুষ। তাই তাকে নিয়ে আমার আলাদা কোনো ভয় নেই।’

নির্বাচনের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিপুন বলেন, ‘এবার ভোটার উপস্থিতি আগেরবারের তুলনায় অনেক কম। শিল্পীরা সবাই আসছে আস্তে আস্তে আসছেন। তবে আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আর নিরাপত্তার কথা যদি বলি, তাহলে বলবো ঠিক আছে। কারণ এখানে সবাই শিল্পী, জাতীয় তারকা। তাদের নিরাপত্তায় এমনটা থাকবে এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার কোনো আপত্তি নেই।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সকাল থেকেই ভোটার উপস্থিতি কম। ভোট শুরুর আগে থেকে প্রার্থীরা উপস্থিত হলেও, ভোটারদের উপস্থিতি তেমন একটি দেখা যায়নি।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এজে রানা ও বিএইচ নিশান। শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত।

এবারের নির্বাচনে দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুন আক্তার।

এর আগে, গত বুধবার (১৭ এপ্রিল) রাত ১২টায় শেষ হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। ভোট নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ ছাড়া বৃহস্পতিবার ভোটের আগের দিন প্রচারণা নিষিদ্ধ থাকলেও সারা দিনই বিচ্ছিন্নভাবে প্রার্থী ও ভোটারদের আনাগোনা দেখা গেছে এফডিসিতে।

এদিকে নির্বাচন কমিশননের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ৫৭১ জন ভোট দিতে পারবেন।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি   ডিপজল   নিপুন   নির্বাচন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

‘ডিপফেক’ ভিডিও দিয়ে রাজনৈতিক প্রচার, থানায় মামলা করলেন আমির খান

প্রকাশ: ১০:৩১ এএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাশ্মিকা মন্দানা থেকে ক্যাটরিনা কাইফসহ ডিপফেকের শিকার হয়েছেন বলিউডের একাধিক অভিনেত্রী। তাদের সাথে এবার যোগ হলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।

সম্প্রতি আমির খানের একটি ‘ডিপফেক’ ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, আমির একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন।

২৭ সেকেন্ডের ওই ভিডিওতে আমির খানকে ‘জুমলা’র থেকে সতর্ক থাকতে বলতে দেখা গেছে। আমিরের অফিসের দাবি, অভিনেতার মুখ মর্ফ করে ভিডিও ব্যবহার করা হয়েছে। তিনি এমন কোনও প্রচার ভিডিও শুট করেননি।

আমির খানের অফিসের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ৩৫ বছরের বলিউড ক্যারিয়ারে আমির খান কখনও কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি। আমিরের অফিস থেকে অভিযোগ পেতেই পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৪১৯ (অন্যকে নকল করা), ৪২০ (প্রতারণা) সহ একাধিক ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।


ডিপফেক ভিডিও   রাজনৈতিক প্রচার   মামলা   আমির খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ

প্রকাশ: ০৯:৫৭ এএম, ১৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণ চলাকালীন দুপুরে বিরতি দিয়ে ফের ভোট শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। পরে ভোট গণনা শেষে একইদিন ফলাফল প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে ২১ সদস্যবিশিষ্ট কমিটির ৬ জন স্বতন্ত্রসহ ২টি প্যানেল থেকে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১। মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল প্যানেল ও মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার প্যানেল

এরই মধ্যে নির্বাচনের সব আয়োজন শেষ করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার স্বার্থে সকাল থেকে ভোটের ফলাফল প্রকাশ পর্যন্ত মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশ পুলিশ সদস্যসহ সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিতি রয়েছেন।

এ ছাড়াও ভোটকে আরও নিরবচ্ছিন্ন করতে এফডিসির বিভিন্ন পয়েন্টে বাড়তি আরও ৩১টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এর আগে, গত বুধবার (১৭ এপ্রিল) রাত ১২টায় শেষ হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। ভোট নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ ছাড়া বৃহস্পতিবার ভোটের আগের দিন প্রচারণা নিষিদ্ধ থাকলেও সারা দিনই বিচ্ছিন্নভাবে প্রার্থী ও ভোটারদের আনাগোনা দেখা গেছে এফডিসিতে।

এদিকে নির্বাচন কমিশননের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ৫৭১ জন ভোট দিতে পারবেন।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি   নির্বাচন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন